Banner Advertiser

Saturday, February 9, 2013

[mukto-mona] Re: [Dahuk]: Two news from naya Diganta on Shahbagh meeting---ঘাদানিক ও বামেরা সমাবেশের নেপথ্যে---ঘাদানিকদের উসকে দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির চেষ্টা করছে সরকার : জামায়াত



Shameless Razakars , where are those Shibir cadres in Dhaka City ? In '71 you did atrocities under the cover of Pakistan army . Now who will protect you ? Allah (SWT ) 's punishment is going on you !!



From: lutful bari <lutfulb2000@yahoo.com>
To: "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>; Alochona Groups <alochona@yahoogroups.com>; Bangla vision <bangla-vision@yahoogroups.com>; bangladesh community <bangladeshcommunity@yahoogroups.com>; "chottala@yahoogroups.com" <chottala@yahoogroups.com>; "dahuk@yahoogroups.com" <dahuk@yahoogroups.com>; diagnose <diagnose@yahoogroups.com>; future of bangladesh <futureofbangladesh@yahoo.com>; history islam <history_islam@yahoogroups.com>; "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>; "mahdiunite@yahoogroups.com" <mahdiunite@yahoogroups.com>; "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>; nabic <nabic-l@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; odhora <odhora@yahoogroups.com>; "political_analysts@yahoogroups.com" <political_analysts@yahoogroups.com>; sahannan sahannan <sahannan@yahoogroups.com>; "shetubondhon@yahoogroups.com" <shetubondhon@yahoogroups.com>; "witness-pioneer@yahoogroups.com" <witness-pioneer@yahoogroups.com>
Sent: Saturday, February 9, 2013 6:17 AM
Subject: [Dahuk]: Two news from naya Diganta on Shahbagh meeting---ঘাদানিক ও বামেরা সমাবেশের নেপথ্যে---ঘাদানিকদের উসকে দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির চেষ্টা করছে সরকার : জামায়াত

 


 

ঘাদানিক বামেরা সমাবেশের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক
তারিখ: ফেব্রুয়ারি, ২০১৩
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের নেপথ্যে রয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) বাম দলের নেতারা। সমাবেশে যারা সংহতি জানিয়েছেন তারা সরকারি ঘরানার বামপন্থী। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সবার আগে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা। কিন্তু পরে বাম দলগুলো তাদের ছাত্র সংগঠন দিয়ে কৌশলে আন্দোলনের নেতৃত্ব নিয়ে নেন। অতীতের বিভিন্ন আন্দোলনেও ধরনের ঘটনা ঘটেছে। আরো জানা গেছে, আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হবে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমীতে বসে বাম নেতারা আন্দোলনকে পর্যবেণ করেন। ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী ছাত্রফ্রন্টের নেতারা পাবলিক লাইব্রেরি চত্বরে দফায় দফায় বৈঠকে বসে আন্দোলনের হাল ধরেন। এর মধ্যে ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, সেক্রেটারি তানভীর রুসমত, ছাত্র ইউনিয়নের সেক্রেটারি হাসান তারেকসহ সাবেক নেতারা বৈঠকে মিলিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন
দিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান সমাবেশকে চাঙ্গা রাখতে ১০ কোটি টাকার বাণিজ্য হয়েছে। আন্দোলনের খবর প্রচার করতে এত বিশাল টাকার বড় অংশ কিছু মিডিয়ার পে ব্যয় করতে হয়েছে। শাহবাগের আন্দোলনে একটি বিদেশী দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত থেকে আন্দোলন নিয়ন্ত্রণে রেখে উসকানি দিতে থাকেন
গত মঙ্গলবার বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায় মানতে না পেরে ওই দিন থেকেই ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে। কিন্তু কৌশলে আন্দোলনের নেতৃত্ব নেয় বাম ছাত্র সংগঠনের নেতারা। এরপর ছাত্রলীগও নেতৃত্ব নেয়ার চেষ্টা করে। কিন্তু তারাও ব্যর্থ হয়
এরপর বাম নেতারা দফায় দফায় বৈঠকে বসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের নেতাকর্মীদের আন্দোলনে নিয়ে আসেন
চলমান আন্দোলনে রাজাকারের ফাঁসি দাবিতে বিভিন্ন স্লোগান দেন ছাত্র ইউনিয়নের নেত্রী লাকী আক্তারা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্সের ছাত্রী। তিনি মুহুর্মুহু বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে তোলেন। এভাবে সেখানে আন্দোলনের বিভিন্ন বিষয়ে দফায় দফায় দিকনির্দেশনামূলক বক্তৃতা দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। পর্যায়ক্রমে আরো বক্তৃতা করেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জল, মানবেন্দ্র দেব, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলামসহ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
নিহতদের স্মরণে দোয়া দিবস পালিত

ঘাদানিকদের উসকে দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির চেষ্টা করছে সরকার : জামায়াত

নিজস্ব প্রতিবেদক
তারিখ: ফেব্রুয়ারি, ২০১৩
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এইচ এম হামিদুর রহমান আযাদ এমপি বলেছেন, ট্রাইব্যুনালের রায়ে ঘাদানিক সরকার পরে প্রতিক্রিয়ায় প্রমাণিত হয়েছেট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা কোনো পরে কাছে নেই
তিনি বলেন, সরকার কথিত অপরাধ ট্রাইব্যুনালকে শতভাগে নিরপে স্বাধীন আখ্যা দিলেও তারাই আবার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ঘাদানিকদের উসকে দিয়ে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তারাই কথিত আন্দোলনের নামে শাহবাগে সমাবেশ করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা একাত্মতা ঘোষণার জন্য সেখানে যাচ্ছেন। আবার সেখানেই কথিত লাঞ্ছিত হওয়ার নাটক মঞ্চস্থ করা হচ্ছে। কিন্তু সরকার আমাদেরকে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের অনুমতি দেয়নি। সরকারের প্রত্য সহযোগিতায় তারা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বিনষ্টের চেষ্টায় লিপ্ত। তারা দেশে আবারো /১১ আনার চেষ্টা করছে
রাজধানীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত দোয়া অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য এস এম রুহুল আমীন, অ্যাডভোকেট রেজাউল করিম মফিজুল ইসলাম প্রমুখ
হামিদুর রহমান আযাদ এমপি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জনতার আন্দোলনকে দমন করার জন্যই দলন-পীড়নের পথ বেছে নিয়েছে। গত কয়েক দিনের আন্দোলনে সরকার বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই তারা নিজেদের মতা রা করার জন্যই পুলিশ ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে বগুড়া চট্টগ্রামসহ সারা দেশে আটজন জামায়াত-শিবির নেতাকর্মীকে শহীদ করেছে
এমন কি একজন শিবির নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়েছে। তবে দেশের মানুষ এই নির্মমতা কখনোই মেনে নেবে না। তিনি পুলিশ-ছাত্রলীগের হামলায় নিহতদের শহীদ হিসেবে কবুল করে নেয়ার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দেয়া করেন এবং হত্যাকারীদের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি, আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ফরমায়েসি দণ্ডাদেশ বাতিল, প্রশ্নবিদ্ধ বিতর্কিত ট্রাইব্যুনাল বন্ধ করে অবিলম্বে মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন
জামায়াত নেতা ষড়যন্ত্র প্রহসনের বিচার বন্ধ করে শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় জনগণ প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালের রায় কখনোই মেনে নেবে না বরং আগামীতে আবারো কোনো রায় দেয়ার চেষ্টা করা হলে জনতা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন
জামায়াত নেতা বলেন, বিচারপতির স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে কথিত বিচারপ্রক্রিয়ায় সরকারের ষড়যন্ত্র দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর মিসর সফরে গিয়ে রায়ের দিন-তারিখ ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে সরকার
ধানমন্ডি থানা : কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর ধানমন্ডি থানা। থানা সেক্রেটারি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা আমির অ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক হারুন অর রশীদ। অন্যানের মধ্য উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য শেখ মিজানুর রহমান, জামায়াত নেতা তরিকুল ইসলাম, আবু নাঈম, শফিকুল ইসলাম মোস্তাফিজুর রহমান প্রমুখ
 
 
 
 
 






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___