Banner Advertiser

Saturday, February 9, 2013

[mukto-mona] শাহাবাগ চত্তরের বন্ধুরা আমাদের শুভেচ্ছা নিও

শাহাবাগ চত্তরের বন্ধুরা আমাদের শুভেচ্ছা নিও, ১০. ০২. ২০১৩. স্টকহোল্ম

খুব সকালে ঘুম থেকে উঠে হাটু সমান তুষার পেরিয়ে হেটে হেটে পাতাল ট্রেন বসে চোখের সামনে ভেসে ওঠে শাহাবাগ চত্তর, বন্ধুরা তোমারা যারা শাহাবাগ চত্তরের রাত জেগে বসে আছো ভুলে যেও না আমরাও তোমাদের পাশেই আছি, আমাদের চোখেও জল আসে আমাদের চোখের দুফোটা জল চোখেই শুকায় | হাজার হাজার মাইল দুরে বসেও মনে মনে এই বিশ্বাস নিয়ে বেচেঁ থাকতে চাই, তোমারা আমাদের হতাশ করো না | তোমাদের অন্তরে শুধু একটাই বিশ্বাস রেখো আমার তোমাদের দিকে তাকিয়ে আছি | আমাদের এই প্রবাসের কান্না তোমার কোনদিন শুনতে হবে না | আমাদের কান্না আমাদেরই থাকবে, শুধু এতটুকু জেনো তোমাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস | হাত জোর করে মিনতি জানাই আমাদের তোমরা হতাশ করো না | আজ প্রতি মুহুর্তে তোমাদেরকেই ভাবছি, স্মার্ট ফোনে তোমাদের কথা ভেসে আসে . বিভিন্ন ব্লগে তোমাদের খুজে বেড়াই, তোমাদের মাঝে আমরাও থাকতে চাই, নিয়তির এক নির্মম পরিহাশ আমরা আছি প্রবাসে আর তোমরা শাহাবাগে | ইচ্ছে থাকলেও তোমাদের ছুয়ে দেখতে পারি না, তোমাদের পাশে থাক চাই, পাশাপাশি হাটতে চাই, চিত্কার করে আমারও বলতে চাই গ তে গোলাম আজাম.. তুই রাজাকার.. তুই রাজাকার, বাঙালী আবার গর্জে ওঠো .. গর্জে ওঠো | এখানে লিখি, ওখানে লিখে এ ব্লগ সে ব্লগ যাচ্ছি, কিছু লিখছি কিছু ভাবছি , কিছু কান্না কিছু আশা, তারপর অতপর আমার দেশ বাংলাদেশ, আমার শেষ আশ্রয়স্থল | আমাদের কথা ভুলে যাওনা, প্রবাসে আছি অন্ধকার এক দেশের গুহা থেকে তোমাদের দেখতে চাই, মনে রেখো আমরা তোমাদের ভাই আর বোন | আজ, তোমাদের আমরা বড়ই বেশী ভালোবেসে ফেলেছি | তোমারা কি জানো টিভিতে যখন তোমাদের গর্জণ শুনি , আমাদের মাথায় তখন তুষার ঝরে, রক্ত হিম হওয়া ঠান্ডার দেশে আমারও গর্জে উঠি, রক্ত তখন টগবগ করে, মাথার উপরের বরফ বাষ্পের মতো উড়ে যায়, আমি যেনো মিশে যাই তোমাদের সাথে প্রজম্ন চত্তরের | আচ্ছা, তোমরা কি শুনতে পাও আমাদের রক্তের টগবগ শব্দ ? তোমাদের কানে ভেসে আসে কি আমাদের কান্না ? কত বছর বাবাকে দেখি না, আমার বাবার চোখের জল হয়তো আজ শুকিয়ে গেছে , বাবা হায়তো আজও জানে না এই বরফ গলা দেশে সোনার হরিন থাকে না, থাকে শুধু আমাদের কান্না | ফেইসবুক এর বন্ধুদের আজ শুধু একটাই শ্লোগান, ফাসি ফাসি চাই .. রাজাকারের ফাসি চাই | আগামীকাল শুনেছি তুষার পড়বে, কাল ব্লগের বন্ধুদের সাথে স্টকহল্মের শহর তলিতে দেখা হবে, আমরা অনেকেই যাবো, ভাবনা শুধু একটাই, কর্ম যেনো একটাই ফাসি ফাসি চাই .. রাজাকারের ফাসি চাই, আমি আর লিখতে পারছি না, আমার চোখ ঝাপসা হয়ে আসছে, চোখের পানিতে কিবোর্ড ভিজে যাচ্ছে, আগামীকাল আমরা চিত্কার করে বলবো, ভালো থেকো শাহাবাগ, ভালো থেকো বাংলার সব ব্লগার, ভালো থেকো আমার ফেইসবুক বন্ধুরা , ভালো থেকো ইমরান, ভালো থেকো সাজু , ভালো থেকো সাদী, ভালো থেকো শফিক, ভালো থেকো লাকী আক্তার, ভালো থেকো সবার বাবা মা, ভালো থেকো সেই ছোট্ট অপু , ভালো থেকো শ্লোগানে শ্লোগানে মুখরীত ঢাকা, ভালো থেকেও আমার প্রানের চাইতে বড় প্রিয়, আমার বাংলাদেশ |
তোমাদেরই .. খোকা কিন্তু আরিফ (www.facebook.com/mahboob.areef )




------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/