Banner Advertiser

Monday, April 8, 2013

[mukto-mona] Bangladesh belongs to men and women equally



Dear Readers,

A. Bangladesh belongs to men and women equally.
B. The days of suppressing women by religious fanatics are over.
C. Women have all the rights of doing whatever they want to do as-long-as their acts are not against the laws of Bangladesh.  

..................................................................................................................................................................
1. Please STOP profanity and do not attack any religion - religions are sacred and must be honored
2. Please let region be peoples' private affair and don't mingled sacred Religions with State affairs
3. Bangladesh belongs to all Bangladeshis - Muslim, Hindu, Buddhist, Christian, and others alike
4. Please maintain good but mutually respectable relationship with all the neighboring countries
5. Please do not destroy the hard earned freedom of Bangladesh - save it jointly at any cost
6. Please drop extremism and be MODERATE - establish your right and honor the right of others
7. Please promote the freedom of speech - everybody has the right to speak but not to hurt others
8. Please promote the technical education - do not stay behind - world is moving fast in technology
9. Please STOP hortal - it is OK if you do not want to work but you can not violate others' right to work
..................................................................................................................................................................

With best regards,
Em

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Dr. Em Pannah
Doctor of Management (Cybersecurity, Privacy, and Identity Theft), MS, MSc., CISSP, CAP, CISM, NSA-IAM, NSA-IEM, Foundations of Cybersecurity
Cybersecurity Professional, Textbook Writer/Publisher, and Adjunct Assistant Professor in USA
Primary email: epannah@yahoo.com | Secondary email: em.pannah@faculty.umuc.edu
Primary phone: (443) 690-3955 | Secondary phone: (301) 358-9232
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



From: Kamal Das <kamalctgu@gmail.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Monday, April 8, 2013 9:08 PM
Subject: Re: [mukto-mona] Request for a blog post to publish

 
Stop funding these parasites and there barking would automatically end.


2013/4/8 Mehedy hasan Sajib <mehedyhasansajib@yahoo.com>
 
হেফাজতের দফাঃ প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, ইসলামবিরোধী নারীনীতি বন্ধ করতে হবে।
 
কয়েকটি কথাঃ
 
১. বাংলাদেশের বৈদেশিক আয়ের সর্বোচ্চ খাত  গার্মেন্টস শিল্প টিকে আছে কার জন্যে? নারীর জন্যে। জোব্বা টুপি পড়া হুজুরের জন্যে নয়।
 
২. প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিয়ে হাজারো ছেলের মাঝে মেধা দিয়ে স্থান করে নেয় কে? নারী। কওমি মাদ্রাসার তোতাপাখির মত আরবি পড়া ছাত্র নয়
 
৩. প্রতিবছর একমাত্র মেডিকেল থেকে শুধু গাইনী বিভাগের নারী ডাক্তার কতজন বের হয় জানেন? এরা আপনারই স্ত্রী বা আত্মীয়কে ডেলিভারী অপারেশন করিয়ে আপনার হাতে তুলে দিচ্ছেন ফুটফুটে শিশুটিকে। কোনো জেহাদী ইসলামিস্ট নয়।
 
৪. প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কতজন নারী প্রকৌশলী বের হয় হিসাব রাখেন? এরা জাতীয় প্রবৃদ্ধিতে, GDP তে যে ভুমিকা রাখে তার ১০ ভাগও কি ওই জামাতী/হেফাজতী করতে পারে?
 
৫. ব্যাংক এর ফ্রন্ট ডেস্ক এ কতজন নারী দক্ষতার সাথে কাজ করছে সে হিসাব রাখেন? পারবেন জোব্বা পড়া হুজুর দিয়া ব্যাংক চালাতে? চালান দেখি।
 
৬. মানুষ গড়ার কারিগর শিক্ষকতা পেশায় চরমভাবে সফল কে জানেন? নারী।
 
৭. সন্ধ্যা ৭ টা কিংবা রাত ১০ টার সংবাদে কে আপনাকে খবর পড়ে শুনায় বলেন তো? নারী। পারবেন কওমি মাদ্রাসা থেকে একজন নারী সাংবাদিক বের করতে?
 
৮. এসব পেশাগত কাজ শেষ করে এসে আপনারই প্লেটে ভাত তুলে দেয় কে? নারী।
 
৯. ঘরে বাইরে সবকিছু মেইনটেইন করা প্রকৃত অলরাউন্ডার কে? নারী।
 
১০. অলরাউন্ডার সে কিভাবে হয়েছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাথে সহবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লেখাপড়া করে। বোরকা পড়ে নিনজা সেজে মাদ্রাসায় যেয়ে আরবি পড়ে না।
 
১১. এতই যখন নারী বিদ্বেষ, স্ত্রী হিসেবে একজন শিক্ষিত জীবনসঙ্গী কেন চান?
 
১২. আপনার আয়ে যখন সংসার চলেনা তখন স্ত্রী কে কেন উপার্জন করতে চাকুরি করান? তখন আপনার হেফাজতী/জামাতী ইসলামিস্ট আপনাকে সাহায্য করেন না? তখন আপনার ফতোয়া কই থাকে?
 
১৩. পড়ান কেন নিজের মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে,নাচ শেখাতে কেন নিয়ে যান? বোরকা পড়াইয়া নিনজা বানায়া ঘরে বসায় রাখেন না কেন?
 
১৪. ওইসব ফতোয়াবাজ আল্লামা আর আপনার মত সুবিধাবাদী ইসলামিস্ট এর কাছে নারী শুধুই ঘরের আসবাব, বিছানার অলংকার আর ভোগের বস্তু তাই না?
 
১৫. আচ্ছা ইসলামী শাসন ব্যাবস্থায় আর নারী দমননীতি তে যদি এতই সব সমাধান থাকতো তাহলে সোমালিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, আফগানিস্তান এর এই ত্রাহি অবস্থা কেন কন দেহি?
 
১৬. শোনেন মিঞা ওই ১৪০০ বছর আগের মধ্যযুগীয় ধ্যান ধারনা ভালোলাগে? যান আরব যান। আর যাওয়ার আগে নিজের পরিবারের উপর ইসলামিক ফতোয়া প্রয়োগ করেন, করে আমাদের দেখান আপনে সাচ্চা হেফাজতী ইসলামিস্ট।
 
১৭. আমার বাংলা কোন ইসলামিস্ট এর বাপের সম্পত্তি না, আমার বাংলা সকল ধর্মের ও অধার্মিকের বাংলা। এখানে আস্তিক থাকবে, নাস্তিক থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে নারীপুরুষের বিচরণ থাকবে। নারীরা সাদা শাড়ি লাল পাড় পড়ে নববর্ষ করবে, হলুদ পড়ে বসন্ত করবে। রোজা রাখবে, ঈদ এ নতুন কাপড় পড়বে, পূজায় উলুধ্বনি দিবে। রাজনীতি করবে, প্রজন্ম চত্বরে শ্লোগান দিয়ে রাজপথ কাঁপাবে। উকিল হয়ে রাজাকারের বিচার করবে। পরম মমতায় তার সংসার কে নিজ হাতে গড়বে। প্রেম করবে, প্রিয়জনকে নিয়ে বেইলী রোডে বসে ফুচকা খাবে।
 
১৮. কি অণ্ডকোষে জ্বালা ধরে? সমাধান দেই-
 
১৯. ঝান্ডু বাম লাগান
অথবা,
২০. পাকিস্তান(ফাকিস্তান) চলে যান।
 
জয় বাংলা।
 
লেখকের নামঃ যুদ্ধ শিশু





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___