Banner Advertiser

Thursday, April 4, 2013

[mukto-mona] Fw: [notun_bangladesh] হেফাজতের কর্মীদের কাছে বার্তা দিলেন ইমরান


----- Forwarded Message -----
From: SyedAslam <Syed.Aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; chottala@yahoogroups.com
Sent: Wednesday, April 3, 2013 10:36 PM
Subject: [notun_bangladesh] হেফাজতের কর্মীদের কাছে বার্তা দিলেন ইমরান

 
হেফাজতের কর্মীদের কাছে বার্তা দিলেন ইমরান
ঢাকা, ৩ এপ্রিল, ২০১৩ (বিডিএনএন২৪) :- পল্টনে সমাবেশ শেষে হেফাজতে ইসলামের সমর্থক ও কর্মীরা দল বেঁধে শাহবাগ দিয়ে যাচ্ছিলেন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ কয়েকজন ব্লগার তখন শাহবাগে অবস্থান করছিলেন। হেফাজতে ইসলামের কর্মীদের দেখে ইমরান নিজ থেকেই এগিয়ে যান তাঁদের সঙ্গে কথা বলার জন্য। বুধবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের কর্মীদের কাছে ইমরান জানতে চান, আপনারা কোথা থেকে ফিরলেন? এ সময় একজন কর্মী উত্তর দেন, 'নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে মিছিলে গিয়েছিলাম।' ইমরান এবার বলে ওঠেন, আচ্ছা, ব্লগার মানে কি জানেন? উত্তরে তাঁরা হেসে 'না' সূচক উত্তর দেন। ইমরান এ সময় নিজের পরিচয় দিলে হেফাজতের কর্মীরা কিছুটা বিস্মিত হয়ে জানতে চান, 'আপনিই ব্লগার ইমরান'? ইমরান তখন বলেন, 'হ্যাঁ ভাই, আমি তো একজন মুসলমান। নামাজ পড়ি। আল্লাহর ওপরে আমার পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে।'
এরপর ইমরান হেফাজতের কর্মীদের উদ্দেশ করে বলেন, 'মহানবী হজরত মুহাম্মদ (সা.) তো কাফেরদের সঙ্গেও আলোচনা করেছেন। কিন্তু আপনাদের হুজুর আমাদেরকে ভুল বুঝে আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি হচ্ছেন না। আপনাদের হুজুরকে গিয়ে বলবেন। আমরাও মুসলমান। আমরা ওনার সঙ্গে আলোচনা করে ভুল ভাঙাতে চাই। উনি যাতে আমাদের সেই সুযোগ দেন।' এই অনুরোধের পর হেফাজতের কর্মীরা গণজাগরণ মঞ্চের এই মুখপাত্রকে আশ্বাস দেন যে, তাঁরা আল্লামা শাহ আহমেদ শাফির কাছে এই বার্তা পৌঁছে দেবেন। এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, 'গণজাগরণ মঞ্চের কোনো বক্তৃতা ও আলোচনায় ইসলাম বা মহানবী (সা.) নিয়ে কোনো ধরনের কটূক্তি করা হয়নি। আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।'
http://khabor.com/news/2013/04/03/201302999902275230444634.htm

Also Read:

Related:

'গণজাগরণ মঞ্চ কারও নির্দেশে হয়নি, রক্তচক্ষুকে ভয়ও করে না'

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০২-০৪-২০১৩
গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল।
গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল।
ছবি: সাহাদাত পারভেজ

http://www.prothom-alo.com/detail/date/2013-04-02/news/341691

kvnevM †R‡M _vK‡e: †NvlYv Bgiv‡bi

 
 
¯'vbxq mgq: 1705 NÈv, 2 GwcÖj 2013
m¤úv`bv: Avbvg
http://www.amadershomoy2.com/content/2013/04/02/middle0176.htm

Related:
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৩, ২৮ ফাল্গুন ১৪১৯
শাহবাগ আন্দোলন দাবি আদায়ের উৎকৃষ্ট উদাহরণ ॥ মজেনা
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৩, ২৮ ফাল্গুন ১৪১