Banner Advertiser

Thursday, May 2, 2013

[mukto-mona] STOP THEM STOP THEM রাজধানীর ছয় প্রবেশপথে অবস্থান নেবে হেফাজত



রাজধানীর ছয় প্রবেশপথে
অবস্থান নেবে হেফাজত
* বাধা দিলে তাৎক্ষণিক বসে পড়ার নির্দেশ
* আল্লামা শফী ঢাকায়ই থাকবেন
 মোশতাক আহমদ
ইসলামের অবমাননাকারী 'নাস্তিক-ব্লগারদের' শাস্তিসহ ১৩ দফা দাবিতে আন্দোলনরত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে নানা প্রস্তুতি নিচ্ছে। চলছে প্রস্তুতি সভা। কর্মসূচির দিন ঢাকার ছয়টি প্রবেশমুখে লাখো মানুষের অবস্থান নিশ্চিত করতে এরই মধ্যে সংগঠনটির কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীরা রাজধানীর প্রবেশমুখ ডেমরা, পোস্তগোলা, আমিনবাজার, আব্দুল্লাহপুর, টঙ্গী ও বাবুবাজার ব্রিজে অবস্থান নেবে। কর্মীদের মুখে থাকবে জিকির ও হাতে তসবিহ। সম্পূর্ণ 'সুন্নতি তরিকায়' প্রস্তুত হয়ে ঢাকা অবরোধ কর্মসূচি সচল করা হবে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ। জানতে চাওয়া হয়েছিল, অবরোধ কর্মসূচিতে বাধা এলে কী করবেন? এর জবাবে হেফাজতের এই নেতা বলেন, 'আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়। কারো পক্ষেও নয়। শুধুই আল্লাহ ও আল্লাহর রাসুল (সা.)-এর জন্য। আমাদের দাবি, সরকার আমাদের ১৩ দফা মেনে নেবে।' তিনি বলেন, 'আমরা কারো বাধাকে ভয় করি না। তবে কোনো বাধা এলে আমাদের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ থাকবে তাৎক্ষণিকভাবে যেখানেই বাধা আসবে সেখানে যেন জায়নামাজ নিয়ে বসে পড়ে।'
কতক্ষণ অবরোধ চলবে এ বিষয়ে হেফাজত নেতা মুফতি ফয়জুল্লাহ বলেন, 'প্রাথমিকভাবে আমরা আশা করছি সরকার কোনো বাধা না দিলে সন্ধ্যার মধ্যেই কর্মসূচি শেষ করে চলে যাব। কিন্তু যদি সরকার সত্যিই কোনো বাধা দেয় তবে মনে করব এ সরকার নাস্তিকদের পক্ষের সরকার। আর সে ক্ষেত্রে আমরা যথাসময়ে সব কিছু জানাব।'
বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক সভা : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা জানান, ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে গত এক মাস ধরে তাঁদের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সারা দেশে প্রস্তুতিমূলক সভা-সমাবেশ হয়েছে। প্রতিটি স্থানেই সভা-সমাবেশে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ১৩ দফার সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে নেতা-কর্মীরা অবরোধে আসতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করে রেখেছে। এ বিষয়ে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আহলুল্লাহ কালের কণ্ঠকে বলেন, 'আমরা কোনো দলের বিরুদ্ধে নই, শুধু আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে অবমাননাকারী নাস্তিকদের বিরুদ্ধে। তাই যেকোনো দলের লোকজন আমাদের সংগঠনের কর্মসূচিতে আসতে পারে, যারা আমাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে।'
শুকনো খাবার সঙ্গে আনার অনুরোধ : অবরোধ কর্মসূচিতে ঢাকায় আসার পথে নেতা-কর্মী ও সমর্থকদের চিঁড়া, মুড়িসহ শুকনো খাবার সঙ্গে আনার জন্য অনুরোধ জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ কালের কণ্ঠকে বলেন, 'আমরা কারো মুখাপেক্ষী হতে চাই না। তাই নেতা-কর্মী ও রাসুল প্রেমিকদের শুকনো খাবার সঙ্গে আনার জন্য অনুরোধ করছি।' জানতে চাওয়া হয়, এতগুলো লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবে তাদের অজুসহ যাবতীয় প্রাকৃতিক প্রয়োজনের জন্য কোনো ব্যবস্থা থাকবে কি না। এ বিষয়ে হেফাজতের এই নেতা বলেন, 'আমরা সংশ্লিষ্ট এলাকার নেতাদের অনুরোধ করেছি। তার পরও বলতে পারি, আল্লাহর মেহমানরা কষ্ট পাবে না। নিশ্চয়ই স্থানীয় মানবপ্রেমী লোকজন এ বিষয়ে এগিয়ে আসবে।'
অবরোধ কর্মসূচি হবে শান্তিপূর্ণ : হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহী কালের কণ্ঠকে বলেন, তাঁরা যেকোনো মূল্যে অবরোধ কর্মসূচিকে শান্তিপূর্ণ করতে চান। তাঁদের বিশ্বাস, সরকার কোনো বাধা দেবে না। তাহলে তাঁরা দিনব্যাপী ঢাকার প্রবেশমুখে অবস্থান নিয়ে কর্মসূচি শেষ করবেন। যদি তার পরও কোনো বাধা আসে তবে তাৎক্ষণিক কেন্দ্রীয় নেতারা বসে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত দেবেন।
আল্লামা আহমদ শফী ঢাকায় থাকবেন : অবরোধ কর্মসূচির সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা আহমদ শফী রাজধানী ঢাকাতেই অবস্থান করবেন বলে জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। তাঁরা জানান, আল্লামা আহমদ শফী কর্মসূচির দু-এক দিন আগেই চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসবেন এবং নেতা-কর্মীদের উৎসাহ জোগাবেন।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___