Banner Advertiser

Monday, June 3, 2013

[mukto-mona] গোলাম মাওলা রনি MP, আপনার লেখা গত (২৯।৫।২০১৩) তারিখের দৈনিক 'আমাদের সময়' পত্রিকায় গত ৫ই মে, ২০১৩ এর রাতে শাপলা চত্বরের অভিযান সম্পর্কে - কিছু অসত্য তথ্য সম্পর্কে দুটি কথা ও প্রতিবাদ



জনাব গোলাম মাওলা রনি MP, আপনার লেখা গত (২৯।৫।২০১৩) তারিখের দৈনিক 'আমাদের সময়' পত্রিকায় গত ৫ই মে, ২০১৩ এর রাতে শাপলা চত্বরের অভিযান সম্পর্কে - কিছু অসত্য তথ্য সম্পর্কে দুটি কথা ও প্রতিবাদ -

 

 

জনাব গোলাম মাওলা রনি MP,

 

 

সালাম শুভেচ্ছা নিবেন

 

আমি বিভিন্ন মাধমে আপনার লেখার একজন নিয়মিত পাঠক।

তবে জানি না কতদিন পর্যন্ত সেগুলি পড়ার উপযোগী থাকবে এবং পড়ার আগ্রহও থাকবে ! 

কারণ, সময়, শ্রম মেধা খরচ করে অসত্য জিনিস পড়ার তো কোন অর্থ হয় না!

 

আপনার অনেক লেখার সাথে আমার দ্বিমত ভিন্ন মত  থাকলেও বিভিন্ন মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের লেখা পড়তাম। মতামত জানতাম! কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই  জবাব পেতাম না! আমার মত নগন্য পাঠকের মতামত দেখা জবাব দেওয়ার প্রয়োজন সময় - কোনটাই বোধ হয় আপনার হয় নাই এবং হয়ও না! যাক সে কথা!

 

তবে  নীতিগত কারণে, TV তে আপনার  talk show দেখা বন্ধ করে দিয়েছি প্রায় বছর দেড়েক হলো - ওই উপরে বর্ণিত কারণে !

তারপরেও কিন্তু TV talk show তে আপনার অসত্য, অযৌক্তিক কথা বক্তব্যের জন্য  প্রায়শই আমার বিভিন্ন বন্ধু পরিচিত জনদের কাছ থেকে (আমার সমর্থিত দলের MP হিসাবে)  আমাকে প্রচুর "কথা"(?) শুনতে হয়!

 

যাক , এবার আসল কোথায় আসি , গত  (২৯।৫।২০১৩) তারিখের দৈনিক 'আমাদের সময়' পত্রিকায় জামাত-BNP-রাজাকার দের বাহবা FB Like পাওয়ার জন্য - এত বড় ডাহা মিথ্যা কথা লিখার কি এতই প্রয়োজন ছিল!

http://www.amadershomoy2.com/content/2013/05/29/print0370.htm

 

আপনি কি আপনার বর্তমান নির্বাচনী এলাকা আপনার বর্তমান দলের নেতা-কর্মী-সমর্থক দের নিকট - এতটাই বিছিন্ন ঘৃণিত হয়ে গেছেন!

 

ইদানিং দেখি, আপনার লেখা, Talk Show  বক্তব্যে জামাত-BNP-রাজাকার নেতা -কর্মী-সমর্থকরা খুব উচ্ছসিত প্রসংসা করে। এবং (প্রকাস্সো গোপনীয়) জামাত-BNP সমর্থিত প্রচার মাধ্যমে আপনার উপস্থিতি কদর দুদুটোই অনেক বেশী  !

আর  অন্যদিকে আপনার বর্তমান নির্বাচনী এলাকার  মানুষ আপনার বর্তমান দলের নেতা-কর্মী-সমর্থকরা আপনার উপর অনেক দিন থেখে প্রচন্ড ক্ষেপা!

 

আপনি কি এই ঐতিহাসিক সত্যটা জানেন না, "আপনার শত্রুরা যখন আপনার প্রসংসা করবে, তখন বুঝতে হবে যে আপনি 'ভুল পথে' হাটছেন" এবং Vice Versa ! এই  বাক্যটির  উল্টো ভাবেও সত্যি !

 

আপনি গত  (২৯।৫।২০১৩) তারিখের দৈনিক 'আমাদের সময়' পত্রিকায় গত মে, ২০১৩ এর রাতে শাপলা চত্বরের অভিযান সম্পর্কে  লিখেছেন,

"বাস্তব অবস্থা মোটেই তদ্রুপ ছিল না। রাত ১০টার সময় সম্মিলিত বাহিনী দিকে থেকে স্থরে আক্রমন পরিচালনা করেছিল। ."

আপনি আবার ওই কলামেই আরেক জায়গায় লিখেছেন ,

"...ঘটনার রাতে প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের মতে, রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত এক নাগাড়ে  অভিযান পরিচালিত হয়।  হেফাজত কিম্বা হেফাজতের মধ্যে লুকিয়ে থাকা জামাত-শিবির-বিএনপির কর্মীরা প্রবল বেহে প্রতিরোধ গড়ে তুলে। ....... "

 

আপনার উপরের বক্তব্য গুলি একদম  মিথ্যা,

 

১। "রাত ১০টার সময়" সম্মিলিত বাহিনী .........আক্রমন পরিচালনা করেছিল।" - এটা সত্য না

২। .ঘটনার রাতে প্রত্যক্ষদর্শী সাংবাদিক দের মতে, "রাত ১০ থেকে ...........এক নাগাড়ে"  অভিযান পরিচালিত হয় - এটাও সত্য না  

৩। হেফাজত কিম্বা হেফাজতের মধ্যে লুকিয়ে থাকা "জামাত-শিবির-বিএনপির কর্মীরা প্রবল বেগে  প্রতিরোধ গড়ে তুলে" এটাও সত্য না

 

আপনি (নিজের প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের) এই সমস্থ মিথ্যা কথা মিথ্যা তথ্য লিখে - একদিকে যেমন সরকার সরকারী সংস্থা গুলোকে "মিথ্যুক" বানাতে ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছেন!

 

অন্য দিকে, "প্রবল বেগে  প্রতিরোধ গড়ে" তোলার মিথ্যা কৃতিত্ব দিয়ে - আপনি "জামাত-শিবির-বিএনপির কর্মী" দের "বীর" বা "গাজী" বানাতে চাচ্ছেন!

 

দেশের দেশের বাহিরে (আমার মত) লক্ষ লক্ষ দর্শক ওই মের রাতের  শাপলা চত্বরের অভিযান TV তে 'Live' দেখেছে - দেখিছি, পরে বিভিন্ন Vidieo ক্লিপে দেখেছে - দেখিছি, -- তাই কয়টায় ওই অভিযান শুরু হয়েছে, আর কয়টায় শাপলা চত্বর হেফাজত মুক্ত হয়েছে - তা আমরা সবাই দেখেছি জানি!

 

রাত ২টা ৩৭ মিনিটে পুলিশ আনুষ্ঠানিকভাবে হেফাজত ইসলামের কর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট টিয়ার শেল নিক্ষেপ করে।

রাত ৩টার দিকে শাপলা চত্বর এর আশেপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। এসময় পুলিশ আশেপাশের গলিতে ঢুকে ফাঁকা রাবার বুলেট ছুঁড়তে থাকে। রাত সাড়ে ৪টার দিকে এই অভিযান সমাপ্ত হয়।

 

দয়া করে The Daily Star ওই অপারেশন এর উপর সচিত্র রিপোর্টটি আবার দেখুন!

http://www.thedailystar.net/beta2/news/how-flush-out-took-place/

 

এমনকি "জামাত-শিবির-বিএনপি-হেফাজতী" দের কোন প্রচার মাধ্যম বা নেতা বা অন্য কোনো মিডিয়া এই ধরনের অসত্য কথা বলেন নাই।

এমনকি তারা ওই রাতে থেকে হাজার মানুষ মারা যাওয়ার মিথ্যা প্রচারণা করেও - হালে পানি পায় নাই। 

 

৬ই মের দৈনিক পত্রিকাগুলো কি আপনি পড়েন নাই! অসত্য কথা লিখতে হলে কি এভাবেই অন্ধ হয়ে যেতে হয়!

 

আপনি যতই "নরম ভাবে মিথ্যা" বলেন না কেন,  প্রকৃত সত্য কখনো আড়াল করতে পারবেন না।  অন্তত বিজ্ঞান তথ্য প্রযুক্তির এই স্বর্ণ যুগে! যেখানে, ছিল আন্তর্জাতিক প্রচার মাধ্যমের লোকজন ছাড়াও  দেশেরই ছিল অনেক গুলি প্রাইভেট TV চ্যানেল সহ শতাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি   আর ইদানিং প্রায় সবার কাছেই  ছবি (ইমনকে শব্দ সহ  ভিডিও) তোলার আধুনিক মোবাইল  ফোন তো আছেই!

তাই কিছুদিন আগের মত, সত্য ঘটনা লুকানো, আজকাল এত সহজ না!

 

তবে, এই অসত্য তথ্য দিয়ে আপনি পারবেন,  "জামাত-শিবির-বিএনপি-হেফাজতী" দের মিথ্যা প্রচারনায় কিছুটা "Flash fire" জ্বালাতে!

তবে - যা কিছুক্ষণ পরে আপনা আপনিই নিভে যাবে!

 

অন্য দিকে  আপনি "জামাত-শিবির-বিএনপির কর্মী" দের "বীর" বা "গাজী" বানাতে চাচ্ছেন, "প্রবল বেগে  প্রতিরোধ গড়ে" তোলার মিথ্যা কৃতিত্ব দিয়ে!

ধিক জনাব গোলাম মাওলা রনি MP!

 

দেশের দেশের বাহিরে  লক্ষ লক্ষ দর্শক TV তে Live পরে বিভিন্ন Vidieo ক্লিপে দেখেছে, অভিযান শুরু হওয়ার পর পরই, "জামাত-শিবির-বিএনপি-হেফাজতী" নেতা-কর্মীদের সেই দুই হাত উপরে তুলে উর্ধস্বাশে অসহায় ভাবে পালিয়ে যাওয়ার সেই দৃশ্য!

যা অনেকটা ১৯৭১ এর ১৬ই ডিসেম্বরের বিকেলে ঢাকায় পাকিস্তানীদের দুই হাত উপরে তুলে Surrender এর দৃশ্যের মতন!

 

এই ধরনের মিথ্যা বলে মিথ্যা লিখে - হয়তোবা ক্ষনিকের জন্য "জামাত-শিবির-বিএনপি-হেফাজতী" নেতা-কর্মীদের "Like" এবং সমর্থন পাবেন, এমনকি আগামী নির্বাচনে জামাত-BNP থেকে নমিনেশনও পেয়ে যাবেন!

 

তবে, তেমনি ভাবে, কিছুদিন পরে - ইতিহাসের আস্তাকুড়েও স্থান পেতেও দেরী হবে না - এটাও মনে রাখবেন! কারণ -

বেঈমান (মীরজাফর-মোস্তাক) মিথ্যুক দের ইতিহাস পরিনিতি - বরই নির্মম বরই নিষ্ঠুর!

 

 

প্রকৌশলী সফিকুর রহমান অনু

আই,,বি, ফেলো,

অকলেন্ড, নিউজিলেন্ড

Phone: +64 9 6202603 (Res), +64 0210491343 (Mob)

Skype ID: srbanunz

E-mail: srbanunz@gmail.com

 

 

বিঃ দ্রঃ

বাংলা টাইপ ভাষা - দুটোতেই দুর্বল, তাই অনেক অনিচ্ছাকৃত ভুল আছে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন



--

দেশে বিদেশে বাঙ্গালীরা এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ গুনুমুগ্ধ ভক্ত গন

সুখে থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন

 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু

 

শুভেচ্ছান্তে


Engr. Shafiqur  Rahman Anu
Auckland,
New Zealand
N.B.: If any one is offended by content of this e-mail, please ignore & delete this e-mail. I also request you to inform me by an e- mail - to delete your name from my contact list.


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___