Banner Advertiser

Thursday, October 24, 2013

[mukto-mona] Fwd: From Friday BAL govewrnment is illegal: Khaleda Zia




নজির  বিহীন  ধমক
অবৈধ  নেত্রীর  চমক 
নতুন  দিনের  প্রতিশ্রুতি 
বারুদ  মাখা  কেরামতি  
জামাত শিবির  বেজায়  ভালো
বলছে  খালেদার  চামচা  গুলো 
অনেক  কিছু  যাচ্ছে  ঘটে  দেশটায় 
কেউ  জানেনা  কি  হবে  শেষটায় !


২৪ অক্টোবর, ২০১৩ ১০:২৪ am এ তে, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> লিখেছে:
শুক্রবার থেকে সরকার অবৈধ
 
দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না
২৪ অক্টোবর,২০১৩
 
 
 
 
 
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, 'সরকার একতরফাভাবে সংবিধান সংশোধন করেছে। এই সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতা স্থায়ী করতেই সরকার সংবিধান সংশোধন করেছে।'

সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, 'সাংবিধানিকভাবে আজ (বৃহস্পতিবার) আপনাদের ক্ষমতা শেষ। আগামীকাল শুক্রবার থেকে আপনারা বৈধ নয়। সুতরাং অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা জনগণের দায়িত্ব।'

এ সময় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, 'আমরা আমাদের সমাবেশ আছে। সমাবেশের অনুমতি দিন, বাধা দেয়া চেষ্টা করবেন না। বাধা দেয়া কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে দায়-দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে।'

নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা বলেছিলেন ফর্মুলা দিন, আমরা ফর্মুলা দিয়েছি। এখন বল আপনাদের কোর্টে। সংবিধান সম্মতভাবে নির্বাচনকালীন সরকার নির্বাচিত করা সম্ভব। এই সরকার তিন মাসের জন্য নির্বাচিত হবে।'

'বাংলাদেশে এখনও অনেক শিক্ষিত, যোগ্য, নিরপেক্ষ লোক আছেন, যারা কারো পক্ষে কাজ করবে না। নির্বাচনকালীন সরকারের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না' যোগ করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, 'বর্তমান এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের ওপর অত্যাচার-জুলুম করে চলছে। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে। টক শো করতে দেয়া হবে না- এর নাম কি গণতন্ত্র?'

নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, 'যেখান-সেখান থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, গুম করা হচ্ছে। মিথ্যা মামলায় রিমান্ডে নিচ্ছে। এটা কি গণতান্ত্রিক সরকার?'

শেয়াবাজার, হলমার্ক, পদ্মা সেতু ও বিসমিল্লাহ গ্রুপসহ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, 'ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। তার কেবল চুরি নয়, রীতিমতো ব্যাংকগুলোতে ডাকাতি করেছে।'

এ সময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, 'এখন কোনো আশ্বাস নয়, আমাদেরকে সহযোগিতা করেন। ১৮দলীয় জোট ক্ষমতায় আসলে সকলকে নিয়ে জাতীয় ঐক্যের রাজনীতি করবো।'

'আমাদের প্রথম অগ্রাধিকার হবে শিক্ষা। শিক্ষকদের বেতন বৃদ্ধি, প্রশিক্ষণ, চাকুরি জাতীয়করণসহ এ সব বিষয় অগ্রাধিকার পাবে। তবে দাবি মেনে নেয়ার পর সরে পড়লে চলবে না। শিক্ষার মান উন্নয়ন করে সুনাগরিক তৈরি করতে হবে' যোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  আ ন ম এহসানুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।
 
 


 

____________________________________________________________
NetZero now offers 4G mobile broadband. Sign up now.




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___