Banner Advertiser

Thursday, November 7, 2013

[mukto-mona] হেফাজতে ইসলামের ‘বোমা তৈরির প্রশিক্ষক’ সফিকুল গ্রেপ্তার



'বোমা তৈরির প্রশিক্ষক' সফিকুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০২:৩৪, নভেম্বর ০৮, ২০১৩ প্রিন্ট সংস্করণ

সফিকুল ইসলাম'বোমা তৈরির প্রশিক্ষক' সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার গভীর রাতে খিলগাঁওয়ের মেরাদিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ নভেম্বর নগরের কাঁটাবনে বোমা বিস্ফোরণে সফিকুল ইসলাম আহত অবস্থায় পালিয়ে গিয়েছিলেন। অবশ্য পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর সহযোগী আনোয়ারকে আহতাবস্থায় গ্রেপ্তার করে। তাঁদের শাহবাগে স্থাপিত অস্থায়ী গণজাগরণ মঞ্চে হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারের পর সফিকুলকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। নগরের কাঁটাবনে বোমা বিস্ফোরণ এবং আফতাবনগর এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় নিউমার্কেট ও বাড্ডা থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় সফিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো তদন্ত করছে ডিবি। গতকাল বৃহস্পতিবার একটি মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযান পরিচালনাকারী ডিবির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের প্রধান, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে সফিক ডিবিকে জানান, তাঁদের পরিকল্পনা ছিল শাহবাগে স্থাপিত অস্থায়ী গণজাগরণ মঞ্চে বোমা হামলা চালানো। পরিকল্পনার অংশ হিসেবে গত ৩ নভেম্বর সকাল নয়টার দিকে শাহবাগ মোড়ে এসে দুটি বোমা পেতে রাখার স্থান নির্ধারণ করা হয়। তাঁরা বোমা বিস্ফোরণের উপযোগী নিরাপদ জায়গা খুঁজতে কাঁটাবন মোড়ে যান।

সফিক ডিবিকে জানান, আনোয়ার একটি চায়ের দোকানের পাশে বোমার ঘড়িতে সময়ের সংযোগ দিচ্ছিলেন। এ সময় দুটি তার একত্র হয়ে গেলে বোমাটি বিস্ফোরিত হয়। আনোয়ারের আরেক হাতে থাকা অপর বোমাটি অবিস্ফোরিত অবস্থায় ছিটকে পড়ে। বোমা বিস্ফোরণে আনোয়ার আহত হন এবং সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সফিকের হাতে ও পায়ে বোমার আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে চিকিৎসা নেন।

তদন্তের সঙ্গে সম্পৃক্ত ডিবির কর্মকর্তারা জানান, আনোয়ার আহত হওয়ার পর ডিবি পুলিশ আফতাবনগরের সফিকুল ও আনোয়ারের বাসায় অভিযান চালিয়ে দুটি বোমা, তা তৈরির ম্যানুয়াল, সরঞ্জাম, কিছু প্রচারপত্র ও পোস্টার উদ্ধার করে। কাঁটাবনে বিস্ফোরিত বোমার উপাদানের সঙ্গে আফতাবনগর থেকে উদ্ধার হওয়া বোমার সরঞ্জামের মিল রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে সফিক ডিবিকে জানায়, ছয় মাস আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তিনি ও আনোয়ার অংশ নিয়েছিলেন। হেফাজতের একজন নেতার মাধ্যমে সফিকের সঙ্গে আনোয়ারের পরিচয় হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণের শিকার হওয়ার পর কথিত নাস্তিক ব্লগারদের প্রতি তাঁর ঘৃণার সৃষ্টি হয়। এরপর এঁদের ধ্বংসের পরিকল্পনা করেন তিনি। এরপর তিনি বিভিন্ন উৎস থেকে বোমার সরঞ্জাম সংগ্রহ করে বোমা বানাতে শুরু করেন। গণজাগরণ মঞ্চে হামলা চালাতে ছয়টি বোমা বানানো হয়। গত মাসে তালতলা মার্কেটে দুটি বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। শাহবাগে দুটি বোমা আনা হয়েছিল।

http://www.prothom-alo.com/bangladesh/article/68044/'বোমা_তৈরির_প্রশিক্ষক'_সফিকুল_গ্রেপ্তার

  1. বোমা হামলার পরিকল্পক শফিক গ্রেপ্তার - Prothom Alo

    www.prothom-alo.com/.../বোমা_হামলার_পরিক... - Translate this page
    শাহবাগে গণজাগরণ মঞ্চে বোমা হামলার পরিকল্পক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ বিভাগীয় উপকমিশনার কৃষ্ণপদ রায় এ কথা জানান।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___