Banner Advertiser

Monday, December 2, 2013

[mukto-mona] খালেদার বাড়ি অভিমুখে পরিবহন শ্রমিকদের মিছিল : মানুষকে জিম্মি ও হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ পর্ব শুরু



মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৩, ১৯ অগ্রহায়ন ১৪২০
খালেদার বাড়ি অভিমুখে পরিবহন শ্রমিকদের মিছিল
মানুষকে জিম্মি ও হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ পর্ব শুরু
বিশেষ প্রতিনিধি ॥ অবরোধ-হরতালের নামে ব্যাপক সহিংসতা, ধ্বংসযজ্ঞ ও নাশকতার বিরুদ্ধে এবার শুরু হয়েছে প্রতিরোধ পর্ব! আর এ প্রতিরোধ কোন রাজনৈতিক দলের নয়, নাশকতার শিকার ভুক্তভোগী জনগণের, শ্রেণী-পেশার মানুষের। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ও স্বজন-সহকর্মী হারানো বিক্ষুব্ধ গণমানুষের দৃষ্টি এখন সহিংস তৎপরতার হুকুমদাতা বিএনপি-জামায়াতের নেতাদের দিকে। মাঠে না নেমে এসি রুমে বসে থেকে কর্মসূচীর নামে সন্ত্রাসী বাহিনী নামিয়ে প্রাণঘাতী ধ্বংসযজ্ঞ অপতৎপরতার কারণে খোদ বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত জনগণ। 
আর সেই ক্ষোভেরই বহির্প্রকাশ ঘটেছে সোমবার রাজধানীতে। টানা অবরোধ ও ভাংচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবহন চালক-শ্রমিকরা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গুলশানের বাড়ি ঘেরাও করার চেষ্টা করেছে। রাজপথে বিশাল মিছিল নিয়ে গিয়ে পুলিশের বাধায় বাড়িটি ঘেরাও করতে না পারলেও বাধাস্থলে বিক্ষোভ সমাবেশ করে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ধিক্কার জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। শুধু পরিবহন মালিক-শ্রমিকই নন, ক্ষতিগ্রস্ত অন্য শ্রেণী-পেশার মানুষও ক্ষোভে ফুঁসছেন এসব অপতৎপরতার বিরুদ্ধে। পেটের দায়ে ও স্বজন হারানোর বেদনা থেকে অরাজনৈতিক এসব সাধারণ মানুষের ক্ষোভের বহির্প্রকাশ ঢাকাসহ সারাদেশেই ঘটতে পারে বলে নানা সূত্র থেকে আভাস পাওয়া গেছে। 
দেশব্যাপী টানা অবরোধ চলাকালে যানবাহন ভাংচুর ও জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও করার চেষ্টা করেছে বাস-ট্রাক মালিক সমিতি। সমিতির উদ্যোগে 'সম্মিলিত গাড়িচালক সমাজ' ব্যানারে কয়েক হাজার পরিবহন চালকের একটি বিশাল মিছিল বেলা ১১টায় মহাখালী বাস টার্মিনাল থেকে গুলশানের উদ্দেশে রওনা দেয়। 'দুনিয়ার মজদুর এক হও', আমার ভাই মরল কেন, খুনি খালেদা জবাব দে', ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, খালেদা জিয়া ঘেরাও হবে'- ইত্যাদি সেøাগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনের দিকে এগোতে থাকেন। মিছিলটি বনানী কাকলীর মোড়ে গেলে আরও সহস্রাধিক চালক-শ্রমিক মিছিলে অংশ নেয়। 
অবরোধ-হরতালবিরোধী বিভিন্ন সেøাগান সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে শুরু হওয়া মিছিলটি গুলশান ২ নম্বর মোড়ে পৌঁছলে নিরাপত্তার স্বার্থে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয়। পুলিশের বাধায় এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিবহন চালকরা পুলিশের বাধা ডিঙ্গিয়ে বিরোধীদলীয় নেত্রীর বাসভবন অভিমুখে যেতে চাইলে প্রবল বাধায় ব্যর্থ হয়ে তারা রাস্তায় শুয়ে পড়েন এবং সেøাগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের দুজন প্রতিনিধিকে স্মারকলিপি নিয়ে বিরোধীদলীয় নেতার কাছে যাওয়ার সুযোগ দিতে চাইলেও তাতে রাজি না হয়ে পরিবহন মালিক নেতারা কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 
পুলিশী বাধার মুখে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ বাস-ট্রাক-সিএনজির মালিক ও সমিতির নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, হরতাল-অবরোধে পরিবহন বন্ধ থাকায় তাদের জীবন-জীবিকার ওপর আঘাত আসছে। আয়-রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবনযাপনে করতে বাধ্য হচ্ছেন মালিক-শ্রমিকরা। এর ওপরে পেটের দায়ে বাধ্য হয়ে রাস্তায় বের হলে নির্বিচারে গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ করা হচ্ছে, পেট্রোল বোমা ও ককটেলের আঘাতে সাধারণ মানুষসহ পরিবহন শ্রমিকরা অসহায়ভাবে মৃত্যুবরণ করছে, আহত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 
পরিবহন মালিক-শ্রমিক নেতারা বিক্ষোভ সমাবেশে আরও বলেন, আমরা কোন দলের না, আমরা মালিক-শ্রমিক। আমাদের কেউ আগুনে পুড়ে মারা গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পুরো পরিবারকে ভুগতে হয়। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের ওপর আক্রমণ কেন? কেন আমাদের পথে বসানো হচ্ছে? হরতাল বা অবরোধের আগের দিন কেন গাড়ি পোড়ানো হয়? আমরা এর জবাব চাই। মানুষের জীবন চরম ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। এ কারণে হরতাল-অবরোধের প্রতিবাদ ও চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি। 
মিছিলে অংশ নেয়া ক'জন বাস ও ট্যাক্সিক্যাবচালক ক্ষোভের সঙ্গেই বলেন, কর্মসূচীর নামে নেতারা বাসায় বসে থাকবেন, আর রাস্তায় সন্ত্রাসীদের দিয়ে আমাদের সর্বস্বান্ত করবেন, গায়ে পেট্রোল ঢেলে দিয়ে হত্যা করবেন- এটা সহ্য করার মতো নয়। হরতাল-অবরোধের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা ও সহিংসতা বন্ধ করতে আমরা এ আন্দোলন শুরু করেছি। যতক্ষণ সহিংসতা বন্ধ না হচ্ছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। 
ঘটনাস্থলে দায়িত্বপালনরত গুলশান থানার ওসি নুরুল আলম সাংবাদিকদের বলেন, তারা সবাই লিখিত দাবি নিয়ে বিরোধীদলের নেতার কাছে যেতে চান। আমরা তাদের বুঝিয়েছি, এটা কূটনৈতিক এলাকা, মিছিল নিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের দুজনকে স্মারকলিপি নিয়ে আমাদের সঙ্গে যেতে বললেও তারা রাজি হননি। 
পুলিশের বাধায় শেষ পর্যন্ত বিরোধীদলীয় নেত্রীর বাসভবন ঘেরাও করতে ব্যর্থ হয়ে গুলশান থেকে আন্দোলনে নামা পরিবহন মালিক-শ্রমিকের বিশাল মিছিলটি পুনরায় মহাখালিতে ফিরে আসলে পরিস্থিতি শান্ত হয়। তবে ঘেরাও কর্মসূচীর সংবাদ পেয়েই সকাল থেকে বিরোধীদলীয় নেত্রীর গুলশানের বাসভবনের চতুর্দিকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
উল্লেখ্য, নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত ২৬ নবেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধের পর শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। তবে এ কর্মসূচীর শেষ দিন সোমবার অবরোধের সময় আরও ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। দুই দফার অবরোধে দেশের বিভিন্নস্থানে বিপুলসংখ্যক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। 
দেশের বিভিন্নস্থানে বাস-ট্রাক ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমা বিস্ফোরণে শতাধিক যাত্রী, চালক ও শ্রমিক হতাহত হয়। প্রায় ২০-২৫ পরিবহন চালক-শ্রমিক আগুনে ও বোমার আঘাতে নির্মমভাবে খুন হন। এসব ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। আর এই ক্ষোভের আনুষ্ঠানিক বহির্প্রকাশ ঘটেছে সোমবার বাস-ট্রাক মালিক সমিতির নেতাকর্মীদের খালেদা জিয়ার বাসা ঘেরাও কর্মসূচীর মধ্য দিয়ে। ইতোমধ্যে ব্যবসায়ী সম্প্রদায়ও হরতাল-অবরোধের নামে সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। সব মিলিয়ে শুরু হয়েছে এবার প্রতিরোধের পালা।
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৩, ১৯ অগ্রহায়ন ১৪২০




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___