Banner Advertiser

Monday, December 16, 2013

Re: [mukto-mona] Bangladesh itself [Not India] is responsible [Re: Garments sector is destroying due to Indian Conspiracy]



I think the number of undocumented Indians are even higher. However I do not prefer to put any roadblock to any eligible person just because he or she is an Indian. If we have a need for that position, we should encourage Indians to come here legally (And pay taxes).

Now over the years it has been proven beyond the shadow of doubt that, certain people uses unstable condition of our country to attack the best Garment companies of our country.

Again we have to keep our head cool and NOT put all Indians in the same bucket. Maybe FEW INDIANS are into these conspiracy and they should be punished according to our laws.

So while we have to stay away from blame campaign with a very wide brush, we cannot effort to share the criminals (Indians and Bangladeshis) anymore.

Simply put, we have to active our police and let them do their job without interference.

So we should not be afraid to blame hostile Indian policies towards Bangladesh (Water share, border killings, enclave exchanges etc) but we have be careful to start acting against all Indian nationals. I have met few Indians working in Bangladesh and they are contributing to us while earning their living in Bangladesh.

Around election time lot of violence unfortunately takes place and we have to do our level best to protect people and our industries as much as possible. It is no less important "Fight" of our generation than what previous generations fought during 71. We fight for economic freedom, we fight for better democracy, we fight for better security and justice in our land.

My two cents...

Shalom!


-----Original Message-----
From: Dr. Em Pannah <epannah@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Sun, Dec 15, 2013 9:34 am
Subject: [mukto-mona] Bangladesh itself [Not India] is responsible [Re: Garments sector is destroying due to Indian Conspiracy]

 

Dear Readers,
1. Should we blame others and not preparing our own people for the garment industry?
2. Do we have enough motivated colleges/universities with degree curriculum in Industrial Management?
3. Should our colleges/universities minimize enrollment in Islamic History etc. and start producing experts for our industries?
4. Why our college/universities are not teaching advance technologies like information assurance, cybersecurity, and privacy classes?
5. Should we continue blaming advanced countries for our own failure and not starting to develop our infrastructures to prepare for the future?

With best regards,
Muktijoddha Dr. Emarat Hossain Pannah (USA)

================================================================================
Dr. Em Pannah, CISSP, CISM, CAP, NSA-IAM, NSA-IEM, Graduate Certificate in Cybersecurity, M.Sc., BS/MS, DM

Cybersecurity/Privacy/Information Assurance/IT Risk Management Professional and
Assistant Professor
Email: epannah@yahoo.com | Alternate Email: em.pannah@faculty.umuc.edu
Phones: 301.358.9232 (Office) | 301.358.1912 (Fax) | 443.690.3955 (Cell)
================================================================================



~~~অনসনধন দখ যয, বলদশর তর পশক শলপ খত বরতমন পরয ২৫ হজর বদশ করমরত আছন। এদর মধয ২০ হজরই ভরতয। একক করখনয ১০ থক ২০ জন ভরতয  মল গড তলছন শকতশল সনডকট। অপকষকত অধক যগযতসমপনন বল  দবদর এসব করমকরত এতটই দপট অবসথন রযছন য মলকর চইলও  তদর মঝ ব তদর ওপর কন বলদশক বসত পরন ন। তদর ইচছর বরদধ নজর বশবসত কন বলদশ ব আতমযসবজনক বসত চইল একযগ পরতরধ গড তলন তর। পশগত করণই আমরক-ইউরপ অবসথনরত  ভরতয বশদভত ধনঢয বযকতদর সথ তদর সমপরক সষট হয। তরপর  কশল নজ করমসথল করখনট বকর কর দন ভরতযদর কছ।    ~~~অনসনধন জন গছ, বলদশর তর পশক শলপর সথ বশববজর পরতযগত কর যর টকত পরছ ন তরও যকত হযছ এই চকরর সথ। বশষ কর ইউরপ-আমরকয ভল অবসথন থক ভরতযর উঠপড লগছ এর বরদধ। নজদর অসথভজন এই মড লবল মযনজমনটর মধযম কতরম সঙকট  সষট কর তর একর পর এক নমকর করখন বনধ কর দচছন, আবর   কশল কনও নচছন। অবশবসয হলও সতয, একদ বলদশর তর পশক শলপর অহঙকর হসব পরচত এসকউ, করসটল, মসটরড, হলউড, শনত, রজ, ফরচন, টরসট, এজকস, শহরযর, সটরল, ইউনযন পরমখ দশসর গরমনট করখনর মলক এখন ভরতযর। বশর ভগ কষতরই নজ দশর ওই  মযনজরদর যগসজশ ভরতয বশদভত বরটশ, আমরকন, কনডযন   নগরকর কন নযছন এসব করখন। পরসথতর ভযবহত বরণন করত গয বজএমইএর সবক সভপত আনযর-উল-আলম চধর পরভজ নয দগনতক বলন,
~~~অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতে বর্তমানে প্রায় ২৫ হাজার বিদেশী কর্মরত আছেন। এদের মধ্যে ২০ হাজারই ভারতীয়। একেক কারখানায় ১০ থেকে ২০ জন ভারতীয় মিলে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অপেক্ষকৃত অধিক যোগ্যতাসম্পন্ন বলে দাবিদার এসব কর্মকর্তা এতটাই দাপুটে অবস্থানে রয়েছেন যে মালিকরা চাইলেও তাদের মাঝে বা তাদের ওপরে কোনো বাংলাদেশীকে বসাতে পারেন না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের বিশ্বস্ত কোনো বাংলাদেশী বা আত্মীয়স্বজনকে বসাতে চাইলে একযোগে প্রতিরোধ গড়ে তোলেন তারা। পেশাগত কারণেই আমেরিকা-ইউরোপে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত ধনাঢ্য ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক সৃষ্টি হয়। তারপর কৌশলে নিজ কর্মস্থল কারখানাটি বিক্রি করে দেন ভারতীয়দের কাছে। ~~~অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের সাথে বিশ্ববাজারে প্রতিযোগিতা করে যারা টিকতে পারছে না তারাও যুক্ত হয়েছে এই চক্রের সাথে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় ভালো অবস্থানে থাকা ভারতীয়রা উঠেপড়ে লেগেছে এর বিরুদ্ধে। নিজেদের অস্থাভাজন এই মিড লেবেল ম্যানেজমেন্টের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে তারা একের পর এক নামকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন, আবার কৌশলে কিনেও নিচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য, একদা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের অহঙ্কার হিসেবে পরিচিত এসকিউ, ক্রিস্টাল, মাস্টার্ড, হলিউড, শান্তা, রোজ, ফরচুনা, ট্রাস্ট, এজাক্স, শাহরিয়ার, স্টারলি, ইউনিয়ন প্রমুখ দেশসেরা গার্মেন্ট কারখানার মালিক এখন ভারতীয়রা। বেশির ভাগ ক্ষেত্রেই নিজ দেশের ওই ম্যানেজারদের যোগসাজশে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান নাগরিকেরা কিনে নিয়েছেন এসব কারখানা। পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ নয়া দিগন্তকে বলেন, "কারখানাগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এসব কর্মকর্তা এতটাই ক্ষমতাশালী যে, অনেক সময় স্বল্পশিক্ষিত মালিকদের তারাই নিয়ন্ত্রণ করে থাকেন। কৌশলে তারাই শ্রমিকদের সাথে মালিকদের সম্পর্ক তিক্ত করেন। একেক পক্ষকে একেক রকম বুঝিয়ে অস্থিরতা বাড়িয়ে তোলেন।কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর পাশাপাশি পোশাক শিল্প খাতে কর্মরত বিদেশীদের জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি"। ~~~অনুসন্ধানে দেখা গেছে, জন্মসূত্রে ভারতীয় হলেও বাংলাদেশে তারা বসবাস করেন নিজ দেশের মতোই। ভিসা-টিকিটের বালাই নেই। ইচ্ছেমতো এ দেশে আসেন, ইচ্ছে হলেই ভারতে যান। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লাখ লাখ ডলার নিয়ে গেলেও সরকারকে কোনো ট্যাক্স দেন না। সরকারি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যও তাদের ঘাটায় না। কারণ তারা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের 'প্রাণ'। মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোলার প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিয়োজিত। অর্ডার আনা থেকে শুরু করে পণ্য প্রেরণ পর্যন্ত সব গুরুত্বপূর্ণ কাজই হয়ে থাকে অপেক্ষাকৃত অধিক যোগ্যতাসম্পন্ন এসব কর্মকর্তার হাত দিয়ে। কারখানার মালিক ও সাধারণ শ্রমিকদের মাঝে সেতুবন্ধনের কাজটিও করে থাকেন তারা। অনুসন্ধানে দেখা গেছে, রফতানি বাণিজ্যে ৮০ শতাংশ অবদান রক্ষাকারী বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতের বেশির ভাগ উদ্যোক্তারই শিক্ষা প্রয়োজনের তুলনায় কম। তাদের অনেকেই কারখানার মালিক হয়েছেন শ্রমিক থেকে। আবার এমন অনেক কারখানাও রয়েছে যেগুলোর মূল মালিকেরা এ ব্যবসায়ের সাথে সরাসরি যুক্ত নন। সামান্য মালিকানা নিয়ে যিনি কারখানা দেখাশোনার দায়িত্ব পালন করছেন তিনি এক সময় শ্রমিক ছিলেন। টাকাওয়ালা কিছু লোককে ম্যানেজ করে নিজে কিছু শেয়ার নিয়ে কারখানা গড়ে তুলেছেন। কারখানার গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন মধ্যম পর্যায়ের ম্যানেজারেরা, যাদের বেশির ভাগই ভারত কিংবা শ্রীলঙ্কা বংশোদ্ভূত। এরাই মন চাইলে কারখানার ভালো করছেন, আবার মনের মধ্যে কোনো দূরভিসন্ধি এলে মালিকপক্ষকে কৌশলে পথে বসিয়ে দিচ্ছেন। ~~~অনুসন্ধানে দেখা গেছে, গত আট থেকে ১০ বছরে যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে তার বেশির ভাগই ছিল কমপ্লায়েন্ট। এসব কারখানায় কর্মপরিবেশ ভালো, নিয়মিত বেতন-ভাতা দেয়া হয়, ওভার টাইম দেয়া হয়, টিফিন থেকে শুরু করে বেশির ভাগ যুযোগ-সুবিধার ক্ষেত্রেই এসব কারখানার শ্রমিকেরা সন্তুষ্ট। অথচ কখনো রাস্তায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর অজুহাতে, কখনো শ্রমিক গুম কিংবা টয়লেটে ভূত থাকার মতো গুজব ছড়িয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করানো হচ্ছে এসব কারখানায়। অপর দিকে যেসব কারখানায় নিয়মিত বেতন-ভাতা দেয়া হয় না, কাজের পরিবেশ নিন্মমানের এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটছে শ্রমিক অসন্তোষ বা ভাঙচুরের ঘটনা এসব কারখানায় অনেক কম ক্ষেত্রেই ঘটছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৈরী পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল উদ্যোক্তা জানান, যেসব কারখানা বড় ও কমপ্লায়েন্ট সেগুলোর কাজের ভলিউমও বেশি। মোটা অঙ্কের বেতন দিয়ে বিদেশী কর্মকর্তাদের এখানে নিয়োগ করা হয়। তাদের অনেক সুযোগ-সুবিধা দেয়া হয়। কিন্তু কোনো কারণে মালিকের ওপর ুব্ধ হলে কিংবা কারখানার মালিক হওয়ার খায়েশ হলে তারা শ্রমিক অসন্তোষের মতো ঘটনা ঘটিয়ে কারখানা ধ্বংস করে দেন। স্থানীয় মাস্তান, রাজনৈতিক টাউট, ঝুট ব্যবসায়ীসহ বিভিন্ন পক্ষকে লেলিয়ে দেয় কারখানার বিরুদ্ধে। অন্য দিকে ছোটখাটো কারখানাগুলো নিজেরা কোনো কাজ আনতে পারে না। অন্য কারখানার কাজ তারা সাব কন্ট্রাক্টে করে থাকে। এসব কারখানায় মোটা অঙ্কের বেতন দিয়ে বিদেশীদের পোষা হয় না। ফলে উসকানি দেয়া হয় না, ভাঙচুরও হয় না। vp সৌজন্যেঃ নয়া দিগন্ত রিপোর্টারঃ জিয়াউল হক মিজান লিংকঃ http://www.dailynayadiganta.com/welcome/post/21374
 





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___