Banner Advertiser

Wednesday, January 8, 2014

[mukto-mona] বন্ধুত্বের পরিসমাপ্তি

ক্লাস ৩তে নতুন স্কুলে ভতি হওয়া সদ্য
নতুন
ছাত্র সাদাত ৷ পথম দিনে বন্ধুত্ব
হয়ে গেল মৌন
নামে এক ছেলের সাথে ৷ সেও আজ
নতুন ৷
যাইহোক দুজনের বন্ধুত্ব
গারো হতে থাকলো ৷
একদিন তো তুমুল ঝগড়া মৌন
নাকি সাদাতের
কলম নিছে এই নিয়ে ৷ স্বাভাবিক
নিয়মেই
আরি হয়ে গেল ৷ আবার
ভাবো হয়ে কয়েকদিনের
মধ্যে ৷ এখন ওরা বেস্ট ফেন্ড ৷
দেখতে দেখতে ৩ বছর কেটে গেলো ৷
দুজনেই এখন ৬
এ ৷ নতুন দামী একটা জেল কলম গিফট
পেয়েছে মৌন তার বাবার কাছ
থেকে ৷
স্কুলে আসার পর সাদাত বললো কলম
টা তো জোস কত নিছিস দোস্ত ?
মৌন
বললো কেনো দোস্ত
ভালো লাগছে নিয়ে নে আমি আরেকটা নিবো বাব
কাছ থেকে ৷
২ বছর পরের কথা নাইনেও ওরা বেস্ট
ফেন্ড ৷
সেদিন সাদাতের পেকটিকাল
খাতা হারায়
গেলো অথচ কাল পরীক্ষা ৷
মৌনকে বললো ৷ পচন্ড
জোরাজোরি করে নিজের
খাতাটা সাদাতকে দিয়ে দিলো মৌন
৷ আর
নিজে সারের সই নকল
করে পেকটিকাল
জমা দেওয়ায় অনেক মাইরো খেলো ৷
এখন ওরা আর ঝগড়া করে না কারণ এখন
ওরা দশম শেণীতে ৷ হঠাৎ একদিন
সাদাত
বললো দোস্ত ঐ মেয়েটকে আমার খুব
ভালো লাগে মনে হয়
পেমে পরে গেছি ৷ কিশোর
বয়সে এইটা অস্বাভাবিক কিছু নয় ৷
তারপর মৌন
বলতে শুরু করলো এই নে মেয়ের ফোন
নাম্বার ৷ এই
যে ফেবু আইডি লিংক ৷ ওই যায়গায়
বারি ৷
মামা ভাবী কিন্তু চরম জিনিস ৷
সাদাত বলল -- কিন্তু তুই এতো কিছু
কেমনে জানিস ?
মৌন --- আরে বন্ধুর মনের
কথা যদি বুঝতেই
না পারি তবে কিসের বন্ধুত ৷
তারপর ssc মৌনের রেজাল্ট একটু
খারাপ
হলো সাদাতের চেয়ে ৷ অতঃপর hsc.
তারপর
হঠাৎ একদিন সাদাতের ফোন ৷
মামা আমি বুয়েটে চান্স পাইছি ৷
বাবা মাও
জানে না সবার আগে তোকে বললাম
৷ মৌন
বললো তাহলে আজ কিন্তু মামা চরম
খাওয়াইতে হবে ৷ ওকে মামা ৷ তুই
কোথায়
ভতি হবি? দেখি স্থানীয়
কোনো কলেজে ৷আনন্দের
ভীরে সাদাত
হয়তো কথাটি বুঝতে পারে নি ৷
এরপর আর যোগাযোগ হয় নি ৷ সাদাত
ফোন দিলেও
মৌন ধরতো না ৷ হয়তো তখন
যোগাযোগ
না করাটাই ভালো লাগতো মৌনের

কয়েকবছর পর একদিন এক স্কুলের
অনুষ্ঠানে পধান অথিতির
চেয়ারে সাদাত ৷
কে যেন তাকে দেখে মুখ আরাল
করছে ৷ তার
থেকে দূরে দূরে থাকছে ৷
ভালো মতো তাকাতেই সাদাতের
চোখে ধরা পরল এ আর কেউ নয় তার
পিয় বন্ধু
মৌন এই স্কুলের সহকারী শিক্ষক ৷
মনে পরতে লাগলো পুরোনো দিনের
কথাগুলো ঘারে হাত
দিয়ে একি পথে চলা ৷ এক
সাথে কাটানো সময় আর দুষ্টুমি গুলোর
কথা ৷
এসব ভাবতে চোখে জল এসে গেল
সাদাতের ৷
চোখ তুলে তাকাইতেই
দেখে সহকারী শিক্ষকটা আর নেই ৷
হয়তো আবারও হারিয়ে গেল
ছোটবেলার সেই
বন্ধুটি ৷
------অভিমানী বালক মীম


------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
http://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/