Banner Advertiser

Saturday, March 1, 2014

[mukto-mona] মিথ্যা বললেন খালেদা!




মিথ্যা বললেন খালেদা!

khaledaচতুর্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে টপকে যাওয়ার মিথ্যা আবেগে আপ্লুত বিএনপি। আর সে আবেগ পুরোপুরিই স্পর্শ করেছে খোদ বেগম জিয়াকে। তা না হলে যুক্তি ছেড়ে আবেগের ঘোড়ায় দৌড়াতেন না তিনি।

এমন মন্তব্য গোপালগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের।

শনিবার বিকেলে রাজবাড়ীর জনসভায় ১৯ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন, 'গোপালগঞ্জের ২টি জায়গায় আমাদের সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে।'

নেত্রীর এ দাবির পরিপ্রেক্ষিতে যোগাযোগ করা হলে গোপালগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে। তারা খালেদা জিয়ার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বললেন, সমর্থন তো দূরের কথা চেয়ারম্যান পদে চার উপজেলার কোথাও বিএনপির কোনো প্রার্থীকেই চোখে পড়েনি।

বিএনপি চেয়ারপারসনের দাবির সত্যতা যাচাইয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, জেলা সদর ও কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় দলীয়ভাবে প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হয়। তবে এসব উপজেলায় বিএনপি সমর্থক বা সমর্থিত কেউ ছিলেন না।

অপরদিকে, কাশিয়ানী ও মুকসুদপুরে বিএনপি ঘরানার দুই নেতার চেয়ারম্যান পদে প্রার্থিতার তথ্য পাওয়া গেলেও তারা দু'জনেই দল বদল করে অনেক আগেই ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন বলে দাবি করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

বিএনপি ঘরানার হিসেবে চিহ্নিত মুকসুদপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।

কোটালীপাড়ার নতুন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান হাওলাদার বললেন, 'মুকসুদপুর ও কাশিয়ানীর নতুন দুই চেয়ারম্যান অনেক আগেই আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তবে উপজেলা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র হিসেবে।'

একই কথা বললেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা শেখ লুৎফার রহমান বাচ্চু। তিনি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বিরুকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে দাবি করে বললেন, 'একসময় তিনি বিএনপিতে থাকলেও অনেক আগেই যোগ দিয়েছেন আওয়ামী লীগে।'

মুকসুদপুরের শিমুল ও কাশিয়ানীর বিরুর দলীয় পরিচয় সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলীর সঙ্গে। তিনি বিরুর দলবদলের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সুব্রত ঠাকুর আওয়ামী লীগের প্রভাবশালী হওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা বিরুর পক্ষে মাঠে নামে। এসময় তিনি শিমুলকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করে দলীয় চেয়ারপারসনের হিসাব মিলিয়ে দেয়ার চেষ্টা করেন।

কিন্তু খালেদা জিয়ার দাবির প্রসঙ্গে আশরাফুল আলম শিমুলকে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, 'খালেদা জিয়া বললেই হলো? বিএনপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়া যদি তেমন কোনো কথা বলেই থাকেন সেটা তার ব্যাপার। আমার করার কিছু নেই।'

আওয়ামী লীগের দুর্গ হিসেবে চিহ্নিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের জন্মস্থান গোপালগঞ্জ। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দুই দফার ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। এ প্রসঙ্গে শনিবার বিকেলে রাজবাড়ীর জনসভায় বক্তব্য দিতে গিয়ে গোপালগঞ্জ প্রসঙ্গটি টেনে আনেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানের জনসভা মঞ্চে বক্তব্য দেন খালেদা জিয়া। সেখানে উপজেলা নির্বাচন শেষে দ্রুত সরকার পতন আন্দোলন শুরু করার ঘোষণা দেন তিনি।

এসময় খালেদা জিয়া বলেন, 'আমরা বলেছি, আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচনে যাবো না। অন্য নির্বাচনের কথা বলিনি। কারণ উপজেলা নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। আমরা উপজেলা নির্বাচনে এসেছি বলে সরকারের গায়ে জ্বালা ধরেছে। উপজেলা নির্বাচনে তারা অনিয়ম করেছে। তারপরও আমরা জয়লাভ করেছি। গোপালগঞ্জের ২টি জায়গায় আমাদের সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে।'

এর আগে বক্তৃতার শুরুতে তিনবার কথা দিয়ে রাজবাড়ীতে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে গোপালগঞ্জ সদরে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা শেখ লুৎফার রহমান বাচ্চু ও কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান হাওলাদার বিজয়ী হন। দ্বিতীয় দফায় কাশিয়ানী উপজেলায় জানে আলম বিরু ও মুকসুদপুরে আশরাফুল আলম শিমুল নির্বাচিত হয়েছেন।

http://news.zoombangla.com/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE/

  1. মিথ্যা বললেন খালেদা! | News for life

    news.zoombangla.com/মিথ্যা-বললেন-খালেদা/
    9 hours ago - চতুর্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে টপকে যাওয়ার মিথ্যা আবেগে আপ্লুত বিএনপি। আর সে আবেগ পুরোপুরিই স্পর্শ করেছে খোদ ... তারা খালেদা জিয়ার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বললেন, সমর্থন তো দূরের কথা চেয়ারম্যান পদে চার উপজেলার কোথাও বিএনপির কোনো প্রার্থীকেই চোখে পড়েনি। বিএনপি চেয়ারপারসনের দাবির ...


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___