Banner Advertiser

Tuesday, July 1, 2014

[mukto-mona] আপোষহীন নেত্রীর কান্ড



প্রোটোকল শিকেয় তুলে সুষমার হোটেলে খালেদা

নিজস্ব সংবাদদাতা

ঢাকা, ২৮ জুন, ২০১৪, ০১:৫৮:৫৯
e e e print
 
1

মুখোমুখি সুষমা স্বরাজ এবং খালেদা জিয়া। শুক্রবার ঢাকার একটি হোটেলে।

সুষমা স্বরাজ ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা। প্রোটোকল অনুযায়ী সুষমারই উচিত খালেদার সঙ্গে দেখা করতে যাওয়া। কিন্তু খালেদা সাক্ষাতের সময় চাওয়ায় ভারতীয় কূটনীতিকরা বিএনপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন, সুষমা যাবেন না। দেখা করতে হলে খালেদা হোটেলে আসতে পারেন। কথাবার্তা হবে লবিতে বসে।

নির্বাচন বয়কট করায় খালেদা এখন আর সাধারণ সাংসদও নন। কিছু দিন আগেই তাঁর বিশেষ সুবিধা পাওয়ার পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু প্রোটোকলের কথা তুলে এক দল বিএনপি নেতা সুষমার সঙ্গে দেখা না-করতে যাওয়ার পরামর্শই দেন খালেদাকে। এর আগে গত বছর ঢাকা সফরে আসা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সময় চেয়েও দেখা করতে যাননি খালেদা। তখন অবশ্য তিনি বিরোধী নেত্রী। এ বার নির্বাচন বয়কট করে প্রধানমন্ত্রিত্বের সুযোগ ও বিরোধী নেত্রীর পদ দুই-ই হারিয়েছেন খালেদা। কিন্তু দিল্লির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক ঝালাবার তাগিদটা এতটাই, দোলাচল ছেড়ে সুষমার হোটেলে গিয়ে দেখা করার বিকল্পই বেছে নিলেন বিএনপি নেত্রী। লবির বদলে প্রেসিডেন্সিয়াল স্যুট 'বেঙ্গলি'তে সকালে তাঁর সঙ্গে মিনিট দশেক কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু নিরাপত্তার অজুহাত তুলে সংবাদ মাধ্যমের কোনও আলোকচিত্রীকে এই আলোচনার ছবি তুলতে দেওয়া হয়নি। পরে অবশ্য দলের তরফে বৈঠকের ছবি সংবাদমাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।

সুষমা পরে বলেন, দু'দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোই তাঁর সফরের লক্ষ্য। খালেদা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রী। তাই তাঁকে সময় দিয়েছিলেন। বৈঠকে উপস্থিত বিএনপি নেতা সামসের মবিন চৌধুরী জানান, অবৈধ ভাবে হাসিনা ক্ষমতা দখল করে রয়েছেন বলে সুষমাকে নালিশ করেছেন খালেদা। খালেদা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। সুষমা ও তাঁর মেয়ের জন্য দু'টি জামদানি শাড়িও উপহার দিয়েছেন খালেদা। এ দিনই শেখ হাসিনার বোন রেহানা ও কন্যা পুতুল খুব সকালে সুষমার হোটেলে গিয়ে তাঁর সঙ্গে প্রাতরাশ করেন। এর পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির দেখতে যান বিদেশমন্ত্রী। দুপুরেই তাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেয়অবশেষে  আপোষহীন নেত্রী নামক মুখোশ  খুলে BNP নেত্রী খালেদা জিয়া  সকল নিয়ম ভঙ্গ করে 

হ্যাংলার মত গায়ে পড়ে  ভারতীয় দূতাবাস  থেকে  কোনরকম ভাবে সুষমা সরাজ এর  সথে ১০মি:
জন্য  হোটেলের  লবিতে  দেখা করার  অনুমতি  পান I  প্রটোকল অনুযায়ি  খালেদার  সাথে  সুষমার 
অফিসে কিম্বা বাসায় যেয়ে  দেখা করার কথা  কেননা খালেদা বাংলাদেশের  প্রাক্তন প্রধানমন্ত্রী I 
কথায়  আছে  গাধারা  সেই  পানি খায়  কিন্তু  ঘোলা করে খায় I  জামদানি শাড়ি  দিয়ে শুধু  ধন্যবাদ 
ছাড়া  আরতো  কিছুই  পেলেন  না  শুধু শুধু  বাংলাদেশের মানমর্যদা  ক্ষুন্ন  করলেন I 


__._,_.___

Posted by: Borakh Bash <borakhbash@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___