Banner Advertiser

Sunday, March 1, 2015

[mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'দি ডেথ অব সক্রেটিস'

মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item,
'দি ডেথ অব সক্রেটিস'


বলতে দ্বিধা নেই কোনো, আমার
দেখা সমসাময়িক অনেকের মাঝে
প্রয়াত ডঃ অভিজিৎ রায় ছিলেন সব
থেকে বেশী ধৈর্য্যশীল একজন
মানুষ । আমি তাঁকে অভিজিৎ দা
বলে ডাকতাম । প্রায় বছর চারেক
আগের কথা, আমি যখন কানাডা পাড়ি
জমায়, লেখক কাজী মাহবুব হাসান
আমাকে মুক্তমনার সঙ্গে পরিচয়
করিয়ে দেন । আমি অভিজিৎ দাকে
ছোট্টো একটা ইনবক্স করি, তাঁর
উদ্যেগের প্রসংশা করে । আর শেষ
বারের মতো গত ২৪ ফেব্রুয়ারী
অভিজিৎ দা আমাকে ইনবক্স করেন ।
তিনি ঢাকাতে জানতে পেরে আমি
কিছুটা উদ্বিগ্ন হই কিন্তু
তাঁকে তেমন কিছু জানতে না দিয়ে
শুধু সংক্ষেপে বলি 'সাবধানে
থাকবেন' । সেই হবে শেষ কথা
দু:স্বপ্নেও ভাবিনি ।


বলতে সংকোচ বোধ করছি, অভিজিৎ দা
আমাকে বহুবার লেখার অনুরোধ
জানিয়েছেন আমি সময়ের অভাবে
পারিনি তাঁর অনুরোধ রাখতে । তবে
হয়তো আমি একজন ভিজ্যুয়াল মানুষ
হিসেবে খুব দ্রুত ইমেজ নিয়ে কাজ
করতে পারি বিধায় দাদা যখনই
পোস্টার করে দিতে বলেছেন আমি
চেষ্টা করেছি , আর নিজের
মধ্যকার অপরাধবোধকে কিছুটা
হলেও সান্ত্বনা দেবার চেষ্টা
করেছি । আজ আমার লেখা অভিজিৎ দা
দেখতে পাবে না সে কষ্টের থেকে
বড় কষ্ট হয়তো আর কিছু হবে না ।
তবে আমি এতটুকু সৎ ছিলাম যে
আমার পুরাতন কোনো লেখা দিয়ে
মুক্তমনাতে লেখা শুরু করতে
চায়নি বলেই সময় নিচ্ছিলাম । মনে
মনে এমন একটা বিষয় খুঁজছিলাম যা
কিনা, শিল্পকলা ও মুক্তচিন্তা
বা বিজ্ঞান মনস্কতা কে একই সরল
রেখায় ফুটিয়ে তুলতে পারবে । এমন
একটা বিষয় বস্তুকে মাথায় রেখে
আমি ধারাবাহিক ভাবে লিখে যাবো ।
আমাকে যারা অল্প বিস্তর জানেন,
তারা জানবেন আমি হলাম হাজার
আইডিয়ার মানুষ , যার বেশির ভাগই
শেষ করতে পারি না সময়ের অভাবে ।
যদিও আমি আমার পুরাতন একটা লেখা
দিয়ে শুরু করছি কারণ এটাকেই
আমার সময় উপোযোগি মনে হয়েছে,
তবে আমি অবশ্যই আমার পুরাতন
পরিকল্পনা অনুযায়ি লিখবো
মুক্তমানাতে ।




অভিজিৎ রায়


আবারো বলছি অত্যন্ত সংকোচিত
মনে ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়
নিয়ে যে, আমরা হয়তো কারো
উপস্থিতি বা তার কর্মতৎপরতা
ততটা বুঝে উঠতে পারি না যতক্ষন
না তাকে আমরা হারায় আমাদের জীবন
থেকে । অভিজিৎ দা কে এমন অকালে
হারাবো আমি হলফ করে বলতে পারি
মুক্তমনা পরিবারের কোনো
সদস্যই ভাবতে পারেননি। আমিও না,
মনে হতো বা জানতাম দাদা আছেন
কাজ করছেন, যে কাজ কেউই করেনি
বাংলাদেশে, যে কাজ দাদা ছাড়া
কারো পক্ষেই করা সম্ভব নয় ; এমন
সাংগঠনিক ক্ষমতা ও দক্ষতা খুব
কম মানুষের মধ্যে মেলে, আমাদের
সমসাময়িক বাংলাদেশীদের মধ্যে
। জানতাম দাদা আছেন পাশে,
প্রয়োজন হলে আমি কাজ করে দেই;
অপ্রয়োজনেইও দাদা কে বিরক্ত
করবো; দাদা তো পাশেই আছেন ।
যেদিন দাদাকে হারালাম মনে হলে
চোখের মনি থেকে একটা আলো হারিয়ে
গেলো । আরো মনে হলো মাথার উপরের
ছায়াটা হারিয়ে গেলো । ভয় হতে
লাগলো, আমাদের মুক্তচিন্তার ও
যুক্তির কথা বলার আর কাজ করবার
প্লাটফর্মটা হারিয়ে যাবে না তো
?


আমরা জানি অভিজিৎ দা এর শূন্যতা
আমরা পূরণ করতে পারবো না তবে,
আমরা আমাদের কাজের মাধ্যমে তার
চিহ্নিত অন্ধকারকে কিছুটা
হলেও দূর করতে পারবো । আমাদের
যে যার অবস্থান থেকে সেই কাজ
গুলো করে যেতে হবে । আমার মনে হয়
ব্যক্তিগত ভাবে যে আমরা
ইতিমধ্যেই অন্ধকার বা
অন্ধারের কারণগুলো কে চিন্হিত
করেত পেরেছি, আমাদের উচিৎ এখন
আলোর সন্ধান দেয়া । সেটা আমরা
যে যার কাজের মধ্যমে করতে পারবো
। যিনি লেখক তিনি লিখবেন , যিনি
ভাস্কর তিনি ভাস্কর্য গড়বেন,
যিনি চিকিৎসক তিনি চিকিৎসা
করবেন, যিনি প্রকৌশলী তিনি
নির্মাণ করবেন, যিনি দাশর্নিক
তিনি চিন্তা করবেন, যিনি শিল্পী
তিনি সৃষ্টি করবেন, সবাই কে
অন্ধকারের পিছে ছুটতে হবে এমন
কেনো কথা নয় বা সবাইকেই যে
লেখার মাধ্যমে প্রতিবাদ করতে
হবে সেটাও নয়, অনেক ক্ষুদ্র
ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে
প্রতিবাদ ও প্রতিকার করা সম্ভব
। আমি আমার সৃষ্টির মাধ্যমে সেই
অন্ধকার দূর করতে চেষ্টা করি,
যার মাঝে আমি নিজেই একদিন
শ্বাসবন্ধ হয়ে মারা যাচ্ছিলাম







অভিজিৎ দা এর এমন অকাল অপমৃত্যু
প্রথম নয় এবং এটাই শেষ নয়। আমার
অনেক দিন সময় লাগবে এই ঘটনাকে
সত্য বলে মেনে নিতে বা আমি হয়তো
কখনই পারবো না মেনে নিতে । আমি
অত্যন্ত স্পর্শকাতর একজন
মানুষ, যার কারণে হয়তো আমি
শিল্পী । আমি যেমন মেনে নিতে
পারিনি আমার সহপাঠি ও বন্ধু
ইসমত মনির মৃত্যুকে, ১৯৯৮ সালে
এক সড়ক দূর্ঘটনায় সে প্রাণ
হারায় । আমার শিল্পী বন্ধুটি
ছিলো আমার দেখা প্রথম মুক্তমনা
একজন মানুষ । সে আসলে সড়ক
দূর্ঘটনায় মারা যায়নি, ভুল হবে
সেটা বললে । সে মারা গিয়েছিলো
রাষ্ট্রের ধারাবাহিক অবহেলার
কারণে ঠিক যেমন দাদার ক্ষেত্রে
হয়েছে । মনি দূর্ঘটনার পরে
বেঁচে ছিলো, ফার্মগেটে ঘটে
যাওয়া দূর্ঘটনার সময় পুলিশ
উপস্থিত ছিলো কিন্তু কোনো
দায়িত্ব পালন করেনি , দায়িত্ব
পালন করেনি ঢাকা মেডিকেলের
কোনো চিকিৎসকও, অতিরিক্ত রক্ত
ক্ষরণে মনির মৃত্যু হয় রাত ৯টার
সময়, তার দূর্ঘটনা ঘটেছিলো
দুপুর ২ টা সময় । সেই উনিশ বিশ
বছর বয়সে রোদে পুড়ে, বৃষ্টিতে
ভিজে ,স্বরাষ্ট মন্ত্রির কাছে
গিয়েও কোনো বিচার না পেয়ে আমি
বুঝে গিয়েছিলাম এ সমাজে
মানুষের জীবনের কোনো মূল্য নেই
....


আমি আজো মানতে পারিনি সেই অকাল
মৃত্যুকে । মনির অর্পূণ রয়ে
যাওয়া স্বপ্নকে আমি সফল করার
চেষ্টাকরি আমার সৃষ্টির
মাধ্যমে , আমি চেষ্টা করি যে
অদ্ভুত আধাঁর দেশটাকে ঘিরে
ধরেছে সেটার চাদরটাকে ছিড়ে
ফেলতে । আমি চেষ্টা করে যাবো
অভিজিৎ দা এর যে স্বপ্ন ছিলো
মুক্তমনের সমাজ গড়ে তোলা, সেই
স্বপ্নের কিছুটা দায়ভার নিতে ।
অভিজিৎ দাকে হারিয়ে আমারা যেনো
হরালাম আমাদের এক সক্রেটিসকে
এবং বড্ড অসময়ে ! আমার আজ শিল্পী
জাক-লুই ডাভিড এর আঁকা 'দ্যা
ডেথ অব সক্রেটিস'
চিত্রকর্মটির কথাই মনে পড়ছে
বার বার ।


You may view the latest post at
http://mukto-mona.com/bangla_blog/?p=44668


You received this e-mail because you asked to be notified when new updates are
posted.


Best regards,
মুক্তমনা বাংলা ব্লগ ।




------------------------------------

------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/