Banner Advertiser

Sunday, May 3, 2015

[mukto-mona] Fw: গণতন্ত্রের এই অভিযাত্রা অব্যাহত থাকুক....





On Wednesday, April 29, 2015 3:50 PM, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:


বিএনপির মাঝপথে ভোট বর্জন নিয়ে কিছু প্রশ্ন


http://www.banglanews24.com/fullnews/bn/389500.html

<<  তবে এবার একসঙ্গে ঘটে গেল অনেক ব্যতিক্রমী ব্যাপার। সবচেয়ে নজরকাড়া ব্যাপার হলো ভোট চলার মাঝপথে--- দুপুরের পর--বিএনপির মেয়রপ্রার্থীদের একযোগে নির্বাচন বর্জন। এমনটা আর কখনোই হয়নি। বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থীদের একযোগে নির্বাচন বর্জনের ঘটনাটি এদেশের নির্বাচনী ইতিহাসে অভিনব ও বিস্ময়কর। তাছাড়া আরো বেশকিছু ব্যতিক্রমী ব্যাপারও ঘটেছে এবার। যা একই সঙ্গে নানা কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে।

সকাল ৮ টায় ভোটগ্রহণ যখন শুরু হয় তখন সবকিছু শান্তিপূর্ণই ছিল। বিএনপি-সমর্থিত প্রার্থীরাও তা স্বীকার করেছেন। কিন্তু সকালে বেশিরভাগ কেন্দ্রেই বিএনপি প্রার্থীদের বেশিরভাগ এজেন্ট ছিলেন অনুপস্থিত। এমনকি কেন্দ্রের বাইরে তাদের নির্বাচনী ক্যাম্প বলতেও কিছু ছিল না। ভোটারদের হাতে স্লিপ ধরিয়ে দেওয়ার যে চিরাচরিত রীতি সেখানটায় এবার ব্যত্যয় ঘটেছে। এমনটি সচরাচর দেখা যায়নি। অনেকে তাই প্রশ্ন করেছেন, 'তাহলে কি বিএনপি প্রার্থীদের এজেন্টরা আগেভাগেই জানতেন তাদের মেয়রপ্রার্থীরা দুপুরে নির্বাচন বর্জন করতে যাচ্ছেন?' এই প্রশ্নটা এতো সহজে পাশ কাটিয়ে যাওয়া যাবে না।  আরও কিছু বিষয় বিএনপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।
 
যেমন, বিএনপির অনেক র্শীর্ষ ও মাঝারি নেতাকে ভোট দেবার জন্য ভোটকেন্দ্রে যেতে দেখা যায়নি। এই পর্যবেক্ষণটা ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে নির্বাচনী দায়িত্ব পালনরত সাংবাদিকদের। কেন বিএনপির বেশিরভাগ শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতা ভোট দিতে যাননি? দুপুরে ভোট বর্জন করবেন বলেই কি? দলের এক কর্মীর সাথে বিএনপির এক শীর্ষ নেতার মিডিয়ায় ফাঁস হওয়া টলিফোন সংলাপও জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। 

সবচে অবাক করা একটা ব্যাপার সাংবাদিকরা লক্ষ্য করেছেন বিএনপির 'পলাতক' মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের বেলায়। জনাব আব্বাস যাননি নিজেকে নিজের ভোটটি দিতে। এমনকি তার পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও নিকটজনদেরও নাকি ভোট কেন্দ্রে বা তার আশেপাশে একটিবারের জন্যও দেখা যায়নি। 'যার বিয়ে তার খবর নাই/ পাড়ার লোকের ঘুম নাই' -- ঢাকার অনির্বাচিত সাবেক মেয়র মির্জা আব্বাসের বেলায় সেটাই ঘটতে দেখা গেল। কিন্তু কেন? সে কি কেবল এমনি-এমনি?  >>>



Date: Tue, 28 Apr 2015 23:59:57 -0400
Subject: গণতন্ত্রের এই অভিযাত্রা অব্যাহত থাকুক....."আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো যোগ্য বিরোধী দল নেই"
From: projonmochottar@gmail.com
To:

খেলার মাঠ থেকে যদি প্রতিপক্ষ খেলোয়াররা খেলা শেষ হওয়ার আগেই চলে যায়। আমরা কি করতে পারি?

ভোট গ্রহন শুরু হলো সকাল ৮টায় আর বিএনপি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাটকীয় পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বর্জন করলো সকাল ১২টাই। আর তাই হতেও পারে বিএনপির সাপোটাররা দুপুর ১২টার পর ভোট দিতে কম গিয়েছে। ফলাফল দেখে মনে হচ্ছে , যদি বিএনপি বর্জন না করতো তাহলে ওদের জয়ের কিছুটা সন্মভবনা হয়তোবা থাকতো অথবা হাড্ডাহাড্ডি লড়াই হতো। যাইহোক বিএনপি আবারও রাজনীতিতে ভুল করলো। আমি মিরপুরের প্রায় প্রতিটি কেন্দ্রেই গিয়েছি। সব জায়গায়ই ভোটারের ভীর ছিলো। সুষ্ঠ ভাবে ভোট গ্রহন ও ভোট গননা হয়েছে। লজ্জাটা মোটেও আমাদের-জনগনের নয়। লজ্জাটা শুধু বিএনপির নেতৃত্বের, তবে আমদের জনগনের একটাই দুঃখ থাকতে পারে যে "আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো যোগ্য বিরোধী দল নেই" ।
এখন জনগণ স্বাভাবিক জীবন যাত্রার নিশ্চয়তা চাহেন। দীর্ঘ তিন মাসের রাজনৈতিক অস্থিরতার পর তাহারা এখন চাহেন নিজের ও দেশের উন্নয়নের জন্য কাজ নিয়া ব্যস্ত থাকিতে। তাহাদের হাতে কাজ আছে ঠিকই। এখন দরকার কাজের পরিবেশ। এই পরিবেশ যাহাতে কেহ নষ্ট করিতে না পারেন, সেই ব্যাপারে আমাদের সচেতন ও সজাগ থাকিতে হইবে। 
ইহাতে যাহারা নির্বাচিত হইয়াছেন বা নির্বাচিত হইতে যাইতেছেন, আমরা তাহাদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা আশা করি, এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকিবে। তাহাছাড়া আজ যাহারা নির্বাচিত হইয়াছেন, তাহারা জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করিয়া যাইবেন।





__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___