Banner Advertiser

Thursday, July 30, 2015

[mukto-mona] Re: প্রকাশের জন্যে-

Dear Mr Guha
Thank you very much for keeping us informed and the positive move you
are taking always . My congratualtion to you
Dhirja Kumar Nath

On 31/07/2015, Sitangshu Guha <guhasb@gmail.com> wrote:
> *মার্কিন কংগ্রেসে বাংলাদেশে মানবাধিকার বিষয়ক বিল উত্থাপন*
>
> শিতাংশু গুহ, ৩০শে জুলাই ২০১৫, নিউইয়র্ক: মার্কিন কংগ্রেসে বাংলাদেশে
> মানবাধিকার বিষয়ক একটি বিল বুধবার ২৯শে জুলাই ২০১৫ উত্থাপিত হয়েছে (হাউজ
> রেজুলেশন ৩৯৬)। বিলটি এনেছেন হাওয়াই'র কংগ্রেসওমেন মিসেস তুলসী গ্যাবার্ড,
> কো-স্পন্সর করেছেন আরিজোনার ম্যাট সালমন এবং ইলিনয়েসের বব ডোল্ড। বিলটি
> বাই-পার্টিজান, অর্থাৎ কংগ্রেসের উভয় দলের সদস্যরা এটি এনেছেন। গ্যাবার্ড
> ডেমক্রেট, বাকি দু'জন রিপাবলিকান। বিলটিতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান
> জানানো হয়েছে দেশের সকল নাগরিক, বিশেষত: নিপীড়িত সংখ্যালঘুদের মনবাধিকার রক্ষা
> করার। এতে গণতান্ত্রিক প্রতিষ্টান শক্তিশালী করা, আইনের শাসন
> প্রতিষ্ঠা এবং ক্রমবর্ধমান সন্ত্রাস প্রতিরোধের আহবান জানানো হয়েছে।
>
> হাউজে বিলটি উত্থাপন করে কংগ্রেসওমেন মিসেস তুলসী গ্যাবার্ড বাংলাদেশে
> সংখ্যালঘু, বিশেষত: হিন্দু নির্যাতন বন্ধের আহবান জানিয়েছেন। তিনি বলেন, বিগত
> ক্রুটিপূর্ণ নির্বাচনের পর দেশটি স্থিতিশীলতা সম্পর্কে আমি সন্ধিহান এবং
> বিশেষত: সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ও হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টানদের ওপর
> আক্রমনের ব্যাপারে আমি চিন্তিত। তিনি বলেন, এসব আক্রমনের কোন বিচার
> হয়না। তুলসী গ্যাবার্ড আরো বলেন, বাংলাদেশ সরকারের উচিত সংখ্যালঘুদের
> নিরাপত্তা দেয়া এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা। উল্লেখ্য, তুলসী
> গ্যাবার্ড হাউজ ফরেন এফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক সাব-কমিটির একজন
> সদস্য। একই সাব-কমিটির চেয়ারম্যান হচ্ছেন ম্যাট সালমন। মি: সালমন বলেছেন,
> বিলটি আনার লক্ষ্য হচ্ছে, আমরা চাই বাংলাদেশ অহিংসা গণতান্ত্রিক প্রতিযোগিতায়
> ফিরে আসুক, আইনের শাসন প্রতিষ্ঠা পাক, সন্ত্রাস ও ধর্মীয় চরমপন্থা বন্ধ হোক।
>
> বিলটিতে বলা হয়েছে:
> (১). ১৯৭১ সালে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে
> স্বাধীনতা লাভ করেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিস্টান ও অবিশ্বাসীদের
> আবাসভূমি হিসাবে।
> (২). ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সেনাবাহিনী স্থানীয় মিলিশিয়াদের
> সহায়তায় মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এর ভুড়ি ভুড়ি প্রমান রয়েছে।
> (৩). যদিও সংখ্যা নিয়ে মতানৈক্য আছে, তবু বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ঐসময়
> ৩০লক্ষ মানুষ নিহত হয়েছে, ১কোটি মানুষ বিতাড়িত এবং ২লক্ষ মাবোন সম্ভ্রম
> হারিয়েছে। ম্যাসাচুটসের সাবেক সিনেটর এডওয়ার্ড কেনেডী সিনেট ফ্লোরে এর নিন্দা
> করেছেন এবং সিনেট জুডিশিয়ারি কমিটির হিয়ারিং-এ এক রিপোর্টে লিখেছেন, "মার্কিন
> সরকারের ফিল্ড-রিপোর্ট; অসংখ্য প্রত্যক্ষদর্শী সাংবাদিকের রিপোর্ট; বিবিধ
> আন্তর্জাতিক সংস্থা, যেমন বিশ্বব্যাংক ও অন্যান্য সংস্থার প্রদত্ত রিপোর্ট
> থেকে জানা যায়, পূর্ব-বাংলায় (পূর্ব-পাকিস্তানে) সন্ত্রাসের রাজত্ব চলছে।
> সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হিন্দুরা, তাদের জমিজমা কেড়ে নেয়া হয়েছে, তাদের
> পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং কোথাও কোথাও তাদের বাড়িঘর 'এইচ' চিহ্ন
> দিয়ে মার্কা দেয়া হয়েছে। আর এসবই করা হয়েছে ইসলামাবাদ থেকে সামরিক শাসনের
> আওতায় সরকারী নির্দেশবলে।
> (৪). যুদ্ধের পর আন্তর্জাতিক জুরিস্ট কমিশনের (আইসিজে) এক রিপোর্টে নিশ্চিত
> করা হয়েছে যে, পাকিস্তানী মিলিটারী ও দেশীয় প্যারামিলিটারি মিলিশিয়ারা ১ কোটি
> হিন্দুকে সমূলে নির্মূল বা বিতাড়িত করার উদ্যোগের জন্যে দায়ী।
> (৫). বাঙালী জাতীয়তাবাদীরাও যুদ্ধকালীন সময়ে পাকিস্তানী সমর্থক বলে বিহারীদের
> ওপর আক্রমন চালিয়েছে।
> (৬). আন্তর্জাতিক ক্রাইম ট্রাইবুনাল-এর বিপক্ষে বিএনপি-জামাত (জেইআই)-ছাত্র
> শিবির (আইসিএস) ও তাদের সমর্থকরা সহিংস দাঙ্গা করেছে, ডজন ডজন বোমা ফুটিয়েছে,
> রেললাইন উপড়ে ফেলেছে, নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমন করেছে, জোর করে
> ব্যবসা-বানিজ্য বন্ধ রেখেছে এবং এতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে।
> (৭). বিএনপি-জামাত (জেইআই)-ছাত্র শিবির (আইসিএস) ট্রাইবুনালের রায়ের পর
> হিন্দুদের ওপর আক্রমন করেছে এবং এতে প্রায় ৫০টি মন্দির ও ১৫০০ ঘরবাড়ী ধ্বংশ
> হয়েছে।
> (৮). সন্ত্রাসের পর এমেনিস্টি ইন্টারন্যাশানাল শংকা প্রকাশ করে বলেছে,
> 'বাংলাদেশের হিন্দু সম্প্রদায় চূড়ান্ত রিস্কের মধ্যে আছে'---এটা দু:খজনক যে,
> তারা শুধুমাত্র তাদের ধর্মের কারণেই আক্রান্ত। কর্তিপক্ষের উচিত এদের যথাযথ
> নিরাপত্তা বিধান করা।
> (৯). সাম্প্রতিক নির্বাচনের আগেপরে একইভাবে বিএনপি-জামাত (জেইআই)-ছাত্র শিবির
> (আইসিএস) হিন্দুদের ওপর আক্রমন চালিয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান
> ঐক্য পরিষদ-এর মতে এতে ৪৯৫টি হিন্দুবাড়ী ক্ষতিগ্রস্ত, ৫৮৫টি ব্যবসা প্রতিষ্টান
> আক্রান্ত বা লুট; ১৬৯টি মন্দির ধ্বংস হয়েছে।
> (১০). ধর্মীয় সন্ত্রাসবাদীরা বৌদ্ধ, ক্রিস্টান ও আহমেদিয়াদের ওপরও আক্রমন
> চালিয়েছে।
> (১১). জামাত (জেইআই)-ছাত্র শিবির (আইসিএস) ও অন্যান্য চরমপন্থী গ্রুপ যেহেতু
> দেশের স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষতার ওপর হুমকি স্বরূপ, সেহেতু
> ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসের আশংকা সবসময় থেকেই যায়।
> (১২). সাম্প্রতিক ক্রুটিপূর্ণ নির্বাচন দেশে সহিংসতার জন্ম দিতে পারে যা
> বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্যে হুমকীস্বরূপ।
> (১৩). উদ্যত চাপাতিধারী ইসলামী মৌলবাদীরা ২৬শে ফেব্রুয়ারী বইমেলায় পুলিশের
> সামনে নিরেশ্বরবাদী মার্কিন নাগরিক অভিজিত রায়কে হত্যা ও তার স্ত্রী রাফিদা
> আহমদকে আহত করেছে।
> (১৪). ইসলামী মৌলবাদীদের নিরেশ্বরবাদী বা অবিশ্বাসীদের ওপর হামলা করার একটি
> ইতিহাস আছে এবং এ পর্যন্ত গত ১১ বছরে তাদের হাতে ৮জন খুন হয়েছে এবং আর কয়েক
> ডজন পালিয়ে জীবন বাচাচ্ছে।
> (১৫). ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বারংবার আক্রমন, ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি এবং
> জামাত (জেইআই)-ছাত্র শিবির (আইসিএস) ও চরমপন্থী গ্রুপের দ্বারা ক্রমবর্ধমান
> অস্থিতিশীলতা বৃদ্ধি বাংলাদেশে মার্কিন অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ
> ক্ষতিগ্রস্ত করছে।
> (১৬). গত বছর থেকে ইরাক ও সিরিয়ার সাথে সংশ্লিস্ট প্রো-ইসলামিক স্টেট-এর সাথে
> সম্পৃক্ত বেশ কিছু চরমপন্থী গ্রেফতারে প্রতীয়মান হয় যে, বাংলাদেশে ইসলামিক
> চরমপন্থা প্রতিনিয়ত বাড়ছে।
> (১৭). যুক্তরাষ্ট্র-এর উচিত বাংলাদেশের সাথে আরো ঘনিষ্টভাবে উভয়পক্ষের
> স্বার্থরক্ষায় নিযুক্ত হওয়া, যাতে বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও
> ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বজায় থাকে এবং যাতে ধর্মীয় মৌলবাদ ও চরমপন্থা প্রতিরোধ
> করা যায়।
>
> সেইলক্ষ্যে- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রস্তাব নিচ্ছে যে,
> I হাউজ ১৯৭১-এর ভিকটিমদের কথা স্বীকার করছে।
> ii বাংলাদেশ সরকারকে আহবান জানাচ্ছে, আইনের শাসন, নির্বাচন প্রক্রিয়া ও
> যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে।
> iii বাংলাদেশ সরকারকে আহবান জানাচ্ছে, চরমপন্থী গ্রুপ যেমন জামাত
> (জেইআই)-ছাত্র শিবির (আইসিএস) যারা দেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও
> স্থিতিশীলতার জন্যে হুমকিস্বরূপ তাদের কর্ম-তত্পরতা ঠেকাতে।
> iv বাংলাদেশ সরকারকে আহবান জানাচ্ছে, সকল নাগরিকের বিশেষত: দুর্বল ধর্মীয়
> সংখ্যালঘুদের মানবাধিকার ও স্বাধীনতা রক্ষার।
>
> উল্লেক্ষ্য যে, এই বিলটি কংগ্রেসের বাইরে বেশ কয়েকটি গ্রুপ সমর্থন দিয়েছে,
> তন্মধ্যে হিন্দু আমেরিকান ফাউন্ডেসন এবং যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ ক্রিস্টান
> ঐক্য পরিষদ; আমেরিকান এথিয়েস্ট; আমেরিকান হিউম্যানিস্ট এসোসিয়েশন; সেন্টার ফর
> ইনকুয়ারী; দেলওয়ার ভ্যালী বাংলাদেশী এসোসিয়েশন; স্যাকুলার কোয়ালিশন অফ
> আমেরিকা অন্যতম। প্রশ্ন হলো, এরপর কি? বিলটি কি কংগ্রেসে আলোচনার জন্যে উঠবে?
>
> --
> This is a global email group to highlight the Human Right violation of
> Bangladesh Minorities. This group is created to communicate and bring a long
> term strategy to deal against the continuous persecution of Bangladesh
> Minorities. We want to campaign on a single point to raise our voice against
> all Human Rights violation of Bangladesh Minorities.
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "bmaglobal" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to bmaglobal+unsubscribe@googlegroups.com.
> To post to this group, send email to bmaglobal@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/bmaglobal.
>


--
*Dhiraj Kumar Nath,
*E-mail: dknath888@gmail.com
Phone :0088-02-8191022
Cell: 01713033584
Fax: 0088-02-8156018-19
Skype: dhiraj.kumar.nath


------------------------------------
Posted by: Dhiraj Nath <dknath888@gmail.com>
------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/