Banner Advertiser

Thursday, August 20, 2015

[mukto-mona] Please See.



ছবিতে ২১ আগস্ট ট্র্যাজেডি

২০০৪ সালের ২১ আগস্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ট্রাকে বানানো মঞ্চে বক্তৃতা করছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২২ মিনিটে তিনি বক্তব্য শেষে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলে এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। তখনই একের পর এক গ্রেনেড হামলা হয়। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ১৩টি গ্রেনেড। সেই ২১ আগস্ট আজ। আওয়ামী লীগের 'সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী' সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার আজ ১১ তম বার্ষিকী। ওই হামলায় দলের তৎকালীন কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ নিহত হন ২২ জন নেতা-কর্মী। আহত হন শেখ হাসিনা, আইভি রহমানের স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, প্রয়াত আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্তসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী।
ছবি: জিয়া ইসলাম২০০৪ সালে ২১ আগস্ট বিকেলে 'সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী' সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন। বক্তব্য শেষে হতেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ১৩টি গ্রেনেড।
ছবি: জিয়া ইসলামবিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীর সামনে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা। কে জানত একটু পরেই ঘটবে নারকীয় সেই হামলা। 
ছবি: জিয়া ইসলামগ্রেনেড হামলার পরপরই ট্রাকের ওপরে বানানো মঞ্চে বসে পড়ে প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ঘিরে ধরে মানব ঢাল তৈরি করেন আওয়ামী লীগের নেতারা।
ছবি: জিয়া ইসলামগ্রেনেডের প্রচণ্ড শব্দে কানে হাত দিয়ে ট্রাকের ওপর নিচু হয়ে বসে পড়েন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
ছবি: জিয়া ইসলামট্রাকের ওপরে থাকা সংবাদকর্মীদের আত্মরক্ষার চেষ্টা।
ছবি: জিয়া ইসলামমুহূর্তেই সভাস্থল যেন হয়ে ওঠে মৃত্যুপুরী। আহত হয়ে লুটিয়ে পড়েন সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা। তবে ভাগ্য গুনে ছবির এই তিন নারী বেঁচে আছেন। তবে পঙ্গুত্ব ও সীমাহীন যন্ত্রণায় কাটছে তাঁদের দিন। 
ছবি: জিয়া ইসলামসভাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে আহত-নিহত নেতা-কর্মীরা। 
ছবি: জিয়া ইসলামগুরুতর আহত আইভি রহমান। তাঁকে টেনে তোলার চেষ্টা এক কর্মীর। পরে তিনি মারা যান।
ছবি: জিয়া ইসলামহামলায় শিকার হয়ে পড়ে আছেন এরা। 
ছবি: জিয়া ইসলামহামলায় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও সুরঞ্জিত সেন গুপ্তের হতবাক দশা। 
ছবি: জিয়া ইসলামআহত আওয়ামী লীগের এক কর্মীকে ব্যানারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা। 
ছবি: জিয়া ইসলামআহত অবস্থায় কাতরাচ্ছেন এক নারী। 
ছবি: জিয়া ইসলামআহত এক কর্মীকে উদ্ধার করছে কয়েকজন। 
ছবি: জিয়া ইসলামআহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন অন্যরা। 
ছবি: জিয়া ইসলামআহত আরও একজনকে ভ্যানগাড়িতে করে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 
ছবি: জিয়া ইসলামহামলাস্থলে আহত কয়েকজন নারী। 
ছবি: জিয়া ইসলামগ্রেনেড হামলার পর যে যেদিকে পারে ছুটছে। আহত কয়েকজনকে উদ্ধারের জন্য এক ব্যক্তির আহ্বান। 
ছবি: জিয়া ইসলামআওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ওই দিন আহত হন সংবাদকর্মীরাও। 
ছবি: জিয়া ইসলামব্যানারে করেই আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কয়েকজন। 
ছবি: জিয়া ইসলামহামলার পর দুর্ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জুতা-স্যান্ডেল। 
ছবি: জিয়া ইসলামএ কেমন বর্বরতা! 
ছবি: জিয়া ইসলামঘটনাস্থলে পড়ে থাকা একটি তাজা গ্রেনেড। এটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ এটি উদ্ধার করে নিয়ে যায়। 
ছবি: জিয়া ইসলামইত্তেফাকের প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক মীর মহিউদ্দিন সোহন আহত সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। 
ছবি: জিয়া ইসলামঘটনার পর আশপাশের দোকানপাট ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। 
ছবি: জিয়া ইসলামমুহূর্তেই পাল্টে যায় ঢাকার রাজপথ। সচিবালয়ের সামনে গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। 
ছবি: জিয়া ইসলামহামলার পর ঘটনাস্থলে পুলিশের অ্যাকশন।
ছবি: জিয়া ইসলামহাসপাতালে আহত নেতা-কর্মীরা। তাঁদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থার তৈরি হয়। 


__._,_.___

Posted by: Nurul Bachchu <bachchuhaq13@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___