Banner Advertiser

Friday, February 26, 2016

[mukto-mona] ‘বিডিআর বিদ্রোহের সময় খালেদা কোথায় ছিলেন



'বিডিআর বিদ্রোহের সময় খালেদা কোথায় ছিলেন'
বাংলা ট্রিবিউন রিপোর্ট১৪:৫৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৬

ড. হাছান মাহমুদসরকারকে অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, 'খালেদা জিয়াসহ আরও কারা কারা বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তা তদন্তের মাধ্যমে বের করে দোষীদের বিচারের মুখোমুখি করা হোক।'
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত 'চলমান রাজনীতি দেশ ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, 'বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির নেত্রী খালেদা জিয়া জড়িত ছিলেন।'
পুরো জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'যেদিন বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় সেদিন খালেদা জিয়া অনেক ভোরেই তার বাড়ি থেকে গোপনে বেড়িয়ে গিয়েছিলেন। তিনি কয়েকদিন তার বাসাতে ছিলেন না। তাই সেদিন তিনি এত ভোরে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলেন তা আগে জানতে হবে।'
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে হাছান বলেন, 'তারা মানববন্ধন ও বিভিন্ন সভা করে বিডিআর হত্যাকাণ্ডের আরও তদন্তের দাবি জানায়।'

বিডিআর বিদ্রোহে যে সকল চৌকশ অফিসারদের হত্যা করা হয়েছিলে তার প্রায় ৭০ ভাগ আওয়ামী পরিবারের সদস্য। তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। যেহেতু তারা আ. লীগ পরিবারের ছিল, তাই বিএনপির আমলে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে বিডিআরে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

সাবেক এ মন্ত্রী দাবি করে বলেন, 'বিডিআরের জোয়ানদের এটা কোনও বিদ্রোহ ছিলনা। এটি একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ ছিল।'

একই আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'সকল হত্যাকাণ্ডের যখন বিচার হচ্ছে,তখন বাংলাদেশে ষড়যন্ত্র চলছে।মঠ পুরোহিত হত্যাকাণ্ড তারই একটা অংশ।'

বাংলাদেশকে যারা পরিকল্পিতভাবে জঙ্গি ও আইএস রাষ্ট্র বানাতে চায়, বিএনপি-জামায়ত মূলত তাদেরকেই সহয়াতা করছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, 'বিএনপির বর্তমান যে অবস্থা তাতে তারা আর কখনও বাংলাদেশের মাটিতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না।'

নিজ দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে কামরুল বলেন, 'আগামী ৮ মার্চ আপিল ডিভিশন যুদ্ধাপরাধী মীর কাসেমের রায় দেবে।তাই সকল নেতা-কর্মীকে অতন্ত্র প্রহরীর মতো সজাক থাকতে হবে।'      

সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আব্দুল হাই কানু প্রমুখ।

এসআইএস/এপিএইচ/




Feb 22, 2012 - বিডিআর বিদ্রোহের সময় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কোথায় ছিলেন তা জাতি জানতে চায়। তিনিবিডিআর ট্র্যাজেডি নিয়ে বিভিন্ন সময় ...
Note: ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত ছিলেন| বিদ্রোহের আগের রাতে তারেক রহমান লন্ডন সময় রাত ১টা থেকে ২টার মধ্যে ৪৫ বার ফোন করে তার মা খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে বের হয়ে যেতে বলেন। কেন তার মাকে ঘর থেকে পালিয়ে যেতে বলেছিলেন? আর সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কেন ক্যান্টনমেন্টের ওই বাসা 
থেকে বের হয়ে উনি (খালেদা) আন্ডারগ্রাউন্ডে-আত্মগোপনে চলে গেলেন? 
এর জবাব  খালেদা জিয়াকে একদিন জনগণের কাছে দিতে হবে। 

Also Read:
Jul 15, 2010 - বিডিআর বিদ্রোহের আগে সেনানিবাসের বাসা ছেড়ে তিন দিনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোথায়গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ...

সমকাল :: বিডিআর বিদ্রোহের সময় খালেদা জিয়া কোথায় ছিলেন ...

Jul 14, 2010 - পিলখানার বিডিআর বিদ্রোহের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম ...



বিডিআর বিদ্রোহঃ পরিকল্পনায় আইএসআই, বাস্তবায়নে সা কা চৌধুরী

প্রকাশক: নিউজ ডেস্ক ১ নভেম্বর, শুক্রবার, ২০১৩ in অন্যান্যজাতীয়

CNN-398x300...........২৯ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই বিদ্রোহের মূল পরিকল্পনায় ছিল শেখ হাসিনা এবং সে সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদকে হত্যা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ হলেও তা করার পরিকল্পনা ছিল আগের দিন। সেদিন শেখ হাসিনা এবং মইন ইউ আহমেদ বিডিআর দরবার হলে গেলেও ষড়যন্ত্রকারীরা অস্ত্র ও গোলাবারুদ নিতে পারেনি। ......................

সালাউদ্দিন কাদের চৌধুরী জড়িত: বিডিআর বিদ্রোহের পরিকল্পনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী জড়িত ছিলেন বলেও সিএনএনের প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয়, 'ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কাছে এই ঘটনায় প্রভাবশালী বিএনপি নেতা এবং আইএসআইয়ের চর সালাইদ্দিন কাদের চৌধুরীর জড়িত থাকার প্রমাণ আছে'। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিএনপি নেতাকে প্রতিবেদনে এই অঞ্চলের অপরাধ জগতের সাথে ওতপ্রতোভাবে জড়িত।,,,,,,,,,,,,,,,,,,,বাংলাদেশে সালাউদ্দিন চৌধুরী একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগিদের মধ্যে একজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০০৪ সালে চট্টগ্রামে দশট্রাক অস্ত্র চোরাচালান ঘটনার সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ আছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালান হচ্ছিল বলেও প্রতিবেদনে বলা হয়েছে।.............................প্রতিবেদনে বলা হয়েছে, বিডিআরের সদস্যদের মধ্যে নানা বিষয়ে ক্ষোভকে কাজে লাগিয়ে পিলখানা হত্যা ঘটানো হয়। এর পাশাপাশি সেনাবাহিনীতেও পাকিস্তানপন্থী কর্মকর্তারা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। এই পরিকল্পনা এতটাই সূচারু ছিল যে, কোনো গোয়েন্দা সংস্থা তা ধরতে পারেননি। এই ঘটনায় সালাউদ্দিন কাদের চৌধুরী বিডিআরের সাবেক মহাপরিচালক ফজলুর রহমানকেও ব্যবহার করেন।.........ফজলুর রহমানকে সালাইদ্দিন কাদের চৌধুরী ৪০ কোটি টাকা দেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। আর ফজলুর রহমান সে সময় বিডিআরের চারজন উপসহকারী পরিচালককে পাঁচ কোটি কারা করে দেন। আর চারশজন সিপাইকে দেয়া হয় পাঁচ লাখ টাকা করে। কেউ কেউ ৫০ লাখ টাকা করে পেয়েছেন বলেও গোয়েন্দা সূত্র জানিয়েছে।,,,,,,,,,,- See more at:  http://obokashbd24.com/?p=1406


বিডিআর বিদ্রোহের নেপথ্যে কারা? – KNOWLEDGE

https://mehedizz.wordpress.com/.../বিডিআর-বিদ্...
 
Jun 28, 2015 - ২০০১ সালে রৌমারির ঘটনার সময় বিডিআর প্রধান ছিলেন জামাত ঘরানার ফজলুর ... ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি বিরোধী দলীয়নেত্রী খালেদা জিয়া কোথায় ছিলেন সে ...


__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___