Banner Advertiser

Tuesday, May 10, 2016

Re: [mukto-mona] ধর্মের অপব্যবহার করেছেন ‘ইসলামের পণ্ডিত’ নিজামী



The way this man ended his life shows he was a fake religious leader.  Allah knows best! The truth is - he was a deceitful political leader, who used Islam for political gains. Although he could fool millions of illiterate and semi-literate people, but could not fool Allah, and  met Allah's ultimate punishment for all his misdeeds.


2016-05-10 13:46 GMT-04:00 SyedAslam Syed.Aslam3@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>:
 

বিচারিক আদালতের পর্যবেক্ষণ
ধর্মের অপব্যবহার করেছেন 'ইসলামের পণ্ডিত' নিজামী
নিজস্ব প্রতিবেদক
Published : Tuesday, 10 May, 2016 at 10:35 PM
  
ধর্মের অপব্যবহার করেছেন 'ইসলামের পণ্ডিত' নিজামীমৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী একাত্তরে বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করার লক্ষ্যে তরুণদের উসকে দিতে সচেতনভাবে ইসলাম ধর্মের অপব্যবহার করেছেন বলে পর্যবেক্ষণ দিয়েছিল বিচারিক আদালত।
২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির ও তত্কালীন আল বদর বাহিনীর প্রধান নিজামীর মামলায় রায়ের এই পর্যবেক্ষণ বলেন, বর্তমান জামায়াতের আমির নিজামী চার দশক আগে এই দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের প্রধান হিসেবে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আলবদর বাহিনীর প্রধান ছিলেন। এছাড়াও মামলার রায়ে স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে উঠে এসেছে।
রায়ের পর্যবেক্ষণে নিজামীর এই সব অপরাধের বিষয়ে ধর্মের শিক্ষা তুলে ধরতে বিচারিক বিধানের বাইরে ইসলামের বিধান হিসেবে কোরআন ও হাদিস থেকে উদ্ধৃতি দেয় ট্রাইব্যুনাল। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে ইসলামের শিক্ষা তুলে ধরতে মদিনা সনদের কথা উল্লেখ করে নিজামীর একাত্তরের কর্মকাণ্ডের পর্যবেক্ষণে তুলে ধরা হয়।
আদালত বলেছে, আমরা ধরে নিতে বাধ্য হচ্ছি যে, মতিউর রহমান নিজামী ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েও সচেতনভাবে এবং স্বেচ্ছায় আল্লাহ ও পবিত্র ধর্ম ইসলামের নামের অপব্যবহার করে বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করতে চেয়েছিলেন।
অভিযুক্ত মতিউর রহমান নিজামী একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত (আসামি পক্ষের দাবি অনুযায়ী) হয়েও তিনি কোরআনের আদেশ এবং মহানবীর শিক্ষার পরিপন্থী হয়েই আলবদর বাহিনী গঠন করেন, যার মূল উদ্দেশ্য ছিল বাঙালি বুদ্ধিজীবী ও মুক্তিকামী মানুষদের হত্যা ও নিধন এবং পাকিস্তানী সেনাবাহিনীর বর্বর কর্মকাণ্ডকে সহযোগিতা ও অনুমোদন আদায়।
রায়ে বলা হয়, ইসলামী ছাত্র সংঘের সভাপতি নিজামী জনসমক্ষে মুক্তিকামী বাঙালি ও মুক্তিযোদ্ধাদের 'দুর্বৃত্ত' আখ্যায়িত করে তাদের নিশ্চিহ্ন করতে নিজ সংগঠনের সদস্যদের উত্সাহিত করতেন এবং উসকানি দিতেন।
বিভিন্ন সভা সমাবেশে তার মুখ থেকে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সমর্থকদের 'দুর্বৃত্ত' ও 'ভারতের দালাল' আখ্যা শুনে রাজাকার ও আল-বদর বাহিনীর সদস্যরা তাদের 'ভালো মুসলিম' মনে করতো না।
এছাড়াও নিজামী বিভিন্ন সময়ে তার বক্তৃতায় 'পাকিস্তান আল্লাহর ঘর', 'হিন্দুরা সবসময়ই মুসলিমদের শত্রু' এবং 'ইসলাম আর পাকিস্তান এক ও অভিন্ন' জনসভায় প্রচার করতেন।
নিজামীর এসব উক্তিকে 'রাজনীতিতে ইসলামের অপব্যবহারের ধ্রুপদী উদাহরণ' আখ্যায়িত করে রায়ে বলা হয়, রাজাকার ও আল বদর বাহিনীর তরুণ সদস্যরা এসব ভ্রান্ত উক্তিকেই সত্য এবং 'ইসলামিক আদর্শ' বলে মনে করতো এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগী হয়ে মানবতাবিরোধী অপরাধে উত্সাহিত হতো।
বিচারকরা বলেছেন, সাধারণভাবে ইসলাম অসাম্প্রদায়িক হওয়ার শিক্ষা দিলেও মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতারা নিজ সংগঠনের বাইরের সবাইকেই 'খারাপ মুসলিম' এবং মুক্তিযোদ্ধাদের 'দুর্বৃত্ত' অ্যাখ্যা দিয়ে তাদের অনুসারীদের চিন্তাভাবনাকে সাম্প্রদায়িক করে তুলেছিলেন। একই সঙ্গে হত্যা, গণহত্যা ও ধর্ষণের মতো গর্হিত কাজে উসকে দিতেন।
এই প্রসঙ্গে কোরআনের একাধিক সুরার একাধিক আয়াত ও হজরত মুহাম্মদের বিদায়ী হজের ভাষণ নিয়ে একটি হাদিস তুলে ধরা হয় রায়ে।
এগুলোর মধ্যে সুরা মায়িদার ৩২তম আয়াতের একটি অংশের উদ্ধৃতি দিয়ে রায়ে বলা হয়, "হত্যা বা দেশে বিশৃঙ্খলার (বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার জন্য) জন্য শাস্তি হিসেবে ছাড়া যদি কেউ কাউকে হত্যা (অন্যায়ভাবে) করে তাহলে তাতে সে মানবতাকেই হত্যা করল।"
বিচারকরা বলেন, ইসলাম শুধু মুসলিমদের হত্যাই নিষিদ্ধ করেনি, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানবহত্যাকে নিষিদ্ধ করেছে।
এবিষয়ে বিদায় হজের ভাষণের নিয়ে আবু হুরাইয়ার বর্ণিত একটি হাদিসের উল্লেখ করা হয়, "হযরত মুহম্মদ (স.) বলেছেন, শুধু মুখের কথা দিয়ে কেউ যদি একজন বিশ্বাসীকে হত্যা করতে সাহায্যও করে, তবে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় তার কপালে লেখা থাকবে, 'আল্লাহর ক্ষমার অযোগ্য'।"
বিচারকরা বলেন, "কোরআনের এসব আয়াত ও হাদিসগুলো আমরা বিবেচনায় নিয়ে বলতে পারি, বিশদ নকশার অংশ হিসেবে নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা, তাদের সম্পদ লুট করা, তাদের মৌলিক অধিকার হরণ করা, বলপ্রয়োগ করে তাদের শারীরিক ও মানসিক ক্ষতিসাধন করা 'ইসলাম' ও 'মানবতার'র ধারণার পরিপন্থী।
"উপরের দর্শনগুলোর আলোকে আমাদের কোনও দ্বিধা নেই যে, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র সংঘ, আল বদর ও রাজাকার বাহিনীর সংঘটিত হত্যা, নিধন, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধগুলো সম্পূর্ণভাবে কোরআন ও হাদিসের অনুমোদনের বাইরে।"

মানবকণ্ঠ/জেডএইচ
- See more at: http://www.manobkantha.com/2016/05/10/125360.php#sthash.P93AEQUi.dpuf

2016-05-09 1:48 GMT-04:00 SyedAslam <syed.aslam3@gmail.com>:

আগামী সপ্তাহেই নিজামীর ফাঁসি!

আপডেটঃ মে ০৯, ২০১৬  ১০:২৯ পূর্বাহ্ণ

nizami1-1












 




__._,_.___

Posted by: Dristy Pat <dristypat5@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___