Banner Advertiser

Wednesday, September 6, 2017

[mukto-mona] রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের - ০৬ সেপ্টেম্বর,২০১৭



রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

০৬ সেপ্টেম্বর,২০১৭



আন্তর্জাতিক ডেস্ক 

আরটিএনএন 

নিউইয়র্ক: মায়ানমারের প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতি নির্মূলের ঝুঁকির বিষয়ে মায়ানমারকে সতর্ক করেছেন তিনি।


অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার এই আহ্বান জানালেন যখন মায়ানমার ছেড়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাবিরোধী সহিংসতা শুরু হওয়ার পর মায়ানমারের নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে এরই মধ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ করেছে।


অজ্ঞাত ব্যক্তিরা মায়ানমার পুলিশ ও সেনাবাহিনীর কয়েকটি পোস্টে আগুন দেয়ার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্বিচার অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। রোহিঙ্গাদের বসতবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে। শিশু-বৃদ্ধ নির্বিশেষে সব বয়সি রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে। যৌথ বাহিনীর সঙ্গে মৌলবাদী বৌদ্ধরা যোগ দিয়ে লুটতরাজ ও নির্যাতন চালাচ্ছে গত ১১ দিনের সহিংসতায় প্রায় ৪০০ রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। মায়ানমারে গুলিবিদ্ধ হওয়া কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশে আসার পর মারা গেছেন। সীমান্ত এলাকা ও সামীনা নির্ধারণকারী নাফ নদী থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের গুতেরেস বলেন, 'রোহিঙ্গাদের ক্ষোভ ও তাদের অধিকারের অমীমাংসিত বিষয়গুলো দীর্ঘদিন ধরে জমে আছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য অনস্বীকার্য ফ্যাক্টর হয়ে উঠেছে।'


তিনি বলেন, 'সহিংসতার এই ভয়ানক চক্রের ইতি টানতে মায়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে এবং তাদের সবাইকে প্রয়োজনমতো নিরাপত্তা ও সহায়তা দিতে হবে।'


মায়ানমারে রোহিঙ্গা সমস্যার সমাধানে উদ্যোগ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব গুতেরেস। এ জন্য ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়েছেন তিনি।


নিরাপত্তা পরিষদের কাছে মহাসচিবের চিঠি দেয়া একটি বিরল ঘটনা। চিঠিতে গুতেরেস বলেছেন, 'সংকট আরো ঘনীভূত হওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার দায় রয়েছে।'

http://www.rtnn.net/bangla/newsdetail/detail/8/9/181075#.WbBZm8iGOUk


রোহিঙ্গা সমস্যা

মিয়ানমারে গণহত্যা, আমরা কী করতে পারি

সিরাজুল ইসলাম চৌধুরী
০৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:১৭
প্রিন্ট সংস্করণ

এভাবেই দেশত্যাগ করে বাংলাদেশে আসছে রোহিঙ্গারামিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে সুপরিকল্পিত ও সংঘবদ্ধ নির্যাতন চলছে, তাকে যে নামেই ডাকা হোক না কেন, আসল ঘটনা গণহত্যা। নির্বিচারে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে, পেট্রল ঢেলে পুড়িয়ে ফেলা হচ্ছে, আর চলছে নারী ধর্ষণ। কেউ কেউ বলতে চাইছে, এটি সাম্প্রদায়িক সংঘর্ষ, বৌদ্ধদের সঙ্গে মুসলমানদের বিরোধ। মোটেই তা নয়, রোহিঙ্গাদের মধ্যে হিন্দুও আছে, তারাও একইভাবে নির্যাতিত হচ্ছে।

সিরাজুল ইসলাম চৌধুরী: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আহ্বায়ক, অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন জাতীয় কমিটি।

বিস্তারিত:

http://www.prothom-alo.com/opinion/article/1314301/মিয়ানমারে-গণহত্যা-আমরা-কী-করতে-পারি


সু চির উদ্দেশে বাণিজ্যমন্ত্রী




                                                      




__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___