Banner Advertiser

Wednesday, September 20, 2017

[mukto-mona] ছিঃ সুচি, ছি! : অজয় দাশগুপ্ত



ছিঃ সুচি, ছি!

আমাদের সময়.কম
প্রকাশের সময় : 21/09/2017 -3:44
আপডেট সময় : 21/09/ 2017-3:44

অজয় দাশগুপ্ত : নোবেলজয়ী মানুষগুলোর নোবেলত্ব বা তাদের চারিত্রিক স্বচ্ছতা এখন প্রশ্নবিদ্ধ। চারিত্রিক বলতে তাদের ব্যক্তিগত চরিত্রের কথা বলা হচ্ছেনা। 

যারা শান্তিতে নোবেল পেয়েছেন তারা যখন অশান্তির সময় চুপ থাকেন বা মদদ দেন তখন অনায়াসেই ধরে নেওয়া যায় আজকাল বিকিকিনির বাজারে নোবেল ও 

পণ্য। সু চি আমাদের দেশে পাঠিয়ে দেওয়া রোহিঙ্গাদের নিয়ে যে ভাষণ দিয়েছেন এ এফ পি তার পাঁচটি বুলেট পয়েন্ট দিয়েছে দেখলাম। তিনি তার ভাষণে এদের 

রোহিঙ্গা না বলে রাখাইনের সংঘাতে জড়িবে যাওয়া মানুষ বলে সম্বোধন করেছেন। তিনি এও বলেছেন কি হচ্ছে না হচ্ছে বা কেন হচ্ছে তা তলিয়ে দেখা হবে।

আমরা আম জনতা। আমরা দেখছি তলিয়ে দেখার আগে আপনি আমাদের দেশটাকে তলিয়ে দিতে চাচ্ছেন। আপনাদের দেশে কি হবে না হবে কোন সমস্যা কিভাবে 

সমাধান করবেন সেটা আপনাদের দায়। আমাদের দেশ থেকে হিন্দু বা সংখ্যালঘুরা এভাবে দেশ ছেড়ে পালালে ভারত বা আপনারা কি করতেন? কি হতো আপনাদের 

অ্যাকশন? আমরা যেটুকু বুঝি তাতে এটা পরিষ্কার এই মানুষগুলোকে আমরা না ইন্ধন দিয়েছি, না দিয়েছি কোনো সহায়তা তারপরও আপনারা তাদের বাধ্য করেছেন 

বাংলাদেশে চলে আসতে। আপনারা যদি তাদের সন্ত্রাসী মনে করেন বা তাদের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ থাকে সেগুলোর সমাধান বা দায় তো আমাদের না। 

তাছাড়া এতবছর ধরে আপনাদের দেশে বসবাসরত এই মানুষগুলো রাতারাতি রোহিঙ্গা হয়ে গেল দেশদ্রোহী হয়ে গেল আর তার দায় নেব আমরা?

আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ এসব বিষয়ে মদদ দেয় না। উল্টো আপনাদের এই রোহিঙ্গারা আপাতত মানবিক আর ধর্মীয় কারণে সহানুভূতি পেলেও আসলে 

ওরা আমাদের লোক না। আপনি এই লেখা কোনোদিনও পড়বেন না। জানবেনও না আপনার এই রোহিঙ্গারা ইতোমধ্যে নানা অপরাধে জড়িবে পরবে। শুনলাম সংখ্যালঘু নামের কিছু মানুষকে তারা অপহরণ ও করেছে। 

এসব আলামত আমাদের জন্য লাল সংকেত। আপনারা আপনাদের দেশে যাদের সন্ত্রাসী বা জঙ্গি মনে করবেন তাদের পাশের দেশে পালাতে বাধ্য করবেন এই কি নোবেলের মহিমা?

তাছাড়া একেবারে শেষে আপনি বললেন আসুন দেখে যান। কারা আসবে? কারা দেখবে? যারা মধ্যপ্রাচ্যে এসব করছে তারা? যাদের কারণে পুরো বিশ্ব আজ এক ভয়াবহ নিরাপত্তা সংকটে তারা? যাদের কারণে আজ মানুষ 

নিজেই একেকটি বোমা একেকজন খুনী সেই দেশগুলো আপনার দিকে ঝুঁ^কে আছেন এ কি ধরণের খেলা? আপনি এও বলেছেন, সবাই যেন বুঝতে চায় মিয়ানমার ছিল সামারি শাসনের আন্ডারে। জী আমরা তা জানি। 

সে আমলে আপনাদের বৌদ্ধ শ্রবণ ও সন্যাসীদের ও নির্যাতিত হতে দেখেছি আমরা। কিন্তু সে ম্যাকানিজম বিকল করবে কারা? কারা নেবে গণতন্ত্র বা সুশাসন প্রতিষ্ঠার দায়ভার? বিশ্ব ও বাংলাদেশ, না আপনারা?

সবশেষে আপনি বলেছেন, যাচাইবাছাই করে ফেরত নেবেন। বাহ। হাততালি দিতে ইচ্ছে করছে জনবাবা সু চি। আপনি কি এদের যাচাই-বাছাই করে পাঠিয়েছিলেন? না আমরা যাচাই-বাচাই করে এনেছিলাম? কথা 

শুনে মনে হচ্ছে এরা মানুষ না, গরু ছাগল। আপনি তাদের হাত-পা, অন্ডকোষ বা শরীর টিপে টেস্ট করে তারপর ভালোগুলো ফেরত নেবেন বাকিদের বোঝা বইবে বাংলাদেশ। এতবড় পাপ ধর্মেও সইবে না।

এখন খুব ভালো বুঝি নোবেল শান্তি পুরষ্কার না পাওয়া মহাত্মা গান্ধীর জন্য কত বড় পুরষ্কার ছিল। ছি: সু চি, আপনি নোবেলজয়ী বটে, এখনো মানুষ হলেন না।

লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও কলামিস্ট

সম্পাদনা: আশিক রহমান

আমাদের সময়.কম

প্রকাশের সময় : 21/09/2017 -3:44





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___