Banner Advertiser

Thursday, September 29, 2011

[mukto-mona] FW: Barrister A Razzaq Charged in a case where he was not there



Please see this letter of Barrister Mir Ahmad. The Bangla report below says that all central leaders of Jamaat including President ( Ameer), Vice Presidents and others have been made accused in incidents where they were not there. It never happened that in cases of a few transport damage , the entire leadership of a party, Awami League or BNP was accused.

Shah Abdul Hannan

 

 


From: Mir Ahmad [mailto:mirahmad01@hotmail.com]
Sent: Thursday, September 29, 2011 12:57 AM
To: mir.ahmad@live.com
Subject: Barrister A Razzaq Charged

 

The news below says 16 leaders including Mr Abdur Razzaq, Barrister who was in Europe at the date of alleged offense has been named in the Charge Sheet which will be submitted today (thursday). 

 

This is absolute nonsense charge merely shows, their actual intention is not to punish the vandals but to get Political leadership of an opposition party. 

 

Mr Razzaq also heads the Defense team of The Int Crimes Tribunal, Dhaka. This move shall clearly harm the credibility and actual intention of the Govt in ensuring a free and fair trial.  

 

 

 :: যায়যায়দিন :: প্রথম পাতা :: ফেঁসে যাচ্ছেন জামায়াতের ১৬ বড় নেতা

 

ফেঁসে যাচ্ছেন জামায়াতের ১৬ বড় নেতাভাংচুর-অগি্নসংযোগের অভিযোগে আজহারসহ ১২০ জনের বিরুদ্ধে আজ চার্জশিটসাখাওয়াত হোসেন 


গত ১৯ অক্টোবর রাজধানীর বিজয়নগরে জামায়াতের তা-ব _ফাইল ফটো

পল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগি্নসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ফেঁসে যাচ্ছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ শীর্ষস্থানীয় ১৬ নেতা। ১৯ সেপ্টেম্বর পল্টনের তা-বে তাদের মদদ থাকার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও রিমান্ডে এ ব্যাপারে গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য-উপাত্ত ক্রসচেক করে ওই ১৩ বড় নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তা আদালতে দাখিল করা হবে।
গোয়েন্দা সূত্রগুলো জানায়, পল্টন তা-বের নির্দেশদাতা হিসেবে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এবং জামায়াতের নায়েবে আমির মওলানা একেএম ইউসুফ, আবদুস সোবহান, একেএম নাজির আহমদ, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, ডা. শফিকুর রহমান, অধ্যক্ষ মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম মাসুম, জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান, সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম, মওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুদ্দিন মানিক, সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে।
এদের মধ্যে আজহারুল ইসলাম, তাসনীম আলম ও ইজ্জত উল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি ১৩ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তাদের বাসাবাড়ি, নিকটাত্মীয়-স্বজনদের ওপর নজর রাখা হচ্ছে। এছাড়াও ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে জামায়াতের তা-বের ঘটনায় নগর জামায়াতের আমির শামসুল ইসলাম ও সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
আইন অনুযায়ী চার্জশিট দাখিলের পরবর্তী ৩০ কার্য দিবসে এ মামলার বিচার সম্পন্ন করা হবে। আসামিদের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের ২ থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সাজা হতে পারে। 
তদন্তে সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৯ সেপ্টেম্বর পল্টনে পুলিশের গাড়িতে অগি্নসংযোগ, ভাংচুর ও পুলিশের ওপর হামলাসহ নানা তা-বের ঘটনায় দ্রুত বিচার আইনে রমনা থানায় দায়ের করা মামলায় ৭১ জন নেতাকর্মীকে রিমান্ডে নিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন। এদের কেউ কেউ মুখে কুলুপ এঁটে থাকলেও অনেকেই নির্দ্বিধায় তা-বের কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তারা পুলিশের ওপর হামলা চালান, অংশ নেন বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ে যা পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। এ ছাড়াও পুলিশ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ, স্থিরচিত্র, মোবাইল ফোনের কললিস্ট এবং আহত পুলিশ সদস্যদের বক্তব্য পর্যালোচনা করে পল্টন তা-বে অংশগ্রহণকারী ও মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে। 

 

Mir Ahmad BinQuasem