Banner Advertiser

Thursday, October 13, 2011

[ALOCHONA] Judge-Appointment are opposed by BAL Lawyers



হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত ছয় বিচারপতির শপথ অনিশ্চিত : নিয়োগের বিরুদ্ধে সরকার সমর্থক আইনজীবীরাও সোচ্চার

স্টাফ রিপোর্টার
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগের ব্যাপারে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সুপ্রিমকোর্টের সর্বস্তরের আইনজীবীরা। সাধারণ আইনজীবী ও সরকারবিরোধী আইনজীবীদের পর সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগে অনিয়ম নিয়ে এবার সোচ্চার হয়েছেন সরকারপন্থী আইনজীবীরাআওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক আলোচনা সভায় বিচারপতি নিয়োগে অনিয়মের অভিযোগ আনা হয় প্রকাশ্যে। তারা বিচারপতি নিয়োগে অনিয়মের অভিযোগ এনে বিষোদ্গার করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে। আইনজীবীদের প্রতিবাদ আর বিক্ষোভের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের শপথও।
বেশ কয়েকদিন আগে রাষ্ট্রপতি ছয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী গত ৯ অক্টোবর সুপ্রিমকোর্ট খোলার দিন তাদের শপথ হওয়ার কথা থাকলেও তা হয়নি। নিয়োগ পাওয়া ছয়জনের শপথ না হতেই দলীয় বিবেচনায় আরও চার-পাঁচজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 
দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ দিলে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হবে, সেইসঙ্গে বিচার বিভাগ ধ্বংসের পথে উপনীত হবে বলে মনে করছেন আইনজীবীরা। গত মঙ্গলবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, সুপ্রিমকোর্টের বারান্দায় দেখা যায়নি এমন ব্যক্তিদেরও বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। যোগ্যতার যাচাই না করে অনেক অযোগ্য ব্যক্তিকেও বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। তারা বলেন, এদের কেউ কেউ আইনজীবীদের ক্লার্ক হওয়ারও যোগ্যতা রাখেন না। বিচারপতি নিয়োগ নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীদের সমালোচনা প্রসঙ্গে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচার বিভাগের মর্যাদা ও বিচার প্রার্থীদের স্বার্থ রক্ষার আন্দোলনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সরকার সমর্থক আইনজীবীরাও আজকে সমালোচনা করছেন। অযোগ্য দলীয় বিচারপতি নিয়োগের বিষয়ে আমাদের অভিযোগ সত্য ছিল, এটা এখন প্রমাণিত হয়েছে। সরকারের উচিত অযোগ্য দলীয় বিচরপতিদের অপসারণ করে যোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া। 
এদিকে আওয়ামী আইনজীবীদের কঠিন সমালোচনায় সদ্য নিয়োগ পাওয়া ছয় বিচারপতির শপথ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। গত সপ্তাহে সরকার সুপ্রিমকোর্টের ছয় আইনজীবীকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। তবে তাদের শপথ এখনও হয়নি। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে আমার দেশকে বলেন, নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। কবে হবে সেটাও জানা নেই। 
গত মঙ্গলবার সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বলেন, বিচারপতি নিয়োগে স্বচ্ছতা থাকা দরকার। কিন্তু এই স্বচ্ছতা মানা হচ্ছে না। প্রধান বিচারপতিও স্বচ্ছ ভূমিকা পালন করছেন না। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু অভিযোগ করেন, আমি আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, অথচ আমার সঙ্গে একবার বিচারপতি নিয়োগ নিয়ে কারও কথা হয়নি। এটা দুঃখজনক। যাদের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তাদের কেউ কেউ কোর্টের বারান্দায়ও আসেন না। আবার কেউ কেউ আইনজীবীদের ক্লার্ক হওয়ারও যোগ্যতা রাখেন না। অথচ তারাই বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। বিচার বিভাগের মর্যাদা রক্ষা করতে হবে বিচারপ্রার্থীদের স্বার্থেই। 
প্রসঙ্গত, গত পৌনে তিন বছরে বর্তমান সরকার হাইকোর্টে ৫১ বিচারপতি নিয়োগ দিয়েছে। সর্বশেষ অক্টোবরে ছয়জনকে নিয়োগ দেয়া হয়। তাদের শপথ এখনও হয়নি। ছয় দফায় সরকার এ নিয়োগ দিয়েছে। সর্বশেষ নিয়োগ পাওয়া ছয়জনের শপথের আগেই আরও পাঁচ বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে পুলিশি নির্যাতনে আইনজীবী এমইউ আহমেদের মৃত্যু, বিচারপতি নিয়োগ ও বিদেশে টকশোতে বিচারপতির অংশগ্রহণের প্রতিবাদে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বিভিন্ন কর্মসূচি পালন করছে। সভা-সমাবেশে কালো পতাকা টাঙানোসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ এসব ইস্যুতে আইনজীবী সমিতির উদ্যোগে সমাবেশের কথা রয়েছে। এদিকে নতুনভাবে নিয়োগ পেতে যাচ্ছেন, এদের মধ্যে কেউ কেউ সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিসও করেননি। এমন একজন জেলা জজ বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন, তিনি ক্রস তালিকা অনুযায়ী ১৬১ নম্বরে। ১৬০ জনকে ডিঙিয়ে একজন জেলা জজকে হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা হলে তা বিচার বিভাগে অস্থিরতার সৃষ্টি করবে বলে মনে করেন আইনজীবীরা।


__._,_.___


[Disclaimer: ALOCHONA Management is not liable for information contained in this message. The author takes full responsibility.]
To unsubscribe/subscribe, send request to alochona-owner@egroups.com




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___