Banner Advertiser

Wednesday, November 23, 2011

Re: [ALOCHONA] Dr Pushpita's blog on haloween day--all should protest


I have nothing nice to say about this bunch. They are so out of touch with our country and culture, it is very sad!!

Actually the person who reported it also does not know what Halloween stands for. Actually it has no real connection with Christianity. This is a ritual picked up from pre-Christian pagan culture. Because of that, many devout Christians stays away from the Craziness around Halloween

This became mainstream culture of the west today. I strongly support people's fundamental freedom to pick what they want to do. Sadly most young men and women who want to copy the west and participate in Halloween do not even know what they are participate in. To someone familiar with western culture most of them look like ignorant fools!! I am sure many laugh their ass off when they see our kids following many things like a damn puppet.

Now if we analyze the philosophy/ideology of Halloween, it is same as committing "Shirk". As most of us don't know this background, maybe Allah (SWT) will forgive us ( My best guess). Now if after knowing about history and implications of this pagan ritual, if anyone wants to join next years Halloween parties, go ahead and knock your socks off!!

I think the article shared by member Hannan was polite about only "Oshovotta" in Halloween. However religious and spiritual implication of adopting this "Part of culture" goes far beyond simple "Oshovotta". From spiritual point of view consequence of such matter will be serious.

I'll end with part of an article on this topic. It teaches us to how to deal with good people who do not know history of Halloween.


Halloween: The Islamic Perspective
Adapted from SoundVision
Where Does 'Halloween' Come From?
Halloween has evolved and been influenced by a number of different cultures and religions, the most notable of which are paganism, the Romans, the Celts (the people of Ireland, Scotland, Britain, Wales) and Christianity. However, almost all of the traditions surrounding Halloween as we know it today can be traced back to the festival of Samhain - the Celtic Day of the Dead - a pagan holiday. Samhain was the name of the Druid god of the dead. The Druids were a religious order amongst the pagan Celts. On this day, they would try to appease their god of death. These Druids also believed that witches rode on broomsticks and that ghosts were the cause of supernatural occurrences. The belief was that on the eve of the Celtic New Year (which, for them, was October 31), the souls of dead people roamed among the land of the living. The devil, evil spirits and witches were also believed to be moving about and at the height of their power. Halloween was also a time for MAJOR Shirk (associating partners with Allah).


..................For the rest of the article, please click here.

I do not want to offend anyone but I strongly feel most of my brothers and sisters do not even know histories behind many rituals we picked up. As long we are educated about such things, I have no issues with it.

-QR






-----Original Message-----
From: S A Hannan <sahannan@sonarbangladesh.com>
To: 'dahuk' <dahuk@yahoogroups.com>; sahannan <sahannan@yahoogroups.com>; inquisitive_sisters <inquisitive_sisters@yahoogroups.com>; khabor <khabor@yahoogroups.com>; mukto-mona <mukto-mona@yahoogroups.com>; alochona <alochona@yahoogroups.com>
Sent: Wed, Nov 23, 2011 8:25 pm
Subject: [ALOCHONA] Dr Pushpita's blog on haloween day--all should protest

 
 

হ্যালোইন হোয়াইট পার্টি- নতুন অসভ্যতার আমদানী?!

লিখেছেন পুস্পিতা ০৫ নভেম্বর ২০১১, সন্ধ্যা ০৭:২৭


এক বান্ধবী কিছু ছবি সহ মেইল পাঠিয়ে বলল, হোটেল ্যাডিসনে আয়োজিত একটি প্রোগ্রামের ছবি। প্রোগ্রামের নাম Halloween White party - হ্যালোইন হোয়াইট পার্টি।

তাকে ফোন করলাম। এটা আবার কি পার্টি?
কেন তুই জানিস না?
না, আগে কখনো শুনিনি।
জানার চেষ্ঠা করলাম। যা জানলাম তা হলো, প্রতি বছর ৩১ অক্টোবর সূর্য ডোবার সাথে সাথে আমেরিকা সহ বিভিন্ন খ্রিষ্টান সংখ্যাগরিষ্ট দেশে শিশুরা ভূত সেজে অতৃপ্ত আত্মার শান্তির অন্বেষনে ব্যাগ হাতে এক বাড়ির দরজা থেকে আরেক বাড়ির দরজায় ঢুঁ মারে। 'ট্রিট অর ট্রিক', 'হ্যাপি হ্যালোইন' সহ নানা সম্বোধনের মাধ্যমে তারা হাতের ব্যাগটি বাড়িয়ে দিলে বড়রা চকলেট দিয়ে থাকে। ভূতেরা তাতে তুষ্ট হয়ে ফিরে যায় বাড়ির আঙ্গিনা থেকে। তাদের বিশ্বাস এই দিনে অশুভ শয়তান ধরনীর বুকে এসে অনিষ্ট করার প্রয়াস পায়। তাই অশুভ শক্তিকে খুশী করে নিজেদের রক্ষা করতে ক্যান্ডি সহ নানা সামগ্রী দিয়ে অশুভ শক্তিকে কাবু করতে চেষ্টা করে।

এটা মূলতঃ শিশুরা করে থাকে। তবে বড়রাও করে থাকে। বড়দের অনুষ্ঠান গুলো নেশা দ্রব্য সহ উলঙ্গপনাতে ভরপুর। উপমহাদেশে বা বাংলাদেশে ধরনের বিশ্বাস কেউ করেনা। তাই এসব পালনও কেউ কখনো করেছে বলে শোনা যায়নি।

গত ৩১ অক্টোবর ২০১১ ইং তারিখে হোটেল ্যাডিসনে সেই হ্যালোইন হোয়াইট পার্টির আয়োজন করা হয়েছিল বাংলাদেশে। ছবিগুলোই বলে দেয় সেখানে হ্যালোইন হোয়াইট পার্টির নামে কি হয়েছিল।

ভ্যালেন্টাইনস ডে, থার্টিফার্স্ট নাইট উদযাপন সহ পশ্চিমা বিভিন্ন অপসংস্কৃতি আমাদের দেশে স্থায়ী রূপ লাভ করে ফেলেছে। সে সব অনুষ্ঠান অসভ্যতা, উলঙ্গপনা, নির্লজ্ব বেপরোয়া মেলামেশাতে থাকে ভরপুর। এখন হ্যালোইন হোয়াইট পার্টির নামে নতুন অসভ্যতার আমদানী শুরু হয়েছে।

তাহলে কি আরেকটি অপসংস্কৃতির কবলে পড়তে যাচ্ছে নতুন প্রজন্ম? এ্ই সব অনুষ্ঠানের মাধ্যমে কথিত আধুনিকদের হাত ধরে ্যাডিসন-এর নিশি জীবনের অসভ্যতা, অশ্লীলতা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের ভিতর এবং ফলাফল অনিবার্য সামাজিক অস্থিরতা...

আগের পোস্ট- কেউ করলে তান্ডব আর কেউ করলে ক্ষোভ!!