Banner Advertiser

Saturday, January 21, 2012

[mukto-mona] ফ্রিডম পার্টিও সক্রিয় !!!!!!!!!!



ফ্রিডম পার্টিও সক্রিয়
জামায়াত ও জঙ্গী দলগুলোর সঙ্গে কাজ করছে
স্টাফ রিপোর্টার ॥ গোপনে তৎপরতা চালাচ্ছে ফ্রিডম পার্টি। চেষ্টা করছে বিএনপি ও জামায়াত-শিবিরসহ জঙ্গী সংগঠনগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়ার। জামায়াত-শিবির ও নিষিদ্ধ জঙ্গী সংগঠনগুলোর সঙ্গে কাজ করছে দলটি। দলটিকে আর্থিক সহায়তা করছে জামায়াত-শিবির ও বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনী পরিবারগুলো। দলের পৰে পুরো বিষয়টি সমন্বয় করছে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ফ্রিডম গাজী ইমাম হোসেন। ইমাম ব্যবসায়ী পরিচয়ে দেশেই আত্মগোপনে থেকে কাজ করে যাচ্ছে। দলের পৰে দেশ-বিদেশে যোগাযোগ রাখছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনীদের নেতৃত্বে ফ্রিডম পার্টি গঠিত হয়। ফ্রিডম পার্টি গঠনের পেছনে বেশি তৎপরতা ছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী লে. কর্নেল (অব) খন্দকার আব্দুর রশীদের। ১৯৯৬ সাল পর্যনত্ম ফ্রিডম পার্টির প্রভাব ও জোরালো কর্মতৎপরতা ছিল। সেই তৎপরতার জোরেই বঙ্গবন্ধুর মতো তাঁর কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে হামলা চালায় ফ্রিডম পার্টি। ১৯৮৯ সালের ১০ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে ২টি বেবিট্যাক্স দিয়ে ৭/৮ সন্ত্রাসী উপস্থিত হয়। উপস্থিত হয়েই তারা বাড়ি লৰ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায়। একই সঙ্গে হামলাকারীরা ৭ থেকে ৮টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বাড়িতে শেখ হাসিনা, তাঁর ব্যক্তিগত কর্মকর্তা নজিব আহমেদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমসহ অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিতরা আদালতে সাৰ্য দিয়েছেন।
হামলার সঙ্গে পাহারার পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের লক্ষ করে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে টিকতে না পেরে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরদিন ১১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন হাবিলদার জহিরুল হক (নম্বর ৪২৬৭) বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, বঙ্গবন্ধুর মতো তাঁর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল। মামলা দায়েরের দিন সন্ধ্যায় শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা নজিব আহমেদ বাদী হয়ে আরেকটি অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে ধানমন্ডি থানার তৎকালীন এসআই আব্দুস সোবহান তদন্ত শেষে ১৯৮৯ সালের ৭ ডিসেম্বর মামলার ফাইনাল রিপোর্ট দাখিল করলে মামলাটি নিষ্পত্তি হয়ে যায়। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা নজিব আহমেদের আবেদনের প্রেৰিতে ১৯৯৬ সালের ৩১ আগস্ট মামলাটি আবার সচল হয়। তদন্ত শেষে ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর খুনী বিদেশে পলাতক কর্নেল রশীদ, বজলুল হুদা, গাজী ইমাম হোসেন ওরফে ফ্রিডম ইমামসহ ১৬ জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করে সিআইডি। চার্জশীটে বলা হয়, মামলায় গাজী লিয়াকত হোসেন ওরফে কালা লিয়াকত, রেজাউল ইসলাম খান ও হুমায়ুন কবির শেখ হাসিনার ওপর ফ্রিডম ইমামের গুলি চালানোর বিষয়ে গুরম্নত্বপূর্ণ তথ্য দিয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, নতুন করে ফ্রিডম পার্টি তৎপর হয়ে উঠছে। দলটি জোরালোভাবে গোপনে কার্যক্রম চালানোর চেষ্টা করে যাচ্ছে। তৎপরতা বৃদ্ধি করে বিএনপি-জামায়াতের নজরে আসার চেষ্টা করছে। এজন্য ফ্রিডম পার্টির অনেক নেতাকর্মী বিএনপি-জামায়াতের আড়ালে সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচীতে মাঠে নামছে। দলটির নেতাকমর্ীদের নানামুখী তৎপরতা রয়েছে। সরকারের শেষ দিকে ফ্রিডম পার্টি চাঙ্গা হওয়ার নেপথ্য কারিগর জামায়াত-শিবির। বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করায় জামায়াত-শিবির ও ফ্রিডম পার্টি এক কাতারে চলে এসেছে। সরকারের শেষ দিকে তাই ফ্রিডম পার্টিকে চাঙ্গা করতে সব ধরনের সহায়তা করে যাচ্ছে জামায়াত-শিবির। দলটিকে চাঙ্গা করতে বঙ্গবন্ধুর খুনী পরিবারের সদস্যরাও নতুন করে জোরালো তৎপরতা চালাচ্ছে। দলের পৰে পুরো বিষয়ের সমন্বয় করছে ফ্রিডম ইমাম। খুনী রশিদের মেয়ে মেহনাজ রশীদ ফ্রিডম পার্টিকে সক্রিয় করার জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কাজ করে যাচ্ছিলেন।
২০০৯ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় মতিঝিল বাংলার বাণী পত্রিকার নিজ কার্যালয়ের সামনে দূর নিয়ন্ত্রিত বোমা মেরে বঙ্গবন্ধু পরিবারের সদস্য সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে হত্যাচেষ্টা করা হয়। হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকায় সেনাবাহিনীর ৫ কমান্ডো মেজর হেলাল মোহাম্মদ খান, ক্যাপ্টেন রেজাউল করিম, ক্যাপ্টেন খন্দকার রাজিব হোসেন, ক্যাপ্টেন ফুয়াদ খান, ক্যাপ্টন সুবায়েল ইবেন রফিককে গ্রেফতার করে সামরিক আদালত তাদের সাজা দেয়। সাংসদ তাপস হত্যাচেষ্টার সঙ্গে খুনী পরিবারের সদস্যদের জড়িত থাকার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃতু্য হওয়া মেজর শরিফুল হক ডালিমের ভাই কামরম্নল হক স্বপন, বঙ্গবন্ধু হত্যা মামলায় বিদেশে পলাতক মৃতু্যদন্ডপ্রাপ্ত কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিনের (অব) দুই ছেলে নাজমুল হাসান ও মাহবুবুল হাসান, বঙ্গবন্ধুর আরেক খুনী মেজর (অব) বজলুল হুদার চাচাত ভাই আতাউল হুদা, ফ্রিডম পার্টির কর্মী আব্দুর রহিম ও শেখ সফিউলাহ সফু গ্রেফতার হয়।
মেহনাজ গ্রেফতার হওয়ার পর ফ্রিডম পার্টির কার্যক্রম ঝিমিয়ে পড়ে। বর্তমানে ঝিমিয়ে পড়া দলটিকে চাঙ্গা করতে কাজ করে যাচ্ছে ফ্রিডম ইমাম। বর্তমানে পার্টির মূল সমন্বয় হিসেবে কাজ করে যাচ্ছে ইমাম। খুনী রশীদ বাংলাদেশে নামে বেনামে অঢেল ধন-সম্পত্তির মালিক। গুলশানে তার পিপলস গার্মেন্টস, টঙ্গীতে আর্ক ওয়াশিং পস্নান্ট, কুমিলস্নার চান্দিনায় আর্ক কম্পোজিট টেঙ্টাইল মিল, গুলশানে বাড়ি, মতিঝিল ডিআইটি এ্যাভিনিউয়ের ১/সি নম্বর ভাড়া করা বাড়ির ওপর চার্টার্ড ক্রেডিট ব্যাংক লিঃ, কুমিলস্নার চান্দিনায় ছয়ঘরিয়ার গ্রামের বাড়িতে আর্ক কম্পিউটার ও গ্রামে দু'তলা পাকা বাড়িসহ প্রচুর আবাদী জমি, ফ্রিডম পার্টির মুখপাত্র দৈনিক মিলস্নাত পত্রিকারও বিশাল অঙ্কের টাকার শেয়ার, কুমিলস্নার দেবীদ্বার থানাধীন এলাকায় প্রচুর আবাদী জমি ও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। খুনীর বড় ভাই খন্দকার আব্দুল মান্নান ও খুনীর বন্ধু আব্দুল আজিজ এসব সম্পত্তি দেখভাল করছেন। খুনীর দোসররা এদেশে নানা অপতৎপরতা চালাতেও ব্যসত্ম। ব্যবসা থেকে আয়ের একটি বড় অংশ ঢালা হচ্ছে ফ্রিডম পার্টির পেছনে। ফ্রিডম পার্টির হয়ে ইমাম কাজ করে যাচ্ছে। ফ্রিডম পার্টি জামায়াত-শিবির ও জঙ্গী সংগঠনগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এমন পরিকল্পনার সঙ্গে ফ্রিডম ইমামসহ অনত্মত ১০ জন জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___