Banner Advertiser

Thursday, February 9, 2012

[mukto-mona] বাচার দাবি ছয়দফা:ভুলি নাই,ভুলবোনা৷



বাচার দাবি ছয়দফা:ভুলি নাই,ভুলবোনা
নিরবেই চলে গেল ৫ ফেব্রুয়ারী , বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের 
একটি অবিশ্বরনীয় দিন ৷ ১৯৬৬ -র এই দিনে পাকিস্তানের লাহোরে 
সর্বদলীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালির বাচার দাবি ৬ দফা
উত্থাপন করে তত্কালীন রাজনৈতিক মহলে আলোড়ন তোলেন ! সব দলই 
এর বিরোধিতা করে , এমনকি প্রগতিশীল ন্যাপও বাঙালির বাচা-মরার 
এই দাবির বিরোধিতা করতে কুন্ঠাবোধ করেনি সেদিন ! এত বিরোধিতার 
মাঝেও অকুতোভয় বঙ্গবন্ধু তার দাবি থেকে এক চুলও সরে আসেন নি ,
বরং সভা বর্জন করে আগামী দিন গুলোতে ৬ দফার ভিত্তিতে দুর্বার আন্দোলন 
করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন ৷ সেদিন বঙ্গবন্ধু যদি সবার সাথে তাল 
মিলিয়ে ৬ দফা প্রত্যাহার করে নিতেন তা হলে কি আমরা এত সহজে ৭১ এ 
স্বাধীনতা অর্জন করতে পারতাম ? লাহোর থেকে ফিরে এসে বঙ্গবন্ধু উল্কা-বেগে 
টেকনাফ থেকে তেতুলিয়া চষে বেড়ালেন ৬ দফা প্রচারে , বাংলার মানুষ ও লুফে 
নিল ৬ দফাকে তাদের "বাচা-মরার" দাবি  হিসাবে ৷ সেই থেকে ৬ দফা হয়ে গেল 
"শোষিত বাঙালির ঐতিহাসিক মুক্তি-সনদ" আর বঙ্গবন্ধু হয়ে গেলেন নিপীড়িত 
বাঙালির অবিসংবাদিত  নেতা ৷ ৬দফা আর বঙ্গবন্ধুর আকাশচুম্বী জনপ্রিয়তায় 
স্বৈরশাসক আইউব খান প্রমাদ গুনলেন ৷ অবিরাম জেল-জুলুম-নির্যাতনে বঙ্গবন্ধুকে 
৬ দফার আন্দোলন থেকে নিবৃত করতে না পেরে, তাকে "বিচ্ছিন্নতাবাদী'' হিসাবে আখ্যায়িত 
করে চির তরে শেষ করে দেবার জন্য "আগরতলা ষড়যন্ত্র " মামলার এক নম্বর আসামী করা 
হলো ৷ কিন্তু ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে আইউব শাহির ষড়যন্ত্র ধুলিসাত হয়ে যায় ,
তার পরের ইতিহাস তো  সবারই জানা ৷ ৬ দফার ভিত্তিতে ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের 
ঐতিহাসিক , অবিশ্সরণীয় জয় ছিল "স্বাধীন বাংলাদেশ'' অভ্যুদয়ের মূল ভিত্তি 
৬ দফার পূর্ণ বাস্তবায়নের অর্থই ছিল "রক্তপাতহীন" স্বাধীনতা অর্জন ! পশ্চিম পাকিস্তানিরা 
তা বেশ ভালো করে জানত বলেই "ইয়াহিয়া-ভুট্টো গং" রা আওয়ামী লীগের হাতে ক্ষমতা 
না দেওয়ার ব্যাপারে ছিল বদ্ধ পরিকর ৷ আওয়ামী বিরোধীরা বিভিন্ন বিষয়ে আওয়ামী লিগ 
এবং বঙ্গবন্ধুর সমালোচনা করলেও , ৬ দফার ব্যাপারে কিন্তু তারা নিরব ! আমাদের 
প্রানের স্বাধীনতার মূল ভিত্তি হলেও , স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে আমরা 
"৬ দফা এবং ৬৬ কে বাদ দিয়ে " , ৫২ থেকে এক লাফে ৬৯ এ চলে আসি ! 
ঐতিহাসিক মুক্তি-সনদ ৬ দফা কিসের ভিত্তিতে তৈরী হয়েছিল তা কিন্তু আমরা অনেকেই জানিনা ,
নতুন প্রজন্মত এব্যাপারে পুরোপুরি অন্ধকারে ! তাই সবার অবগতির জন্য সংক্ষেপে ৬ দফার বিশ্লেষণ 
করছি :
১ম দফা : ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করতে হবে এবং
           পাকিস্তান লাহোর প্রস্তাবানুযায়ী একটি ফেডারেল রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত হবে 
২য দফা : কেন্দ্রীয় সরকারের হাতে কেবল দেশরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রনালয় থাকবে , বাকি 
           সকল বিষয় প্রদেশসমূহের হাতে ন্যাস্ত থাকবে 
৩য দফা : (ক) পূর্ব-পশ্চিম অংশের জন্য দুটি সম্পূর্ণ পৃথক সহজ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন 
            থাকবে এবং কারেন্সি কেন্দ্রের পরিবর্তে অঞ্চল সমূহের নিয়ন্ত্রণে থাকবে ৷দুটি 
            অঞ্চলের জন্য দুটি পৃথক কেন্দ্রীয় ব্যেন্ক বা স্টেট বেংক থাকবে ,অথবা 
           (খ) দু'টি অঞ্চলের জন্য একই কারেন্সি থাকবে এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতেই থাকবে 
           তবে শাসনতন্ত্রে এমন স্পষ্ট বিধান থাকতে হবে যাতে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম -
           পাকিস্তানে পাচার হতে না পারে এবং পাকিস্তানের কেন্দ্রে একটি ফেডারেল রিজার্ভ বেংক
           এবং দু'টি অঞ্চলে দু'টি পৃথক রিজার্ভ বেংক থাকবে 
৪ দফা : সকল প্রকার কর , খাজনা ,টেক্স ধার্য  বা আদায় করার এখতিয়ার আঞ্চলিক বা প্রাদেশিক 
          সরকারের ওপর থাকবে ৷ আদায়কৃত রেভিনিউর একটি নির্ধারিত অংশ অঞ্চলসমূহ থেকে 
         কেন্দ্রীয় ফেডারেল বেংকে জমা হবে এবং এই অর্থ কেন্দ্রীয় সরকারের তহবিল হিসাবে গন্য হবে 
৫ম দফা : বৈদেশিক বানিজ্য ও লেনদেনের ক্ষেত্রে -(ক) দু'টি অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক 
           হিসাব রক্ষিত হবে ; (খ) প্রতিটি অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট অঞ্চলের এখতিয়ারে 
          থাকবে ; (গ) কেন্দ্রের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দু'টি অঞ্চল থেকে সমানভাবে অথবা 
          শাসনতন্ত্রে বর্ণিত নির্ধারিত হারে প্রদেয় হবে ; (ঘ) দেশজ উত্পাদিত দ্রব্য বিনাশুল্কে উভয় 
          অঞ্চলে আমদানি-রফতানি করা যাবে ; (উম) সকল প্রকার বৈদেশিক ব্যাবসা -বানিজ্য ,
          এতদসংক্রান্ত যেকোনো ট্রেড মিশন স্থাপন কিংবা আমদানি-রপ্তানির এখতিয়ার প্রদেশ বা 
          আঞ্চলিক সরকারের ওপর ন্যাস্ত করার বিধান শাসনতান্ত্রিকভাবেই স্বীকৃত থাকবে 
৬ষ্ঠ দফা : যেহেতু পূর্ব-পাকিস্তান নদী-সমৃদ্ধ অঞ্চল , নৌ -বাহিনীর সদর দপ্তর চট্টগ্রামে স্থাপিত হবে
           এবং পূর্ব-পাকিস্তানে স্বতন্ত্র অস্ত্র-কারখানা স্থাপন করতে হবে ৷ পূর্ব-পাকিস্তানের নিজস্ব 
           আত্বরক্ষার জন্য মিলিশিয়া বা প্যারা-মিলিটারী রক্ষিবাহিনী গঠন করতে হবে   
তাই স্বাধীনতার পক্ষের সবাইকে  "মুক্তি-সনদ ৬ দফাকে" অন্তরে লালন করার জন্য অনুরোধ
করছি,নতুন প্রজন্মকে ৬ দফার আলোকে আলোকিত করার আহবান জানাচ্ছি৷ তাহলেই নতুন
প্রজন্ম "বঙ্গবন্ধুর প্রজ্ঞা , দূরদর্শিতা" সম্পর্কে অবহিত হবে, স্বাধীনতার সত্যিকার ইতিহাস জানতে পারবে
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,
ডা : মুহাম্মদ আলী মানিক ,
উপদেষ্টা , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___