Banner Advertiser

Friday, March 23, 2012

[ALOCHONA] Fw: [KHABOR] Re: Former ISI chief again denied funding BNP: Weekly Holiday got the Easy-Pass to talk to ISI


----- Forwarded Message -----
From: "nurannabi@gmail.com" <nurannabi@gmail.com>
To: SyedAslam <syed.aslam3@gmail.com>; khabor@yahoogroups.com
Sent: Friday, March 23, 2012 12:20 PM
Subject: [KHABOR] Re: Former ISI chief again denied funding BNP: Weekly Holiday got the Easy-Pass to talk to ISI

 
Mr. Aslam,
I agree with u. ISI has been interfering BD and Pakistan's politics since its inception.
Sent via BlackBerry by AT&T

From: SyedAslam <syed.aslam3@gmail.com>
Date: Fri, 23 Mar 2012 12:13:08 -0400
To: <khabor@yahoogroups.com>
Subject: Former ISI chief again denied funding BNP: Weekly Holiday got the Easy-Pass to talk to ISI

 Former ISI chief again denied funding BNP: 
Weekly Holiday got the Easy-Pass to talk to 
ISI General over telephone ...!!!


Mr. Mokarram Hossain Shahib

Very funny !!!!!!      Now Holiday !!!!!!!

What do you think, General Asad Durrani will disclose the closely 
guarded state-secret that ISI has preserved for last 21 years ...?
A Bengali proverb advises:


Former ISI chief General Asad Durani represents world's one
of the most notorious spy agencies....
ISI's must keep it's clandestine operations to the best of it's
ability.  Denial ain't a river in Punjab .....!

Alas! ISI' best kept secret popped out in the Supreme Court
of Pakistan and reported by the Pakistani columnist
Afzal Khan inadvertently ....

Now ISI is trying damage control .... this the reason Holiday 
reporter got an easy-pass to talk to Gen. Asad Durani 
over telephone on March 22         !!!!!

Syed aslam

PS: Is Holiday part of ISI network in Bangladesh ???



2012/3/23 mokarram hossain <mokarram76@yahoo.com>
 
Durrani denies funding BNP
Asad Durani
Abdur Rahman Khan
 
A Bengali proverb advises first to touch one's own ears to be certain that those are there before running after a hawk that claimed to have taken away the ears.
The old saying did not seem to have any effect among the media and the politicians who have been tirelessly hawking for the last couple of weeks over a reported claim that Pakistan's intelligence service ISI had provided funds to a political party in Bangladesh now in the opposition bench.
 It has now turned out to be a hoax and manipulation by a section of the media practitioners and overenthusiastic political leaders when the concerned former ISI chief General Asad Durani who had been quoted to have disclosed in a testimony before Pakistan's Supreme Court to have paid the money to BNP, but he denied it outright. 
Former chief of ISI Gen. Asad Durani and former chief of Mehran Bank Younus Habib, both appearing before the court categorically denied making any such disclosure that implicated anyone outside Pakistan. 
When contacted from Dhaka over telephone on March 22, General Durani told the Holiday: "in my submission before the Pakistan Supreme Court, there was no mention of anything like providing fund to any party outside Pakistan."
He told Holiday that he was sorry to know that some media outside Pakistan had attributed something to him that he did not tell before the Pakistan Supreme Court or to the media which was "falsely attributed" to him. 
Referring to newspaper reports about ISI funding to a Bangladeshi political party, General Durani said it was "a fabricated report based on falsehood" 
It may be mentioned there that Bangladesh Prime Minister Sheikh Hasina publicly accused the leader of the opposition in the parliament Begum Khaleda Zia of receiving fifty million Pakistan rupees from ISI prior to general election in 1991. It appears obvious that she has based her accusation on the media reports.
Meanwhile, Bangladesh foreign minister Dr. Dipu Moni, when asked about the source of the ruling party's claim of the main opposition party leader receiving ISI money, she openly confessed in a press conference: "What we know is from a report run by the Khaleej Times."
http://www.weeklyholiday.net/Homepage/Pages/UserHome.aspx?ID=2&date=0

--- On Thu, 3/22/12, SyedAslam <Syed.Aslam3@gmail.com> wrote:

From: SyedAslam <Syed.Aslam3@gmail.com>
Subject: [KHABOR] Re: Former ISI Chief's Interview with Naya Diganta
To: "Khobor" <khabor@yahoogroups.com>
Date: Thursday, March 22, 2012, 1:45 PM

 
Mr. Mohiuddin Anwar

What do you think. 
General Asad Durrani will disclose the closely guarded
state-secret that ISI has preserved for last 21 years ...?

please read:

BTW, who is this মনির আহমেদ    ? What is his profession in Pakistan?
Did ever write a column in NoyaDiganta ?... If so, give the link...

I wonder how did he get easy-pass to talk to General Durrani ?
Who arranged this prompt interview drama ???? 

Obviously, ISI establishment had Green-​light to stage the
interview drama !!!!

Syed Aslam


2012/3/22 Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>




 
 

নয়া দিগন্তকে সাবেক আইএসআই প্রধান জেনারেল আসাদ দুররানি

বাংলাদেশ বা বিএনপি প্রসঙ্গে কোনো কথা ছিল না সাক্ষ্যে

মনির আহমেদ পাকিস্তান থেকে
 
পাকিস্তানের গোয়েন্দা সংস'া ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ আসাদ দুররানি বলেছেন, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে আইএসআই'র পক্ষ থেকে অর্থ দেয়ার 'খবর' সম্পূর্ণ কাল্পনিক। এই কাহিনী বানোয়াট ও ভিত্তিহীন। আমি আদালত কেন, অন্য কোথাও এ ধরনের কোনো কথা বলিনি। আমাকে কেউ এ ধরনের কথা জিজ্ঞাসাও করেনি। এ নিয়ে যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ বানোয়াট।
গতকাল নয়া দিগন্তের সাথে এক সাক্ষাৎকারে জেনারেল দুররানি এ কথা বলেন। ইসলামাবাদে তিনি এই সাক্ষাৎকার দেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। ৭১ বছর বয়সী জেনারেল দুররানির জন্ম পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও তিনি জার্মানি ও সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের রাষ্ট্রীয় খেতাব 'হিলাল-ই-জুরাত' ও 'হিলাল-ই-ইমতিয়াজ' প্রাপ্ত হন তিনি। জেনারেল দুররানি পাকিস্তান সেনাবাহিনীর অ্যাডভোকেট জেনারেল ও বিচারক ছিলেন। তার সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো :
নয়া দিগন্ত : বাংলাদেশে আপনার একটি বক্তব্য নিয়ে তুমুল হই চই চলছে। আপনি সুপ্রিম কোর্টে বলেছেন, ১৯৯১ সালে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে পাঁচ কোটি রুপি দিয়েছিলেন। বিষয়টি খোলাসা করে বলবেন কি?
জেনারেল দুররানি : দেখুন, বিষয়টি আমিও শুনেছি। বিভিন্নভাবে আমার কাছে খবরটি এসেছে। এ খবরের মধ্যে কোনো সত্যতা নেই। এটি একটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণা। এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই।
নয়া দিগন্ত : কিন' সংযুক্ত আরব আমিরাতের দৈনিক খালিজ টাইমস পত্রিকা আপনাকে উদ্ধৃত করে সর্বপ্রথম এ তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, আপনি সুপ্রিম কোর্টে এই টাকা দেয়ার কথা বলেছেন।
জেনারেল দুররানি : আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি কোথাও এ কথা বলিনি। আর খালিজ টাইমসের কোনো সাংবাদিক আমার সাথে কখনো যোগাযোগও করেনি। তারা কী লিখেছেন, সেটা তাদের ব্যাপার। আমাকে কিছু জিজ্ঞেস না করেই তারা এই প্রতিবেদন ছেপেছে। তাদের ওই প্রতিবেদন অসত্য। আমি এই প্রতিবেদনের বিষয় শুনেছি। তা ছাড়া খবরটি কিন' পাকিস্তান থেকে কেউ দেননি। বাইরে থেকে গল্প রচনা করা হয়েছে।
নয়া দিগন্ত : তাহলে আপনি বলতে চাচ্ছেন, খালিজ টাইমস অসত্য প্রতিবেদন ছেপেছে?
জেনারেল দুররানি : ঠিক তাই। আর আদালতে বাংলাদেশ প্রসঙ্গ আসবে কেন? বিচার্য বিষয় তো ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ প্রসঙ্গ।
নয়া দিগন্ত : তাহলে বিষয়টি আসলে কী ছিল? আরো খোলাসা করে বলবেন কি?
জেনারেল দুররানি : দেখুন, আমি স্পষ্ট করেই বলছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের সাথে আইএসআই'র কোনো প্রকারের আর্থিক লেনদেন হয়নি। আমরা তা করতে যাবো কেন? উদ্দেশ্যমূলক এই অপপ্রচার করা হচ্ছে। এর উদ্দেশ্য এটা হতে পারে, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা কিংবা এর পেছনে অন্য কোনো মতলবও থাকতে পারে। আমি আবারো বলছি, আমার বক্তব্যের কোথাও বাংলাদেশের কোনো কথাই নেই। আদালতে কী বক্তব্য দেয়া হয়েছে তার রেকর্ড তো সংরক্ষিত থাকে। কোর্টে কিছু বলা হলে সেটি সব মিডিয়ায় প্রকাশ হওয়ার কথা। সেটি তো হয়নি।
উল্লেখ্য, খালিজ টাইমসে গত ৩ মার্চ আসাদ দুররানির উদ্ধৃতি দিয়ে আইএসআই বিএনপিকে পাঁচ কোটি রুপি দিয়েছে বলে রিপোর্টটি ছাপা হয়। এর পর দিন ৪ মার্চ একই রিপোর্ট ঢাকার দৈনিক প্রথম আলো ছাপে। পরে ডেইলি মেইলের ভারতীয় অনলাইন সংস্করণ, সাপ্তাহিক ইন্ডিয়া টুডে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস'া বাংলাদেশ সংবাদ সংস'াও রিপোর্টটি প্রকাশ করে।
ভারতীয় সাংবাদিক দীপাঞ্জন রায় ডেইলি মেইল ও ইন্ডিয়া টুডেতে রিপোর্টটি করেন। দীপাঞ্জন রায় ঢাকার দৈনিক প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি। ইনডিয়া টুডেতেও তিনি বাংলাদেশ বিষয়ে লিখে থাকেন। বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন বাসস ইন্ডিয়া টুডের ওই রিপোর্টটি হুবহু প্রচার করেছে। তবে এ বিষয়ে পাকিস্তান বা ভারতের অন্য কোনো পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশ করা হয়নি। নয়া দিগন্তের সাথে আসাদ দুররানির সাক্ষাৎকারের মধ্য দিয়ে ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তি তার বক্তব্য ও অবস'ান স্পষ্ট করলেন।

This should answer the lies of all those who are trying to muddy the water.

Wassalam

Numan


 
 


______________________________​​_____________________________​_
53 Year Old Mom Looks 33
The Stunning Results of Her Wrinkle Trick Has Botox Doctors Worried
consumerproducts.com