Banner Advertiser

Thursday, March 15, 2012

[mukto-mona] Fw: [KHABOR] খালেদার সদস্যপদ রাখতে সংসদে যাচ্ছে বিএনপি

শুধু সদস্য পদ রাখতে না , উনি যাচ্ছেন "বেতন-ভাতা"
হিসাবে মোটা অংকের উপার্জন অব্যাহত রাখতে !!!
সংসদে নাম-মাত্র হাজিরা দিয়ে বিরোধী নেত্রী এ পর্যন্ত
৫৭ লাখ টাকা উপার্জন করেছেন যা কিনা জনগনের কষ্টের
পয়সা !!!!!!

----- Forwarded Message -----
From: SyedAslam <Syed.Aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>
Sent: Thursday, March 15, 2012 3:54 PM
Subject: [KHABOR] খালেদার সদস্যপদ রাখতে সংসদে যাচ্ছে বিএনপি

 
খালেদার সদস্যপদ রাখতে সংসদে যাচ্ছে বিএনপি
বাড়ছে সংসদ অধিবেশনের সময়সীমা ॥ খালেদার অনুপস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত ৮৩ দিন
নাজনীন আখতার ॥ সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে এ অধিবেশনেই যোগ দিতে হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপিকে। হঠাৎ করেই অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় দীর্ঘদিন ধরে সংসদের বাইরে থাকা বিএনপির সংসদ সদস্যরা পদ হারানোর হুমকির মুখে পড়তে যাচ্ছেন। এ অবস্থায় আগামী রবি বা সোমবার বিএনপি অধিবেশনে যোগ দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ চলে যাওয়ার বিধান রয়েছে। বিএনপির সর্বোচ্চ অনুপস্থিতি বৃহস্পতিবার ৮৩ দিন পেরিয়ে গেছে। ফলে চলতি দ্বাদশ অধিবেশন আর ৭ কার্যদিবস বাড়লেই বিএনপিকে সংসদে আসতেই হবে। আর এ সর্বোচ্চ অনুপস্থিতি দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। মূলত চেয়ারপার্সনের অনুপস্থিতি ৯০ দিন ছুঁই ছুঁই হওয়ার কারণেই দলটিকে সংসদে ফিরতে হচ্ছে। তা না হলে দলের অন্য সংসদ সদ্যদের সর্বোচ্চ গড় অনুপস্থিতি ৭৮ কার্যদিবস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে। 
এ বিষয়ে স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, অধিবেশনের মেয়াদ বাড়ছে। তবে ঠিক কতদিন বাড়ানো হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। কয়েকদিনের জন্য মুলতবি করেও অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে একাধিক সূত্র জানিয়েছে, বিএনপিকে সংসদে ফেরানোর কৌশল হিসেবে এ অধিবেশন বাড়ানোর পক্ষে সরকারী দলের প্রভাবশালী অনেকেই মত দিয়েছেন। এর আগে গত ২৫ জানুয়ারি শুরু হওয়া এ অধিবেশন ৮ মার্চ শেষ হয়ে যাবে জানার পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারা সংসদ সদস্যপদ নিয়ে চিন্তিত নয়। বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছিলেন, একমাত্র তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিল পাসের নিশ্চয়তা দিলেই তারা সংসদে ফিরে আসবেন। সংশ্লিষ্টদের মতে, হঠাৎ করেই অধিবেশনের মেয়াদ বেড়ে যাওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে বিএনপিকে। দলের একাধিক সংসদ সদস্য এ বিষয়ে বলেছেন, শুধুমাত্র সদস্যপদ রক্ষায় সংসদে ফিরে এসেছেন এমন সমালোচনা এড়াতে আগে ভাগেই তারা সংসদে ফিরতে চান। কেউ কেউ রবি বা সোমবার অধিবেশনে যোগ দেয়ার পক্ষে। তবে কেন্দ্রীয় পর্যায়ে এ নিয়ে আলোচনা করার পরই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বিএনপির সংসদ সদস্যদের উপস্থিতি 
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সবচেয়ে কম দিন উপস্থিত ছিলেন। সর্বশেষ গত ১৫ মার্চ তিনি সংসদে এসেছিলেন। তিনি ছয় কার্যদিবস সংসদে উপস্থিত ছিলেন। এ পর্যন্ত তাঁর অনুপস্থিতি দাঁড়িয়েছে ৮৩ দিন। শেখ সুজাত আলী মিয়া (হবিগঞ্জ-১) ৭ কার্যদিবস উপস্থিত ছিলেন। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন ১১ কার্যদিবস। তবে তিনি গুরতর অসুস্থ থাকায় স্পীকার তাঁকে ছুটি দিয়েছেন। সে হিসেবে ৯০ দিন পেরিয়ে গেলেও অনুপস্থিতির জন্য তাঁর সদস্যপদ শূন্য হবে না। এছাড়া মানবতাবিরোধী অপরাধের কারণে সালাউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-২) আটক থাকায় তিনিও স্পীকারের অনুমতি নিয়েছেন। ফলে তাঁর সদস্যপদও হুমকিতে পড়বে না।
এছাড়া বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩) ও মুহাম্মদ মোশাররফ হোসেন ( ফেনী-৩) ১৮ কার্যদিবস সংসদে গেছেন। এ ছাড়া মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-১৬) ২১, সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (বগুড়া-৬) ও ব্যারিস্টার মওদুদ আহমদ (বগুড়া-৭) ২৪ কার্যদিবস সংসদে গেছেন। মুজিবর রহমান সরোয়ার (বরিশাল-৫) ২৫, মেজবাহ উদ্দিন ফরহাদ (বরিশাল-৪) ২৬, একেএম হাফিজুর রহমান (বগুড়া-২) ৩২, আবদুল মোমেন তালুকদার (বগুড়া-৩) ৩৩ ও নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২) ৩৪ কার্যদিবস সংসদে অংশ নেন। লুৎফুর রহমান (কক্সাজার-৩) ৩৫ কার্যদিবস সংসদে এসেছেন। হারুনুর রশিদ (চাঁদপুর-৪) ও আমজাদ হোসেন (মেহেরপুর-২) প্রত্যেকে ৩৭, গোলাম মোস্তফা (জয়পুরহাট-২), জেড আই এম মোস্তফা আলী (বগুড়া-৪), এবিএম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪) প্রত্যেকে গেছেন ৩৮ কার্যদিবস। হাসিনা আহমেদ (কক্সবাজার-১) ৩৯, রোমানা মাহমুদ (সিরাজগঞ্জ-২) ৪০, মোজাহার আলী প্রধান (জয়পুরহাট-১) ও নাজিমউদ্দিন আহমেদ (লক্ষ্মীপুর- ১) প্রত্যেকে ৪১ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১) ৪২ কার্যদিবস উপস্থিত ছিলেন। এম কে আনোয়ার (কুমিল্লা-২), বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-৩) প্রত্যেকে ৪৪ কার্যদিবস সংসদে গেছেন। জয়নুল আবদিন (ফেনী-২) ৪৭ ও জাফরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৫) সংসদে উপস্থিত ছিলেন ৪৮ কার্যদিবস। সংরক্ষিত নারী আসনের নিলোফার চৌধুরী মনি ও রেহানা আক্তার রানু ৩৬, মোসাম্মৎ শাম্মী আক্তার ৩৫, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ৩২, রাশেদা বেগম হীরা ৩১ কার্যদিবস সংসদে গেছেন।

http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2012-03-16&ni=90107 

রোববার সংসদে যাবেন খালেদা জিয়া? - প্রথম আলো


রোববার সংসদে যাবেন খালেদা জিয়া? নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৫-০৩-২০১২. ০ মন্তব্য; প্রিন্ট. « আগের সংবাদ. আগামী ১৮ মার্চ রোববার বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। সংসদীয় দল সিদ্ধান্ত নিলে ওই দিনই সংসদ অধিবেশনে যোগ দিতে পারে বিএনপি। বিএনপি সূত্রে ...