Banner Advertiser

Saturday, January 12, 2013

[mukto-mona] Fw: [chottala.com] Re: Joy Kahini: NOT to forget....



 

----- Forwarded Message -----
From: Syed_Aslam3 <Syed.Aslam3@gmail.com>
To: notun_bangladesh@yahoogroups.com; Khobor <khabor@yahoogroups.com>; chottala@yahoogroups.com
Sent: Friday, October 21, 2011 8:18 PM
Subject: [chottala.com] Re: Joy Kahini: NOT to forget....

 
(1) Sajeeb Wazed's Education :

Harvard University Kennedy School of Government (2007 – 2008)

MPA, Public Administration

The University of Texas at Arlington  (1 994 – 1997)

B.Sc., Computer Engineering

Bangalore University (1990 – 1993)

B.Sc., Computer Science, Physics, Mathematics

(2) তৌফিক এলাহী ও জয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নেই .... শেভরন অভিযোগ অস্বীকার করেছে !
 
The  story involving Joy and  Taufiq Elahi Chowdhury is frivolous
with malicious intent and based on rumors. There is no probable
cause to blame them for accepting bribes from Chevron per se.
Any one has the the liberty to raise his legitimate concerns, if any, 
to the appropriate authority, not spread rumors and slanders.
 
US Federal auditing system will unearth any wrong doing. In USA,
even the "senators and congressmen and public officials involvement
with corruption" are not spared
 
Cheveron is a US based company and Joy was a US resident,
Hence the action items are straight farword .......So....,
Go ahead ! Make your day ! Report the  "Alleged Bribery
Crime" to the US authorities........!!!!
 
It may be mentioned here, a payment of bribe received  by Mr. Arafat Rahman Koko
 from Siemens A. G (a Multinational company head quartered in Germany)  to the tune of the
11.66 crore taka now frozen by the Singapore government by the order of US Federal court in
 
So, you can see that  no one is immune to  systems in USA, if the concerns are authentic and based on facts, not on rumors or slanders with malicious intents !!!!! 
The US  Foreign Corrupt Practices Act of 1977 (FCPA) addresses accounting transparency requirements and prohibits bribery of foreign officials by US companies
and companies doing business in USA. Chevron or any other US company can
not bribe any official anywhere as per US law. Recently, Enron and Siemens scandal abroad revealed many aspects of this FCPA.
 
US Federal auditing system would have unearthed  any wrong doings and the company
 concerned will have serious damage to its business and probably have to pay hefty fines.
 
It may be  worthwhile to mention here that "The 2008 corruption scandal that has rocked Siemens world wide revealed a payment of bribe received by Mr. Arafat Rahman Koko  from Siemens to the tune of the 11.66 crore taka now frozen by the Singapore government at the iniitiation of US Federal court. The  money trail revealed the payments were made through US banks.  Siemens AG, agreeing to pay a US$ 1.6 billion fine to US and German governments.
 
(3) Joy's 300-million-dollar business in Florida
is based on a  slanderous leaflet and has no authentic basis.
Also, almost six years old and there has been no follow up news after that.
As a matter of fact Joy never lived in Florida and has no business interest
in Florida.  .....  Such false propaganda and` slander is the corner-stone of all
Jammati propaganda......Out and out Gibat is the essense of Jamaat's perfidy.
 
FYI, this Gibat-monger  Desh_Bondhu [ IP address 212.82.108.254]
has 2 different lebash. The other one is  
Mohammed A ayub57@hotmail.com [check it out both has the same Ip address
and sends mail from DUBLIN Ireland [IP address 212.82.108.124 ].
Jammat's opportunism relies on deceptions which is totally un-Islamic !!!!!
 
Syed Aslam
 
Related:
 
Koko Kahini:
Uttora Conspricy:
'Secret' meet of admin big wigs at ex-energy adviser's office"
 
 
Also Read:
 

Koko's corruption on FBI website:

The FBI in its link http://www.fbi.gov/washingtondc/press-releases/2009/wfo010909.htm put the detail story of the bribery as the US Department of Justice sought to recover approximately three million dollars from the foreign bribe payments deposited to Koko's joint account in Singapore.
[prothom-alo-01.jpg] 
 [prothom-alo-02.jpg] 
 
 
 
 
 
 
,
2011/10/18 Desh Bondhu <desh_bondhu@ymail.com>
 
For Your Kind Information:

তৌফিক এলাহী ও জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ : শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ পাইয়ে দিতে উেকাচ গ্রহণের বিষয় তদন্ত করছে মন্ত্রণালয়

জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরীসহ জ্বালানি বিভাগের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার সমপরিমাণ ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকায় একটি কম্প্রেসার স্টেশন বসানোর কাজ দেয়ার বিনিময়ে এ উেকাচ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগপত্রে তথ্য দেয়া হয়েছে। পেট্রোবাংলার প্যাডে প্রধানমন্ত্রী বরাবর এ অভিযোগপত্র পেশ করা হয়েছে। .......

Corruption Allegations

In March 2010, the Amar Desh newspaper carried a report alleging Wazed received $2 million from the US energy multinational Chevron in exchange for influencing a government contract to install a gas compressor at a gas field in eastern Bangladesh.[10][11] The Awami Leaguedismissed the allegations by accusing Amar Desh of bias towards the opposition BNP, as the editor of the newspaper was a senior official in the previous BNP government, who was in charge of the Ministry of Energy and Natural Resources.

Joy�s 300-million-dollar business in Florida
http://www.probenewsmagazine.com/index.php?index=2&contentId=2385
 
A leaflet recently distributed among the public points to corruption of Awami League president Sheikh Hasina
 
by PARVEZ HALIM
Sajib Wazed Joy, son of Awami League President Sheikh Hasina, is now a wealthy businessman in  Florida . Having invested an about 300 million dollars in real estate and other businesses there, he has been given CIP status. There are allegations that this wealth is based on money procured through corrupt means in  Bangladesh while his mother was the Prime Minister. These allegations appeared in a recent leaflet titled �The Neglected People�. The leaflet was addressed to the present caretaker government.
The leaflet stated that it was appealing to the caretaker government which had declared jihad against corruption. It said that the unlimited corruption and greed of a handful of political leaders had been rendering  Bangladesh  into a failed state. It stated that if Sheikh Hasina, one of the most corrupt leaders, was not brought to trial, the people would take it upon themselves to try her.
The leaflet stated that it would take an entire book to list the various instances of Hasina�s corruption. It gave a few examples of her corruption, such as:
l Nepotism and corruption in the modernization and rehabilitation of the Ghorasal Thermal Power Station;
l Nepotism, irregularities and taking large percentage of payments from other power projects such as the Bhola 20 MW power plant construction and the Haripur 210 Thermal Power Plant construction;
l Taking large payments in order to procure food grain from  India  at prices higher than international prices wasting government revenue in this regard;
l Taking about 700 crore taka in bribes using her sister Rehana�s father-in-law�s firm to lobby for the procurement of eight MIG-29 fighter planes;
l Taking about 200 crore taka from various businessmen and candidates in exchange for nomination in the ninth national parliamentary polls.
There were more instances of corruption highlighted on the leaflet which has been distributed among the public.

SAJEEB WAZED JOY .....A GENIUS OR A DECEIVER ???


Mon, 24/01/2011 - 12:01am | by FightForTruth
SAJEEB WAZED JOY .....A GENIUS OR A DECEIVER ???
One of the members of this forum suggested me to go Sajeeb's blog and check his resume. I just did that only to be charmed again by his deceptive maners. Here is a line from his biography; "I am also an alumni of the Innovations in Governance course at Harvard University's Kennedy School of Government." This is the worst of all the deceptions. The way he presented this makes him an alumnus of the prestigious HarvardUniversity's Kennedy School of Government. The reality is he attended a 5 day workshop (October 28 to November 2) at that school which can be attended by anyone (with or without a college degree) as long as a $ 5,900 fee is paid. These are common money making schemes that many high profile schools in this country presents to people who has the money and want an association with the school.

Drunken driving, unlicensed gun and Joy
Joy, son of Awami League President Sheikh Hasina, has been arrested for drunken driving on several occasions, was in possession on an unlicensed gun and guilty of a host of other misdeeds
Arrests and criminal charges
Criminal court clerk records identify the following criminal charges and arrests of Sajib Wazed Joy:
On June 14 1998, Joy was arrested in Tarrant County, Texas. He was charged on two counts of carrying an unlicensed handgun and one count of driving while intoxicated. He was convicted for drunken driving and was imprisoned for 120 days, sentenced to 24 months of probation and fined$500.
On February 6, 2000, Joy was charged with reckless driving and having a radar detector in Hanover County, Virginia. He was fined and incarcerated for one day.
On March 19, 2000, he was arrested and charged with reckless driving in Fairfax County, Virginia. He was found guilty and given a suspended30-day jail sentence and 12 months probation along with a $400 fine.
On April 29, 2001, Joy was charged with speeding in Rappahannock County,Virginia.
On May 20, 2004, Joy was charged with speeding in Arlington County, Virginia.
Clouds over love and marriage
During his mother�s tenure as Bangladesh�s Prime Minister (1996-2001), Joy reportedly got engaged with an old girlfriend from his school days. She was an Indian girl of Sikh religion. Hasina, taking cover of an official visit, went to London to formalize the marriage. Along with the barat of close friends and relations, she even took along cooks of Dhaka�s famous Fakhruddin bawarchi. Her one condition was that the girl convert to Islam. The girl refused. Hasina was more than upset. She reportedly cancelled all programmes on that day. She shut herself up in her hotel room the whole day, refusing to talk to any one. She immediately returned to Dhaka. The marriage reception never took place, and her entourage, cooks and all, returned home without the taste of biriyani in their mouths.Joy is presently married to American citizen Kristine Ann Overmire a.k.a. Kristine Wazed. They were married in the US on October 26, 2002. Kristine may have been previously married to a certain Richard D Loomis. There were rumours that Joy and Kristine were on the verge of a divorce, but if there had been a separation, things have apparently been patched up, perhaps with the birth of their child.
Power breeds money
When Awami League came to power and his mother became ruler of the country, Joy got involved in business. There was the Texas-based Infolink International (from November 1998 to March 2001) and Nova BD International, LLC (May 1998 to August 2000). He had links with the SEAMEWE-4 undersea cable pralso involved with Tyco Communications (USA) along with a certain Mahboob Rahman.
He also founded two other companies, Wazed Consulting and Sim Global Services in March 2005. This was after Awami League was out of power. Interestingly, the annual sales of these two companies were only 61,000 dollars and 35,000 dollars respectively.
Yet Joy, in his own name, bought a brand new house at 3817 Bell Manor Court, Falls Church, Virginia, on May 12, 2006, worth about one million dollars. His wife is not a co-owner of the house. He used a fixed-rate mortgage and paid only about 200 thousand dollars (20 percent of the value) in cash. This was a clever move as it hid the real value of the property in terms of cash. Earlier, together with his wife, he brought another property at 4823 Martin Street, Alexandria, VA 22312. The property is worth 749,000 dollars.

আওয়ামী লীগ, তুমি কার?

সোহরাব হাসান | তারিখ: ১৫-১০-২০১১
সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতাদের কথাবার্তা শুনে মনে হয়, তাঁরা এখনো বিরোধী দলে আছেন। দেশে যেকোনো অঘটন ও সমস্যার দায় বিরোধী দল ও গণমাধ্যমের ওপর চাপালেই যেন তাঁদের দায়িত্ব শেষ হয়ে যায়।
সরকারের কোনো ব্যর্থতা, দুর্বলতার কথা বললেই মন্ত্রীরা বিগত বিএনপি সরকারের উদাহরণ টানেন। ভাবখানা এমন যে, 'ওরা দশটা মেরেছে, আমরা তো মাত্র পাঁচের চৌকাঠই পার হইনি, এখনই আমাদের সমালোচনা করা কেন?' সন্ত্রাস ও দুর্নীতি এমনই ভয়ংকর সংক্রামক যে তা মুহূর্তেই মহামারিতে রূপ নিতে পারে।
সরকারের প্রথম বছরে মন্ত্রীরা বিরাট বিরাট প্রকল্পের তালিকা তৈরি করলেন, পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া হয়ে যাবে বলে দেশবাসীকে খোয়াব দেখালেন। দ্বিতীয় বছরে এসে বললেন, বিএনপি-জামায়াত দেশটাকে শেষ করে দিয়েছে। দেশের জন্য কিছু করতে গেলেই ওরা ষড়যন্ত্র করে। সরকারের জনপ্রিয়তা যত কমতে থাকে, ষড়যন্ত্র-তত্ত্ব তত ডালপালা মেলতে থাকে। মন্ত্রীরা যখন বলেন, আমরা সবেমাত্র ক্ষমতায় এসেছি, সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় তো দিতে হবে। জনগণ তাতে আপত্তি করেনি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে যখন বললেন, 'তিন বছরে আমি কিছু দিতে পারব না', জনগণ কিন্তু তা হূষ্টচিত্তে মেনে নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের হা-ভাতে নেতা-কর্মীরা বঙ্গবন্ধুকে সেই সময় দেননি। তাঁরা দেশে ফিরেই 'যুদ্ধ শেষের প্রাপ্য' নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন। খুনোখুনিতে মাতলেন। মহসীন হলে সাত খুন তার একটি উদাহরণ মাত্র।
এবারও শেখ হাসিনা যতই দিনবদল ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখান না কেন; ছাত্রলীগ, যুবলীগের কর্মী-ক্যাডাররা দখলবাজি-টেন্ডারবাজিতে নিয়োজিত হলো। শেখ হাসিনা যাঁদের 'নবীন ও নিষ্পাপ' নেতা হিসেবে প্রার্থী করেছিলেন, নির্বাচনে জিতেই তাঁরা একেকজন মোগল সম্রাট হয়ে বসেন। বিএনপির আমলে বিএনপির সাংসদেরা যে ধরনের মাস্তানি, দখলবাজি করতেন; আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাংসদেরাও তা-ই করছেন। তখন জাতীয়তাবাদী জনসেবকেরা রাজমুকুট পরতেন। এখন বঙ্গবন্ধুর সাচ্চা সেনারা সোনার নৌকা উপহার নিচ্ছেন।
সরকারের মেয়াদ ইতিমধ্যে প্রায় ৩৩ মাস পার হয়ে গেছে। কিন্তু বড় কোনো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেও তাদের চেষ্টা নেই। রুটিন-কাজ করছে মাত্র। আমরা কথা বলছি তথ্যপ্রমাণ সামনে রেখে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রথম পাঁচ অগ্রাধিকারে ছিল: দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান, দারিদ্র্য ঘুচাও ও বৈষম্য রুখো, এবং সুশাসন প্রতিষ্ঠা। এখন পাঠকই বিচার করুন, সরকার কোন কোন ক্ষেত্রে তার নির্বাচনী ওয়াদা পূরণ করতে পেরেছে, কোন কোন ক্ষেত্রে পারেনি। সরকার এক শ ভাগ সফল হবে সেই দাবি কেউ করে না। কিন্তু মানুষ দেখতে চায় সরকার যা বলছে, তা করতে আন্তরিক কি না?
প্রথম দুই বছর সরকার কিছু কিছু ভালো কাজ করলেও তৃতীয় বছরের শেষ দিকে এসে সবকিছু ওলট-পালট করে ফেলছে। মনে হচ্ছে, সরকার যেখানে হাত দেয়, সেখানেই জট বাঁধে। ফলে মন্ত্রীরা আত্মরক্ষার জন্য বিরোধী দলকে গালমন্দ করতেই বেশি সময় ব্যয় করছেন। এর অর্থ এই নয়, বিএনপি-জামায়াত জোট দেশটা ভালো চালিয়েছিল। বরং তুলনা করলে এখনো অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ আগের সরকারের দুর্নীতি-সন্ত্রাসের রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু মন্দ সূচক কমানোই সুশাসনের লক্ষণ নয়।
বিএনপি ২০০১-২০০৬ সালে দেশ ভালো চালাতে পারেনি, জনগণের সমস্যার সমাধান করতে পারেনি বলেই মানুষ ২০০৮ সালের নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে। ভালো কিছু পাবে—এই আশা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। অথচ আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা সেই পুরোনো ভাঙা রেকর্ডই বাজিয়ে চলেছেন—বিএনপির আমলে এটা হয়নি-ওটা হয়নি। আমরা করব, করছি। এই করছি, করবর সরকার চাই না। আমরা এমন একটি সরকার চাই, যারা মুখে নয়, কাজ করে দেখাবে। জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করবে।
আওয়ামী লীগের নেতাদের বড় অভিযোগ, বিএনপি মৌলবাদী জামায়াতের সঙ্গে আঁতাত করেছে, ২০০১ সালে ১০ টাকা কেজি রেখে এলেও বিএনপি সরকার ৪০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বিএনপি জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারকে আজ্ঞাবহ করেছিল। এসব অভিযোগ জনগণের জানা এবং ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে তার ফয়সালাও হয়ে গেছে। এখন ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ কী?
আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০৯ সালের জানুয়ারিতে নির্বাচনের আগেই উন্নয়নের একটি রূপকথা উত্থাপন করেছিল—যার নাম দেওয়া হয়েছিল দিনবদল। কিন্তু ক্ষমতার আড়াই-পৌনে তিন বছর পর মন্ত্রী, দল, নেতা-কর্মী, ক্যাডারদের 'দিনবদল' হলেও সাধারণ মানুষের দিনবদল হয়নি।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে তাঁরা কাজ করে যাচ্ছেন। কিন্তু সেই কাজের ফল তো এখনো দৃশ্যমান নয়। মহাজোট সরকার মোটা দাগে যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল, তার কটি পূরণ হয়েছে, কটি হয়নি, কেন হয়নি—এখন তার হিসাব দেওয়ার সময় এসেছে। আর হিসাব না দিলে জনগণ ভোটের সময় তা কড়ায় গন্ডায় আদায় করে নেবে।
আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল পদ্মা সেতু নির্মাণ। দায়িত্ব নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছিলেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। এখন দেখা যাচ্ছে, যোগাযোগমন্ত্রীই পদ্মা সেতুর প্রধান বাধা। বিশ্বব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, এই মন্ত্রী থাকতে তারা পদ্মা সেতুতে বিনিয়োগ করবে না। বিশ্বব্যাংক না করলে এডিবি, জাইকাসহ অন্যান্য দাতা সংস্থাও পিছিয়ে যাবে। এখন প্রধানমন্ত্রীর কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ—বিতর্কিত ও অভিযুক্ত মন্ত্রীকে বহাল রাখা, নাকি কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন?
সরকারের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নিত্যপণ্যের দাম সহনীয় রাখা। কিন্তু বাজার-পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। এর পেছনে ব্যবসায়ী সিন্ডিকেটদের যেমন কারসাজি আছে, তেমনি আছে সরকারের খবরদারির অভাব। বাণিজ্যমন্ত্রী কথা বললেই পণ্যের দাম বাড়ে। তিনি ব্যবসায়ীদের ইমানের পরীক্ষা নেন, আর সাধারণ মানুষের পকেট কাটা যায়।
আওয়ামী লীগের আরেকটি প্রতিশ্রুতি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আওয়ামী লীগের নেতারা হয়তো বলবেন, বিএনপি-জামায়াতের আমলে গোটা দেশে জঙ্গিদের উৎপাত ছিল, বোমাবাজি ছিল। এখন সেই অবস্থা নেই। কিন্তু এখনো তো মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, অপহূত হচ্ছে, ক্রসফায়ারে মারা যাচ্ছে। এসব কি আইনশৃঙ্খলার উন্নতির লক্ষণ?
এই সরকারের আমলে যে বিষয়টি জনগণকে মহা বিপাকে ফেলেছে, সেটি হলো শেয়ারবাজার। পুঁজিপাট্টা হারিয়ে হাজার হাজার খুদে বিনিয়োগকারী পথে বসেছেন। দুজন বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন বলেও পত্রিকায় খবর এসেছে। কিন্তু সরকার এর প্রতিকারে কিছুই করেনি। বরং তদন্ত কমিটি যাঁদের প্রতি সন্দেহের তীর ছুড়েছিল, তাঁদের এসইসিতে জামাই আদরে বসানো হয়েছে। সরকার কি মনে করে আগামী নির্বাচনে এই লাখো লাখো খুদে বিনিয়োগকারীর দীর্ঘশ্বাসের প্রতিফলন পড়বে না? অবশ্যই পড়বে। এখন শেয়ারবাজার মানেই মস্ত বড় আতঙ্ক। এক দিন দাম বাড়লে এক সপ্তাহ ধরে কমতে থাকে।
সরকার খুব জোরের সঙ্গে বলেছিল, ভারতের সঙ্গে সব বিরোধের নিষ্পত্তি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের জানুয়ারিতে দিল্লিতে গিয়ে যৌথ বিবৃতিতে সই করলেন, দুই দেশের মধ্যকার সমস্যাগুলোর সমাধানের রূপরেখাও তৈরি হয়েছিল। কিন্তু সেই রূপরেখা অনুযায়ী কাজ হয়নি। বিশেষ করে, যে তিস্তার পানি বণ্টন নিয়ে এত শোরগোল, এত আলোচনা—সেই চুক্তিটিও ঝুলে আছে।
গত বুধবার প্রধানমন্ত্রী নীলফামারীর জনসভায় বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি হবে। আমাদের প্রশ্ন—কবে হবে? এখন শোনা যাচ্ছে, বাংলাদেশ পানি বণ্টনের সঙ্গে জ্বালানি খাতের উন্নয়নও যুক্ত করতে চায়। প্রশ্ন হলো, নতুন প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে তিস্তার সমস্যাটি আরও বেশি অনিশ্চিত হবে কি না?
এ রকম আরও অনেক খাত ও প্রকল্প আছে, যা ক্ষমতায় আসার পর সরকার বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছিল। কিন্তু সেগুলো কবে বাস্তবায়িত হবে, কেউ জানে না।
গতকালের পত্রিকায় দেখলাম, দাতাদের সঙ্গে নির্ধারিত উন্নয়ন ফোরামের বৈঠক স্থগিত করা হয়েছে। কারণ জানানো হয়নি। এর অর্থ কি উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের নানারকম ঝামেলা চলছে? না হলে নির্ধারিত বৈঠক পেছাবে কেন?
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে মহানাটক মঞ্চস্থ করল, তার রেশ এখনো শেষ হয়নি। নির্বাচনে আওয়ামী লীগের দুজন প্রার্থী ছিলেন—সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমান। দুজনই খ্যাতিমান, তবে দুই কারণে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দলের পক্ষ থেকে জানানো হলো, দল কাউকে সমর্থন করছে না। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় দলের তিন সাংগঠনিক সম্পাদক শামীম ওসমানের সভায় গিয়ে সমর্থন জানিয়ে আসেন।
এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দলীয়ভাবে কাউকে সমর্থন দেওয়া হয়নি। যাঁরা একজন প্রতিনিধির পক্ষে বক্তৃতা দিয়েছেন, তাঁরা ব্যক্তিগতভাবেই করেছেন। শুক্রবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও একই বাণী দিয়েছেন।
আমাদের প্রশ্ন, আওয়ামী লীগের এই স্ববিরোধী ভূমিকা কেন? তারা যা বলে, কাজ করে তার বিপরীত। অথবা আওয়ামী লীগের ভেতরে এমন কোনো শক্তি আছে, যারা দলের সিদ্ধান্ত উল্টে দেওয়ার ক্ষমতা রাখে।
সবকিছু দেখে একটি প্রশ্নই মনে জাগে—আওয়ামী লীগ, তুমি কার?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab03@dhaka.net

Regards,
NK
 ,
'Awami League' is not a name of a political party, it's a name of disease of Bangladesh











__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___