Banner Advertiser

Sunday, February 17, 2013

[mukto-mona] শুধু সমর্থন নয়, আজ সোচ্চার ও সক্রিয় হবার দিন




----- Forwarded Message -----
From: Bishawjit saha <bishawdipta@yahoo.com>
To: BangladeshiAmericans@googlegroups.com
Sent: Thursday, February 14, 2013 8:52 AM
Subject: [PrioBangla] শুধু সমর্থন নয়, আজ সোচ্চার ও সক্রিয় হবার দিন

 

শুধু সমর্থন নয়, আজ সোচ্চার ও সক্রিয় হবার দিন
সম্পাদকমন্ডলী, এইদেশ ডটকম, Thursday, February 14, 2013


জাতীয় জীবনের সুগভীর দরকারে কারোই নির্লিপ্ত-নির্বিকার-নিস্পৃহ কিংবা তথাকথিত নিরপেক্ষ থাকার সুযোগ নেই। শুধুই সমর্থন নয়, সোচ্চার ও সক্রিয় হবার দিন আজ। এইদেশ ডটকম জন্ম লগ্ন থেকেই যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে সোচ্চার-সক্রিয়।

তার-ও আগে, প্রায় দু'দশক ধরে একাত্তরের ঘাতক-যুদ্ধাপরাধীর বিচার দাবীর আন্দোলনের প্রথম কাতারের কর্মী হিসেবে যুক্ত ছিলেন-আছেন এইদেশ ডটকম-এর প্রতিষ্ঠাতা সম্পাদকদের কয়েকজন। অনলাইন সাংবাদিকতা তথা অনলাইন এক্টিভিস্ট হিসেবে আমাদের অনেকের পদচারনা একবিংশ শতাব্দির শুরু থেকেই (২০০১)। আমরা প্রতিষ্ঠা করেছিলাম ওয়ার্ল্ডনিউজব্যাঙ্ক ডটকম ও পরে ই-বার্তা ডটকম। তখন অনলাইনে বাংলা টাইপ ছিল জটিল। বাংলা ব্লগ চালু হয় নাই। ফেসবুক, ইউটিউব, অভ্র বাংলা বা গুগল বাংলা-টাইপ চালু ছিলনা বা আবির্ভাব ঘটে নাই। কিন্ত ওয়েব সাইট ভিত্তিক নানা কার্যক্রম চালু ছিল। ভয়েস চ্যাটিং-এর যুগে পালটক ডটকমে জাতীয় নেতৃবৃন্দের সাথে প্রবাসীদের সংলাপ অনেকের স্মরণ হবে।

শুধু তাই নয়, একদশক আগে যখন ব্লগের যুগ শুরু হয় নাই। ই-মেইল ভিত্তিক গ্রুপ যেমন ই-সমাবেশ, ই-আলোচনা গ্রুপ চালু হয়। প্রচুর সচেতন-মেধাবী তরুনের সমাবেশ ঘটে সেখানে, তাঁরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তা-ভাবনার ধারক হিসেবে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী কিছু কূপমন্ডকের বিরুদ্ধে সোচ্চার যুক্তিবাদী জবাব-পাল্টা জবাবের লড়াই চালিয়ে যান। সক্রিয় আন্দোলনের কিছু সাফল্যও অর্জন করেন তাঁরা।

তার ২টি উদাহরণ দিতে পারি। প্রথম সাফল্য, ই-মেইল ক্যাম্পেইনের যুগে। ফ্লাইট লেফটেনেন্ট (শহীদ) মতিউর রহমান ১৯৭১ সালে পাকিস্তানে অবস্থানকালীন সময়ে একটি যুদ্ধবিমান মহড়ার সুযোগে বিমান সহ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হলে এবং ফ্লাইটটি বিধ্বস্ত হলে তাঁর মৃতদেহ পাকিস্তানের মাটিতে দাফন করা হয়। বহু বছর পর (তিন দশক) মুক্তিযুদ্ধে যোগদানে ইচ্ছুক এই বীর মতিউরের মরদেহ তথা হিউম্যান রিমেইন বাংলাদেশে মাটিতে শায়িত করার করার একটি আন্দোলনের সূচনা করেন ততকালীন অনলাইন এক্টিভিস্টরা, মূলত ই-মেইল ক্যাম্পেইনের মাধ্যমে। এই এক্টিভিস্টরা ই-মেইল বার্তায় আন্তর্জাতিক মানবাধিকার কর্মিদের যুক্ত করে পাকিস্তানের কর্তৃপক্ষের উপর ব্যপক চাপ সৃষ্টি করতে সক্ষম হন। পাকিস্তানের মাটিতে মতিউরের কবরে লেখা ছিল "বিশ্বাসঘাতক"। এই ই-মেইল ক্যাম্পেইনে অংশগ্রহনকারী বাঙ্গালী তরুনরা সেদিন পাকিস্তানকে বাধ্য করেছিলো (পরবর্তিতে কূটনৈতিক ভাবে হস্তান্তরিত) মতিউরের দেহাবশেষ বাংলাদেশের মাটিতে পৌছাতে। মতিউর আজ নিজ দেশের মাটিতে বীরের মর্যাদায় শায়িত আছেন।

আর একটি ঘটনা, ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত করার আন্দোলনের সূচনা হয় কানাডায় প্রবাসী কয়েকজন বাংলাদেশীর অক্লান্ত পরিশ্রমে। বিস্তারিত ইতিহাস অনেকের জানা। তাঁদের প্রয়াসে যে প্রচেষ্টা সফল হয়, অনলাইনের প্রাথমিক যুগে ই-মেইল ছিলো ক্যাম্পেইনের একমাত্র মাধ্যম।

শাহবাগ তথা প্রজন্ম চত্তরে চলমান এই আন্দোলনের সূচনায় আজ যে তরুনরা অনুঘটকের ভূমিকা নিলো, তাঁদের ইতিহাস সচেতনতার ধারাবাহিকতা, শিক্ষা-প্রযুক্তির সাথে বেড়ে ওঠা, একবিংশ শতাব্দীর অভিনবত্ব এবং নব-প্রজ্ঞাবোধকে খাটো করে দেখার কারো সুযোগ নাই। ইতোমধ্যে সমগ্র দেশবাসী ও প্রবাসীরা তাঁদের উপর পূর্ণ আস্থা অর্পণ করেছেন।

যৌথ বা সম্মিলিত নেতৃত্বের ধারনা ট্রাডিশনাল লীডেরশীপের প্রাক্টিসে ছিলনা। এবার অন্য রকম বাংলাদেশের সূচনা হলো। এটা শুরু মাত্র। আমাদের এখনকার ইস্যু সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। এই প্রশ্নে, আপসকামী সকল শক্তির বিরুদ্ধে একজোট হয়ে অব্যাহত লড়াই করে যাওয়া, সেই যুদ্ধ চলছে, চলবেই। এইদেশ ডটকম দীর্ঘ সংগ্রামের ধারবাহিকতায় ছিল-আছে-থাকবে।
http://boston.eidesh.com/bangladesh/news/view/1507





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___