Banner Advertiser

Sunday, April 28, 2013

[mukto-mona] মীর কাশেম লবিস্ট নিয়োগ করেছেন: আইনমন্ত্রী




মীর কাশেম লবিস্ট নিয়োগ করেছেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৮-০৪-২০১৩


আইনমন্ত্রী শফিক আহমেদ

আইনমন্ত্রী শফিক আহমেদ

ফাইল ছবি

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জামায়াতের নেতা মীর কাশেম আলী বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ প্রশ্নবিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের একটি লবিস্ট প্রতিষ্ঠানকে আড়াই কোটি মার্কিন ডলার দিয়েছেন। এর তথ্যপ্রমাণ সরকারের হাতে আছে। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী এ কথা বলেন। 
এ বিষয়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'লবিস্ট প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের চুক্তির কপি এবং টাকা দেওয়ার রসিদ আমাদের হাতে আসছে।' তিনি বলেন, 'বিচারকাজের স্বচ্ছতা সম্পর্কে আমি মার্কিন রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের দূতদের কাছে তুলে ধরেছি। তাঁদের বলেছি, বাংলাদেশ মাফ করে দেওয়ার সংস্কৃতি থেকে বের হতে চায়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, একাত্তরে ক্ষতিগ্রস্তদের প্রতি সুবিচার করতে এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে। তাঁদের আরও বলেছি, যারা ক্ষতিগ্রস্ত, তারা মানবতাবিরোধী অপরাধের বিচার চায়।' 
আইনমন্ত্রী বলেন, 'বিদেশি দূতেরা আমার কাছে জানতে চেয়েছে, জামায়াতের পক্ষে কেন বিদেশি আইনজীবীদের দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি? জবাবে আমি বলেছি, কোনো দেশের আদালতে আইনচর্চা করতে হলে ওই দেশের আইন অনুযায়ী করতে হবে। আমাদের এখানে আইনচর্চা করতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বার কাউন্সিলের পরীক্ষায় পাস করতে হবে। সে জন্য বিদেশি আইনজীবীদের জামায়াতের পক্ষে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। বিদেশি দূতেরা আমার কথায় সন্তুষ্ট হয়েছেন।' 
আইনমন্ত্রী জানান, আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায়ের পর রায়ের কপি জার্মানি, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের দূতদের কাছে পাঠানো হয়েছে। রায় পড়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সুতরাং মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে সুপ্রিমকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা ৮২৯টি। এর মধ্যে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ৩৯৯টি এবং নিষ্পন্নাধীন মামলার সংখ্যা ৪৩০টি। বর্তমানে হাইকোর্ট বিভাগের চারটি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তির শুনানি চলছে। 
ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ১০টি মামলা বিচারাধীন। এর মধ্যে ট্রাইব্যুনাল-১-এ সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, গোলাম আযম, মীর কাশেম আলী, আবদুস সোবহান, এ টি এম আজহারুল ইসলাম ও মুবারক হোসেন এবং ট্রাইব্যুনাল-২ এ আবদুল আলিম, মো. কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলা বিচারাধীন। 
এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

http://prothom-alo.com/detail/date/2013-04-28/news/348435




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___