Banner Advertiser

Sunday, April 28, 2013

[mukto-mona] গণিত, বিজ্ঞান, প্রোগ্রামিং বিষয়ক একটি প্রবন্ধ



তিনটে ফ্রেন্ড রিকোয়েস্ট

 

 

তোমাদের মাঝে বিজ্ঞানকে ভালোবাসো না এমন লোক খুঁজে পাওয়া দায়এখন হয়তো তোমরা ভাবতে পারো কই ? আমি তো বিজ্ঞান পরীক্ষার আগে হাতপা গুটিয়ে বাড়ি পালাই, বই পড়তে বসলে ঘুম আসে, আমি কিভাবে বিজ্ঞানকে ভালোবাসি ? আচ্ছা আমি মানলাম তুমি বিজ্ঞান পরীক্ষার আগে হাতপা গুটিয়ে বাড়ি পালাও, তোমার বই পড়তে বসলে ঘুমিয়ে পড়, কিন্তু একটা কথা নিশ্চয়ই তুমি স্বীকার কর যে তোমার কম্পিউটারে গেমস খেলতে ভালোবাসো, তুমি মোবাইলে বন্ধুর সাথে (নাকি বান্ধবীর !) সাথে কথা বলতে ভালোবাসো, তুমি টিভিতে ডোরেমন দেখতে ভালোবাসো অথবা তুমি রেডিওতে ভূত এফএম শুনতে ভালোবাসো

এখন তুমি হয়তো মাথা চুলকে ভাবছো, কম্পিউটার, মোবাইল, টিভি – এসবের সাথে বিজ্ঞানকে ভালোবাসার কি সম্পর্ক ? আসলে তুমি যেটাকে ভালোবাসো তার একটা গালভরা নাম আছে 'টেকনোলজি' । আর এই টেকনোলোজির বাবার নাম হল বিজ্ঞান । তোমাদের মাঝে যারা লেখাপড়ায় একটু কাঁচা তারা হয়তো ভাবছো ওমা একি কাণ্ড ! বিজ্ঞান বইয়ের মতো নীরস জিনিসের সাথে কি কম্পিউটারের তুলনা হয় ?

হুম । চিন্তার বিষয় । আসলে এই টিভি মোবাইল কিংবা কম্পিউটার এ সব বানাতে বৈজ্ঞানিক জ্ঞানবুদ্ধির দরকার হয় । যেমন, আমাদের জগদীশ বসুর কথা ভাবো তিনি চিন্তা করতে করতে, বৈজ্ঞানিক জ্ঞান বুদ্ধি বাড়াতে বাড়াতে এক সময় বানিয়ে ফেললেন রেডিও । আর এই  রেডিও থেকে জন্ম নিল মোবাইল, টিভির ধারণা ।

টেকনোলজির বাবার নাম যেমন বিজ্ঞান, তেমনি বিজ্ঞানের বাবার নাম হল গণিত । এই গণিত সাহেবকে কিন্তু ভয় পাবার কিছু নেই । ইনি খুব ঠাণ্ডা লোক । তবে ইনি তখনই রেগে যান যখন এনাকে ভয় পাওয়া হয় । তবে যদি এনাকে ব্যবহার করে তুমি দারুণ কিছু করে বস তখন সবাই তোমাকে পিঠ চাপড়ে বলেন, 'সাবাশ বেটা । এগিয়ে যাও'

আমি বলেছি দারুণ কিছু করা যায় গণিতের সাথে । কিন্তু সেটা কি ? ধর তুমি এখন পড়তে চাও না, একটু গান শুনতে ইচ্ছে করছে । এখন তুমি কি করবে ? কম্পিউটারে সাউন্ডবক্স লাগিয়ে ধুমসে গান শুনবে । কিন্তু কখনও কি ভেবেছ যে এই কম্পিউটার গান শোনায় কিভাবে ? আসলে কম্পিউটার একটা বোকা যন্ত্র । একে যদি তুমি বল গান শোনাতে তবে এটা অঙ্ক করবে । যদি তুমি একে বল তোমার সাথে দাবা খেলতে তবে সে আবার হিসাব-নিকাশ করবে । তবে আমরা যেমন এক দুই তিন করে হিসাব করি সেভাবে কম্পিউটার হিসাব করেনা । তার গোনাগুনির সিস্টেম হল বাইনারি পদ্ধতিতে ।

যাক সে কথা আমি বাইনারি সিস্টেম কি তা বোঝাতে চাই না । আমি আসলে তিন জন ভালো বন্ধুকে পরিচয় করিয়ে দিতে চাই তোমাদের মাঝে । আর এটা করতে পারলেই আমার সার্থকতা ।

এখন প্রশ্ন হল কিভাবে গণিত শিখবো ? এক্ষেত্রে শ্রদ্ধেয় মুনির হাসান স্যার একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন । (আমি নিজের ভাষায় বলি) প্রথমে তোমার গণিত বইটা নিয়ে শুরু করো । প্রথমে অধ্যায়ের প্রথম যে কথাগুলো বলা হয়েছে তা মনযোগ দিয়ে পড় । উদাহরণগুলো ভালোভাবে আত্মস্থ করো । এর পর অনুশীলনী বা প্রশ্নমালার সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করো । (যদি সমাধান করতে পারো তবে ভালো, না পারলে আরো ভালো, কারণ একটা সমস্যা সমাধান না করতে পারলে তুমি সেটা নিয়ে চিন্তা-ভাবনা করবে আর এভাবেই তোমার চিন্তা শক্তি বাড়বে)

যদি একান্তই সমাধান করতে অপারগ হও তবে ওটাতে দাগ দিয়ে সামনে আগাও । খবরদার ! ভুলেও কোচিং বা টিচারের সাহায্য নিবে না । এভাবে পরের চ্যাপ্টার পড় । তার পর তার অনুশীলনী গুলো সমাধান কর । না পারলে দাগ দিয়ে আবার প্রথম অধ্যায়ে আসো । যে সমস্যা গুলো পারোনি তা এবার চেষ্টা কর । এবার তৃতীয় অধ্যায় সমাধান করো । না পারলে দাগ দাও । তারপর আবার প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সমস্যাগুলো অনুশীলন করো । এভাবেই দেখবে গণিতের প্রতি তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে ।

নিজের ক্লাসের বই শেষ করার পর তুমি পড়বে বাইরের বই । বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে অনেকগুলো ভালো বইয়ের নাম দেওয়া আছে । সেগুলো কিনে পড়তে পারো । বিগত বছরের গণিত অলিম্পিয়াডের সমস্যাগুলো চেষ্টা করতে পারো ।

চিন্তাশক্তি বাড়াতে বিভিন্ন খেলা যেমন সুডোকু বা পাজল সমাধান করতে পারো । এছাড়া তুমি গণিতের আরেক ছেলে প্রোগ্রামিঙের সাথে পরিচিত হতে পারো । প্রোগ্রামিঙে হাতে খড়ির জন্য তামিম শাহরিয়ার সুবিনের লেখা 'কম্পিউটার প্রোগ্রামিং' বইটা পড়তে পারো, ইংরেজি বই পড়তে চাইলে পড়তে পারো হার্ভার্ড শিল্ডের 'টিচ ইয়োরসেলফ সি' বইটা ।

অনেকে গণিতের বা বিজ্ঞানের ইংরেজি বইগুলো পড়তে ভয় পায় । কিন্তু ডিকশনারি দেখে যদি তুমি নিয়মিত পড় তবে প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে । কিন্তু দু চার দিন পড়লেই তা সহজ হয়ে যায় (পরীক্ষিত !)।

তো লেগে পড়ো অনুশীলনে । গণিত, বিজ্ঞান আর প্রোগ্রামিং এই তিনজনকে তোমার বন্ধু হিসেবে ফ্রেন্ড হিসেবে একসেপ্ট করে নাও !   

 

২৭ এপ্রিল ২০১৩

রাত আটটা

 

  • তাহমিদ-উল-ইসলাম, নবম শ্রেণি, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___