Banner Advertiser

Saturday, May 25, 2013

Re: [mukto-mona] "কথায় না বড় হয়ে কাজে বড় হও" ....



Thanks for your very informative post.

Best wishes.

Shalom!


-----Original Message-----
From: AbdurRahim Azad <Arahim.azad@gmail.com>
To: Mizanur Bhuiyan <bhuiyanmr@hotmail.com>
Cc: Alapon Alapon <alapon@yahoogroups.com>; Khabor Group <khabor@yahoogroups.com>; Notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>
Sent: Sat, May 25, 2013 4:25 am
Subject: [mukto-mona] "কথায় না বড় হয়ে কাজে বড় হও" ....

 

FYI

As a matter of fact this proverb has originated from the poem 
আদর্শ ছেলে  by কুসুমকুমারী দাশ*

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
'মানুষ হইতে হবে' - এই যার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চায় বল, কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা 'মানুষ' হলে দেশের কল্যাণ।


(যারা কবি কুসুমকুমারী দাশকে জানেন না তাদের জন্য উইকিপিডিয়া থেকে এই অংশটুকু তুলে দিলাম * কবি কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। কবির জ্যেষ্ঠ পুত্র কবি জীবনানন্দ দাশ। তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত।) http://www.unmochon.net/node/1714

  1. কুসুম কুমারী দাশ :: কবিতা :: মিলনসাগর :: Kusum Kumari Das :: Poetry ...

    কবি কুসুমকুমারী দাস জন্ম গ্রহণ করেন ২১ শে পৌষ ১২৮৯ বঙ্গাব্দ, বাখরগঞ্জ জেলার বরিশাল শহরে | পিতা চন্দ্রনাথ দাস এবং মাতা ধনমণি | চন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করার পর তাঁর গ্রামবাসীদের বিরোধিতায় "গৈলা" গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে বরিশালে এসে বসবাস শুরু করতে বাধ্য হন | প্রবেশিকা পাশ চন্দ্রনাথ, বরিশাল ব্রাহ্মসমাজের একজন একনিষ্ঠ কর্মি ছিলেন ...
  1. bn.wikipedia.org/wiki/কুসুমকুমারী_দাশ

    জীবনী [সম্পাদনা]. কবি কুসুমকুমারী দাশ বাখরগঞ্জ জেলার বরিশাল শহরে ২১ শে পৌষ ১২৮৯ বঙ্গাব্দে এক বিদ্যানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা চন্দ্রনাথ দাস এবং মাতা ধনমণি। চন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করায় গ্রামবাসীদের বিরোধিতায় "গৈলা" গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে বরিশালে চলে আসেন। কুসুমকুমারী একটি পারিবারিক পরিমণ্ডল পেয়েছিলেন ...
    1. আদর্শ ছেলে--- কুসুমকুমারী দাশ - বাঁধ ভাঙার আওয়াজ

      কবি কুসুমকুমারী দাশ বাখরগঞ্জ জেলার বরিশাল শহরে ২১ শে পৌষ ১২৮৯ বঙ্গাব্দে এক বিদ্যানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা চন্দ্রনাথ দাস এবং মাতা ধনমণি। চন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করায় গ্রামবাসীদের বিরোধিতায় "গৈলা" গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে বরিশালে চলে আসেন। কুসুমকুমারী একটি পারিবারিক পরিমণ্ডল পেয়েছিলেন। বরিশাল ...
      bn.wikipedia.org/wiki/জীবনানন্দ_দাশ


    জীবনানন্দের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন কবি, তাঁর সুপরিচিত কবিতা আদর্শ ছেলে (আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে) আজও শিশুশ্রেণীর পাঠ্য। জীবনানন্দ ছিলেন পিতামাতার জ্যেষ্ঠ সন্তান; তার ডাকনাম ছিল মিলু। তার ভাই অশোকানন্দ দাশ ১৯০৮ খ্রিস্টাব্দে এবং বোন সুচরিতা দাশ ১৯১৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।


2013/5/24 Mizanur Bhuiyan <bhuiyanmr@hotmail.com>
 
        Please open the attachement for better formatting   
 
             "কথায় না বড় হয়ে কাজে বড় হও"
ছোট বেলায় একটি প্রবাদ বাক্য শুনে থকতাম যে, "কথায় না বড় হয়ে কাজে বড় হও" এই বাক্যটির মর্মার্থ হলো এই যে, যদি তুমি কোনো কিছুতে ভালো ফল পেতে চাও; তবে, কথা যা বলবে তা কাজে পরিনত কর বা কথা কম বলে নিরবে কাজ করে যাও এবং যার ফল তুমি একমাত্র কাজের পরিণতির মাধ্যমেই পাবে। এই বিষয়টি এখানে উল্লেখ করার বিশেষ কারণ এই যে,অপ্রয়োজনীয় অথবা 
অতিরিক্ত কথা বলার ব্যমো আজএকটি বিশাল সামাজিক জাতীয় ব্যধীতে পরিনত হয়েছে।
মানুষ আজকাল কারণেঅকারণে, যেখানে সেখানে নিজেদের দায়ীত্বের  আওতার বাইরেও  কথা বলে
অযাচিত সমস্যার সৃষ্টি করে।যা কিনা প্রকৃতার্থে, যে কোনো একটি শান্তিশীল পরিস্থিথিকে চরম ঘোলাটে
এবং আরো ব্যপক জটিল করে তোলে
 
     আজকাল মানুষ আরেকটি  কথাসচরাচর বলে থাকে, কথা বলার স্বাধীনতা সবার আছে।এই
স্বাধীনতার অর্থ এই নয় যে, একজন লোক যা খুশি তা বলবে এবং তার সংলিষ্ট দায়িত্বের বাইরেও তাকে কথা বলতে হবে,অথবা সংশ্লিষ্ট দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন বিষয়েও নাক গলাতে হবে অথবা দায়িত্বহীনতাকেএড়িয়ে যাওয়ার জন্য দায়িত্বহীনভাবে অর্থহীন কথা বলবে,যা কিনা কখনো কোনো 
প্রকার দায়িত্বশীলতার পরিচয় বহন করেনা।আর এই ধরনের অর্থহীন কথার ফুল ফোটাবার প্রচেষ্টাগুলো সমাজ 
 রাষ্ট্রীয় জীবনে প্রকৃতার্থে সুফল আনার চেয়ে অনেকাংশে চরম বিপর্যয়ই বয়ে নিয়ে আসে
 
     আরেকটি প্রবাদ বাক্য শুনেছি যে, "উনু কলসের পানি বেশী নড়ে" এর অর্থ হলো, কলসীতে যখন কম
পানি থাকেতখন সানাম্য ঝাকিতেই কলসীর পানি এদিক সেদিক নড়াচড়া করে।আমাদের অতিরিক্ত কথা বলার সেটাই সম্ভবতো মূল কারণ, শিক্ষা দক্ষতা আর যাই থাকুকনা কেনো, কথা বলায় আমরা পিছিয়ে 
থাকতে চাইনা, কারণ কথা বলায় আমাদের চ্যাম্পিয়ন তো হতেই হবে, কারণ ভিতরে যে অন্তসার শূন্য।আর তাই নিজেদের অদক্ষতা অজ্ঞতাকে ডাকা দেয়ার জন্যই হয়তো অতিরিক্ত এবং অনাহুত কথা বলাআর
তারই ফলশ্রুতিতে, এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে আমাদের জাতীয় সকল প্রতিষ্টানগুলোতে এবং রাষ্ট্রীয় প্রশাসনে
চরম দুর্দশা পরিলক্ষিত হচ্ছে।
 
      একজন সুসচেতন ব্যক্তি যেভাবে তার ব্যক্তিগত জীবনে কথা কথা আচরণে সংযত পরিশীল থাকার ফলে তার সুন্দর ব্যক্তিত্বের একটি বিশাল অভয়বগত পরিস্ফুটন ঘটে তেমনি ভাবে, যে কোনো একজন বড় মাপের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বা গোষ্টির প্রতিনিধিকেকথা বলা এবং বাজ্যিক প্রকাশে আরোবেশি সংবেদনশীল, পরিমার্জিত  পরিশীল হতে হয় কারণ তার  বাক্য এবং   আচরণের মাধমেই সেইজাতীর বা গোষ্টির প্রকৃত প্রতিচ্ছবি ফুটে উঠে আমাদের দেশের বাইরে, পৃথিবীর সকল উন্নত দেশের মানুষ ঘরে, বাইরে এবং কাজে যতটা নিরিবিলি এবং 
সংবেদনশীলতার পরিচয় দেয় আমরা জাত হিসাবে ঠিক তার উল্টো, আমরা ঘরে, বাইরে, কাজে, মাঠে, হাটে যতটুকু উচ্চ স্বরে বং অনাহুত কথা বলি, এমন কাজটি পৃথিবীর উন্নত দেশগুলোতে সচরাচর দেখা যায় কারণ তারা কথা কম বলে এবং কাজ বেশি করে   
     যেহেতু সঠিক কাজ করার মতো দক্ষ লোকবল সঠিক মর্যাদা এবং মূল্যায়ন পাচ্ছেনা; আর তাই সমস্ত দপ্তরগুলোই আস্তে আস্তে সুবিদাভুগী অদক্ষ লোকেদের হাতে চলে যাচ্ছে এবং এর কারণ সরূপ জাতীয় উন্নয়ন ক্রমাগত বিপর্যস্ততার দিকে অগ্রসর হচ্ছে কথা বলার এই কঠিন ব্যমোতে সব চেয়ে 
বেশী আক্রান্ত আমাদেরদেশেকতিপয় রাজনীতিবিদগণ এবং বুদ্ধিজীবিগন।রাজনীতিবিদের রাষ্ট্র পরিচালনায় 
অদক্ষতা  অদুরদর্শিতার ফলশ্রুতিতে বার বার নাগরিক জীবনে এবং রাষ্ট্রীয় প্রশাসনে বিপর্যস্ততা নেমে 
আসছে আর সেই সুবাদে আমাদের দেশের কতিপয় সুবিদাবাদী  নামধারী বুদ্ধিজীবিরা সুযোগ সুবিদা 
বুঝে এবং বুঝে, না বুঝে, বাস্তবতা বর্জিত এবং নিজের মন গড়া ফর্মুলা পেশ করায় লেগে পড়েন।
তারা যখন এইসব উপদেশগুলোজাতির উদ্দেশে পেশ করে থাকেন, একবার  কি ভেবে দেখেন যে,
তাদের এই ফর্মুলা বা উপদেশগুলো আসলেকতটুকু বাস্তবতা সম্পূর্ণ বা জাতীয় জীবনে এই সকল অর্থহীন এবং
পক্ষপাতদুষ্ট উপদেশকতটুকু সহায়কভুমিকা পালন করতে সক্ষম
 
     কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকাল অনাহুতই যেখানে সেখানে নিজেদের মুন্সিয়ানা জাহির করার জন্য অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক কথা বলে ঝুট ঝামেলা সৃষ্টি করছেন যে বিষয়টি নিয়ে কথা বলছেন,যদিও সেই বিষয়টি, সেই বিবৃতি দাতা ব্যক্তিটির সংলিষ্ট দপ্তর নয় বা সেই বিষয়ে হয়তো তার নিজেরও কোনো স্বচ্ছ ধারণা নেই, কিন্তু তবুও তাকে কিছু একটা বলতে হবে, কারণ তিনিতো রাষ্ট্রের কর্তা। আর এভাবেই সকল সমস্যার বা জটিলতার সৃষ্টি হচ্ছে এবং দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভাবমূর্তি
নষ্ট হচ্ছে।আসলে যতদিন পর্যন্ত আমরা সেই প্রবাদ বাক্যটি "কথায় না বড় হয়ে কাজে বড় হওঅনুসরণ বা যথাযত মূল্যায়ন করব, ততদিন জাতী হিসাবে আমাদের ভাবেই সমুদ্রের গভীর জলে সাঁতরাতে হবে
------------------------------
মিজানুর ভুইয়ান
ভার্জিনিয়া, ইউ, এস,
মে ২৪ ২০১৩


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___