Banner Advertiser

Thursday, July 25, 2013

[mukto-mona] ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী সমকামী:লায়লী মজনুর প্রেমকেও হার মানায় অজানা-যে-গল্পটি



The only unnatural sex act is that which you cannot perform!
------------------Alfred Kinsey
"সমকামিতার খুব রক্ষনশীল হিসাবও যদি ধরা হয় সেটা কোনভাবেই প্রৃথিবীর সামগ্রিক জনসংখ্যার শতকরা ৫ ভাগের কম হবে না ..... তবে আমাদের মত ত্র্রিতীয় বিশ্বের অবস্থা আরো 'কেরোসিন'!   ................................অভিজিত রয় 

আমাদের এই কেরোসিন অবস্থায়ও আলো জাগানিয়া কিছু ঘটনা ঘটে-- কিছু ঘটা করেই হয়,কিছু থেকে যায় লোক চকখুর আড়ালে.যেমন কালকের সানজিদা ও শিলার ঘটনাটি( যদিও তা নতুন মোড় নিচ্ছে,নেওয়া হচ্ছে!) তবে ঘটনাগুলা কি  অক্সস্মাত ঘটে,নাকি বেরিয়ে পড়ে অকস্মাত?কিন্সে রিপোর্ট অনুসারে যদি প্রতি  ১০ জনের ১ জনের হয় , ১ জনের হওয়া উচিত,তা হলেতো সেটাতে accident হওয়ার কথা ছিল না হওয়া উচিত ছিল incident-- আত্কে উঠার ঘটনা নয় শেখার অনুপ্রেরণা--'i didnt quite learn without this incident'!(Hemingway)


আরেকটি প্রশ্ন হল কাদের মধ্যে এটি ঘটে,কোন শ্রেণীতে ওরা শ্রেণীবদ্ধ?গারডিয়ানের মতে যদি ব্র্রিতেনের শ্রেনী থাকে ৭টি-- সাতটি শ্রেণীতেই তাদের অবস্থানর্;র্রিত্রিক কুমার ঘটকের মতে যদি ,বাংলার বেচে থাকার দলে, জনে জনে দলবাজি,গ্রুপিং-- প্রত্যেক দলেই পাওয়া যাবে এই সমকামী কর্মীটি!আমার গ্রুপেও পাওয়া যায় ওদের,একেবারে পিরোজপুর বিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পযন্ত.শেষে এবং দেরীতে একটা কমেন্টে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকামীটি নিয়ে লিখেছিলাম,সেই কমেন্টাতে সবার দ্র্রিসটি পেরার জন্যই এই মাইক্রব্লগটির অবতারণা.. 
@একটা গল্প শোনাব মুক্তমনাদের।বিশ্ববিদ্যালয়ের দুই জন ছাত্রীর প্রানবন্ত সত্যিকারের প্রমের গল্প।যেটা এই প্রবন্ধের সাথে প্রাসংগিক।রেইনার এবার্ট কে আমি টুইটারে এই ঘটনা নিয়ে মেনশান দিয়েছিলাম,তিনি বোধহয় লক্ষ করেন নি।গল্পটা একটু পরেই বলছি…
আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের হলে তিন বছর ছিলাম,পরে আমার সাথে হলের ধর্মক্ল্যাশটা জটিল ও রাজনৈতিক ভাবে ঘড়ানোর কারনে এবং কিছুটা ব্যাক্তিওগত কারনেও ,আমি আমার দুইটা বড় বুকশেল্প নিয়ে, আমি হল ছেড়ে দিই…তাও সেটা দুই বছর আগের কথা।ক্যাম্পাসে থাকার সময়, ছেলেদের হলে থাকলেও, সবার যেমন থাকে আমারও মেয়েদের হলের আশেপাশে কিছু ঘুরাঘুরি ও আড়ড়ার এওক্টা অভ্যাশ ছিল।।ঘটনাটা শুরু এখান থেকে…।
একদিন কুয়েত মৈত্রী হলে্র সামনে আমরা কয়েকজন ছেলেমেয়ে মিলে আড্ডা দিছছি এমন সময় আপরিচিত কয়েকটা মেয়ে এসে আলাদা হয়ে (যাতে আমরা না বুঝি)তারা তাদের আগের রাত্রে হলের একটা ঘটনা নিয়ে প্রচুর হাসাহাসি করে।বিশেষ কারনে অই বিশেষ হাসাহাসিতে আমি জড়াইনি।পরে কিওরিয়াস হয়ে রাতে ফোন করি এবং ঘটনাটা শুনি।ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে আনেক গুরুত্বপূর্ন –দুইজন লেসবিয়ানের বিশুদ্ব প্রেমের গল্প। হলের ছাদে প্রেম, পরে আবেগে, কিছুটা সেএক্স জড়িয়ে যাওয়ার সময় দুইটা মেয়ে,বিস্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছাত্রী, ধরা পড়ে।(যদিও অই দুইটা সম্পর্কে সবাই আগে থেকেই জানে)ফোনে যেটা বুঝতে পারলাম হলের ঐ লেসবিয়ান মেয়ে দুইটা সেক্স,ঐদিন সম্ভবত হলের ছাদে, করার সময় হলের কোন এওক্টা মেয়ে নাকি দেখে ফেলে এবং প্রোভষ্ট ম্যামকে জানায়া দেয়। প্রোভষ্ট স্যার নাকি অইসময় তাদেরকে স্যারের রুমে নিয়া যায়।এবং সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনাও ঘটে ।ম্যাম এদেরকে সেক্সের কারন জিজ্ঞেস করলে ওরা নাকি বারবার একটা কথাই বলে –ওরা নাকি দুইওজন দুইজনকে ভালোবাসে।ম্যাম ওদেরকে ফোর্স করলেও ওরা নাকি ভালোবাসার দাবি ছাড়ে নি।পরে নাকি এরা এই জন্য প্রচুর কান্নাকাটিও করে। আর এই দুইটা মেয়ের কান্নাকাটি ও নিখাদ ভালবাসার কারনটাই ছিল ওদের হাসার কারন!
ঋতুপরররনা গোষ আভিনীত memories in march e শুধু আমি এই প্রেমের ঘটনাটা দেখেছিলাম।আমি এই প্রথম কোন বাংলাদেশি লেসবিয়ানের ঘটনা, সত্যিকারের প্রেমের ঘটনা শুনলাম।আই এম ডেম সিওর সিধার্থ মারা যাওয়ার পর আর্নব যেভাবে কেদঁছিল তারাও ঠিক সেই ভাবে কেদেঁছিল।হয়ত মনের আজান্তেই বন্ধুহীন খালিবাসায় এই গান্টা গেয়েও উঠেছিল(আপনারা হয়ত গান্টা জানেন)
Kaisi ajeeb daawat hai ye

Daawat shayad khatm hui phir,
sab log ja rahe hain ghar
sirf bin bulaaye khadi hoon main
ghar wala aa jaaye agar..
কারন সমকামিরাও ভালোবাসে অবিকল আমাদের মত ভালোবাসে।
আমার জানা মতে বাট আই এম নট সিওর পরে ওদের কে মনে হয় হল থেকে বের করে দেয়া হয়
এই ঘটনাটা আমি ছাড়া মনেহয় আর কেঊ জানে না।আমি ও কখোনো কাওকে বলি নি,কারনটা মুক্তমনায় লিখে জানানোর লোভ।কিন্তু এই দুই বছরে আমারও অনেক কিছু হয়ে গেছে,লেখা ও আর হয়ে ঊঠে নি।।তবে এখন মনে হয় এখানে কিছু লিখে মনের মধ্যে শান্তি পাচ্ছি। ………………… (দুই বছর পর comment লিখছি..ক্ষমা কইরেন )@

Sent from my iPhone

__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___