Banner Advertiser

Thursday, September 5, 2013

[mukto-mona] চরমোনাই পীরের ছেলে রিমান্ডে -প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায়



চরমোনাই পীরের ছেলে রিমান্ডে

আদালত প্রতিবেদক  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2013-09-05 16:29:38.0 BdST Updated: 2013-09-05 16:29:38.0 BdST

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চরমোনাই পীরের ছেলে রেদোয়ান বিন ইসহাককে দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বুধবার গ্রেপ্তার রেদোয়ানকে বৃহস্পতিবার ঢাকার আদালতে আনার পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে মহানগর হাকিম এরফান উল্লাহ দুদিন হেফাজতের নির্দেশ দেন।

রেদোয়ান চরমোনাই দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মরহুম সৈয়দ মাওলানা ইসহাকের ছেলে। তিনি বর্তমান পীরের সৎ চাচা।

রেদোয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মালিকানাধীন এইমওয়ে করপোরেশন নামে একটি মাল্টি পারপাস কোম্পানিতে টাকা রাখলে ছয় মাসে তা দ্বিগুণ মুনাফা দেয়ার প্রচার করেন। কিন্তু টাকা নেয়ার পর তা দিতে গড়িমসি করছেন।

প্রতারণার শিকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি করেন। তার দাবি, তিনি নিজের ও তার বাবার নামে ১৭ লাখ ২৯ হাজার টাকা বিনিযোগ করেও টাকা পাচ্ছেন না।

টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার রাতে বাড্ডার কুয়েতি মসজিদ এলাকায় কয়েকজন রেদোয়ানকে আটকে মারধর করে। খবর পেয়ে রাত সাড়ে ৮টায় বাড্ডা থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্টন থানায় করা সাইফুলের মামলায় বুধবার তাকে আদালতে নেয়া হয়েছিল। কিন্তু তথন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।



Also Read:

অর্থ আত্মসাতের অভিযোগে চরমোনাই পীরের ছেলে রেদওয়ান গ্রেপ্তার

এবিএন »

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, এবিনিউজ : এমএলএম ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগে চরমোনাই পীরের ছেলে রেদওয়ান বিন ইসহাককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাল্টিলেভেল মার্কেটিং (বহুধাপ বিপণন ব্যবসা-এমএলএম) কোম্পানি এইমওয়ে করপোরেশন লিমিটেডের মালিক রেদওয়ান বিন ইসহাককে গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। রেদওয়ান চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করিমের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে বাড্ডা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৫ জুলাই আবদুস সাত্তার নামের এক ব্যক্তি সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পল্টন থানায় রেদওয়ানের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে প্রতারণা করে আরো কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পল্টন থানায় মামলা রয়েছে। এসব মামলায় ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এমএলএম ব্যবসার নামে বেশ কয়েকটি কোম্পানি ফুলে-ফেঁপে শত শত কোটি টাকার মালিক হয়েছে। সাধারণ মানুষকে সহজে বড় লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণার মাধ্যমে এসব কোম্পানির মালিক এবং তাদের অধীনস্থ কিছু লোক বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এদের মধ্যে ডেসটিনি-২০০০ লিমিটেড অন্যতম।
এছাড়া ইউনিপেটু, নিওয়ে, জিজিএন, আইটিসিএলসহ বহু প্রতিষ্ঠান এভাবে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তাদের নি:স্ব বানিয়েছে। ডেসটিনির মূল মালিক রফিকুল আমিনসহ শীর্ষস্থানীয় কয়েক কর্মকর্তা বছরাধিককাল ধরে কারাবন্দি রয়েছেন।
http://www.abnews24.com/article.php?details=36772#.Uih2ttJwomA
  1. বিডিটুডে.নেট:চরমোনাই পীরের ছেলের ২ দিনের রিমান্ড - BD Today

    2 hours ago - এমএলএম ব্যবসার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় চরমোনাই পীরের ছেলে রেদওয়ান বিন ইসহাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড আবেদন করেন পল্টন থানা পুলিশের এসআই শহিদুর রহমান।
  2. চরমোনাই পীরের ছেলে গ্রেপ্তার - bdnews24.com

    1 day ago - মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানান। তিনি জানান, রেদওয়ান এইমওয়ে করপোরেশন লিমিটেড নামে একটি এমএলএম কোম্পানি চালান। সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাত্তার নামের এক ব্যক্তি গত জুলাই মাসে পল্টন থানায় ...
    1. চরমোনাই পীরের ছেলের কান্ড দেখুন কিভাবে এমএলএম ব্যবসা চালিয়ে যাচ্ছে ...

      চরমোনাই পীরের ছেলে এখন পীরতন্ত্র বাদ দিয়ে এমএলেএম ব্যবসায় নেমেছে। তাও আবার অমিত হাসান, সোহল প্রভৃতি সিনেমার নায়কের সাথে। তাদের অপকর্ম নিয়ে দেখুন এই ভিডিওটা.





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___