Banner Advertiser

Saturday, September 7, 2013

RE: [mukto-mona] বাংলার আপামর জনগনের কাছে বিনম্র জিজ্ঞাসা: কেন নৌকায় আবারো ভোট দিবেন!



Dear Anu,
         I have posted your piece in facebook (Tritiyomatra group), and it is receiving a good no. of likes.  Visit the group yourself. It has more than 4000 members.
             Good work!
                                  ~ farida apa


From: srbanunz@gmail.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Sat, 7 Sep 2013 23:12:59 +1200
Subject: [mukto-mona] বাংলার আপামর জনগনের কাছে বিনম্র জিজ্ঞাসা: কেন নৌকায় আবারো ভোট দিবেন!

 

দয়া করে দেখুন ও পড়ুন।
আপনার যে কোন সুস্থ মন্তব্য ও গঠন মুলুক সমালোচনা সাদরে গ্রহণ করব!
 
কেউ যদি আমার এই বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেন, তবে, বিশ্বাস যোগ্য ও পাবলিকলি পাওয়া যায় এমন তথ্য উপাত্য, পরিসংখ্যান দিয়ে আমার বক্তব্য খন্ডন করলে, খুশি হব এবং যে কোন Constructive এবং Factual বিতর্কে অংশগ্রহণ করতে রাজী!
 
তবে শর্ত একটাই, গ্রহনযোগ্য এবং প্রমাণিত এবং বিশ্বস্থ তথ্য ও পরিসংখ্যান হতে হবে এবং অবশ্যি শালীনতার মধ্যে হতে হবে!
 
গালাগালি নয়, অসত্য ও মিথ্যাও  নয়, আন্দাজ - অনুমানও নয়, শোনা কথাও নয়! 
আসুন আমরা সবাই সঠিক ও সত্য তথ্য উপাত্য-ঘটনা-পরিসংখ্যান জেনে, ভদ্র ও রুচিশীল (হয়তো কঠিন) ভাষায় আলোচনা -বিতর্ক করি!
দেশেকে এগিয়ে নিতে সাহায্য করি!
 
সত্যের জয় হবেই!
দয়া করে দেখুন ও পড়ুন।
http://khoborbangla.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87/

বাংলার আপামর জনগনের কাছে আমাদের বিনম্র জিজ্ঞাসা

কেন আওয়ামী লীগকে আবারো ভোট দিবেন?

কেন আওয়ামী লীগের নৌকায় আবারো  ভোট দিবেন ????

 

কারণ, আওয়ামী লীগ যখনই দেশ পরিচালনা করে,

তখনই দেশের সব ক্ষেত্রে অনেক উন্নতি হয়, দেশ এগিয়ে যায়!

কৃষক-শ্রমিক সহ সকল সাধরণ মানুষের ভাগ্যের, জীবন যাত্রার উন্নতি হয়!

 

নিজের জীবনযাত্রা, জীবনমান এবং জীবনবোধ দিয়েই বিচার করে দেখুন, পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এবং সামনে যদি আপনাকে আবার ২০০১- ফিরে যেতে হয় তাহলে আপনি ওই জীবনে ফিরে যেতে প্রস্তুত কি না?

 

আপনারা তো এই সরকারের আমলে চার চারটি রমজান পার করেছেন, পরিবার চালাতে গিয়ে অন্ততঃ মূল খাদ্যপণ্যে কিনতে গিয়ে কি কোন হিমশিম খেতে হয়েছে! আর BNP -জামাত  জোট আমলে রমজান মাস মানেই  মূল খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, নতুন টানাপোড়েন এবং বাড়তি চাপ।

কারণ, কৃষিক্ষেত্রে BNP -জামাত  জোটের নীতি ছিল বিদেশনির্ভর, দেশের জমির ফলন বাড়ানোর ওপর জোট সরকার আস্থা রাখতে পারেনি। তাই তারা সারের জন্য কৃষকের আন্দোলনকে পুলিশের গুলিতে থামিয়ে দিতে চেয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকার চলেছে মূলত দুই ব্যক্তি তাদের চারপাশের মানুষজনের নির্দেশে। এরা দু'জন হলেন বেগম খালেদা জিয়া তাঁর পুত্র তারেক জিয়া। আমরা দেখতে পেলাম, নির্বাচিত বা সরকারের কোন কিছু না হয়েও তারেক জিয়া স্বতঃপ্রণোদিত হয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নিলেন। প্রতিষ্ঠা করলেন হাওয়া ভবন নামে বিকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

গালাগালি নয়, অসত্য মিথ্যাও নয়, আন্দাজ -অনুমানও নয়, শোনা কথাও নয় - 

আসুন আমরা সবাই সঠিক সত্য তথ্য উপাত্য-ঘটনা-পরিসংখ্যান জেনে, ভদ্র রুচিশীল (হয়তো কঠিন) ভাষায় আলোচনা -বিতর্ক করি!

২০-৩০ টা  সেক্টর বা সূচক ( যা দ্বারা বিভিন্ন দেশের অর্থনৈতিক - সামাজিক পরিস্তিতি তুলনা করা হয়) - তুলনামূলক পর্যালোচনা করলেই -  আমরা বুঝতে পারব, সার্বিক ভাবে -

বর্তমান আওয়ামী লীগ নেতৃত্তাধীন সরকার ভাল নাহ গত জামাত-BNP সরকার ভাল ছিল!

https://www.facebook.com/photo.php?fbid=230637373753799&set=a.230636963753840.1073741831.100004226139240&type=1&theater

 

দয়া করে দেখুন:

·        ৮০ টাকার টিএসপি সার এখন ২২ টাকায়,

·        ৭০ টাকার মিউরিয়েট অব পটাশের (এমওপি) সার  কমে ১৫ টাকায় এবং

·        ৯০ টাকার ডিএপি সারের দাম এখন ২৭ টাকা

·        চালের দাম সাধারণ্যের নাগালে রয়েছে!

·        খাদ্য নিরাপত্তা পরিস্থিতি:

o   বি,এন,পি ২০০৬ = ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য (ঘাটতি)

o   আওয়ামী লীগ ২০১৩ = ২৩ লক্ষ মেট্রিক টন খাদ্য ( উদ্বৃত)

·        ২০০৬-'০৭ এর BNP আমলের ৬৯,৭৪০ কোটি টাকার বাজেট, এখন ২০১৩-১৪ সালে  বেড়ে হয়েছে ,২২,৪৯১ কোটি টাকা (প্রায় ২২০% বৃদ্ধি)

·        জানুয়ারি ২০০৯ তারিখে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৩২৬৮ মেগাওয়ার্ট, বর্তমানে সর্বোচ্চ উৎপাদন ৬৩৫০ মেগাওয়ার্ট।

·        মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের সময় প্রতিদিন ,৫০০ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং ছিল, যা সে সময়কার মোট বিদ্যুৎ উৎপাদনের ৫০ শতাংশ। বর্তমান সরকার চার বছরে ৩৫৯৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের বেহাল অবস্থা থেকে জনগণকে মুক্তি করেছে।

·        বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পর্যন্ত ২৪ লাখ ১১ হাজার ৩২৩টি নতুন বিদ্যুৎ সংযোগের বিপরীতে ৩১৮৫ মেগাওয়ার্ট লোড বরাদ্দ করা হয়েছে।

·        দেশে এখন গ্যাস  ৩৫% উত্পাদন বেড়ে  প্রতিদিন ,৩১১ (দুই হাজার তিন শত এগার) মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন হচ্ছে, অথচ বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার সময় দেশে গ্যাসের উৎপাদন ছিল ,৭১৩ মিলিয়ন ঘনফুট।

·        ২৭ কোটি বই সময়মতো বিনামূল্যে দেয়া হয়েছে

·        স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৩,৫০০ কম্যুনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে

·        ক্রময়ক্ষমতা বাড়ার ফলে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে।

·        বর্তমান সরকারের সাড়ে চার বছরে আরও প্রায় ২০ লাখ ৪২ হাজার শ্রমিক বিদেশে গেছেন।

·        দেশে বিদেশে মিলিয়ে গত চার বছরে রেকর্ড সংখ্যক প্রায় ৮৩ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

·        পবিত্র হজ্ব পালন। বি,এন,পি ২০০৬ = ৪০ হাজার যাত্রী ( সার্বোচ্চ), আওয়ামীলীগ২০১৩ = লক্ষ ১০ হাজার যাত্রী ( সর্বোচ্চ)

·        বিএনপির বিগত পাঁচ বছরের তুলনায় LGED এলজিইডি  এই বছরে  দ্বিগুণ কাজ করেছে

·        ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় গত অর্থবছর প্রবাসী আয় তিনগুণ বেড়েছে।

·        ২০১২-১৩ অর্থবছরের জুন মাসে এসে বৈদেশিক মুদ্রার মজুদে রেকর্ড (১৫ দশমিক বিলিয়ন) সৃষ্টি হয়। অথচ ২০০৫-০৬ অর্থবছরে এর পরিমাণ ছিল মাত্র সাড়ে বিলিয়ন ডলার

·        ০২ জানুয়ারী ২০০৯ সালঃ পাকিস্তানী রুপী = বাংলাদেশের .৯৬৪১ টাকা, মানে, বাংলা টাকা = .০৩৭ পাকিস্তানী রুপী।

·        ২৫ জুলাই, ২০১৩ সালঃ পাকিস্তানী রুপী =  বাংলাদেশের .৭৭২৯৭ টাকা,  মানে,   বাংলা টাকা = .২৯৫ পাকিস্তানী রুপী।

·        দারিদ্র হার: বি,এন,পি ২০০৬ = ৪১.৫১%, আওয়ামীলীগ ২০১৩ = ২৯.০৩%

·        মাথাপিছু গড় আয়: বি,এন,পি ২০০৬ = ৬২৭ র্মাকিন ডলার, আওয়ামী লীগ ২০১৩ = ৯১৪ র্মাকিন ডলার

·        শ্রমিকদের নুন্যতম মজুরি: বি,এন,পি ২০০৬ = ১৬৬২ টাকা, আওয়ামী লীগ ২০১৩ = ৩০০০ টাকা।

·        বিশ্বে মাথা হেট্ করে দুর্নীতিতে টানা বার বাংলাদেশ চ্যাম্পিয়ান হয় BNP আমলে

·        আমরা বেশী দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নশীপের অভিশাপের কালো অপমানের তালিকা থেকে বের হতে পেরেছি।সর্বশেষ জরিপেও, অর্থাত, ২০১২ এর  দুর্নীতি হওয়া  বিশ্বের ১৭৬ টি দেশের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের অবস্থান ছিল ১৪৪

·        প্রধানমন্ত্রী সহ BNP বেশীর ভাগ নেতা মন্ত্রী MPদের মত বিশাল দুর্নীতি দেশে গত সাড়ে বছর হয় নাই!

·        হাওয়া ভবনের নামে   দেশে এখন আর কোন  দুর্নীতি হয় না 

·        একসঙ্গে সব জেলায় জেলায় আর বোমা ফাটে নাই

·        বাংলা ভাই, হিন্দি ভাই, পাকি ভাই রা ১০ ট্রাক অস্ত্র আনে নাই

·        বিরোধী দলের কেন্দ্রীয় নেতা-মন্ত্রী-MPদের বোমা, গুলি, গ্রেনেড মেরে হত্যা করা হয় নাই

·        গাছে ঝুলিয়ে মানুষ মারে নাই, মসজিদে কোরান পরা অবস্থায় হত্যা করে নাই

·        BNP নেতা-কর্মী দের মত অন্য দলের নেতা কর্মী দের হত্যা-ধর্ষণ করে নাই

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ কাটেনি সত্য, কিন্তু তারপরও মানুষ নিরাপত্তা বাহিনীর ওপর থেকে এখনও আস্থা হারায়নি, বলতেই হবে।

গত রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি:

                 অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে নগরবাসীর জীবন অনেকটাই নিরাপদ

                 রমজানে মানুষ এখন গভীর রাতে বাইরে যেতে পারছে নির্বিঘে

                 অপরাধের খতিয়ান বা পরিসংখ্যান বিশ্লেষণ করলে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ঘটেছে

সূত্র: http://www.dailyjanakantha.com/news_view_all.php?nc=15&dd=2013-07-23

 

এর পরও  কি  আওয়ামী লীগ আপনাদের ভোট পওয়ার অধিকার রাখে না !!!!!

তাই, আর ভুল নয়, নয় কোন বিভ্রান্তি -মিথ্যা প্রচারণা,

আগামীতেও যেন  ওয়ামী লীগ আবারও দেশ পরিচালনা সরকার গঠন করে,

সেই চেস্টা করব এবং সেই সুযোগ আমরা দিব!

 

আস্থা রাখুন আমাদের নৌকার পরীক্ষীত মাঝি, আমাদের নেত্রী, গান মানুষের নেত্রী শেখ হাসিনার উপর

আস্থা রাখুন তার উপর, - যার রক্তে বেইমানি নেই।

বাঙ্গালীরা নিঃশ্চিন্তে আস্থা রাখুন - বিশ্বস্ত পরীক্ষীত গন মানুষের নেত্রী শেখ হাসিনার উপর

 

তাই,

আসুন আমরা সব্বাই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখি!

হাঁ, তাই,

সামনে আসছে শুভদিন, নৌকা মার্কায় ভোট দিন

শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন

 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

 

প্রকৌশলী সফিকুর রহমান অনু

অকলেন্ড, নিউজিলেন্ড

e-mail: srbanunz@gmail.com

 

দেশে বিদেশে বাঙ্গালীরা এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ গুনুমুগ্ধ ভক্ত গন

সুখে থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন

 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু

 

শুভেচ্ছান্তে


Engr. Shafiqur  Rahman Anu
Auckland,
New Zealand
N.B.: If any one is offended by content of this e-mail, please ignore & delete this e-mail. I also request you to inform me by an e- mail - to delete your name from my contact list.



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___