Banner Advertiser

Saturday, December 28, 2013

[mukto-mona] সত্যের সংগ্রাম - শারমিন আহমদ



সত্যের সংগ্রাম
শারমিন আহমদ
ঢাকা কলেজে আরবীর অধ্যাপক সৈয়দ সেরাজুল হকের প্রিয় ছাত্র ছিলেন তাজউদ্দীন আহমদ। আরবী ভাষাসহ সব বিষয়ে সেরা ছাত্র হওয়ার জন্যই নয়, তিনি এই মিতভাষী ছাত্রটিকে অশেষ স্নেহ করতেন তার চারিত্রিক গুণাবলীর জন্যও। ন্যায়পরায়ণতা ও সততা ছিল এই ছাত্রটির মধ্য লক্ষ্য করার মতো বৈশিষ্ট্য। একদিন এই ছাত্রটিই হবেন তার জামাতা। তাঁর সর্বকনিষ্ঠ সন্তান সৈয়দা জোহরা খাতুন লিলির সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আরও পরে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী রূপে মুক্তিযুদ্ধের হাল ধরবেন এবং তার সেই তিল তিল করে লালিত চারিত্রিক গুণাবলী, প্রজ্ঞা, সততা ও ন্যায়ের শিখার আলোকে তিনি মুক্তিযুদ্ধকে পরিচালনা করে জাতিকে পৌঁছে দেবেন বিজয়ের কূলে। শত ষড়যন্ত্রকে নির্মূল করে তিনি ছিনিয়ে আনবেন আপোসহীন স্বাধীনতা। ১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের দিনটিতে তিনি ভাষণে বলেছিলেন 'আমাদের মানবিক মূল্যবোধ ও আদর্শের পতাকা সমুন্নত রেখে আমরা আবার প্রমাণ করেছি আমরা তিতুমীর-সূর্য সেনের বংশধর। স্বাধীনতার জন্য আমরা যেমন জীবন দিতে পারি তেমনি আমাদের দেশ থেকে বিদেশী শত্রুসৈন্যদের চিরতরে হটিয়ে দিতেও আমরা সক্ষম। আমাদের অদম্য সাহস ও মনোবলের কাছে শত্রু যত প্রবলপরাক্রম হোক না কেন, পরাজয় বরণ করতে বাধ্য।' স্বাধীনতার প্রশ্নে আপোসহীন দুর্জয় নেতা তাজউদ্দীন আহমদকে ভয় করতেন ভুট্টো, ইয়াহিয়া ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা প্রণয়নকারী রাও ফরমান আলী। তারা তাজউদ্দীন আহমদের বিরুদ্ধে যে অপপ্রচার করেছিলেন তার একটি ছিল যে তিনি ভারতীয় হিন্দু, আসল নাম তেজারাম। গৃহবন্দী, আমার নানা, বর্ষীয়ান সেরাজুল হককে পাকিস্তান সেনাবাহিনী জিজ্ঞেস করেছিল যে তিনি আরবী ও ইসলাম শাস্ত্রের পণ্ডিত হয়েও কি করে তাঁর কণ্যাকে একজন হিন্দুর সঙ্গে বিয়ে দিলেন। সেরাজুল হক সাহেব মিথ্যা খণ্ডন করলেও পাকিস্তান সেনারা ছিল ব্রেনওয়াশড। খুব সুপরিকল্পিতভাবে তাদের মস্তিষ্কে ধর্ম ও জাতি বিদ্বেষের বীজ বপন করা হয়েছিল। যখন সত্যের সমুখ হতে শত্রু ভয় পায় তখনি সে মিথ্যার আশ্রয় নেয়। জামাতা সমন্ধে গর্বিত সেরাজুল হক বলতেন যে 'তাজউদ্দীনের সর্বোত্তম গুণ হলো যে সে সত্য বলতে ভয় পায় না।' তিনি এ প্রসঙ্গে নবী করিম (সঃ) বর্ণিত এই হাদিসটি বলতেন: 'সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে সত্যি কথা বলা।' এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। এছাড়াও একই ধরনের বর্ণনা আবু দাউদ ও তিরমিজি শরীফেও উল্লেখিত। জিহাদের আক্ষরিক অর্থ হলো সংগ্রাম যা আত্মিক এবং চারিত্রিক উন্নয়নের সংগ্রাম হতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপ্ত। বিপন্ন, অসহায়, নিপীড়িত ও নির্যাতিতকে রক্ষা ও তাদের পক্ষ হয়ে অত্যাচারী-অহঙ্কারী-উদ্ধত ও উৎপীড়ক শাসকের সামনে সত্যি কথা বলার মতো শক্তি ও সাহস খুব কম মানুষেরই থাকে। যারা সাহস করে সত্যি কথা বলেন এবং ন্যায়ের পক্ষে লড়েন তারা অর্জন করেন মনুষ্যত্বর উচ্চ সোপান এবং তাদের স্থান ইতিহাসে লেখা থাকে স্বর্ণাক্ষরে। আমি লেখার এই অংশে তুলে ধরব সেই বিদেশীদের কথা যারা বাংলাদেশের প্রসঙ্গে তাদের সরকারের অন্যায় নীতি এবং পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। 
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে,গণতন্ত্রের সমর্থক এই দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছিল চরম অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী ও গণহত্যাকারী পাকিস্তান সামরিকতন্ত্র ও তাদের অত্যাচারের দোসর ইসলাম ধর্মের কলঙ্ক মৌলবাদী দলগুলোকে। নিক্সন-কিসিঞ্জার প্রশাসন কমিউনিজমকে উৎখাতের নাম করে সন্ধি করেছিল মানবাধিকার লঙ্ঘনকারী স্বৈরাচারী রাজা-বাদশা, একনায়ক ও সামরিক জান্তাদের সঙ্গে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের প্ররোচনায় ও সমর্থনে লাতিন-আমেরিকা এবং বাংলাদেশসহ বিশ্বের বহু রাষ্ট্রে সংঘটিত হয় নারকীয় গণহত্যা যে জন্য হেনরি কিসিঞ্জারের বিচার দাবি করে প্রখ্যাত সাংবাদিক ক্রিস্টোফার হিচেন্স রচনা করেন সাড়া জাগানো 'দ্যা ট্রায়াল অব হেনরি কিসিঞ্জার' বইটি। প্রচণ্ড ক্ষমতাশালী, নির্দয় প্রকৃতির, ধূর্ত এই কূটনীতিক- কৌশলবিদের সামনে তার সমালোচনা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছিল। বিশেষত সেই মানুষটি যদি তারই অধীনস্থ হন। ১৯৭১ সালে ঢাকায় নিযুক্ত মার্কিন কন্স্যাল জেনারেল আর্চার ব্লাডের নাম সত্যভাষী, সত্যপ্রিয় ও সত্যসন্ধানী মানুষের হৃদয়ে এবং ইতিহাসে অমরত্ব লাভ করে তার শাণিত বিবেক হতে উচারিত সত্য ভাষণের জন্য। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী প্রশাসকের অন্যায়কে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তার চাকরি এবং কূটনৈতিক ক্যারিয়ারের পরোয়া না করে তিনি ঢাকার মার্কিন কনস্যুলেট হতে, বিশজন কূটনীতিকের স্বাক্ষরসহ তাঁর উর্র্ধতন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হেনরি কিসিঞ্জারকে ৬ এপ্রিল, ১৯৭১ একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে ঐ তারবার্তাটি পৌঁছবার পর আরও নয়জন উর্ধতন কর্মকর্তা তাতে স্বাক্ষর প্রদান করেন। ব্লাড টেলিগ্রাম নামে খ্যাত আর্চার ব্লাডের বার্তাটিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইতিহাসের সবচাইতে শক্ত ভাষায় লেখা চিঠি হিসেবে অভিহিত করেন সাংবাদিক হিচেন্স। গণতন্ত্রকে দাবিয়ে পাকিস্তান সরকারের বাংলাদেশের নিরীহ জনসাধারণকে নির্বিচার হত্যার প্রেক্ষিতে তাঁর নিজ দেশ, যুক্তরাষ্ট্র সরকারের নির্লিপ্ত ভূমিকাকে তীব্র নিন্দা জানিয়ে তিনি লেখেন- our government has failed to denounce the suppression of democracy. Our government has failed to denounce atrocities. Our government has failed to take forceful measures to protect its citizens while at the same time bending over backwards to placate the West Pak dominated government and to lessen any deservedly negative international public relations impact against them. Our government has evidenced what many will consider moral bankruptcy, ironically at a time when the USSR sent President Yahya Khan a message defending democracy, condemning the arrest of a leader of a democratically-elected majority party, incidentally pro-West, and calling for an end to repressive measures and bloodshed….But we have chosen not to intervene, even morally, on the grounds that the Awami conflict, is purely an internal matter of a sovereign state. Private Americans have expressed disgust. We, as professional civil servants, express our dissent with current policy and fervently hope that our true and lasting interests here can be defined and our policies redirected. 
প্রেসিডেন্ট নিক্সন এবং সেক্রেটারি অব স্টেট কিসিঞ্জারের অমানবিক নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় আর্চার ব্লাডকে হারাতে হয় তার কন্স্যাল জেনারেলের পদ। তাঁকে দ্রুত ওয়াশিংটনে ফিরিয়ে এনে সাধারণ ডেস্ক জবে নিয়োগ দেয়া হয়। গণহত্যাকারী পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে ধন্যবাদ জানিয়ে কিসিঞ্জার চিঠি লেখেন তদানীন্তন পূর্ব পাকিস্তানে তার 'কোমল ও কৌশলপূর্ণ' আচরণের জন্য। 
ঢাকায় আর্চার ব্লাডের স্থলাভিষিক্ত হন হারবার্ট স্পিভাক। অবসর গ্রহণের কাছাকাছি সময়ে পদোন্নতিপ্রাপ্ত এই নতুন কন্স্যাল জেনারেল মুখ খুলবেন না এই ধারণা করেই কিসিঞ্জার তাকে এই পোস্টে নিয়োগ করেন। কিন্তু তার পক্ষেও নিশ্চুপ হয়ে থাকা সম্ভব হয়নি যখন তিনি চাক্ষুস প্রমাণ পান যে রাতের অন্ধকারে (ডিসেম্বর ৮-৯, ১৯৭১)ঢাকার তৎকালীন তেজগাঁও বিমান বন্দরে ভিআইপিদের ব্যবহারের জন্য মোতায়েন ক্ষুদ্র দুই ইঞ্জিন যুক্ত বিমানকে।
খ) পাকিস্তান সরকার ব্যবহার করেছে তেজগাঁও বিমান বন্দর হতে মাইলখানেক দূরে অবস্থিত এতিমখানা ও বেসামরিক এলাকায় বোমা বর্ষণের জন্য। ঐ বর্বোরচিত বোমা হামলায় কয়েক শ' নিরীহ এতিম বালক ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায়। এই অমানবিক কাজটি পাকিস্তান সরকার করে ভারতীয় এয়ারফোর্র্সের ওপর দোষ চাপানোর জন্য। উল্লেখ্য, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে জামায়াতে ইসলামী দল রটিয়েছিল যে তার অঙ্গসংগঠন আলবদর বাহিনী নয় ভারতীয় বাহিনীই ঐ হত্যাকাণ্ড ঘটায়। পাকিস্তান সরকারও একই রকম চেষ্টা চালিয়েছিল। এতিমখানায় পাকিস্তান সরকারের নারকীয় বোমা বর্ষণের ঘটনাটি খোদ পাকিস্তানের গণহত্যার সমর্থক রাষ্ট্রের উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তার দালিলিক প্রমাণাদিসহ অফিশিয়াল চিঠি হতেই প্রথম জানা যায়। মার্কিন সেক্রেটারি উইলিয়াম রজারস ও পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, প্রেসিডেন্ট ইয়াহিয়ার ঘনিষ্ঠ দোসর জোসেফ ফারল্যানডের কাছে প্রেরিত তারবার্তায় অকাট্য প্রমাণাদিসহ স্পিভাক ঘটনাটি বিশদাকারে জানান। তার চিঠির শিরোনাম ছিল villainy by Night যা পুলিতজার বিজয়ী সাংবাদিক জ্যাক অ্যানডারসন তার বই The Anderson Papers এ উল্লেখ করেন। 
স্পিভাকের বিশদ চিঠির অংশবিশেষ উল্লেখিত হলো United Nations Assistant Secretary General [Paul Marc Henry] and I are convinced on the basis of evidence we both regard as conclusive that bombings of non military areas in Dacca last night (and inferentially bombing of orphanage on night of December 8-9) were carried out by a Pak government plane based at Dacca airport and that the purpose of the attacks was to discredit the Indian air force…. I strongly urge that the Ambassador Farland and Ambassador Bush(possibly in consultation with Secretary General) make immediate demarche to President Yahya and Pak UN Rep Shahi to confront them with evidence and warn them that any future attempt of this kind will bring about full publicity.
স্পিভাক,আর্চার ব্লাডের মতো তার সহকর্মীদের নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ না জানালেও, পাকিস্তানের বর্বরতা যাকে তার সরকার সমর্থন দিচ্ছে সে বিষয়ে নিশ্চুপ থাকতে পারেননি। তিনি, রাষ্ট্রদূত ফারল্যান্ড ও জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ বুশ সিনিয়রকে (পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) জোরালো আবেদন জানান যাতে তারা প্রমাণাদিসহকারে পাকিস্তান সরকারের বর্বোরচিত বোমা হামলার ঘটনাটি নিয়ে ইয়াহিয়া খান ও জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহীর মুখোমুখি হন। 
বলা বাহুল্য পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন সে সময় বিন্দুমাত্রও কমেনি। তা সত্ত্বেও সর্বক্ষেত্র হতেই যুক্তরাষ্ট্রের বিবেকবান মানুষ সেদিন এগিয়ে এসেছিলেন বাংলাদেশের সমর্থনে। 
(বিশ্বজুড়েই সেই যুগটাকে হয়ত বলা যেতে পারে আদর্শবাদের যুগ। বৈষয়িক স্বার্থের উর্ধে উঠে মানবিক দায়িত্বকে প্রাধান্য দেয়া এবং আন্তরিকভাবেই নিপীড়িতের পক্ষ নিয়ে অত্যাচারের প্রতিবাদ করার মানসিকতা এই আগ্রাসী ভোগবাদের যুগে তেমন করে পরিলক্ষিত হয় না।) 
জগত বিখ্যাত সেতারবাদক বন্ধু রবি শঙ্করের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে বিশ্ব নন্দিত শিল্পী জর্জ হ্যারিসন আয়োজন করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্ববৃহৎ 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ' (১ আগস্ট, ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউইয়র্ক) নামের চ্যারিটি কনসার্ট যার মাধ্যমে নিমিষেই বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঙ্গে বিশ্ববাসীর পরিচয় ঘটে। এই কনসার্ট থেকে উপার্জিত আড়াই লাখ ডলার দান করা হয় জাতিসংঘের শিশু তহবিলে- ভারতীয় শরণার্থী শিবিরে মরণাপন্ন ও রোগাক্রান্ত বাংলাদেশী শিশুদের কল্যাণে। নামী-দামী সেলেব্রিটির সমন্বয়ে অনুষ্ঠিত এই বিশাল কনসার্টটি ছিল পরবর্তীকালের ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি চ্যারিটি কনসার্টের পথিকৃৎ। 
কংগ্রেসম্যান কর্নেলিয়াস গ্যালাঘের কংগ্রেসে প্রদত্ত তার গভীর অনুভূতিসম্পন্ন বস্তুনিষ্ঠ রিপোর্টে বলেন "সন্ত্রাস সব সময় জনগণকে দাবিয়ে রাখতে পারে না। সন্ত্রাস কখনই মানুষের বিশ্বস্ততা ও সহানুভূতিকে জয় করতে পারে না।—- সন্ত্রাস যতখানি পাশবিক হবে প্রতিরোধও ততখানি দৃঢ় হবে। পূর্ব পাকিস্তানে আজ সে ধরনেরই যুদ্ধ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সামনে একটা নতুন ভিয়েতনাম ঘটতে যাচ্ছে। পাকিস্তান তার বর্তমান আকারে টিকে থাকতে পারবে না। তার কারণ আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতকে দূরে সরিয়ে দিচ্ছি। আমরা পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষকে দূরে দিচ্ছি। একটি বেপরোয়া সরকারের বর্বর কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সংযুক্ত করে আমরা মানুষ হিসেবে আমাদের মানবতাবাদী, মুক্ত এবং মুক্তিপ্রিয় ভাবমূর্তিকে কলঙ্কিত করছি।" (৩ অগাস্ট, ১৯৭১। অনুবাদ লেখকের) 
সিনেটর এডওয়ার্ড কেনেডি নিজ সরকারকে তীব্র ধিক্কার দেন পাকিস্তানের নৃশংসতা ও গণহত্যায় সহায়তা করার জন্য। তিনি বলেন Its a story of indiscriminate killing, the execution of dissident political leaders and students and thousands of civilians suffering and dying every hour of the day….The situation in East Pakistan should be particularly distressing to Americans, for it is our military hardware–our guns and tanks and aircraft–which is contributing much to the suffering. (১ এপ্রিল, ১৯৭১) 
পাকিস্তানের হামলা হতে বাঁচার জন্য ভারতে আশ্রয় নেয় দশ লাখ বাংলাদেশের শরণার্থী। ভারত সরকার তাদের রক্ষার জন্য সীমান্ত খুলে দেয়। ভারতের সাধারণ জনগণ এই বিপন্নদের পাশে এসে দাঁড়ায়। সেই সময় মার্কিন সিনেটের শরণার্থী বিষয়ক সাবকমিটির সভাপতি সিনেটর কেনেডি ভারতে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো দেখে আসার পর জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে তাদের নিদারুণ অবস্থার বর্ণনা এবং তার সরকারের তীব্র সমালোচনা করেন "I am grateful to the members of the National Press Club and to share my experiences during a week long visit to the refugee camps of India–to a scene which only can be described as the most appalling tide of human misery in modern times....Unfortunately the face of America today in South Asia is not much different from its image over the past years in Southeast Asia. It is the image of an America that supports military repression and fuels military violence." (জাতীয় প্রেস ক্লাব, ২৬ অগাস্ট, ১৯৭১। ৮ সেপ্টেম্বর, ১৯৭১ কংগ্রেশনাল রেকর্ডভুক্ত হয়) 
সত্যের জন্য যারা সংগ্রাম করেন তারা দেশ-জাতি-ধর্ম-বর্ণ দেখেন না। ঐ সত্য প্রতিষ্ঠা করতে যেয়ে ব্যাক্তিগত লাভ-লোকসানও দেখেন না। সত্য বলেন তারা বিবেকের তাগিদে। মানুষ পরিচয়টির সার্থক প্রতিনিধি তারা হন জাগ্রত বিবেকের অনির্বাণ দ্যুতিতে।

লেখক : তাজউদ্দীন আহমদের বড় মেয়ে, যুক্তরাষ্ট্র প্রবাসী গবেষক

শ্রদ্ধাঞ্জলি

সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিত্বে উত্তরণ







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___