Banner Advertiser

Wednesday, January 15, 2014

[mukto-mona] Fw: পদ থেকে মাইনাস হচ্ছেন মির্জা ফখরুল?





On Wednesday, January 15, 2014 11:10 PM, SyedAslam <syed.aslam3@gmail.com> wrote:

পদ থেকে মাইনাস হচ্ছেন মির্জা ফখরুল?

ঢাকা, ১৬ জানুয়ারি- বুধবার বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এতদিন আত্মগোপনে থাকা বিএনপি নেতারা। তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেখানে দেখা যায়নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি অসুস্থ নাকি পদ থেকে মাইনাস হচ্ছেন, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে।
বুধবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে নির্বাচন পরবর্তী সহিংসতাসহ সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন খালেদা জিয়া।
গুরুত্বপূর্ণ এ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কেন উপস্থিত ছিলেন না, তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। দলের অনেকেই বলেছেন, দলের ভেতরের চাপে থাকার কারণে তিনি সামনে আসছেন না। আবার অনেকে বলেছেন, শিগগিরই তাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে। বিষয়টি আঁচ করতে পেরেই তিনি নেতাকর্মীদের সামনে আসছেন না।   
 
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, 'মির্জা ফখরুল ইসলামকে নিয়ে দলের মধ্যে এক ধরণের অস্বস্তি রয়েছে। বিশেষ করে তারেক রহমান এবং শমসের মবিন চৌধুরীর ফোনালাপ ফাঁস হওয়ার পর অনেকেই তার ওপর আস্থা হারিয়েছেন। তাকে পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে।'
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য সংবাদ সম্মেলনের পর বলেন, 'ভারপ্রাপ্ত মহাসচিবকে সংবাদ সম্মেলনে দেখা যায়নি। উনি কি শারীরিকভাবে সুস্থ না অসুস্থ ঠিক বলতে পারছি না।'
তিনি বলেন, 'সুস্থ থেকেও তিনি যদি অনুষ্ঠানে না আসেন তবে কর্মীরা তা ভালোভাবে নেবে না।'
বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, 'সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন না। তিনি কেন আসেননি বা কোথায় আছেন তাও জানি না।'
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের উপস্থিত না থাকায় কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান বলেন, 'ম্যাডামের নির্দেশে মহাসচিব তার দায়িত্ব পালন করছেন। ম্যাডাম যাদের দাওয়াত দিয়েছেন তারাই ওখানে গিয়েছেন। এটা ম্যাডামের অনুষ্ঠান। গতকাল রাতে ৪ ঘণ্টা ধরে তিনি (ফখরুল) ম্যাডামের সঙ্গে বৈঠক করেছেন।'
কর্মীদের হতাশা প্রসঙ্গে শিরিন সুলতানা বলেন, 'ম্যাডাম ওয়েস্টিন হোটেল থেকে বের হওয়ার সময় কর্মীরা ম্যাডামকে বলেছেন, যারা বেঈমানী করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ম্যাডাম তাদের আশ্বস্ত করেছেন।'
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকর, বেগম সারোয়ারি রহমান, নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের মধ্যে রিয়াজ রহমান, ড. এম ওসমান ফারুক, অধ্যাপক এম এ মান্নান, আব্দুল মান্নান, সাবিহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাজাহান ওমর, এম আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, শাহ  মোয়াজ্জেম হোসেন, শমসের মবিন চৌধুরী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
জোট নেতাদের মধ্যে এলডিপির সভাপতি ড. অলি আহমেদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জামায়াতের ডা. রোদোয়ান উল্লাহ শাহেদি, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, ইসলামিক পার্টির আবদুল মবিন, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। তবে জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়কে দেখা না গেলেও তাদের সম্পর্কে কাউকে কিছু বলতে শোনা যায়নি। অন্যদিকে বার্ধক্যজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি এম শামসুল ইসলাম।
জোট নেতাদের মধ্যে বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি আব্দুল মবিন, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু উপস্থিত না থাকলেও এদের নিয়ে কারো মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।
- See more at: http://www.deshebideshe.com/news/details/25139#sthash.TymVs0MR.dpuf
সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন খালেদা…


ঢাকা, ১৬ জানুয়ারি- সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে এই প্রভাবশালী সিন্ডিকেটের জন্য ত্যাগী নেতাকর্মীরা দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কথা বলতে পারছেন না। একটা শ্রেণী ইচ্ছা করেই খালেদা জিয়াকে নেতাকর্মীদের কাছ থেকে দূরে রাখছে। তবে এই সিন্ডিকেটের সদ্যদের উপঢৌকন দিলে চেয়ারপারসনের সঙ্গে দেখা মিলে। এমন অভিযোগ নেতাকর্মীদের। জানা গেছে, চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে রয়েছে একাধিক সিন্ডিকেট। এদের মধ্যে কয়েকজন শোকেসের নেতাও 


http://www.deshebideshe.com/news/details/25147আছেন, যাদের কোনো কর্মসূচিতেই দেখা যায় না। তারাই বিএনপির 




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___