Banner Advertiser

Wednesday, May 14, 2014

[mukto-mona] Re: RAB has license to kill::Awami Sympathizer Barrister Amirul Islam



Dan Mozina loves my country more than Dr KAMAL or Sultana KAMAL or any captive slave shushils...

Sent from my iPhone

On May 14, 2014, at 10:34 AM, "Mohiuddin Anwar" <mohiuddin@netzero.com> wrote:

র‌্যাবকে মানুষ হত্যার লাইসেন্স দেয়া হয়েছে'
১৪ মে,২০১৪
 
 
 
 
 
 
 
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: আইনজীবী চন্দনসহ আলোচিত সাত খুনের বিচারের দাবিতে সুপ্রিমকোর্টের আইনজীবীরা শক্ত অবস্থান নিয়েছেন। দলমত ভুলে সবাই একই মঞ্চে বিচারের দাবিতে বক্তব্য দিয়েছেন।

সবার কণ্ঠেই ছিল আসামিদের বিচার এবং জনগণের নিরাপত্তা দেয়ার দাবি।

বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এক আইনজীবী সমাবেশে আইনজীবীরা বক্তৃতা করেন।

নারায়ণগঞ্জে হত্যাকারীদের সুষ্ঠু বিচার, খুন, গুম বন্ধ ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ এ সমাবেশের আয়োজন করে।

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, দেশের জনগণ এক নম্বরে চায় নিরাপত্তা। চন্দন সরকার জীবন দিয়ে আমাদের মাঝে জাগরণ এনেছেন।

তিনি বলেন, আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারি। কিন্তু আমাদের বিবেক দিয়ে বর্তমান সময়কে বিচার করতে হবে।

কামাল হোসেন বলেন, আইনজীবীদের উপর হামলা হলে বসে থাকা যাবে না। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে সময় উপযোগী আইন তৈরি করা দরকার। ১৮৬১ সালের পুলিশ আইন দিয়ে বর্তমানে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

একই সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যেন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তা নিশ্চিত করার দাবি জানান এই গণফোরাম সভাপতি।

আওয়ামী সমর্থিত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম বলেন, র‌্যাবকে মানুষ হত্যার লাইসেন্স দেয়া হয়েছে। তাই তারা লাইসেন্স টু কিলিং ইন্ডাস্ট্রি করছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে।

তিনি বলেন, সংবিধান ও আইনের মাধ্যমে নাগরিকের জন্য সংরক্ষিত সকল অধিকার নিশ্চিত করতে হবে।

বিএনপি সমর্থিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, নারায়ণগঞ্জের এ হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ঘটনায় বিচারের দাবিতে সারা দেশ থেকে আইনজীবীদের ডেকে সমাবেশ করা হবে বলেও জানান তিনি।

খন্দকার মাহবুব বলেন, দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকতে পারে না। তাই একটি নির্বাচিত, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য আমাদের সকলকে দল মত নির্বিশেষে কাজ করতে হবে।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটাতে হবে। মানবাধিকার চর্চা ও রক্ষার ক্ষেত্রে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে এডভোকেট নুরুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের পরও কেন দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না?

তিনি বলেন, প্রধানমন্ত্রী বললে এক সেকেন্ড আর মন্ত্রী বললে কাউকে গ্রেপ্তার করতে এক মিনিট লাগে। অথচ আদালতের আদেশের পরও কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? তাই সরকারের নিয়ষ্ক্রীয়তার ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার হাইকোর্টের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত আদেশের প্রত্যাশা করেন নুরুল ইসলাম।

সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবী ড. কামালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে আইনজীবী হাসান আরিফ, রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট জয়নুল আবেদীনসহ সিনিয়র আইনজীবীরা বক্তব্য দেন।
 
 
 
 


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___