Banner Advertiser

Wednesday, May 28, 2014

[mukto-mona] পড়ুন



Bhorer Kagoj, 28th May 2014:

fviZ cvi‡j Avgiv cvwi bv †Kb? wkZvsï ¸n

Published in Thikana, 28th May 2014

ভারত পারলে আমরা পারিনা কেন?

ভারতে একটি সুন্দর নির্বাচন হয়ে গেলো এবং একজন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন। সুন্দর বললাম এজন্যে যে, দেড়মাস ধরে প্রায় ৫৭কোটি ভোটার শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। কেউ বয়কট করেননি, মারামারি হয়নি, সংখ্যালঘুর ওপর আক্রমন হয়নি, কোন নারী ধর্ষিতা হয়নি, মানুষ মরেনি, কেউ কারচুপির অভিযোগ তুলেনি, বা নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তারের ঘটনা ঘটেনি। সবাই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। কেউ প্রথম দিন থেকেই সরকারকে টেনে নামানোর হুমকি দেননি। তত্বাবধায়ক সরকারের দাবীও কেউ তুলেননি। অর্থাৎ নির্বাচনটি হয়েছে গ্রহনযোগ্য চমত্কার। প্রতিটি ভারতীয় এনিয়ে গর্ব করছেন এবং তারা তা করতেই পারেন।

 

প্রশ্ন হলো, ভারত যদি পারে আমরা কেন আমাদের নির্বাচন নিয়ে গর্ব করতে পারিনা? উত্তর সবারই জানা। ভারতে এবার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। দলের পদ থেকে সভাপতি সোনিয়া গান্দ্বী সহসভাপতি রাহুল গান্দ্বী পদত্যাগ করেছেন। অবশ্য দল তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি এবং বলেছে, পরাজয়ের দায় শুধু দু'জনের নয়, পুরো দলের সবার। ধরনের ঘটনা কি আমাদের দেশে কখনো ঘটেছে? প্রধানমন্ত্রী মনমোহন সিং তো আগেই পদত্যাগ করেছেন। ক্ষমতা হস্তান্তরে কোন ঝামেলা নেই। আমাদের দেশের ক্ষমতা হস্তান্তরের অতীত একটু ফিরে দেখুন! তবু মন্দের ভালো, আগে ক্ষমতা হস্তান্তর হতো খুন-খারাবী করে বা বন্দুকের নলে; এখন অন্তত: অশান্তি হলেও রক্ত ঝরেনা

 

আমরা কেন পারলাম না, বা এজন্যে দায়ী কে? আমরা পারিনি কারণ স্বাধীন হলেও আমাদের পাকিস্তানী চরিত্র বা ধ্যানধারণা পাল্টায়নি। আর দায়ী সবাই, সবকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলো। আরো বেশি করে দায়ী নির্বাচন কমিশন! দু: হয় আজো আমরা একটি নির্বাচন কমিশন পাইনি যারা রক্তচক্ষু উপেক্ষা করতে পেরেছেন। আমাদের দেশে যে যখন ক্ষমতায় থাকেন তারা মনে করেন ক্ষমতা তাদের সম্পত্তি, কাজেই সেটা ছাড়তে চাননা। এজন্যে তারা  নির্বাচন কমিশনকে ম্যানুপুলেট করেন। সুষ্ঠু নির্বাচন করার ব্যর্থতা বা সহজে ক্ষমতা হস্তান্তরে এটা একটা বড় সমস্যা।

 

ভারতকে মধ্যে রেখে আমরা যদি দুই পাশে বাংলাদেশ বা পাকিস্তানের দিকে তাকাই তাহলে কি দেখবো? তিনটি দেশে সবকিছু তো প্রায় একইরকম হবার কথা। হলো না কেন? বাংলাদেশ বা পাকিস্তানের তো সবদিক থেকে ভারতের চেয়ে এগিয়ে থাকাট কথা ছিলো, হয়নি কেন? ১২ই মে ২০১৪ পাকিস্তানের লেখিকা মাহওয়াশ বদর তার ফেইসবুকে ( যা পরে অন্যত্র প্রকাশিত হয়েছে) লিখেছেন, ' জিন্নাহ একটি ভুল করেছিলেন। পাকিস্তানী বলে আমি লজ্জিত।' তিনি আরো লিখেছেন, ' যারা অন্ধত্ব দিয়ে দেশপ্রেম এবং বুলেট দিয়ে ধর্ম রক্ষা করতে চান, আমার আশা তারা জানেন তারা কোন পক্ষ অবলম্বন করছেন, আমার ধারণা তারা জেনেশুনেই শান্তিতে ঘুমান যে তারা খুনিদের পক্ষেই আছেন।' তারেক ফাত্তাহ লিখেছেন, এই পোস্ট ছাপা হবার পর ওই মহিলা গায়েব হয়ে গেছেন। না, আমি আমাদের দেশের হত্যা, ফিল্মী স্টাইলে খুন বা গুম নিয়ে লিখতে বসিনি। তবে দু'দেশের মিলটা দেখাতে চেয়েছি। বাংলাদেশ পাকিস্তান একই পথে হাটছে! যদি তাই হয়, তবে পাকিস্তানের মত বাংলাদেশের কপালেও দু: আছে।

 

ভারত আমার দেশ নয়। বাংলাদেশ আমার জননী-জন্মভূমি। আমি আমার দেশ নিয়ে গর্ব করতে চাই, পারিনা কার জন্যে? আমার দেশের নির্বাচন নিয়ে আমার মুখ উজ্জল হয়না কেন? ড্যান মজিনা যখন র্যাবের সাম্প্রতিক ঘটনার সুষ্টু তদন্তের কথা বলেন, তখন আমার মান-মর্যাদা থাকে কোথায়? তিনি বলার আগেই আমরা তা করিনি কেন? সাত খুনের পরেও যখন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়না তখন শান্তি শান্তি করে ফায়দা কি! আমি বলছি না যে, মন্ত্রীর কোন দোষ আছে, কিন্তু 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' বলে তো একটা কথা আছে। এই মন্ত্রী তো ভালই, তিনি কি নিজেও দল বা সরকারের স্বার্থ দেখবেন না! আমরা কোন দেশে আছি, জননেত্রী শেখ হাসিনা কি এখনো দেশের প্রধানমন্ত্রী? মুহুর্তে বিশ্ব মোদীর দিকে তাকিয়ে আছে। গুজরাট দাঙ্গার পর বাজপেয়ী কট্টর ভাষায় মোদীর সমলোচনা করে তাকে দল থেকে বহিস্কারের কথা বলেছিলেন, আদবানী 'দিন আগেও তার প্রতিদ্বন্দী ছিলেন; এই দু'জনকে মোদী যেভাবে সন্মানিত করলেন, তাতে আমার মনে হয়েছে তিনি সবাইকে নিয়ে চলতে চান। দু: হয়, ২০০৮- নিরঙ্কুশ বিজয়ের পর চমক না দেখিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে চলতে পারতেন তাহলে হয়তো আজ আর আমাদের মোদীর দিকে তাকিয়ে থাকতে হতোনা। আমরা ভারত বা মোদীর দিকে তাকাতে চাইনা; বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার দিকে তাকাতে চাই, কিন্তু আর তো ভরসা পাইনা। দেশ এখন যেভাবে চলছে তাতে খুব বেশিদিন চলবেনা। মানুষের আস্থার স্থল নস্ট হয়ে গেলে আর কিছু থাকেনা। কথায় বলে, 'শেষ ভালো যার সব ভালো তার।' আমাদের শেষটা ভালো তো?'

 

শিতাংশু গুহ, নিউইয়র্ক 

কলাম লেখক

২৪শে মে ২০১৪

 



__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___