Banner Advertiser

Friday, August 8, 2014

[mukto-mona] প্রসঙ্গ: সন্ত্রাসী দল জামাত নিষিদ্ধকরণ। সরকারের সামনে অবাধ সুযোগ। সরকারের ধীরে চলো নীতি গ্রহণযোগ্য নয়। সরকারের সঙ্গে জামাতের সমঝোতার কথা বরদাশতযোগ্য নয়।



প্রসঙ্গ: সন্ত্রাসী দল জামাত নিষিদ্ধকরণ।
সরকারের সামনে অবাধ সুযোগ।
সরকারের ধীরে চলো নীতি গ্রহণযোগ্য নয়।
সরকারের সঙ্গে জামাতের সমঝোতার কথা বরদাশতযোগ্য নয়।


মওদুদীবাদী জামাতকে মানবতাবিরোধী অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মওদুদীবাদী জামাত ৭ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে তদন্তকারী সংস্থার তদন্তে প্রকাশ এবং দল হিসেবে জামাতকে নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস এ দেশের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। আর পাকিস্তানী বাহিনীকে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করে মওদুদীবাদী জামাত।
সে সময় মওদুদীবাদী জামাত ও তার সহযোগী সংগঠন আল-বাদর, রাজাকার ও দলটির মুখপত্র তৎকালীন দৈনিক পত্রিকা 'সংগ্রাম' সমস্ত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল।
মওদুদীবাদী জামাতকে নিষিদ্ধ করার জন্য যেসব সুযোগ বের করা হয়েছে এর প্রথম সুযোগ হচ্ছেÑ নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনকে দিয়ে সরকার এটা বন্ধ করতে পারে। সেটা করলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে।
দ্বিতীয় সুযোগ হচ্ছে- সরকার চাইলে এই সংগঠনের বিগত দিনের ও ২০১৩ সালের হাঙ্গামার সময়কার বিষয় বিবেচনা করে ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলা, তাদেরকে নির্যাতন ও হত্যাকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতো নিষিদ্ধ করে দিতে পারে। কিন্তু সরকার চলছে ধীরে চলো নীতিতে।
এদিকে আবারো গুঞ্জন উঠেছে, সরকারের সঙ্গে জামাতের সমঝোতার চেষ্টা চলছে। দলটির নায়েবে আমীর দেইল্যা রাজাকার সাঈদী ওরফে বাংলার ইহুদীর আপিল বিভাগের রায়কে ঘিরেই এমন গুঞ্জন উঠেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ অতিগোপনে অভিযুক্ত জামাতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে রটনা হয়েছে। আর এতে তারা বিদেশীদের সহায়তা নিচ্ছে। জামাতকে 'ম্যানেজ' করতে কাজ করছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। আর জামাতের পক্ষে কাজ করছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সে এখন দেশের বাইরে অবস্থান করছে। সমঝোতা না হওয়া পর্যন্ত সে দেশে ফিরবে না বলে জানা গেছে। কারণ রাজ্জাক বাইরে যাওয়ার পরদিন ১৮ ডিসেম্বর (২০১৩) কলাবাগান থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
জামাতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের চোখ ফাঁকি দিয়ে কেমন করে দেশের বাইরে গেলো এমন প্রশ্ন সবার। ওয়াকিবহালের মতে, ব্যারিস্টার আবদুর রাজ্জাককে বাইরে যেতে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও একজন বিদেশী রাষ্ট্রদূত। ওই রাষ্ট্রদূতের গাড়িতে করেই তিনজন এয়ারপোর্টে যায়।
প্রসঙ্গত, রাজনৈতিক অঙ্গনে চাউর রয়েছে, আবারো ১৯৮৬-এর নির্বাচন পরবর্তী ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ওই নির্বাচনে বিএনপি যায়নি, কিন্তু জামাত আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছিল। ১৯৯১ সালের নির্বাচনের পর জামাত বিএনপি'র সঙ্গে দুটি মহিলা এমপি 'পুরস্কার' নিয়ে অবস্থান নিলেও অল্প দিনের মধ্যে তারা রাস্তায় আবার আওয়ামী লীগের সঙ্গী হয়। তারাই কেয়ারটেকারের ফর্মুলা দিয়ে সেটি আওয়ামী লীগের মাধ্যমে জোর করে বাস্তবায়ন করে।
আওয়ামী লীগের সঙ্গে জামাতের আঁতাত বা সমঝোতা নতুন কিছু নয়। ক্ষমতার লোভে জামাত পারে না এমন কোনো কাজ নেই। কাজেই নিজেদের অস্তিত্ব এবং জনসমর্থন টিকিয়ে রাখার স্বার্থেই আওয়ামী লীগের উচিত, জামাতের সাথে আতাতের মতো আত্মঘাতী সিদ্ধান্তে না যাওয়া। বরং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মব্যবসায়ী জামাতকে নির্মূল করা।
উল্লেখ্য, সরকারের সদিচ্ছা থাকলে সংবিধানের ৩৮নং বিধান বলে এক্ষুনি মওদুদীবাদী জামাতকে নিষিদ্ধ করতে পারে। সরকারের সামনে এক্ষুনি মওদুদীবাদী জামাতকে নিষিদ্ধ করার অনেক সুযোগ রয়েছে। সরকার চাইলে তা যেকোনো সময়ে কাজে লাগাতে পারে। তবে সরকার সেটা চাইছে না। কিন্তু জনগণ এটা ভালো চোখে দেখছে না। সরকার যদি নিজেদেরকে জনগণের অভিভাবক মনে করে, তবে সরকারের উচিত ধীরে চলো নীতি না নিয়ে জামাতের সাথে কোনো সমঝোতায় না গিয়ে এক্ষুনি সক্রিয় হয়ে শক্ত পদক্ষেপে জামাত-শিবির নিষিদ্ধ করা।
মূলত, এসব অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র দ্বীন ইসলাম উনার অনুভূতি ও প্রজ্ঞা থেকে। আর তার জন্য চাই নেক ছোহবত মুবারক তথা ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক।



__._,_.___

Posted by: Monsur Haider <haidermonsur@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___