Banner Advertiser

Monday, March 30, 2015

[mukto-mona] Please read & publish



http://www.bhorerkagoj.net/print-edition/2015/03/31/25964.php

নারীর সম-অধিকার ছাড়া আগামী দিনের

সমাজ মুখ থুবড়ে পড়বে 

 

অনেক দিন আগের কথা, সাগরময় ঘোষ তখন আনন্দবাজার পত্রিকার সম্পাদক এক মহিলা তাকে লিখেন, 'আপনার কাগজে কোন মহিলা পাতা নেই কেন?' উত্তরে সম্পাদক মহাশয় লিখলেন, 'আপনি যদি একটু সতর্ক ভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন আমাদের কাগজে কোন পুরুষ পাতাও নেই' ফেইস বুকে এক মহিলা লিখেছেন, 'নারী দিবস কেন? কোন পুরুষ দিবস তো নেই তারমতে নারী-পুরুষের বিভেদের জন্যে এই দিবসগুলো কম দায়ী নয় দিবস যদি পালন করতে হয়, তবে 'মানব দিবস' পালিত হোক' নারী দিবস চলে গেলো অনেক বক্তৃতা-বিবৃতি হলো, নারীদের জন্যে কতজন চোখের জল, নাকের জল এক করলেন যৌতুক, দেন-মোহরের বিরুদ্ভে কথা বললেন লম্বা লম্বা বিবৃতি দিলেন অনেক আগে ঢাকায় ইন্টারকনটিনেন্টাল হোটেলে এক ভদ্রলোক যৌতুক বিরোধী সভায় বেশ গরম বক্তৃতা দেন, সভাশুদ্ভ মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হন, তারিফ করেন সভায় তার গরবিনী স্ত্রীও উপস্থিত ছিলেন ফেরার সময় গাড়িতে তার স্ত্রী বললেন, 'তুমি তো যৌতুকের বিরুদ্ভে এত সারগর্ভ বক্তৃতা দিলে, অথচ এই যে গাড়িটাতে যাচ্ছো, এটা তো আমার বাবার দেয়া!' এক ওয়াজ মাফফিলে মাওলানা সাহেব ভালো কাজ করলে বেহেস্তে কি কি পাওয়া যাবে তার ব্যাখ্যা দিচ্ছিলেন নিন্মবিত্ত এক মহিলাও সেখানে ছিলেন, মহিলা হুজুরকে জিজ্ঞাসা করলেন, 'হুজুর, আমি কি পামু?' হুজুর বললেন, 'তুমি তোমার যেই স্বামী আছে, হেই স্বামীরেই পাইবা' শুনে মহিলা বলে, 'আবার হেই গ্যান্দার বাপ'

 

৮ই মার্চের খবর: সৌদি আরবে গণধর্ষণের শিকার এক মহিলার ২০০ বেত্রাঘাত ৬মাসের কারাদন্ড দিয়েছে আদালত ৮ই মার্চ ছিলো বিশ্ব নারী দিবস জানুয়ারিতে বাংলাদেশে গেলে এক সরকারী অফিসে এক উচ্চপদস্থ মহিলা কর্মকর্তার সামনে বসা অবস্থায় তিনি নিন্মপদস্থ একজনকে ডাকলেন, একটি কাজ দিলেন, ভদ্রলোক গড়িমসি করলে অন্য একজন ফাইলটি নিয়ে যান পরে মহিলা বললেন, আমি মহিলা বলে এরা তেমন পাত্তা দেয়না, কারণ আমি নিচুসুরে কথা বলিআমার জাগয়ায় পুরুষ হলে এত সাহস দেখাতে পারতো না আমার তখন ওই ভদ্রলোকের কথা মনে পড়লো যিনি নদীর তীরে এসে নৌকার মাঝিকে এই বলে ডাকতে থাকেন যে, 'ওহে তরণীর কর্ণধার, তরী তব ভেড়াও তটে' কোন মাঝিই নৌকা থামায় না এই দেখে একজন বলে, 'এমনে কইলে কি নৌকা ভিড়বো! দাড়ান আমি ডাইক্যা দেই' এই বলে তিনি ডাক দিলেন, 'ওই ব্যাডা, নৌকা ভিড়া' নৌকা সত্যিই ভিড়লো একেই বলে 'যত্দেশে যদাচার' আমাদের দেশের নারীর অধিকারের বিষয়টিও অনেকটা ঐরকম আমাদের এক অতি বৃদ্ভা ঠাকুরমা বলেন, 'শিশুকালে মেয়েরা পিতামাতার অধীন, যৌবনে স্বামীর এবং বার্ধ্যকে পুত্রের' সময়ে নিয়ম অনেক পাল্টিয়েছে, নারী তার প্রাপ্য স্বাধীনতা চায়, কখনো সখনো পুরুষের ওপর আধিপত্যও চায়; নারী-পুরুষের শান্তিপূর্ণ সহ-অবস্থান এবং সম-অধিকার ছাড়া আগামী দিনের সমাজ মুখ থুবড়ে পড়তে বাধ্য

 

এবার কুয়েত এয়ারপোর্টে দীর্ঘ বিরতির সময় মহিলাদের দেখে আমার বড্ড হাসি পেয়েছে! এয়ারপোর্টের যদি অবস্থা, তবে দেশের ভেতরের অবস্থার কথা চিন্তা করে আমার মনে হয়েছে, আমাদের মেয়েরা অনেক ভালো আছে অবশ্য ইউরোপ-আমেরিকার মেয়েদের কথা চিন্তা করলে আমাদের মেয়েদের অবস্থা শোচনীয় মনে হবে সেটা যাই হোক, পুরো ব্যাপারটাই আপেক্ষিক বাংলাদেশেই ঢাকার মেয়েটি যতটা স্বাধীন, গ্রামের একটি মেয়ে তা নয় পুরো সমাজের চিন্তা-চেতনা  শিক্ষা, নারীর সামগ্রিক উন্নয়নের জন্যে অপরিহার্য নইলে নজরুলের  ভাষায় 'অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর--' আমাদের দেশে শুধু কবিতাতেই শোভা পাবে  তবে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি দেখা যায়, তাহলে বাংলাদেশে মহিলারা প্রচন্ড ক্ষমতাশালী বটে! পার্লামেন্টে বা আওয়ামী লীগে মাত্র একজনই পুরুষ! খালেদাই বা কম যান কিসে তার দলেও তিনি একমাত্র পুরুষ তাই, নারীর ক্ষমতায়ন নিয়ে বাংলাদেশের মহিলারা গর্ব করতে পারেন পুরো দেশের ক্ষমতা দুই নারীর হাতে এটাও সত্য, মৌলবাদ থাকলে নারী স্বাধীনতা খর্ব হবেই! এজন্যেই আমরা মাঝে মধ্যে ফতোয়া শুনি, 'নারীর শাসন হারাম' তাদের অবশ্য জিজ্ঞাসা করতে হয়, সুলতানা রাজিয়ার শাসনামল কি হারাম ছিল? ঝাসীর রানী লক্ষ্মীবাই' কথা নাই-বা বললাম  

 

মাঝে মধ্যে কেউ কেউ অবশ্য পুরুষ নির্যাতন বিরোধী আইন করার কথাও তোলেন এবং সেটা শুধু দেশে নয়, বিদেশেও পুরুষ যে নির্যাতিত হয়না তা নয়, তবে হাজী সেলিম সম্প্রতি বিষয়টি যেভাবে উপস্থাপিত করেছেন তা নয় বহির্বিশ্বে মাঝে মধ্যে নারী কর্তিক পুরুষ ধর্ষণের অভিযোগ ওঠে বটে! আমাদের এক স্প্যানিশ বন্ধু একবার জানতে চান, মহিলারা আবার কি করে পুরুষকে ধর্ষণ করে? উত্তর আমার জানা ছিলোনা তবে বিষয়টি আসলে একই, জোরজবরদস্তি নিউইয়র্কের সাবওয়েতে উঠলে প্রায়শ: বিলবোর্ড পড়ি সদ্য নারীর আত্মসন্মান সংক্রান্ত এক বিলবোর্ডে লেখা দেখলামভীড়ের অজুহাতে নারীর সাথে অসভ্য আচরনও আইনত: দন্ডনীয় আমাদের দেশে ভীড়ের মাঝে নারীর শরীরে হাত দেয়া একদা 'বীরত্বপূর্ণ' কাজ বলেই বিবেচিত ছিলো এবং এজন্যে কারো কখনো জেল হয়েছে শুনিনি তাই আমাদের মা-বোনেরা ভিড় এড়িয়ে চলতেই পছন্দ করতো দিল্লির 'চাঁদনী চঁক' নিয়ে এমত একটি হাস্যরসপূর্ণ অথচ সত্যি ঘটনা শুনেছি বাংলাদেশ থেকে পড়তে যাওয়া এক ছাত্রের কাছে গল্পটি এরকম: ওরা 'জন ছাত্রছাত্রী একদিন 'চাঁদনী চঁক'- যায় যথেস্ট ভিড়, এবং ভীড়ের মাঝেই এক ছাত্রীর বুকে হাত দেয় এক পাষন্ড মহিলা চিত্কার করে উঠলে ওই পাষন্ড দৌড়ে পালাতে চায় মেয়েটি তখন বলে, 'এক বুকে হাত দিয়েছিস, আর এক বুকেও হাত দে, নইলে ছোটবড় হয়ে যাবে যে-' 

 

রওশন এরশাদের ময়মনসিংহ শহরের বাড়ীর নাম 'সুন্দরী মহল'; গঙ্গাদাশ গুহ- রোডে ২রা ফেব্রুয়ারী ২০১৫ অবরোধ চলাকালে ওই বাড়িতে ককটেল ফোটে জামাতীরা আসলেই বেরসিক, সুন্দরী মহলে কেউ বোমা মারে? বরং এরশাদের মত ঘুরঘুর করে কাঠমোল্লারা বুঝবে কবে যে, মহিলাদের বাড়ীতে বোমা নয়, ফুল ছুড়ে মারতে হয় মেয়েদের অধিকারের বিষয়টি ন্যায্য কিন্তু জটিল সম্প্রতি হিন্দু মেয়েদের সম্পত্তির অধিকার নিয়ে একটি আইন প্রণয়নের চিন্তাভাবনা করেও সরকার পিছিয়ে যায়, কারণ পুরুষরা তা চায়না বেশ কিছুদিন আগে, এই আইনের একজন ঘোরতর সমর্থক রাখিদাস পুরকাযস্ত নিউইয়র্ক এসেছিলেন এবং বিষয়ে তিনি বৈঠকও করেছেন, একই অবস্থা এর কারণ কি? রাখিদি শেষমেষ যেটা বুঝে গেছেন তা হলো, 'এখন তো রাজকন্যা যাচ্ছে, এই আইন হলে রাজত্বও যাবে' বাংলাদেশে গ্রামেগঞ্জে জোর করে হিন্দু নাবালিকা অপহরণ, ধর্মান্তকরণ বিয়ের ঘটনা ব্যাপক এমনিতে হিন্দুরা মেয়ে হারাচ্ছে, ওই আইন হলে সম্পত্তিও হারাবে! সরকার, শ্রদ্ভেয় আয়েশা খানম অন্যান্য মহিলা নেত্রীরা বিষয়টি উপলব্ধি করলে ভালো হয় আমার ধারণা, ওই আইনটির সাথে এমন একটি ক্লজ 'কোন মেয়ে ধর্মান্তরিত হলে বা অন্যধর্মে বিয়ে করলে পিতার সম্পত্তির ওপর অধিকার হারাবে' -যোগ করলে সম্ভবত: আইনটি পাশ করা সম্ভব অন্যথায় ওই আইনটিকে হিন্দুরা পার্বত্য শান্তি চুক্তির নামে পাহাড় দখলের মত 'হিন্দুর সম্পত্তি' দখলের পায়তারা হিসাবেই বিবেচনা করবে যাহোক, নারী দিবসের পর এবার আর একটি দিবসের কথা বলি ১৩ই মার্চ ছিলো 'বিশ্ব নিদ্রা দিবস' প্রায় এক দশক থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বে নাকি কোটি কোটি মানুষের ভালো ঘুম হয়না, তাই এই দিবস  শান্তিপূর্ণ ভালো ঘুমের জন্যে নারীকে তার পাওনা দেয়াও জরুরী বটে

 

শিতাংশু গুহ, কলাম লেখক

২৯ শে মার্চ ২০১৫ নিউইয়র্ক





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___