Banner Advertiser

Tuesday, November 24, 2015

[mukto-mona] Re:

Once Saka Cho and Mujahidi plea for mercy petition that means they accepted their crime which they committed in 1971, so you can Burke but your do called freedom fighter Saka and Mujahidi accepted and agreed their wrong doings in 1971, it's all documented.

One more thing just to let you know that we need a houlocast law where you and Pakistani agent cannot comment against our Bangladesh, nothing to do with democracy here. We need to secure our Bangladesh from you and lord Clive Zia.

So keep Burke soo you all will be shut up. We will not tolerate any anti Bangladeshi threat from you Pakistani razakars.

Best

Bipul KAMAL

Sent from my iPhone

> On Nov 24, 2015, at 6:03 AM, Mina Farah <farahmina@gmail.com> wrote:
>
> আমজনতার মঞ্চ
>
> ১
>
> জাতিকে কলংকমুক্ত করার চৌকিদারী যে দিলো, তাকেই ফাঁসি দেয়া উচিত। যে
> পরিবারের একজনও মুক্তিযুদ্ধে না গিয়ে দেশে-বিদেশে পাকিস্তানীদের পেটের
> মধ্যে ঢুকে ছিলো, তারা যখন বিচার করে, সেটা হয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে
> প্রতিশোধ। যেহেতু আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়, যেহেতু তারা দলেবলে
> ভারতে পালিয়ে গিয়েছিলো, যেহেতু স্বশস্ত্র সংগ্রামে ১ম সারির কেউই অংশ
> নেয়নি... টাইবুন্যালকে বলা যাবে সিকিম বানানোর প্রস্থতি। অর্থাৎ প্রতিবাদ
> করার কেউই থাকবে না। এর মানে রাজাকারেরাই কি মুক্তিযোদ্ধাদের লেজে আগুন
> দিচ্ছে?
> বিদেশি মিডিয়ার কভারেজে দুটি বাক্য পরিষ্কার। বিরোধীদলের ২ নেতাকে ফাঁসি
> দিয়েছে। এ নিয়ে প্রচন্ড গাত্রদাহ সংসদে। আর কতো গালিগালাজ করবেন সেলিম
> সাহেব? গালিগালাজ তো বহু করলেন কিন্তু বাংলাদেশকে কি কলংকমুক্ত করতে
> পেরেছেন? পারেননি বরং প্রতিবারই আরো বেশি কলংকিত করছেন। পারলে আপনার এবং
> হাসিনার বেয়াইকে ফাঁসি দিয়ে কলংকমুক্ত করে দেখান। এই ২ হিটলার তো আপনাদের
> ড্রইংরুমে। তারপরেও এতো গড়িমসি কেন সেলিম সাহেব? আমরা তো দেখছি, প্রতিটি
> ফাঁসির পরেই পতাকার উপরে ড্রামের পর ড্রাম কালি ঢেলে দিচ্ছে বিদেশিরা।
> পতাকার সর্বাঙ্গে এখন শুধুই কালি। বিশ্ব মিডিয়ায় ছিঃ ছিঃ। দুই বিরোধি
> নেতাকে ফাঁসি? এবার বলুন তোফায়েল সাহেব, বিদেশিদের কলম থামাবেন কি দিয়ে?
>
> ২
> গত লেখার সূত্র ধরে আবারো বলছি, কয়েক লক্ষ গরু আর মানুষের মধ্যে একটাই
> পার্থক্য, প্রতিটি মানুষের চেহারা আলাদা কিন্তু লক্ষ লক্ষ গরুর চেহারা
> এক। এভাবেই পশু থেকে মানুষকে বুদ্ধিতাড়িত প্রাণী হিসেবে সৃষ্টি করা
> হয়েছে। সুতরাং মানুষের বুদ্ধি-বিবেক, চিন্তাধারা, বিচার করার ক্ষমতা-
> স্বতন্ত্র। এই কথা বাংলাদেশের বেলায় বলা যাবে কি? আমি পুরো নাম বলছি না
> তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমুক শিক্ষকের ১ম নাম ড. আনোয়ার। ভদ্রলোক
> রাষ্ট্রবিজ্ঞানের কুশিক্ষক এবং টকশোতে প্রায়ই গাজাখুরি মন্তব্য করেন। যার
> সঙ্গে পেশার ন্যূনতম মিল নাই। ১৭ কোটি মানুষের অর্ধেকের চেহারা যখন
> একরকম, শুধু তখনই তারা ড. আনোয়ারও হাম্বা লীগের একজন। ভদ্র ভাষায় লিখতে
> চাই কিন্তু অভদ্রদের বানর তান্ডব দেখার পর আমার উন্নত চিন্তাধারাগুলো
> অন্য রূপ নেয়। প্রবাদে বিশ্বাস করি অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর। সুতরাং
> ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যতো কোটি কুকুর
> পয়দা হয়েছে, তাদের জন্য মুগুর ছাড়া আর কি দিতে পারি?
> সোস্যাল মিডিয়া এক্টিভিস্টরা, টেলিভিশন এবং কু-বুদ্ধিজীবিদের জানাজা পড়তে
> চেয়েছেন। তাদের বুদ্ধির প্রশংসা করি। মানবতাবিরোধি অপরাধের অন্যতম
> দৃষ্টান্ত, টেলিভিশন লীগ। অবৈধ সরকারের খয়ের খা এরা বাংলাদেশকে সিকিম
> বানানোর কাজে লিপ্ত। টেলিভিশন মালিকদের হাতে এখন এতো টাকা যা তারা
> পশ্চিমে নিয়ে ব্যবসা খুলছে, প্রমাণ আমাদের হাতে। ড. আনোয়ারদের মতো
> শিক্ষকরা আছে বলেই বাংলাদেশের অর্ধেক মানুষ এখন গরুর মতো এক চেহারা
> অর্থাৎ হাম্বা লীগ। ১ কোটি গরুর ভিড়ে আপনার হারিয়ে যাওয়া গরুটিকে খুঁজে
> বের করে এনে দেখান। জয়বাংলা। এবার ভাবুন।
>
>
> ৩
> তৃতীয় চোখে কয়েকটা অগ্রিম রায় দেখছি। আরো প্রায় ১১টা ফাঁসির আগে এগুলো
> বের করা হবে।
> খালেদাকে জেলে পাঠানোর আগে একটি রায় আনা হবে।
>
> মার্চে জামায়েত নিষিদ্ধ করার আগে এখান থেকেই একটি রায় নিয়ে আসবে।
>
> নাজমুল হুদার বিএনপি দিয়ে মধ্যবর্তী নির্বাচনের আগে জিয়ার বিএনপি
> নিষিদ্ধের রায়টিও আসবে এখান থেকেই।
>
> বাংলাদেশকে কেন সিকিমের মতো অঙ্গরাজ্য হলে দেশের আরো উন্নতি হবে, রায়ের
> মাধ্যমে সেটিও জানানো হবে প্রেস কনফারেন্স থেকে।
>
> একটি রায় দেখছি যেখানে বলছে, বাংলাদেশে এখন থেকে ভারতের সংস্কৃতি চালু
> হবে এবং সবগুলো প্রেক্ষাগৃহে বলিউডের ছবি বাধ্যতামূলক। ইত্যাদি ইত্যাদি।
>
>
> ৪
> খুনি রাজাকারের বেয়াই শেখ সেলিমের অসংলগ্ন বক্তব্য গভীরভাবে লক্ষ করে মনে
> হচ্ছে, আলসাইমার্স অথবা পারকিনসন, একটায় আক্রান্ত। হাতের প্রচন্ড কাঁপুনি
> দেখে পারকিনসন মনে হয়, খালেদা জিয়ার লেজে আগুন দেয়ার সময় আলসাইমার্স মনে
> হয়। আলসাইমার্স রোগিদের মুখে কোন অভিব্যক্তি থাকে না, চোখের পাতাও নড়ে
> না। শেখ সেলিমেরও নেই। শেখ সেলিম এবং হাসিনার রাজাকার বেয়াইদের একটারও
> ফাঁসি হবে না জানি কিন্তু এই প্রশ্নটি তোলার মতো প্রতিটি বাংলাদেশিরই
> মৃত্যু হয়েছে।
>
>
>
> ৫
> ইচড়ে পাকা হালিমের ফালতু বক্তব্য অন্ত্রনালীতে যন্ত্রণার কারণ। শুধুই কি
> স্যোসাল মিডিয়া? এই ভদ্রমহিলা জাতির জিহ্বা থেকে পায়ুপথ পর্যন্ত বন্ধ করে
> দিয়েছে। এখন বলছে, ফেইসবুক বন্ধ নাশকতা দমন করেছে। এই ধরনের নাবালকরাই
> দেশটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট সন্ত্রাসী। সন্ত্রাস সম্পর্কে সে কি
> জানে? দুটি ফাঁসি কার্যকরের পর যথেষ্ট গন্ডগোল হয়নি বলেই কি এই ধারনা?
> সন্ত্রাসকে এভাবে প্রশ্রয় দেয়া ভালো নয়। লক্ষ লক্ষ র‌্যাব, বিজেপি, পুলিশ
> দিয়ে কয়দিন? এটা তো মিলিটারি রাষ্ট্র নয়। হলে সাফ বলেন।
> ফেইসবুক বন্ধ রাখার সঙ্গে নাশকতার কোনই সম্পর্ক নেই। যে দেশ স্যোসাল
> মিডিয়া নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলে জানেন? কিছু পড়ালেখা তো করতে হয়।
> ক্যাস্টোর মতো যারা স্যোসাল মিডিয়া নিয়ন্ত্রণ করে, তারা মানুষের যম। কারণ
> তারা বাকস্বাধীনতা অপহরণ করে। স্যোসাল মিডিয়া বন্ধ করে দিয়ে মানবাধিকার
> গুম করে। ইতিহাস এদেরকে বলে- স্টালিন, মাও, ক্যাস্ট্রো, কিম জং।
> বাংলাদেশে কমিউনিজম চালু রেখেছে বাকশাল স্টেট। এরা অন্যান্য সন্ত্রাসী
> স্টেটের চেয়েও ভয়ংকর। এরা শুধু মৌলিক অধিকারই নয়, চোখ-কান, জিহ্বা
> সবখানেই তালা মেরে দিয়ে গণভবনকে বানিয়েছে ষড়যন্ত্রের কারখানা। এজন্য
> বিদেশ থেকে উপদেষ্টা এনে তাকে দিচ্ছে কোটি কোটি ডলার। গণতন্ত্রের কথা বলে
> ৭১এ দুইখন্ড করার পর, বারবার বাকশালী কমিউনিজমের অভ্যুত্থানে দম বন্ধ হয়ে
> আসছে। মুজিবকমিউনিজম, ক্যাস্ট্রোকমিউনিজমের চেয়েও জঘন্য। গণতন্ত্রের ভান
> করে না ক্যাস্ট্রো। আমরা হাসিনা কমিউনিস্টদের হাত থেকে মুক্তি চাই।
> অধিকার শব্দটির দাফন্তকাফন শেষ। সর্বত্রই রাষ্টের নিয়ন্ত্রণ। ফাঁসির দড়ি
> থেকে মৃতের কবর, কমিউনিজমের শকুনগুলো হামলে পড়েছে সবখানে।
>
> ৬
> ৩০শে নভেম্বর থেকে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক? আর কি বাধ্যতামূলক?
> তাদের ক্যালেন্ডার অনুযায়ী স্বামী-স্ত্রীর মিলন হতে হবে? তাদের দিনক্ষণ
> অনুযায়ী, শুক্র এবং ডিম্ব নিষিক্ত হবে? তাদের দেয়া তারিখের সঙ্গে না
> মিললে ভূমিষ্ঠ হতে যাওয়া শিশুকে মাতৃগর্ভে পুশব্যাক করতে হবে? সেটাই করছে
> কমিউনিস্ট হাসিনা।
> জঘন্য মহসিন আলীর খামারের হাঁসটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ
> নির্বাচিত। খামারের হাঁস এখন জাতির আইন প্রণেতা। জয়বাংলা।
>
>
> ৭
> প্রাণভিক্ষা চেয়েছে দুইজন কিন্তু চিঠি দেখানো যাবে না। পাকিস্তানকে কড়া
> ভাষায় প্রতিবাদের নির্দেশ কমিউনিস্ট রাণীর। রাজনৈতিক দল হিসেবে পাগলের
> প্রলাপ বকবে হাম্বা লীগ, এটাই স্বাভাবিক। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ের
> শিক্ষক, সুপ্রীম কোর্টের উকিল, মানবাধিকার সংগঠকরা পাগল হয়ে যায়...।
>
>
> ৮
> আমি কাউকে সমর্থন বা অসমর্থন কোনটাই করি না। ওরা অন্যায় করবে আর আঙুল
> চুষবো? সাবালক হওয়া এবং সিদ্ধান্তে আসার সময় এখনই। পাকিস্তানকে কড়া ভাষায়
> প্রতিবাদ করবে কিন্তু মানবতাবিরোধীদের বিষয়ে যখন রাশিয়ার রাষ্ট্রদূতকে
> দিয়ে সাফাই বক্তব্য দেয়ানো হলো, তখন প্রতিবাদ করবো না? তাবেদার রাষ্ট্র
> হলেই কি ৭ খুন মাফ? খলনায়িকা তারনা হালিম এবং সন্ত্রাসীর শ্বশুর মায়াকে
> বলছি, ধান্দাবাজি রেখে, স্বীকার করুন, "বাংলাদেশ এখন কমিউনিস্ট রাষ্ট্র
> এবং আওয়ামী লীগ একটি কমিউনিস্ট দল।" কমিউনিস্ট রাষ্ট্রে মানবাধিকার বলে
> কোন শব্দ নেই।
>
>
> ৯
> যাদের হাতে দুটো ভেটো পাওয়ার এবং ৫টি ক্ষমতাধর রাষ্ট্র, আজরাইল কেন,
> বেঁচে থাকলে হিটলারও ভয়ে পালিয়ে যেতো। গত লেখার সূত্র ধরে, তলে তলে কি
> ষড়যন্ত্র, ধারণা আছে? বাংলাদেশিদের সমস্যা, ১ লক্ষ গরুর মতো, সবকটার এক
> চেহারা। এজন্যই হাম্বা লীগের- হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ
> জয়যুক্ত। অর্থাৎ হাম্বা হাম্বা হাম্বা...।
> ৭৫ সনে সিকিম দখলের আগে ইন্দিরা গান্ধিও লেন্দুপ জর্দিকে দিয়ে একটার পর
> একটা সফল অভিযান চালিয়েছিলো। আমাদের দেশেও এখন একটার পর একটা সফল অভিযান
> অব্যাহত। ভারতের প্রতিবেশি হওয়ার বিপদ এবং অভিশাপ নিয়ে বই লেখার প্রস্থতি
> প্রায় সম্পন্ন। যে প্রক্রিয়ায় ৫ জানুয়ারি কায়েম করলো ভারত, অভিযান
> প্রমাণের জন্য যথেষ্ট। কওয়া নেই বলা নেই, এখন দেখুন, প্রতি সপ্তাহেই
> ভারতের সাথে বন্ধুত্ব আরো উপরদিকে যাচ্ছে। কি চুক্তি, কেন চুক্তি, কবে
> চুক্তি, কখন পরিকল্পনা, কারা আলোচক, কারা দলিল লেখক... কাউকে বলে?
> মোস্তফা ফারুকির অভিযোগ, ভারতের সিনেমাওয়ালারা আসছে, যাচ্ছে, কেউ জানছে
> না। তার শংকা, আমারও শংকা। এখন প্রায় প্রতিদিনই ভারতীয়দের অনুষ্ঠান
> বাংলাদেশে। সাকা-মুজাহিদের ফাঁসির দিন ঋতৃক রওশনদের ৩ ঘন্টার অনুষ্ঠানের
> জন্য ৪ কোটি টাকা গচ্চা। এই দেশে এখন কয় লক্ষ খয়ের খা? কেজিবি, সিআইএ,
> জগৎশেঠের মতো এরাই বন্ধুবেশে মানুষের সঙ্গে মিশে একটার পর একটা অভিযান
> সফল করছে। জয়বাংলা।
> গতকাল হঠাৎ দেখি, পুঁজিবাজার ভারতীয়দের হাতে তুলে দেয়ার সফল অভিযান। আমি
> শুধু পুঁজিবাজারই বুঝি না, আমি একজন স্বতন্ত্র বিদ্যা-বুদ্ধিসম্পন্ন ৬ষ্ঠ
> ইন্দ্রিয়যুক্ত মৌলিক মানুষ। আমাকে চ্যালেঞ্জ করার মতো মানুষের সংখ্যা কম।
> নিজেকে আমি অত্যন্ত উন্নত প্রকৃতির মানুষ হিসেবে বিশ্বাস করি বলেই
> অনেককিছু বলতে পারি যা অধিকাংশের জন্য কল্পনা। ওয়ালস্ট্রিট থেকে
> মেইনস্ট্রিট, সর্বত্রই বিচরণ আমার। পুঁজিবাজার করেছি ১৫ বছর, এখনো করছি।
> স্পষ্ট দেখছি, বাংলাদেশের অর্থনীতিতে বিশাল গর্ত। প্রত্যেকদিন এগিয়ে
> যাচ্ছে বাংলাদেশ এবং ফোলা বেলুন অর্থনীতির খবর দিয়ে কালো গর্ত ঢাকবে?
> অর্থের এতোই সংকট, এবার ভারতীয়দের হাতে তুলে দিলো পুঁজিবাজার। এবার
> ভারতীয় হাঙ্গরেরা পুঁজিবাজার ইঞ্জিনিয়ারিং করে বাটপার সালমান রহমানদেরকেও
> পরাজিত করবে। এই খেলায় যারা রক্তাক্ত হবে অর্থাৎ গরিব বিনিয়োগকারীদের কোন
> খবরই কভার করবে না টেলিভিশন লীগ। সিকিম হতে আর কতো দেরি?
>
>
> ১০
> ইন্দিরা গান্ধির করুণ পরিণতি কে না জানে? একনায়কত্ব কায়েম করে অসংখ্য
> স্বাধীনতাকামি খুন করেছিলো স্বৈরাচার ইন্দিরা। মুক্তিযুদ্ধে তার সহায়তার
> মূলে গণতন্ত্র নয় বরং হসিনার ১৫ আগস্টের মতোই জওহরলালের ৪৭এর প্রতিশোধ
> কার্যক্রম। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি কিন্তু গণতন্ত্র মারা গেছে।
> আইয়ুব আমলে কখনোই এই পর্যায়ের মার্শল ল' এবং কমিউনিজম দেখিনি। পথে-ঘাটে
> এখন ফুলের বদলে বন্দুকের নল ফোটে। পাখির বদলে গান গায় মেশিনগান। গাছের
> পাতার বদলে গুলির ঝড়োহাওয়া। পূর্ণিমার আলোর বদলে শরীর আলোকিত করে
> র‌্যাবের হাজারো সার্চলাইট। এই হচ্ছে আজকের বাংলাদেশের চেহারা।
> ইস্কান্দার মির্জা থেকে সহোরাওয়ার্দির মৃত্যু পর্যন্ত, ৬ বছর সামরিক শাসন
> থাকলেও, ৬৫ সন থেকে পূর্ণ গণতন্ত্র ভোগ করেছে এই ভূখন্ডের মানুষ। করেনি?
> রাজনীতি তখন আইয়ুব খান নয় বরং ভাসানী-মুজিবের দখলে ছিলো। আলোচনার টেবিলেও
> ভাসানী-মুজিব আর ইঁদুর আইয়ুব খান। তখন রাস্তা দখলে ছিলো বিরোধিদের।
> আসাদের শার্ট নিয়ে দেশ স্তব্ধ করে দিয়েছিলো স্বাধীনতাকামিরা। আগরতলা
> মামলায় আইয়ুব খানের জান খারাপ করে দিয়েছিলো প্রতিবাদিরা। এখন আমাদেরকে
> সত্য বলতে হবে, সাবালক হতে হবে, অন্যথায় দলে দলে আত্মহত্যা করুন।
> গণতন্ত্র নয়, চলছে কমিউনিজম এবং সামরিক শাসন দুটোই। আইয়ুব খানের অভিশাপ
> লেগেছে। নরকে বসে ইন্দিরা খুশিতে লাফাচ্ছে। তার ২নম্বর সিকিমতন্ত্র সফল
> হওয়ার পথে। ভারতের সেনাবাহিনী ফ্লাট, টাকা-পয়সার পরোয়া করে না। যখন
> দেখলো, স্বর্ণমন্দিরে তাদের ভাইদেরকে হত্যা করেছে ইন্দিরার বাহিনী, তখন
> যা করার করলো, ইতিহাস সাক্ষি।
>
>
> ১১
> বাংলাদেশিদের মস্তিষ্ক সত্যিই গণশৌচাগার। মল-মূত্রের বিষক্রিয়ায় ধ্বংস
> হয়েছে মস্তিষ্কের প্রতিটি কোষ। তাই তারা এখন আর চিন্তা করতে পারে না।
> প্রাণভিক্ষার চিঠি নিয়ে আইনমন্ত্রীর যে বেইলি রোডের নাটক, গন্তব্য কোথায়
> জানেন? আপনারা কেউ কি জানেন, নাজমুল হুদা কেন তৃণমূল বিএনপি খুললো? কারো
> কি ধারনা আছে, কেন দিবস ভিত্তিক ফাঁসি? ন্যূনতম চিন্তাশক্তি থাকলে বলুন,
> কেন এই প্রাণভিক্ষার নাটক? খালেদার মতো পরে নয় বরং আগেই চিন্তা করে বাংলা
> নাৎসী পার্টি। তারা সঠিক সময়ে সঠিক পরিকল্পনাটি করে ফেলেছে। বিদেশিদের
> চাপে মধ্যবর্তী নির্বাচন অনিবার্য। মৃতের মুখ নেই তাই সাকা-মুজাহিদ বলতে
> পারবে না, প্রাণভিক্ষার চিঠিটি তাদের নয়। জামায়েতকে বলছি, চিঠি নিয়ে
> চেঁচামেচি করবেন না। ভিকটিম পরিবারকে বলছি, চিঠি লেখার স্বীকার-অস্বীকার
> নিয়ে বক্তব্য দেবেন না। ক্ষমতা থাকলে, বুদ্ধি খর্চ করুন। সাকা-মুজাহিদ
> কখনোই ফিরে এসে বলবে না, এই চিঠি তারা কেন লেখেনি বরং অন্য কেউ লিখেছে।
> তাদের নামে চালিয়ে দেয়া হচ্ছে যে চিঠি, আইনমন্ত্রীর দেখাতে অস্বীকার
> করেছে। অর্থাৎ এই চিঠির গন্তব্যস্থল, দল হিসেবে জামায়েত নিষিদ্ধের
> ট্রাইবুন্যালে। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার যুক্তি হিসেবে খাড়া
> করবে এই চিঠি। খবরের পাতায় দেখুন, প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সম্পত্তি
> খাওয়ার জন্য শাহারিয়ার কবিরদের জিহ্বা লক-লক করছে। যুদ্ধাপরাধী হিসেবে দল
> এবং অর্থনৈতিকভাবে জামায়েতকে গ্রাস করার জন্যই চিঠির অবতারনা। এই জন্যই
> প্রাণভিক্ষার নাটক। চিঠির বিষয়ে হেরে যাবে ভিকটিম পরিবার কারণ তাদের
> অভিযোগের জায়গায় কফিন মেরেছে। জামায়েত নিষিদ্ধ করে সম্পত্তি বাজেয়াপ্ত
> করার জন্য প্রাণভিক্ষার চিঠি আওয়ামী লীগের খুব বেশি প্রয়োজন, এই ভাষা
> বিরোধীদলকে বুঝতে হবে। কেন ভাঙ্গা রেকর্ডের মতো বারবারই বলছে,
> সাকা-মুজাহিদ দোষ স্বীকার করেছে? এই ভাষাই দখলের ভাষা। প্রাণভিক্ষার চিঠি
> ব্যবহার করে যুদ্ধাপরাধীর দল অভিযোগে যখন জামায়েত নিষিদ্ধ করবে অবৈধ
> সরকার, এরপরেই মধ্যবর্তী নির্বাচনের প্রস্থতি।
>
>
> ১২
> কোন দল করি না বলেই দম্ভ করে বলছি, পক্ষে বললে দেয় বাড়ি-গাড়ি, সমালোচনা
> করলে গলায় ফাঁসির দড়ি।
>
>
> ১৩
> দম্ভ? মানবতাবিরোধীদের বিচার কেন্দ্র করে সাকার দম্ভ নিয়ে অতিমাত্রায়
> আলোচনা হচ্ছে মিডিয়ায়। সকলেই তার দম্ভ নিয়ে অতি ব্যস্ত। কেন? এই দেশে
> কেউ কি কিছুই করতে পারবে না? ড. ইউনুস নোবেল পেলে হাসিনার বিরাট
> মাথাব্যথা। খালেদা জন্মদিনের কেক কাটলে সমস্যা ১৫ আগস্ট। ফাঁসি নিয়ে
> বক্তব্য না দিলে বিএনপি যুদ্ধাপরাধের দল। খালেদা যদি ছেলেকে দেখতে লন্ডন
> যায়, সেটাও ইনুদের যন্ত্রণা। খালেদার পুত্র মারা গেলে, সেখানেও মহারাণীকে
> অপমানের দুর্গন্ধ। সাংবাদিক মুসা টেলিভিশন দিতে চাইলে, সেটাও মুই কার
> খালুরে। পিয়াস করিমের মরদেহ যাবে শহীদ মিনারে, সেখানেও ইমরান সরকারের
> তান্ডব। জিয়ার কবরের মাটি নিয়েও আপত্তি। খালেদাকে বাড়ি থেকে টেন্তেহিচড়ে
> বের করতেই হবে। কাজী জাফরের জানাজা দক্ষিণ প্লাজায় হবে না কারণ, ওটাও
> মহারানীর সম্পত্তি। লুই কানের নকশা অনুযায়ী যা খুশি করবে আওয়ামী লীগ
> কিন্তু সমস্যা বিরোধিদলের মরাদের নিয়ে। এ.কে খন্দকার, শারমিন আহমেদ বই
> লেখা মাত্র শকুনের ঝাক। প্রবাসী সরকার বানালো বঙ্গতাজ, হয়ে গেলো মুজিবের
> জমিদারি। বঙ্গতাজের জন্মদিন পালনে আওয়ামী লীগের অরুচি। ভাসানীর
> মৃত্যুদিবস পালনে গা বমি বমি। এতো সমস্যা নিয়ে আওয়ামী লীগ ঘুমায় কি করে?
> নাকি রাত পোহানোর অপেক্ষায় পাঞ্জেরিদের মতো বিনিদ্র রজনী কাটায়! সাকার
> দম্ভ কেন, মানুষ হিসেবে যা খুশি করবে একমাত্র অন্যের ক্ষতি ছাড়া। দম্ভ কি
> আওয়ামী লীগের একার সম্পদ? সাকার ৫ সাক্ষিতে হাজির হতে না দিয়ে কি প্রমাণ
> করলো ট্রাবুন্যাল?
> দম্ভ দেখুন। দম্ভনৃত্যে সবকটাকেই ১০০-তে ১০০। কৃষিমন্ত্রীর কি সমস্যা,
> জানা নেই কিন্তু দম্ভনৃত্য দেখে খুব মজা পাই। মন্ত্রী নাকি জঙ্গলের
> বিচ্ছু? মন্ত্রীরা সমুদ্রের মতো উথাল পাথাল করে না। সুনামির মতো ২০০ মাইল
> বেগে ধ্বসে পড়ে না। দম্ভ দেখেছি সংসদে। শেখ সেলিম, তোফায়েল, সুরঞ্চিত,
> হাসিনা, ধর্মমন্ত্রী, সাজেদা চৌধুরি, হাজি সেলিম... দম্ভ দেখেছি সর্বনাশী
> ভয়ংকর রূপে। যারাই সাকার দম্ভের সমালোচনায় ফেটে পড়ছে, বলছি, কৃষিমন্ত্রীর
> দম্ভনৃত্য দেখে তারপর কিছু বলুন।
>
>
> ১৪
> পন্ডিতের জন্ম হয় যুগে যুগে। আওয়ামী পন্ডিত এবং মহাপিন্ডিতদের সঙ্গে
> পন্ডিত সক্রেটিসের পার্থক্য এইরকম। অত্যাচারি রোম সম্রাটের কোর্টে
> প্রশ্নের জবাবে সক্রেটিস বললেন, দেবতার কথাই ঠিক। আমিই এই সাম্রাজ্যের
> একমাত্র বুদ্ধিমান ব্যক্তি, কারণ, একমাত্র আমিই জানি যে, আসলেই আমি কিছুই
> জানি না।
> আওয়ামী মহাপন্ডিতদের বেলায় একমাত্র তারাই ঠিক, তারাই সব জ্যান্ডা, কখনোই
> তারা ভুল করে না। বাকিরা সকলেই ভুল করে।
> আমেরিকার ৯৯ ভাগের আন্দোলনের মতো আওয়ামী লীগও বলছে, তারা একাই ৯৯, বাকিরা-১।
> ফেরাউন পতনের আগে বহু বছর অপেক্ষা করেছিলো মিশরবাসী, আমরাও পার করেছি
> প্রায় ৩ যুগ। মনে হচ্ছে, মিশরবাসীদের মতোই বদকপালী আমরাও।
>
>
> ১৫
> কিছু শহীদ পরিবারের শহীদব্যবসা অসহনীয় পর্যায়ে। সিদ্ধেশ্বরীতে এক শহীদ
> জায়ার বাড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ। প্রায় দুই বিঘা জমির উপরে বাসা পেয়েছে।
> তার হাবভাব দেখে মনে হলো যেন, স্বামী মরে তার কপাল খুলেছে। এখন তার মেয়ের
> জামাই এক উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধু, টেলিভিশনে প্রোপাগান্ডা বিশেষজ্ঞ।
> একদিন মেজর আখতারুজামানের সঙ্গে ইনডিপেডেন্ট টেলিভিশনে লাইভ মারামারিও
> করেছে। সে বলতে চাইছে, মুজিব লীগ মুক্তিযোদ্ধা, জিয়ার সমর্থকরা নয়।
> এরপরেই মারমারি।
> যা বলছিলাম, জিয়ার কবর থেকে জামায়েতের সম্পত্তি, সব খেতে মাঠে আদাজল খেয়ে
> লেগেছে শহীদব্যবসায়ীরা। শাহারিয়ার কবির এখন বড় ব্যবসায়ী। তার চোখ
> জামায়েতের সম্পত্তির দিকে। সরকারকে এইমর্মে উষ্কে দিলো, মুক্তিযোদ্ধারা
> কষ্ট করছে, জামায়েতেরা ভালো আছে। সুতরাং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে
> শহীদ পরিবারকে দেয়া হোক। গোলাম মর্তুজা নামের এক সাংবাদিকের মুখের কথাও
> প্রায় ওইরকম। এরা মরাকেও ছাড়ে না। সাকা-মুজাহিদ তো এই পৃথিবীতেই নেই,
> তারপরেও তাদের নিয়ে গানবাজনা? তাহলে কি যারা পাকিস্তান আমলে হিন্দু
> সম্পত্তি লুটপাট করেছে, সেইগুলোও ফেরত দেবে? আমি হিন্দু ঘরের সন্তান,
> আমার চারপাশে আওয়ামী লীগের লোকেরা হিন্দু সম্পত্তি দখল করে আছে। প্রফেসর
> আবুল বারাকাতের বইতে উল্লেখিত, সবচে' কম সম্পত্তি দখল করেছে জামায়েত,
> সবচে' বেশি করেছে আওয়ামী লীগ। শহীদব্যবসায়ীদেরকে বলতে চাই, জামায়েতের
> সম্পত্তি দখলের আগে হিন্দুদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি ফেরত দিতে
> হবে।
> ইমরান সরকার এবং শাহারিয়ার কবিরদের নিরাপত্তার জন্য কোষাগার থেকে ব্যয়
> হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এর অন্যতম কারণ কি জামায়েতের সম্পত্তি দখলের
> চৌকিদারি? আরেক শহীদব্যবসায়ী শ্যামলী নাসরিন চৌধুরির কুম্ভিরাশ্রু দেখতে
> দেখতে অসহ্য। এই ভদ্রমহিলা শহীদ স্বামীর কবরের মাটি শুকানোর আগেই ২য়
> বিবাহ করেছে। ব্যবসা বটে। প্রশ্ন, ভালোবাসা কার জন্য? স্বামী নাকি টাকা?


------------------------------------
Posted by: Bipulnahar <bipulnahar@yahoo.com>
------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/