Banner Advertiser

Tuesday, November 24, 2015

[mukto-mona] Re:

Farah Mina,

You and your generation must love Pakistan. So I suggest please go back to Pakistan. You are a dog from Pakistan and barking in Bangladesh, doesn't make any sense.

Joy Bangla

Bipul KAMAL

Sent from my iPhone

> On Nov 24, 2015, at 6:03 AM, Mina Farah <farahmina@gmail.com> wrote:
>
> আমজনতার মঞ্চ
>
> ১
>
> জাতিকে কলংকমুক্ত করার চৌকিদারী যে দিলো, তাকেই ফাঁসি দেয়া উচিত। যে
> পরিবারের একজনও মুক্তিযুদ্ধে না গিয়ে দেশে-বিদেশে পাকিস্তানীদের পেটের
> মধ্যে ঢুকে ছিলো, তারা যখন বিচার করে, সেটা হয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে
> প্রতিশোধ। যেহেতু আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়, যেহেতু তারা দলেবলে
> ভারতে পালিয়ে গিয়েছিলো, যেহেতু স্বশস্ত্র সংগ্রামে ১ম সারির কেউই অংশ
> নেয়নি... টাইবুন্যালকে বলা যাবে সিকিম বানানোর প্রস্থতি। অর্থাৎ প্রতিবাদ
> করার কেউই থাকবে না। এর মানে রাজাকারেরাই কি মুক্তিযোদ্ধাদের লেজে আগুন
> দিচ্ছে?
> বিদেশি মিডিয়ার কভারেজে দুটি বাক্য পরিষ্কার। বিরোধীদলের ২ নেতাকে ফাঁসি
> দিয়েছে। এ নিয়ে প্রচন্ড গাত্রদাহ সংসদে। আর কতো গালিগালাজ করবেন সেলিম
> সাহেব? গালিগালাজ তো বহু করলেন কিন্তু বাংলাদেশকে কি কলংকমুক্ত করতে
> পেরেছেন? পারেননি বরং প্রতিবারই আরো বেশি কলংকিত করছেন। পারলে আপনার এবং
> হাসিনার বেয়াইকে ফাঁসি দিয়ে কলংকমুক্ত করে দেখান। এই ২ হিটলার তো আপনাদের
> ড্রইংরুমে। তারপরেও এতো গড়িমসি কেন সেলিম সাহেব? আমরা তো দেখছি, প্রতিটি
> ফাঁসির পরেই পতাকার উপরে ড্রামের পর ড্রাম কালি ঢেলে দিচ্ছে বিদেশিরা।
> পতাকার সর্বাঙ্গে এখন শুধুই কালি। বিশ্ব মিডিয়ায় ছিঃ ছিঃ। দুই বিরোধি
> নেতাকে ফাঁসি? এবার বলুন তোফায়েল সাহেব, বিদেশিদের কলম থামাবেন কি দিয়ে?
>
> ২
> গত লেখার সূত্র ধরে আবারো বলছি, কয়েক লক্ষ গরু আর মানুষের মধ্যে একটাই
> পার্থক্য, প্রতিটি মানুষের চেহারা আলাদা কিন্তু লক্ষ লক্ষ গরুর চেহারা
> এক। এভাবেই পশু থেকে মানুষকে বুদ্ধিতাড়িত প্রাণী হিসেবে সৃষ্টি করা
> হয়েছে। সুতরাং মানুষের বুদ্ধি-বিবেক, চিন্তাধারা, বিচার করার ক্ষমতা-
> স্বতন্ত্র। এই কথা বাংলাদেশের বেলায় বলা যাবে কি? আমি পুরো নাম বলছি না
> তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমুক শিক্ষকের ১ম নাম ড. আনোয়ার। ভদ্রলোক
> রাষ্ট্রবিজ্ঞানের কুশিক্ষক এবং টকশোতে প্রায়ই গাজাখুরি মন্তব্য করেন। যার
> সঙ্গে পেশার ন্যূনতম মিল নাই। ১৭ কোটি মানুষের অর্ধেকের চেহারা যখন
> একরকম, শুধু তখনই তারা ড. আনোয়ারও হাম্বা লীগের একজন। ভদ্র ভাষায় লিখতে
> চাই কিন্তু অভদ্রদের বানর তান্ডব দেখার পর আমার উন্নত চিন্তাধারাগুলো
> অন্য রূপ নেয়। প্রবাদে বিশ্বাস করি অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর। সুতরাং
> ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যতো কোটি কুকুর
> পয়দা হয়েছে, তাদের জন্য মুগুর ছাড়া আর কি দিতে পারি?
> সোস্যাল মিডিয়া এক্টিভিস্টরা, টেলিভিশন এবং কু-বুদ্ধিজীবিদের জানাজা পড়তে
> চেয়েছেন। তাদের বুদ্ধির প্রশংসা করি। মানবতাবিরোধি অপরাধের অন্যতম
> দৃষ্টান্ত, টেলিভিশন লীগ। অবৈধ সরকারের খয়ের খা এরা বাংলাদেশকে সিকিম
> বানানোর কাজে লিপ্ত। টেলিভিশন মালিকদের হাতে এখন এতো টাকা যা তারা
> পশ্চিমে নিয়ে ব্যবসা খুলছে, প্রমাণ আমাদের হাতে। ড. আনোয়ারদের মতো
> শিক্ষকরা আছে বলেই বাংলাদেশের অর্ধেক মানুষ এখন গরুর মতো এক চেহারা
> অর্থাৎ হাম্বা লীগ। ১ কোটি গরুর ভিড়ে আপনার হারিয়ে যাওয়া গরুটিকে খুঁজে
> বের করে এনে দেখান। জয়বাংলা। এবার ভাবুন।
>
>
> ৩
> তৃতীয় চোখে কয়েকটা অগ্রিম রায় দেখছি। আরো প্রায় ১১টা ফাঁসির আগে এগুলো
> বের করা হবে।
> খালেদাকে জেলে পাঠানোর আগে একটি রায় আনা হবে।
>
> মার্চে জামায়েত নিষিদ্ধ করার আগে এখান থেকেই একটি রায় নিয়ে আসবে।
>
> নাজমুল হুদার বিএনপি দিয়ে মধ্যবর্তী নির্বাচনের আগে জিয়ার বিএনপি
> নিষিদ্ধের রায়টিও আসবে এখান থেকেই।
>
> বাংলাদেশকে কেন সিকিমের মতো অঙ্গরাজ্য হলে দেশের আরো উন্নতি হবে, রায়ের
> মাধ্যমে সেটিও জানানো হবে প্রেস কনফারেন্স থেকে।
>
> একটি রায় দেখছি যেখানে বলছে, বাংলাদেশে এখন থেকে ভারতের সংস্কৃতি চালু
> হবে এবং সবগুলো প্রেক্ষাগৃহে বলিউডের ছবি বাধ্যতামূলক। ইত্যাদি ইত্যাদি।
>
>
> ৪
> খুনি রাজাকারের বেয়াই শেখ সেলিমের অসংলগ্ন বক্তব্য গভীরভাবে লক্ষ করে মনে
> হচ্ছে, আলসাইমার্স অথবা পারকিনসন, একটায় আক্রান্ত। হাতের প্রচন্ড কাঁপুনি
> দেখে পারকিনসন মনে হয়, খালেদা জিয়ার লেজে আগুন দেয়ার সময় আলসাইমার্স মনে
> হয়। আলসাইমার্স রোগিদের মুখে কোন অভিব্যক্তি থাকে না, চোখের পাতাও নড়ে
> না। শেখ সেলিমেরও নেই। শেখ সেলিম এবং হাসিনার রাজাকার বেয়াইদের একটারও
> ফাঁসি হবে না জানি কিন্তু এই প্রশ্নটি তোলার মতো প্রতিটি বাংলাদেশিরই
> মৃত্যু হয়েছে।
>
>
>
> ৫
> ইচড়ে পাকা হালিমের ফালতু বক্তব্য অন্ত্রনালীতে যন্ত্রণার কারণ। শুধুই কি
> স্যোসাল মিডিয়া? এই ভদ্রমহিলা জাতির জিহ্বা থেকে পায়ুপথ পর্যন্ত বন্ধ করে
> দিয়েছে। এখন বলছে, ফেইসবুক বন্ধ নাশকতা দমন করেছে। এই ধরনের নাবালকরাই
> দেশটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট সন্ত্রাসী। সন্ত্রাস সম্পর্কে সে কি
> জানে? দুটি ফাঁসি কার্যকরের পর যথেষ্ট গন্ডগোল হয়নি বলেই কি এই ধারনা?
> সন্ত্রাসকে এভাবে প্রশ্রয় দেয়া ভালো নয়। লক্ষ লক্ষ র‌্যাব, বিজেপি, পুলিশ
> দিয়ে কয়দিন? এটা তো মিলিটারি রাষ্ট্র নয়। হলে সাফ বলেন।
> ফেইসবুক বন্ধ রাখার সঙ্গে নাশকতার কোনই সম্পর্ক নেই। যে দেশ স্যোসাল
> মিডিয়া নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলে জানেন? কিছু পড়ালেখা তো করতে হয়।
> ক্যাস্টোর মতো যারা স্যোসাল মিডিয়া নিয়ন্ত্রণ করে, তারা মানুষের যম। কারণ
> তারা বাকস্বাধীনতা অপহরণ করে। স্যোসাল মিডিয়া বন্ধ করে দিয়ে মানবাধিকার
> গুম করে। ইতিহাস এদেরকে বলে- স্টালিন, মাও, ক্যাস্ট্রো, কিম জং।
> বাংলাদেশে কমিউনিজম চালু রেখেছে বাকশাল স্টেট। এরা অন্যান্য সন্ত্রাসী
> স্টেটের চেয়েও ভয়ংকর। এরা শুধু মৌলিক অধিকারই নয়, চোখ-কান, জিহ্বা
> সবখানেই তালা মেরে দিয়ে গণভবনকে বানিয়েছে ষড়যন্ত্রের কারখানা। এজন্য
> বিদেশ থেকে উপদেষ্টা এনে তাকে দিচ্ছে কোটি কোটি ডলার। গণতন্ত্রের কথা বলে
> ৭১এ দুইখন্ড করার পর, বারবার বাকশালী কমিউনিজমের অভ্যুত্থানে দম বন্ধ হয়ে
> আসছে। মুজিবকমিউনিজম, ক্যাস্ট্রোকমিউনিজমের চেয়েও জঘন্য। গণতন্ত্রের ভান
> করে না ক্যাস্ট্রো। আমরা হাসিনা কমিউনিস্টদের হাত থেকে মুক্তি চাই।
> অধিকার শব্দটির দাফন্তকাফন শেষ। সর্বত্রই রাষ্টের নিয়ন্ত্রণ। ফাঁসির দড়ি
> থেকে মৃতের কবর, কমিউনিজমের শকুনগুলো হামলে পড়েছে সবখানে।
>
> ৬
> ৩০শে নভেম্বর থেকে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক? আর কি বাধ্যতামূলক?
> তাদের ক্যালেন্ডার অনুযায়ী স্বামী-স্ত্রীর মিলন হতে হবে? তাদের দিনক্ষণ
> অনুযায়ী, শুক্র এবং ডিম্ব নিষিক্ত হবে? তাদের দেয়া তারিখের সঙ্গে না
> মিললে ভূমিষ্ঠ হতে যাওয়া শিশুকে মাতৃগর্ভে পুশব্যাক করতে হবে? সেটাই করছে
> কমিউনিস্ট হাসিনা।
> জঘন্য মহসিন আলীর খামারের হাঁসটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ
> নির্বাচিত। খামারের হাঁস এখন জাতির আইন প্রণেতা। জয়বাংলা।
>
>
> ৭
> প্রাণভিক্ষা চেয়েছে দুইজন কিন্তু চিঠি দেখানো যাবে না। পাকিস্তানকে কড়া
> ভাষায় প্রতিবাদের নির্দেশ কমিউনিস্ট রাণীর। রাজনৈতিক দল হিসেবে পাগলের
> প্রলাপ বকবে হাম্বা লীগ, এটাই স্বাভাবিক। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ের
> শিক্ষক, সুপ্রীম কোর্টের উকিল, মানবাধিকার সংগঠকরা পাগল হয়ে যায়...।
>
>
> ৮
> আমি কাউকে সমর্থন বা অসমর্থন কোনটাই করি না। ওরা অন্যায় করবে আর আঙুল
> চুষবো? সাবালক হওয়া এবং সিদ্ধান্তে আসার সময় এখনই। পাকিস্তানকে কড়া ভাষায়
> প্রতিবাদ করবে কিন্তু মানবতাবিরোধীদের বিষয়ে যখন রাশিয়ার রাষ্ট্রদূতকে
> দিয়ে সাফাই বক্তব্য দেয়ানো হলো, তখন প্রতিবাদ করবো না? তাবেদার রাষ্ট্র
> হলেই কি ৭ খুন মাফ? খলনায়িকা তারনা হালিম এবং সন্ত্রাসীর শ্বশুর মায়াকে
> বলছি, ধান্দাবাজি রেখে, স্বীকার করুন, "বাংলাদেশ এখন কমিউনিস্ট রাষ্ট্র
> এবং আওয়ামী লীগ একটি কমিউনিস্ট দল।" কমিউনিস্ট রাষ্ট্রে মানবাধিকার বলে
> কোন শব্দ নেই।
>
>
> ৯
> যাদের হাতে দুটো ভেটো পাওয়ার এবং ৫টি ক্ষমতাধর রাষ্ট্র, আজরাইল কেন,
> বেঁচে থাকলে হিটলারও ভয়ে পালিয়ে যেতো। গত লেখার সূত্র ধরে, তলে তলে কি
> ষড়যন্ত্র, ধারণা আছে? বাংলাদেশিদের সমস্যা, ১ লক্ষ গরুর মতো, সবকটার এক
> চেহারা। এজন্যই হাম্বা লীগের- হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ
> জয়যুক্ত। অর্থাৎ হাম্বা হাম্বা হাম্বা...।
> ৭৫ সনে সিকিম দখলের আগে ইন্দিরা গান্ধিও লেন্দুপ জর্দিকে দিয়ে একটার পর
> একটা সফল অভিযান চালিয়েছিলো। আমাদের দেশেও এখন একটার পর একটা সফল অভিযান
> অব্যাহত। ভারতের প্রতিবেশি হওয়ার বিপদ এবং অভিশাপ নিয়ে বই লেখার প্রস্থতি
> প্রায় সম্পন্ন। যে প্রক্রিয়ায় ৫ জানুয়ারি কায়েম করলো ভারত, অভিযান
> প্রমাণের জন্য যথেষ্ট। কওয়া নেই বলা নেই, এখন দেখুন, প্রতি সপ্তাহেই
> ভারতের সাথে বন্ধুত্ব আরো উপরদিকে যাচ্ছে। কি চুক্তি, কেন চুক্তি, কবে
> চুক্তি, কখন পরিকল্পনা, কারা আলোচক, কারা দলিল লেখক... কাউকে বলে?
> মোস্তফা ফারুকির অভিযোগ, ভারতের সিনেমাওয়ালারা আসছে, যাচ্ছে, কেউ জানছে
> না। তার শংকা, আমারও শংকা। এখন প্রায় প্রতিদিনই ভারতীয়দের অনুষ্ঠান
> বাংলাদেশে। সাকা-মুজাহিদের ফাঁসির দিন ঋতৃক রওশনদের ৩ ঘন্টার অনুষ্ঠানের
> জন্য ৪ কোটি টাকা গচ্চা। এই দেশে এখন কয় লক্ষ খয়ের খা? কেজিবি, সিআইএ,
> জগৎশেঠের মতো এরাই বন্ধুবেশে মানুষের সঙ্গে মিশে একটার পর একটা অভিযান
> সফল করছে। জয়বাংলা।
> গতকাল হঠাৎ দেখি, পুঁজিবাজার ভারতীয়দের হাতে তুলে দেয়ার সফল অভিযান। আমি
> শুধু পুঁজিবাজারই বুঝি না, আমি একজন স্বতন্ত্র বিদ্যা-বুদ্ধিসম্পন্ন ৬ষ্ঠ
> ইন্দ্রিয়যুক্ত মৌলিক মানুষ। আমাকে চ্যালেঞ্জ করার মতো মানুষের সংখ্যা কম।
> নিজেকে আমি অত্যন্ত উন্নত প্রকৃতির মানুষ হিসেবে বিশ্বাস করি বলেই
> অনেককিছু বলতে পারি যা অধিকাংশের জন্য কল্পনা। ওয়ালস্ট্রিট থেকে
> মেইনস্ট্রিট, সর্বত্রই বিচরণ আমার। পুঁজিবাজার করেছি ১৫ বছর, এখনো করছি।
> স্পষ্ট দেখছি, বাংলাদেশের অর্থনীতিতে বিশাল গর্ত। প্রত্যেকদিন এগিয়ে
> যাচ্ছে বাংলাদেশ এবং ফোলা বেলুন অর্থনীতির খবর দিয়ে কালো গর্ত ঢাকবে?
> অর্থের এতোই সংকট, এবার ভারতীয়দের হাতে তুলে দিলো পুঁজিবাজার। এবার
> ভারতীয় হাঙ্গরেরা পুঁজিবাজার ইঞ্জিনিয়ারিং করে বাটপার সালমান রহমানদেরকেও
> পরাজিত করবে। এই খেলায় যারা রক্তাক্ত হবে অর্থাৎ গরিব বিনিয়োগকারীদের কোন
> খবরই কভার করবে না টেলিভিশন লীগ। সিকিম হতে আর কতো দেরি?
>
>
> ১০
> ইন্দিরা গান্ধির করুণ পরিণতি কে না জানে? একনায়কত্ব কায়েম করে অসংখ্য
> স্বাধীনতাকামি খুন করেছিলো স্বৈরাচার ইন্দিরা। মুক্তিযুদ্ধে তার সহায়তার
> মূলে গণতন্ত্র নয় বরং হসিনার ১৫ আগস্টের মতোই জওহরলালের ৪৭এর প্রতিশোধ
> কার্যক্রম। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি কিন্তু গণতন্ত্র মারা গেছে।
> আইয়ুব আমলে কখনোই এই পর্যায়ের মার্শল ল' এবং কমিউনিজম দেখিনি। পথে-ঘাটে
> এখন ফুলের বদলে বন্দুকের নল ফোটে। পাখির বদলে গান গায় মেশিনগান। গাছের
> পাতার বদলে গুলির ঝড়োহাওয়া। পূর্ণিমার আলোর বদলে শরীর আলোকিত করে
> র‌্যাবের হাজারো সার্চলাইট। এই হচ্ছে আজকের বাংলাদেশের চেহারা।
> ইস্কান্দার মির্জা থেকে সহোরাওয়ার্দির মৃত্যু পর্যন্ত, ৬ বছর সামরিক শাসন
> থাকলেও, ৬৫ সন থেকে পূর্ণ গণতন্ত্র ভোগ করেছে এই ভূখন্ডের মানুষ। করেনি?
> রাজনীতি তখন আইয়ুব খান নয় বরং ভাসানী-মুজিবের দখলে ছিলো। আলোচনার টেবিলেও
> ভাসানী-মুজিব আর ইঁদুর আইয়ুব খান। তখন রাস্তা দখলে ছিলো বিরোধিদের।
> আসাদের শার্ট নিয়ে দেশ স্তব্ধ করে দিয়েছিলো স্বাধীনতাকামিরা। আগরতলা
> মামলায় আইয়ুব খানের জান খারাপ করে দিয়েছিলো প্রতিবাদিরা। এখন আমাদেরকে
> সত্য বলতে হবে, সাবালক হতে হবে, অন্যথায় দলে দলে আত্মহত্যা করুন।
> গণতন্ত্র নয়, চলছে কমিউনিজম এবং সামরিক শাসন দুটোই। আইয়ুব খানের অভিশাপ
> লেগেছে। নরকে বসে ইন্দিরা খুশিতে লাফাচ্ছে। তার ২নম্বর সিকিমতন্ত্র সফল
> হওয়ার পথে। ভারতের সেনাবাহিনী ফ্লাট, টাকা-পয়সার পরোয়া করে না। যখন
> দেখলো, স্বর্ণমন্দিরে তাদের ভাইদেরকে হত্যা করেছে ইন্দিরার বাহিনী, তখন
> যা করার করলো, ইতিহাস সাক্ষি।
>
>
> ১১
> বাংলাদেশিদের মস্তিষ্ক সত্যিই গণশৌচাগার। মল-মূত্রের বিষক্রিয়ায় ধ্বংস
> হয়েছে মস্তিষ্কের প্রতিটি কোষ। তাই তারা এখন আর চিন্তা করতে পারে না।
> প্রাণভিক্ষার চিঠি নিয়ে আইনমন্ত্রীর যে বেইলি রোডের নাটক, গন্তব্য কোথায়
> জানেন? আপনারা কেউ কি জানেন, নাজমুল হুদা কেন তৃণমূল বিএনপি খুললো? কারো
> কি ধারনা আছে, কেন দিবস ভিত্তিক ফাঁসি? ন্যূনতম চিন্তাশক্তি থাকলে বলুন,
> কেন এই প্রাণভিক্ষার নাটক? খালেদার মতো পরে নয় বরং আগেই চিন্তা করে বাংলা
> নাৎসী পার্টি। তারা সঠিক সময়ে সঠিক পরিকল্পনাটি করে ফেলেছে। বিদেশিদের
> চাপে মধ্যবর্তী নির্বাচন অনিবার্য। মৃতের মুখ নেই তাই সাকা-মুজাহিদ বলতে
> পারবে না, প্রাণভিক্ষার চিঠিটি তাদের নয়। জামায়েতকে বলছি, চিঠি নিয়ে
> চেঁচামেচি করবেন না। ভিকটিম পরিবারকে বলছি, চিঠি লেখার স্বীকার-অস্বীকার
> নিয়ে বক্তব্য দেবেন না। ক্ষমতা থাকলে, বুদ্ধি খর্চ করুন। সাকা-মুজাহিদ
> কখনোই ফিরে এসে বলবে না, এই চিঠি তারা কেন লেখেনি বরং অন্য কেউ লিখেছে।
> তাদের নামে চালিয়ে দেয়া হচ্ছে যে চিঠি, আইনমন্ত্রীর দেখাতে অস্বীকার
> করেছে। অর্থাৎ এই চিঠির গন্তব্যস্থল, দল হিসেবে জামায়েত নিষিদ্ধের
> ট্রাইবুন্যালে। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার যুক্তি হিসেবে খাড়া
> করবে এই চিঠি। খবরের পাতায় দেখুন, প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সম্পত্তি
> খাওয়ার জন্য শাহারিয়ার কবিরদের জিহ্বা লক-লক করছে। যুদ্ধাপরাধী হিসেবে দল
> এবং অর্থনৈতিকভাবে জামায়েতকে গ্রাস করার জন্যই চিঠির অবতারনা। এই জন্যই
> প্রাণভিক্ষার নাটক। চিঠির বিষয়ে হেরে যাবে ভিকটিম পরিবার কারণ তাদের
> অভিযোগের জায়গায় কফিন মেরেছে। জামায়েত নিষিদ্ধ করে সম্পত্তি বাজেয়াপ্ত
> করার জন্য প্রাণভিক্ষার চিঠি আওয়ামী লীগের খুব বেশি প্রয়োজন, এই ভাষা
> বিরোধীদলকে বুঝতে হবে। কেন ভাঙ্গা রেকর্ডের মতো বারবারই বলছে,
> সাকা-মুজাহিদ দোষ স্বীকার করেছে? এই ভাষাই দখলের ভাষা। প্রাণভিক্ষার চিঠি
> ব্যবহার করে যুদ্ধাপরাধীর দল অভিযোগে যখন জামায়েত নিষিদ্ধ করবে অবৈধ
> সরকার, এরপরেই মধ্যবর্তী নির্বাচনের প্রস্থতি।
>
>
> ১২
> কোন দল করি না বলেই দম্ভ করে বলছি, পক্ষে বললে দেয় বাড়ি-গাড়ি, সমালোচনা
> করলে গলায় ফাঁসির দড়ি।
>
>
> ১৩
> দম্ভ? মানবতাবিরোধীদের বিচার কেন্দ্র করে সাকার দম্ভ নিয়ে অতিমাত্রায়
> আলোচনা হচ্ছে মিডিয়ায়। সকলেই তার দম্ভ নিয়ে অতি ব্যস্ত। কেন? এই দেশে
> কেউ কি কিছুই করতে পারবে না? ড. ইউনুস নোবেল পেলে হাসিনার বিরাট
> মাথাব্যথা। খালেদা জন্মদিনের কেক কাটলে সমস্যা ১৫ আগস্ট। ফাঁসি নিয়ে
> বক্তব্য না দিলে বিএনপি যুদ্ধাপরাধের দল। খালেদা যদি ছেলেকে দেখতে লন্ডন
> যায়, সেটাও ইনুদের যন্ত্রণা। খালেদার পুত্র মারা গেলে, সেখানেও মহারাণীকে
> অপমানের দুর্গন্ধ। সাংবাদিক মুসা টেলিভিশন দিতে চাইলে, সেটাও মুই কার
> খালুরে। পিয়াস করিমের মরদেহ যাবে শহীদ মিনারে, সেখানেও ইমরান সরকারের
> তান্ডব। জিয়ার কবরের মাটি নিয়েও আপত্তি। খালেদাকে বাড়ি থেকে টেন্তেহিচড়ে
> বের করতেই হবে। কাজী জাফরের জানাজা দক্ষিণ প্লাজায় হবে না কারণ, ওটাও
> মহারানীর সম্পত্তি। লুই কানের নকশা অনুযায়ী যা খুশি করবে আওয়ামী লীগ
> কিন্তু সমস্যা বিরোধিদলের মরাদের নিয়ে। এ.কে খন্দকার, শারমিন আহমেদ বই
> লেখা মাত্র শকুনের ঝাক। প্রবাসী সরকার বানালো বঙ্গতাজ, হয়ে গেলো মুজিবের
> জমিদারি। বঙ্গতাজের জন্মদিন পালনে আওয়ামী লীগের অরুচি। ভাসানীর
> মৃত্যুদিবস পালনে গা বমি বমি। এতো সমস্যা নিয়ে আওয়ামী লীগ ঘুমায় কি করে?
> নাকি রাত পোহানোর অপেক্ষায় পাঞ্জেরিদের মতো বিনিদ্র রজনী কাটায়! সাকার
> দম্ভ কেন, মানুষ হিসেবে যা খুশি করবে একমাত্র অন্যের ক্ষতি ছাড়া। দম্ভ কি
> আওয়ামী লীগের একার সম্পদ? সাকার ৫ সাক্ষিতে হাজির হতে না দিয়ে কি প্রমাণ
> করলো ট্রাবুন্যাল?
> দম্ভ দেখুন। দম্ভনৃত্যে সবকটাকেই ১০০-তে ১০০। কৃষিমন্ত্রীর কি সমস্যা,
> জানা নেই কিন্তু দম্ভনৃত্য দেখে খুব মজা পাই। মন্ত্রী নাকি জঙ্গলের
> বিচ্ছু? মন্ত্রীরা সমুদ্রের মতো উথাল পাথাল করে না। সুনামির মতো ২০০ মাইল
> বেগে ধ্বসে পড়ে না। দম্ভ দেখেছি সংসদে। শেখ সেলিম, তোফায়েল, সুরঞ্চিত,
> হাসিনা, ধর্মমন্ত্রী, সাজেদা চৌধুরি, হাজি সেলিম... দম্ভ দেখেছি সর্বনাশী
> ভয়ংকর রূপে। যারাই সাকার দম্ভের সমালোচনায় ফেটে পড়ছে, বলছি, কৃষিমন্ত্রীর
> দম্ভনৃত্য দেখে তারপর কিছু বলুন।
>
>
> ১৪
> পন্ডিতের জন্ম হয় যুগে যুগে। আওয়ামী পন্ডিত এবং মহাপিন্ডিতদের সঙ্গে
> পন্ডিত সক্রেটিসের পার্থক্য এইরকম। অত্যাচারি রোম সম্রাটের কোর্টে
> প্রশ্নের জবাবে সক্রেটিস বললেন, দেবতার কথাই ঠিক। আমিই এই সাম্রাজ্যের
> একমাত্র বুদ্ধিমান ব্যক্তি, কারণ, একমাত্র আমিই জানি যে, আসলেই আমি কিছুই
> জানি না।
> আওয়ামী মহাপন্ডিতদের বেলায় একমাত্র তারাই ঠিক, তারাই সব জ্যান্ডা, কখনোই
> তারা ভুল করে না। বাকিরা সকলেই ভুল করে।
> আমেরিকার ৯৯ ভাগের আন্দোলনের মতো আওয়ামী লীগও বলছে, তারা একাই ৯৯, বাকিরা-১।
> ফেরাউন পতনের আগে বহু বছর অপেক্ষা করেছিলো মিশরবাসী, আমরাও পার করেছি
> প্রায় ৩ যুগ। মনে হচ্ছে, মিশরবাসীদের মতোই বদকপালী আমরাও।
>
>
> ১৫
> কিছু শহীদ পরিবারের শহীদব্যবসা অসহনীয় পর্যায়ে। সিদ্ধেশ্বরীতে এক শহীদ
> জায়ার বাড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ। প্রায় দুই বিঘা জমির উপরে বাসা পেয়েছে।
> তার হাবভাব দেখে মনে হলো যেন, স্বামী মরে তার কপাল খুলেছে। এখন তার মেয়ের
> জামাই এক উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধু, টেলিভিশনে প্রোপাগান্ডা বিশেষজ্ঞ।
> একদিন মেজর আখতারুজামানের সঙ্গে ইনডিপেডেন্ট টেলিভিশনে লাইভ মারামারিও
> করেছে। সে বলতে চাইছে, মুজিব লীগ মুক্তিযোদ্ধা, জিয়ার সমর্থকরা নয়।
> এরপরেই মারমারি।
> যা বলছিলাম, জিয়ার কবর থেকে জামায়েতের সম্পত্তি, সব খেতে মাঠে আদাজল খেয়ে
> লেগেছে শহীদব্যবসায়ীরা। শাহারিয়ার কবির এখন বড় ব্যবসায়ী। তার চোখ
> জামায়েতের সম্পত্তির দিকে। সরকারকে এইমর্মে উষ্কে দিলো, মুক্তিযোদ্ধারা
> কষ্ট করছে, জামায়েতেরা ভালো আছে। সুতরাং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে
> শহীদ পরিবারকে দেয়া হোক। গোলাম মর্তুজা নামের এক সাংবাদিকের মুখের কথাও
> প্রায় ওইরকম। এরা মরাকেও ছাড়ে না। সাকা-মুজাহিদ তো এই পৃথিবীতেই নেই,
> তারপরেও তাদের নিয়ে গানবাজনা? তাহলে কি যারা পাকিস্তান আমলে হিন্দু
> সম্পত্তি লুটপাট করেছে, সেইগুলোও ফেরত দেবে? আমি হিন্দু ঘরের সন্তান,
> আমার চারপাশে আওয়ামী লীগের লোকেরা হিন্দু সম্পত্তি দখল করে আছে। প্রফেসর
> আবুল বারাকাতের বইতে উল্লেখিত, সবচে' কম সম্পত্তি দখল করেছে জামায়েত,
> সবচে' বেশি করেছে আওয়ামী লীগ। শহীদব্যবসায়ীদেরকে বলতে চাই, জামায়েতের
> সম্পত্তি দখলের আগে হিন্দুদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি ফেরত দিতে
> হবে।
> ইমরান সরকার এবং শাহারিয়ার কবিরদের নিরাপত্তার জন্য কোষাগার থেকে ব্যয়
> হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এর অন্যতম কারণ কি জামায়েতের সম্পত্তি দখলের
> চৌকিদারি? আরেক শহীদব্যবসায়ী শ্যামলী নাসরিন চৌধুরির কুম্ভিরাশ্রু দেখতে
> দেখতে অসহ্য। এই ভদ্রমহিলা শহীদ স্বামীর কবরের মাটি শুকানোর আগেই ২য়
> বিবাহ করেছে। ব্যবসা বটে। প্রশ্ন, ভালোবাসা কার জন্য? স্বামী নাকি টাকা?


------------------------------------
Posted by: Bipulnahar <bipulnahar@yahoo.com>
------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/