Banner Advertiser

Thursday, February 14, 2013

Re: [mukto-mona] : Shah Abdul Hannan--Bhalobasha dibash--please see this article on Bhalobasha dibosh

"Once again, we live in a country ( Bangladesh) where 85% of the population are follower of Islam. The very concept of "Valentines" day (Came from St. Valentine) has it's roots in idolatry. Which is forbidden in Islam."

 

Let me understand, Valentine's Day is rooted in idolatry, and Bangladesh has 85% Muslim population, so - there is no place for Valentine Day in Bangladesh. Is that the logic?

 

Now, you have to force Christians, Hindus, Buddhists, and all other idolaters not to celebrate it in Bangladesh?

 

Yes, it's a Christian tradition, so what? Bangladesh has Christians also, and they have the right to celebrate it, no matter how small their number is. And, if others want to participate – they should be able to do it. I do not understand – what that has to do with 85% Muslim population in Bangladesh. As you know, nobody is forcing anybody to celebrate this day; nobody asks Muslims to celebrate it either. Couldn't you leave it to the peoples' choice?

 

I hear this 85% Muslim population argument quite frequently. Every country has majority and minority groups in the population. You are majority in one country, but minority in other countries. Think about it when you talk about your own interests.


Thanks.


Jiten Roy



--- On Thu, 2/14/13, QR <qrahman@netscape.net> wrote:

From: QR <qrahman@netscape.net>
Subject: Re: [mukto-mona] : Shah Abdul Hannan--Bhalobasha dibash--please see this article on Bhalobasha dibosh
To: mukto-mona@yahoogroups.com
Date: Thursday, February 14, 2013, 12:28 PM

It is certain that, this was "Imported" by Mr. Shafiq Rehman (Of Jai Jai din magazine) into Bangladesh. This "Day of love" was NOT practiced by our forefathers. They still loved each other strongly.

Having said that, I am not for putting us in a "Cocoon" either.

Once again, we live in a country ( Bangladesh) where 85% of the population are follower of Islam. The very concept of "Valentines" day (Came from St. Valentine) has it's roots in idolatry. Which is forbidden in Islam.

I am more than sure most kids don't even know about this. Therefore, one more time (I know I sound like a broken record here) we HAVE to educate our people. I feel once they know the roots of Valentines day and Halloween nights, they will reject it. 


With due respect, I would request member Hannan not to go after America in everything. Americans did NOT force Bangladesh to accept this day. It is our lack of education and understanding that makes us look like idiots when we blindly follow customs we do not understand.

ALSO, I see Jammat-e-Islami identifies itself as an "Islamist" party. ( Maybe you know this) It is interesting that, this term was coined by a well known  liberal Zionist and journalist Thomas Freedman ( I read and listen to him as well). This term (Islamist) is used negatively in the western media and often use to describe "Enemies of the western" civilization.


NOTHING can be
further from the truth. I don't think Islam belongs to any political party and if any political party want to serve Islam from their hearts, they should follow it VERY strictly. If any party cannot guarantee strict adherence to Qur'an and Sunnah,it is safer not to identify themselves as "An Islamist party".  


Also most of the Islamist parties are in the hit list of western countries, so it is better to identify a little differently unless you want to get hit by them in near future.

As I mentioned before, to most Muslims a "Fundamentalist" Muslim (Who practice fundamentals of Islam) is a positive thing. In the west, they see fundamentalist followers of any religion in a bad way ( It is more to do with puritan Christians and their fanatical violence than what Islam teachers us).

It is unfortunate that, most of our journalists blindly follow western terminologies without understand CONTEXT of those terms. Similarly a good portion of our young people blindly follow "St. Valentine's day" without having any clue about it's roots in idolatry.
 


Lastly, I am sure Islam is a beautiful "Life style" and violence against innocent people have no place in it. It also give ample space to people to "Love each other" without making a "Public event" out of it.

We should love each other to establish peace and brotherhood (And sisterhood) among humanity. No need to pick ONE day for it. We can do it everyday and our good actions towards each other can do wonders than commercially brought flowers.

Shalom!





-----Original Message-----
From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Thu, Feb 14, 2013 10:04 pm
Subject: Re: [mukto-mona] : Shah Abdul Hannan--Bhalobasha dibash--please see this article on Bhalobasha dibosh

Brother, you said - "A Day of Love" is not our culture. How can I agree with you? Of course we can embrace some other culture, if it is a right one. I don't think you mean that - our culture does not permit a day of love. If you do, I want to remind you, humbly, that - you are following a wrong culture. 
 
I have always asked this question to myself as a young man - why our society has imposed so many restrictions on the display of love. It never felt right. I thought - we are losing the ability to express our love for one another. Let's not get trapped in a cocoon of culture that does not promote love. If our society has done something wrong - let's correct it, instead of repeating the mistake. To make that correction, I am willing to adopt any alien culture. 

Thanks.

Jiten Roy


--- On Thu, 2/14/13, SAHANNAN <sahannan@sonarbangladesh.com> wrote:

From: SAHANNAN <sahannan@sonarbangladesh.com>
Subject: [mukto-mona] : Shah Abdul Hannan--Bhalobasha dibash--please see this article on Bhalobasha dibosh
To: "'sahannan'" <sahannan@yahoogroups.com>, dahuk@yahoogroups.com, inquisitive_sisters@yahoogroups.com, mukto-mona@yahoogroups.com, "'Khobor'" <khabor@yahoogroups.com>, chottala@yahoogroups.com, lutfulb2000@yahoo.com
Date: Thursday, February 14, 2013, 12:34 AM

 
 

ভালোবাসা দিবস' আমাদের সংস্কৃতি নয়

শাহ আবদুল হান্নান

গত কয়েক বছর ধরে বাংলাদেশে 'ভ্যালেন্টাইন ডে' বা 'ভালোবাসা দিবস' নামে নতুন একটি দিবস উদযাপন করা হচ্ছে। আগে শুধু দেশেই নয়, বেশির ভাগ মুসলিম দেশেই এটা পালিত হতো না। হোটেল মালিকসহ ব্যবসায়ীদের একটি অংশও ব্যবসায়িক মুনাফার স্বার্থে এতে ৎসাহ জোগাচ্ছেন। 'ভালোবাসা দিবসে' ইতিহাস ভিত্তি কী? . খালিদ বেগ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। সেখান থেকে কিছু কথা তুলে ধরা জরুরি। বিজাতীয় সংস্কৃতি চর্চা করছেন যেসব মুসলমান, তাদের বেশির ভাগই জানেন না যে, আসলে তারা কী করছেন। তারা অন্ধভাবে অনুকরণ করছেন তাদের সাংস্কৃতিক নেতাদের, যারা তাদের মতোই অন্ধ।

যাকে নির্দোষ আনন্দ মনে করা হচ্ছে, তার শিকড় যে পৌত্তলিকতায় প্রোথিত হতে পারে, এটা ওরা বোঝেনই না। যে প্রতীকগুলো তারা আঁকড়ে ধরেছেন, সেগুলো হয়তো বা (ধর্মীয়) অবিশ্বাসের প্রতীক। আর যে ধ্যানধারণা তারা ধার নিয়েছেন, তা হতে পারে কুসংস্কার। এসব কিছু হয়তো ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী।

'
ভালোবাসা দিবস'-এর প্রচলন ইউরোপের বেশির ভাগ দেশ থেকে স্বাভাবিকভাবেই উঠে গিয়েছিল। তবে ব্রিটেন যুক্তরাষ্ট্রে এটা উদযাপিত হতো। দিবসটি হঠা করে বহু মুসলিম দেশে গজিয়ে উঠেছে। ভালোবাসা দিবসের ৎপত্তি নিয়ে কাহিনী-কিংবদন্তি প্রচুর। এটা স্পষ্ট, খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে রোমানরা এটা শুরু করেছিল পৌত্তলিক পার্বণ হিসেবে। 'উর্বরতা জনসমষ্টির দেবতা' লুপারকাসের সম্মানেই এটা করা হতো। এর প্রধান আকর্ষণ ছিল লটারি। 'বিনোদন আনন্দে' জন্য যুবকদের মাঝে যুবতীদের বণ্টন করে দেয়াই ছিল লটারির লক্ষ্য। পরবর্তী বছর আবার লটারি না হওয়া পর্যন্ত যুবকেরা 'সুযোগ' পেত।

ভালোবাসা দিবসের নামে আরেকটি ঘৃণ্য প্রথা ছিল যুবতীদের প্রহার করা। সামান্য ছাগলের চামড়া পরিহিত দুই যুবক একই চামড়ার তৈরি বেত দিয়ে নির্যাতন চালাত। ৎসর্গিত ছাগল কুকুরের রক্তে এই যুবকদের শরীর থাকত রঞ্জিত। ধরনের 'পবিত্র ব্যক্তি'দের 'পবিত্র' বেতের একটি আঘাত খেলে যুবতীরা আরো ভালোভাবে গর্ভধারণ করতে পারবে বলে বিশ্বাস করা হতো।

খ্রিষ্টধর্ম এই কুপ্রথা বন্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। প্রয়াসের অংশ হিসেবে প্রথমে মেয়েদের বদলে সন্ন্যাসীদের নামে লটারি চালু হলো। মনে করা হয়েছিল, এর ফলে যুবকেরা তাদের জীবনকে অনুসরণ করবে। খ্রিষ্টধর্ম ক্ষেত্রে শুধু একটুকুই সফল হলো যে, ভালোবাসা দিবসের নাম 'লুপারক্যালিয়া' থেকে 'ভ্যালেন্টাইন ডে' হয়েছে। গেলাসিয়াস নামের পোপ ৪৯৬ খ্রিষ্টাব্দে এটা করেন সেইন্ট ভ্যালেন্টাইন নামের সন্ন্যাসীর সম্মানার্থে। তবে ৫০ জন ভ্যালেন্টাইনের কথা শোনা যায়। তাদের মধ্যে মাত্র দু'জন সমধিক পরিচিত। অবশ্য তাদের জীবন আচরণ রহস্যাবৃত। একটি মত অনুসারে, ভ্যালেন্টাইন ছিলেন 'প্রেমিকের সন্ন্যাসী', তিনি একবার কারাবন্দী হয়েছিলেন। কিন্তু পড়ে যান কারাগারের অধিকর্তার কন্যার প্রেমে।

লটারি নিয়ে মারাত্মক সঙ্কট দেখা দেয়ায় ফরাসি সরকার ১৭৭৬ খ্রিষ্টাব্দে ভ্যালেন্টাইন দিবস উদযাপন নিষিদ্ধ করে দেয়। দিকে সময়ের সাথে সাথে একপর্যায়ে ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি জার্মানি থেকে দিবসটি বিদায় নেয়। সপ্তদশ শতকে পিউরিটানেরা যখন বেশ প্রভাবশালী ছিল, তখন ইংল্যান্ডেও ভালোবাসা দিবস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরে ১৬৬০ খ্রিষ্টাব্দে রাজা দ্বিতীয় চার্লস আবার এটি পালনের প্রথা চালু করেন।
ইংল্যান্ড থেকে ভ্যালেন্টাইন গেল 'নতুন দুনিয়া'য়; অর্থা আমেরিকায়। সেখানে ৎসাহী ইয়াঙ্কিরা পয়সা কামানোর বড় সুযোগ খুঁজে পেল এর মাঝে