Banner Advertiser

Thursday, March 7, 2013

[mukto-mona] Fw: [KHABOR] সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু


----- Forwarded Message -----
From: SyedAslam <Syed.Aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; chottala@yahoogroups.com
Sent: Thursday, March 7, 2013 7:06 AM
Subject: [KHABOR] সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু

 
07 Mar 2013   04:38:01 PM   Thursday BdST
  

সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু


বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু
ছবি: মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোহরওয়ার্দী উদ্যান থেকে: হাজার হাজার জনতার উপস্থিতিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের সমাবেশ।
একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোহরাওয়ার্দী উদ্যানেই (তৎকালীন রেসকোর্স ময়দান) এক কালজয়ী ভাষণের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
স্বাধীনতা ঘোষণার দিনটিকে স্মরণ রেখেই যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের বেদীতে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু হয়।
সমাবেশস্থলে উপস্থিত আছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ নেতৃবৃন্দ।
জাতীয় সঙ্গীতের সময় উপস্থিত জনতা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এর আগে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অঅন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেওয়ার পর রায় প্রত্যাখান করে তার ফাঁসির দাবীতে ৫ ফেব্রুয়ারি থেকেই আন্দোলন শুরু হয় শাহবাগে।  
২১ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ থেকে যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে এই এর আগে দুপুর থেকেই প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে শিখা চিরন্তনীতে। আর শাহবাগের গণজাগরণ মঞ্চের বাইরে সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ ষষ্ঠ সমাবেশ। এর আগে মিরপুর, রায়ের বাজার বধ্যভূমি, মতিঝিল, বাহাদুর শাহ পার্ক ও যাত্রাবাড়ীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।  
সমাবেশস্থলের পিছনে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের একটি বিশালাকৃতির প্রতিকৃতি। পাশেই বসানো রয়েছে একাত্তরের ১৬ ডিসেম্বর মুক্তিবাহনীর কাছে পাক বাহিনীর আত্মসমর্পণের মুহূর্তের আর একটি দৃশ্য।   
এদিকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান সেই একাত্তরের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করিয়ে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৩
আরএম/এসএইচ/এমআইএইচ/এটি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=f5955afdc828ba3bf08cd9335021b8fd&nttl=07032013179803
যাত্রাবাড়ীতে গণজাগরণ সমাবেশ

আন্দোলন বিভ্রান্ত করতে সাম্প্রদায়িক সহিংসতা না চালানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৬-০৩-২০১৩