Banner Advertiser

Saturday, October 5, 2013

[mukto-mona] সরকারি নির্দেশে ‘গণশ্রাদ্ধ’ বন্ধ



প্রথম আলো কমেন্ট:

Arko Babu২০১৩-১০-০৪ ০১:০৪: অরাজনৈতিক একটি ধর্মিয় অনুষ্ঠানকে রাজনৈতিক ভাবে ক্ষমতার অপব্যবহার করে বন্ধ করে দেওয়াটা যে কোন জাতির জন্য পীড়া দায়ক। বরাবর আওয়ামিলীগ সরকারের কাছে হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সাইদির রায়ের পর সারাদেশে হিন্দুদের উপর বিনাউস্কানিতে নির্যাতন, নীপিড়নের সময় সরকারের হতাশাজনক নির্লিপ্ততা, বিশ্বজিত হত্যাকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা এবং সর্বশেষ গণশ্রাদ্ধ'৭১ বন্ধে সরকারের হস্তক্ষেপ এই সম্প্রদায়কে এক বিশাল প্রশ্নের মুখে দাড় করিয়ে দিয়ছে।

So many comments proves that Gonoshradhy-71 was a popular event: পাঠকের মন্তব্য

প্রফেসর তানভীর আলাদিন সরব২০১৩-১০-০৩: এই সরকার কি এখন ধর্মপালনেও বাধা দেবে?

শিশির বাবু২০১৩-১০-০৩ ১৩:০৫: বিষয়টা বুঝে আসছে না। তবে 'সবধর্মের গণপ্রার্থণা' বাদ দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থণার সুযোগ দেয়া উচিত। আর নেতারা বিএনপি ঘেষা না, ফেরেশতা ঘেষা এই প্রশ্ন আসছে কেন? নাকি বিএনপি ঘেষাদের ধর্মকর্ম থাকতে নেই ??

ash khan২০১৩-১০-০৩ ১৪:২৯: ওলামালীগ এখন মানুষকে দেখাচেছ ওনারা ইসলামী খাটি দল!! লোক দেখানো এসব ভন্ডামি মানুষ ভালো করেই বুঝে।

তন্ময় আহমেদ২০১৩-১০-০৩ ১৪:৩৮: বিএনপি জামাত আসলে করতে দিবে না আর .লিগ এর আমলে ওদের ভয়ে করা যাবে না

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৫:০৯: @প্রফেসর তানভীর আলাদিন সরব .......দরদ উতলায়া পড়তেছে না !

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৫:১৩: 'মুজিবুর রহমান চিশতী মামলার আর্জিতে বলেছেন, 'শহীদ' শব্দটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ব্যবহার হতে পারে। ছাড়া সব ধর্মের শহীদদের জন্য 'গণপ্রার্থনা' কর্মসূচিরও বিরোধিতা করেছেন তিনি" এই ধারনার বিরুদ্দে সবাই না দাড়াতে পারলে আমরা অচিরেই পাকিসতান হয়ে যাব, লিখে রাখুন। যদিও কমছে কম কোটি লোক এখনও এদেশে পকিসতান হবার আশায় বসে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৬:০৩: মনে রাখবেন অশান্তি তখনই হয় যখন একজন অন্যজনের ধর্ম পালন করতে যায়। বলা হয় ধর্ম যার যার,রাষ্ট্র সবার।অবশ্যই এবং এটাই ঠিক যে, ধর্ম যার যার ধর্মীয় আচার,অনুষ্ঠান,উৎসব,রীতিনীতি ইত্যািদও তার তার। অন্যদিকে রাষ্ট্র সবার রাষ্ট্রীয় আচার,অনুষ্ঠান,উৎসব ইত্যািদও সবার। দুটোর মধ্যে যারা গুলিয়ে ফেলেন তাদের জন্যই যতত সমস্যা।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৬:০৫: মনে রাখবেন অশান্তি তখনই হয় যখন একজন অন্যজনের ধর্ম পালন করতে যায়। বলা হয় ধর্ম যার যার,রাষ্ট্র সবার।অবশ্যই এবং এটাই ঠিক যে, ধর্ম যার যার ধর্মীয় আচার,অনুষ্ঠান,উৎসব,রীতিনীতি ইত্যািদও তার তার। অন্যদিকে রাষ্ট্র সবার রাষ্ট্রীয় আচার,অনুষ্ঠান,উৎসব ইত্যািদও সবার। দুটোর মধ্যে যারা গুলিয়ে ফেলেন তাদের জন্যই যতত সমস্যা।

Asad২০১৩-১০-০৩ ১৬:২৮: হিন্দু ধর্মাবলম্বীদের সব ভোট সবসময় আওয়ামীলীগ পাবে ....তাই কিচুই হবে না ..এখানে বি পি বা জামাত এর কনো লাভ নেই

S. A. Jahan২০১৩-১০-০৩ ১৮:৪৮: এই সরকার কারো না সবই তার নিজের জন্য কল্যাণমূলক কাজ করে যা ইচ্ছা তাই করে নিজের খেয়াল খুশি মতে..... লজ্জা বাংলা.. লজ্জা বাংলা।।।।

Shib Chandra২০১৩-১০-০৩ ১৯:৪৪: জামায়াত বাধা না দিয়ে ওলামা লিগ কেন বাধা দিল ?

নাসিম২০১৩-১০-০৩ ১২:৫০: রিপোর্টে বলা হয়- স্বাধীনতার চার দশক পর আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এই শ্রাদ্ধ করার উদ্দেশ্য কী?

Anupom Das২০১৩-১০-০৩ ১৬:০৯: ভাই রে নিজেদের কে আর কত ছোট করবেন ? সবকিছু তে নেগেটিভ ৺খোজার অভ্যাস দয়া করে বাদ দেন

S. Subah২০১৩-১০-০৩ ১২:৫৫: এই সময়টাতে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা প্রবল। বিএনপি- জামায়াত এখন দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে। এদের সুযোগ দেয়া ঠিক হবেনা।

sayed mohammed salim২০১৩-১০-০৩ ১৬:৩৯: খুব ভাল বলেছেন , না হলে

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৭:৫৫: হমম থিক বলসেন। পারলে বিএনপি- জামায়াত এর খমতায় আসা থেকান .

Babu২০১৩-১০-০৩ ১২:৫৮: আওয়ামীলীগ ( উর্দূ + ইংরেজি শব্দ) এর উপর ওলামা লীগ নামক মৌলবাদ ভর করেছে।

K arim Howleder২০১৩-১০-০৩ ১৯:০০: উর্দূ বলতে কোন original ভাষা নেই। হিনদিকে আরবি হরফে লেখা হয়েছে এবং নাম দিয়েছে উর্দূ - সেটা করেছে বাদশা আকবর। আমদের বাংলাকেও আরবি হরফে লেখাতে চেয়েছিল তাহলে কি দাড়াত ? ইন্ডয়াতে বাংলা লেখা হত বাংলা হরফে আর আমরা লেখতাম আরবি হরফে কিন্তু ১জন ইন্ডিয়ার অশিখখিত বাংগালি আমদের দেশের একজন অশিখখিত বাংগালি এই হরফের কোন ব্যবধানই বুঝত না এবং কথা বলত অনায়াসে

Shahadat Hossain২০১৩-১০-০৩ ১৩:০০: @S. Subah, বিএনপি জামাতে ভয়ে গনশ্রাদ্ধ বন্ধ করা হলে কয়দিন পর দূর্ঘা - লক্ষি পূজা সেটার কি হবে ? সরকারি আদেশ দিয়ে বন্ধ করে দেয়া উচিত ?

S. Subah২০১৩-১০-০৩ ১৬:১৮: Dear prothom-alo, where is my comment?

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৩:০৭: আসল কথা কি কোন দেশে অন্যকোন ধর্মের মানুষ তার ধর্মীয় কাজ করতে দেবে না কেউ না কেউ কোন না কোন অজুহাতে বাধা দিবে। আর সরকার তো তো ঘুমায় কিছু দিন আগে সারাদেশে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙ্গলো , কই কোন পদক্ষেপ নিছে, আর রামুর ব্যাপার টা তো জুতা মেরে গরু দান।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৩:১: কিছু কাজের জন্য উপযুক্ত সময় লাগে। এসব কাজের উপযুক্ত সময় এখন না।

মুশফিকুর রহমান২০১৩-১০-০৩ ১৬:৫৭: কোন কাজের উপযুক্ত সময় এটা না? গন শ্রাদ্ধের কথা বললেন কি? সেক্ষেত্রে একটাই কথা বলব যে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে, ধর্মের পবিত্রতা দয়া করে নষ্ট করবেন না , আর কেউকে সেটা করতে উস্কানি দিবেন না।

Nanak Kanti Sen২০১৩-১০-০৩ ১৩:১৩: সরকার যে মূলতঃ মৌলবাদী, , ঘটনা আবারো তা প্রমাণ করলো হিন্দুদের উচিত সব কটা অসচ্চরিত্রসম্পন্ন রাজনৈতিক দলের সংস্রব ত্যাগ করা

Md. Shafiqur Rahman২০১৩-১০-০৩ ১৩:১৪: ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মানব সেবা যারা করে তারাই পৃথীবিতে আগে পুষ্কৃত হয়। যেমন নোবেল, একুশে, স্বাধীনতা পুরষ্কার---- ইত্যাদি। যারা শুধু নিজেদের স্বার্থে মানুষের কাছ থেকে নেয়, জাতিকে কিছু দেয় না। শুধ্য মানুষকে ব্যবহার করে তারা স্বার্থপর।

Asad২০১৩-১০-০৩ ১৬:২২: All the muslims are like a single body. One muslim can not tell another muslim that my religion is for mine and your religion is for yours.

হানিফ- ভালোখবর২০১৩-১০-০৩ ১৩:৪০ জানেনা জানেনা , রাষ্ট্র জানেনা প্রতিষ্ঠিত কোন সংগঠন জানেনা , সংগঠক জানেনা তাহলে জানে কে ?

Suman২০১৩-১০-০৩ ১৩:৪৭: আওয়ামীলীগ খাতা কলমে অসাম্প্রদায়িক দল হলেও বাস্তবে ১টা সাম্প্রদায়িক রাজনৈতিক দল

তন্ময়২০১৩-১০-০৩ ১৩:৪৯: ওলামা লীগ হচ্ছে কিছু সুবিধাবাদী চাটুকার মোসাহেবদের সমন্বয়। দলীয় প্রধানের অনুমোদনহীন সংগঠন!

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৩:৫০: Martyr শব্দটা ইউজ করতে পারতো। শহীদ শব্দে যখন এত আপত্তি।

Sultana২০১৩-১০-০৩ ১৪:০২: গণশ্রাদ্ধ - বিষয়টা কি? এটা যদি হিন্দুদের বিশেষ কোন ধর্মীয় প্রার্থনা হয় তবে সেটা তো তারা করতেই পারেন যেহেতু মুক্তিযুদ্ধে অনেক হিন্দুও প্রান দিয়েছেন। আমাদের ধর্ম শহিদ কথাটা ভিন্ন অর্থ বহন করলেও হিন্দুরা বিশেষ একটা শব্দ নিজেদের মত করে নিতে পারবেনা এটা আমি মনে করিনা। আমাদের ভাষার একটা বড় অংশ জুড়ে আছে হিন্দুদের পবিত্র ধর্মীয় ভাষা সংস্কৃতি। আমরা যেন ভুলে না যাই যে, যার যার ধর্ম সে তার মত করে স্বাধীনভাবে পালন করবে। নতুবা দেশে শান্তি আসবেনা কখনও।

palash২০১৩-১০-০৩ ১৬:৪৬: To Sultana- thank you Apa for your constructive comments. Because of people like you still Hindu Muslim Buddhist & Christian people are living together putting hands on each other's shoulder.

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৪ ০২:৩৫: যার যার ধর্ম সে তার মত করে স্বাধীনভাবে পালন করবে .... আসলেই তাই হওয়া উচিত। কিন্তু আজ ধর্ম পালনে পানজাবী, টুপি, হেজাব পড়লেই হয়ে যাই জামাত-শিবির বা মৌলবাদী। দাড়ি রাখলেই পুলিশ "চেক -আপের " নামে হয়রানি। ঘরে কোরান শরীফ ওজিফা থাকলেই সনএাসের গনধো পাই। আলীগ support না করলেই হয়ে যাই রাজাকার আর করলে হই ভারতের দালাল। ধ্যান-ধারনা, চিন্তা ভাবনায় আমরা কেউই দলীয় circle এর বাহিরে আসতে পারি না বা আসতে চাইনা। কবে থেকে আমরা "বাংলাদেশের" দালালী করবো ? ৪২ বছর কি enough নয় ??

Faiza২০১৩-১০-০৩ ১৪:০২: আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ, এই কথাটা শুধু মুখে বললেই হবে না কাজেও দেখাতে হবে।" বিএনপি,জামাত, মৌলবাদী বিভিন্ন শক্তি সরকার সম্পর্কে মানুষকে ভুল বোঝাবে" ধরনের কথা সরকারের কাছে মানুষ আশা করে না।

Shib Chandra২০১৩-১০-০৩ ১৪:০৩: কাজটা কি ঠিক হল ?

Kibria২০১৩-১০-০৩ ১৪:১১: খুবই নিন্দনিয় ব্যাপার।যার যার ধর্ম তাকে পালন করতে দেওয়া উচিত। কেউ যদি সব ধর্মের মানুষদের জন্য দোয়া করতে চায় তাতে অসুবিধাটা কোথায় বুঝলাম না।আমার জন্য কোনো হিন্দু ব্যক্তি যদি দোয়া করতেন আমিতো খুশি হতাম।কোনো মুসলমান শহীদের পরিবার কি এর বিরোধিতা করেছে ? আর যদি করে থাকতেন তাহলে অন্তত হিন্দু শহীদদের জন্য প্রার্থনা করার অনুমতি তো দেয়া উচিত হতো। আওয়ামী লীগের কাছ থেকে ধরনের আচরন আশা করিনি। অবশ্য আশা করা যায়না ভাবাটাও ভুল হবে। ভোটের জন্য তারা ধরনের কাজ আগেও করেছে।শুধু মুখে মুখে অসাম্প্রদায়িক বললেও কাজে এর প্রমান নেই। 'একাত্তরে তো বহু হিন্দু ধর্মাবলম্বী প্রাণ হারিয়েছেন। তাঁদের শহীদ না বললে কী বলব? ভগত্ সিং, ক্ষুদিরাম, সূর্য সেন কি শহীদ নন? বাংলা অভিধানে শহীদ শব্দটি আছে। আরবি-ফারসি-হিন্দি-বাংলা সব ভাষার সম্পদ "শহীদ" শব্দটি '- একদম ঠিক বলেছেন জয়ন্ত কুমার সেন।

Wahiduzzaman BULBUL২০১৩-১০-০৩ ১৪:১৪: 'শহীদ ' শব্দটি আরবী নাকি অন্যভাষা, 'শহীদ ' শব্দটি মুধু ইসলাম ধর্মেই প্রযোয্য কিনা ?- বিষয়ে অনুসন্ধানের জন্য প্রথমআলোর কাছে অনুরোধ করছি।

Rayan২০১৩-১০-০৩ ২২:৫০: বিভিন্ন দেশের ভাষা মিশেই তো অন্ন এক ভাষা সম্রিধ হয়, বাংলা ভাষার অনেক শব্দ এসেছে সনস্ক্রিত থেকে, সনস্ক্রিত হিন্দুদের ভাশা, এত সব শব্দ যদি মুসলিম্রা বঞবহার করতে পারে, তাহলে হিন্দু রা কেন দু এক্তি আর্বি বা অন্য ভাষার শব্দ বেবহার করতে পারবে না ?

ibne mizan২০১৩-১০-০৩ ১৪:১৪: এখানে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, তাদের কমেন্ট গুলো পড়লেই বুঝা যায়, কেন 'উপাসনা' বন্ধ করা হয়েছে, আর আওয়ামী লীগের মুখপাত্র হানিফ বললেন, তিনি ব্যপারে কিছুই জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য ? এতেই বুঝা যায়, ডাল মে কুচ কালা হ্যা হিন্দু ধর্মের লোকদের বিদেহী আত্বার জন্য তারা প্রার্থনা করলে সমস্যা কোথায় ? ৪২ বছর ধরেই যদি করতে পারে, এখন কেন পারবে না ? বাংলাদেশের মানুষ দাংগাবাজ না। আমরা শান্তিপুর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কারো ধর্মীয় আচারে বাধা দেওয়া আমাদের সমাজের রীতিনীতি বিরুদ্ধ

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৪:৫৮: বাংলাদেশের মানুষ দাংগাবাজ না।..........দাংগাবাজহবে কি করে ? এক পকষ খালি মার খায় কখন মার দে্য না

Hamid Shadin২০১৩-১০-০৩ ১৪:২৪: কত জাতের লীগ জে আছে এক আল্লাহ্জানেন।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৪:৪৫: "শহীদ' শব্দটি শুধু মুসলমানের জন্য"-" এমন উদ্ভট কথা তিনি কোথায় পেয়েছেন ? আজ আবারো প্রমাণ হলো যে আওয়ামী লীগের ভিতরে জামাতের প্রেতাত্মা ঢুকে পড়েছে এইসব তথাকথিত ভন্ড আলেম-ওলামারা(জালেম) যখন যুক্তরাষ্ট্রে বা ভারতে যায় তখন সেখানকার ধর্মনিরপেক্ষতার(সংবিধান প্রদত্ত) সুযোগটি কাজে লাগায় ইচ্ছেমত লন্ডনের গীর্জাগুলিতে যে খ্রীস্টমাসের অনুষ্ঠান হয়, সেখানে সব ধর্মের মানুষ যেতে পারে এটি একটি সার্বজনীন উৎসব

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৪:৫৭: শহিদ শবদ হিনদুরা কেন ব্যবহার করবে ?

মুশফিকুর রহমান২০১৩-১০-০৩ ১৭:০০: কেন ব্যবহার করবে না?

Abul Hossain Naser২০১৩-১০-০৩ ১৪:৫৭: মুজিবুর রহমান চিশতী মামলার আর্জিতে বলেছেন, 'শহীদ' শব্দটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ব্যবহার হতে পারে। .........আল্লাহর পথে শাহাদতবরনকারীদের শহীদ বলে।

iTechAsk২০১৩-১০-০৩ ১৬:১৯: "আল্লাহর পথে শাহাদতবরনকারীদের শহীদ বলে" আবুল সাহেব আপনার মন্তব্যেই পরিষ্কার যে, "আপনি একজন জ্ঞানী লোক" আপনার কাছে কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর আশা করছি। . শাহাদত এবং শহীদ এই দুটির মধ্যে পার্থক্য কি? . আপনার বর্ণিত আল্লাহর পথে শাহাদতবরনকারী দুই একজনের নাম বলবেন কি দয়া করে? . আপনার ব্যখ্যা যদি ঠিক হয়, তাহলে আমাদের ১৯৭১ সালে, তথা সারাপৃথিবীর স্বাধীনতা সংগ্রামী মুক্তি যোদ্ধাদের কি শহীদ বলা যাবে? . আল্লাহ বা সৃষ্টিকর্তা কি শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের? তাহলে অন্যদের সৃষ্টিকরেছেন কে ? . আল্লাহ 'রাব্বুল আল আমীন' অর্থাত্ আল্লাহ সবার। যে কেউ যেকোনো উপায়ে আল্লাহকে ডাকতে পারে। এটি কি আপনি বিশ্বাস করেন ?, . সর্বশেষ আপনি "আল্লাহর পথে শাহাদতবরনকারীদের শহীদ বলে" কথাটি কোন কিতাবে পেয়েছেন ? আপনাকে অগ্রিম ধন্যবাদ। আশাকরি প্রশ্নের উত্তর পাব।

Neel Chowdhury২০১৩-১০-০৩ ১৪:৫৮: "শহীদ " কোনো ইসলামিক শব্দ নয় তাই সকল ধর্মের অনুসারীদের এই শব্দ ব্যবহার করার অধিকার আছে। আর একটা কথা, ১৯৭১ সালে শুধু কি মুসলিমরাই "শহীদ" হয়েছিলো?? যদি তাই হয় তবে বাকিরা কি শুধু "খুন" হয়েছিল?

Mahbubul Hoque২০১৩-১০-০৩ ১৬:০৬: 'শহীদ' শব্দের অর্থ কি তা কি Neel Chowdhury জানেন? বাংলায় আমরা বলি 'শহীদ' কিন্তু মূলতঃ এটি আরবী শব্দ, যা 'শাহীদ' শব্দটি থেকে এসেছে। শহীদ শব্দটি ইসলাম ধর্মের অনুসারীদের জন্যই প্রযোয্য অন্য কারো জন্য নয়।

Neel Chowdhury২০১৩-১০-০৩ ১৬:৩৬: আরবি কোনো ইসলামিক ভাষা নয়!

Zahir shamsery২০১৩-১০-০৩ ১৭:০৬: খুন হয়েছিল বলতে পারেন / এর পরেও প্রশ্ন থেকে যায় , ৭১ সালে পাকিস্থান রক্ষাকরিরা ইসলাম রক্ষার নামে লাখ লাখ (যদিও এই সংখা নিয়ে শুরু থেকেই মিথ্যাচারের আশ্রয় নেয়া হচ্ছে) নিরস্ত্র মানুষকে নিহত করেছিলেন , অজানা সংখক মা বোন কে নিগ্রহ করেছিলেন / সুতরাং ইসলাম কে খাতরা থেকে বা রক্ষার জন্য নিহত করেছিলেন তাদের কে শহীদ বলবেন কি বলবেন না তার আগে আপনাদের ভাবতে হবে তাদের আপনারা মুসলমান বলে স্বিকার করবেন কিনা ? শহীদের কথা পরে আসবে / ধন্যবাদ

Sanjoy Goswami২০১৩-১০-০৩ ১৯:২১: Right. 'Shaheed' is derived from Arabic word. It is not Islamic word at all.

Neel Chowdhury২০১৩-১০-০৩ ১৯:২৪: @ mr. Zahir ..... তারা মুসলমান ছিল কি ছিলনা সেই প্রশ্নে আমি যাবো না, আমার একমাত্র আপত্তি "শহীদ" শব্দটাকে নিয়ে। এই শব্দ কি করে একান্ত ইসলামিক শব্দ হল সেটা ঠিক আমার বোধগম্য নয়। ইসলাম ধর্মের জন্মের আগে থেকেই আরবী ভাষার প্রচলন ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৪:৫৮: প্রফেসর তানভীর আলাদিন সরব সাহেব, আমরা যারা এখানে নিয়মিত মন্তব্য পড়ি তারা কিন্তু সবাই আপনাকে চিনি আপনি প্রকৃত একজন জামাত সমর্থক। তাহলে হঠাত করে উসকানি দিয়ে মন্তব্য লিখছেন কেন ??

Akashneel২০১৩-১০-০৩ ১৫:০২: ৭১' শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা যায়। কিন্তু সেটা ১৬ই ডিসেম্বর হওয়াই শ্রেয়। মজার ব্যাপার হল এই গোষ্ঠির সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টাণ ঐক্য পরিষদের কিংবা পুজা উদযাপন কমিটির কেউ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে ভুঁইফোর এই অপগোষ্ঠির হোতা কারা? এরা কেন এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে হঠাৎ তৎপর?

M.i.khan২০১৩-১০-০৩ ১৫:০৭: প্রথমত, হিন্দু ধর্মে পূর্বপুরুষ স্বজনদের মৃত্যু হলে মৃতের আত্মার সদ্গতি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠানের বিধান রয়েছে এবং এর অধিকার কার ওপর বর্তায় সেটাও স্পষ্টভাবে উল্লিখিত আছে। এখানে 'গণশ্রাদ্ধ' বলে কিছু নেই। দ্বিতীয়ত, যাদের নাম ব্যবহার করে এই গণশ্রাদ্ধের আয়োজন হয়েছিল তারাই এর ব্যাপারে কিছু জানেন না বলে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করেছেন। সূত্র : অনর্থক সরকারকে বিব্রত করা এবং ধর্মীয় বিভাজন তৈরীই ছিল এই আয়োজনের লক্ষ্য। এটি বন্ধ করাই উচিত সিদ্ধান্ত।

Sultana২০১৩-১০-০৩ ১৫:৩৪: 'গণশ্রাদ্ধ' দিলেও বিপদ, না দিলেও বিপদ। দিলে বলবে, ওই দেখ, দেশ হিন্দু রাস্ট্র হয়ে গ্যছে। সব নাস্তিক! আবার না দিলে বলবে, এই দেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ নয়, ধর্মীয় অধিকার তথা মানবাধিকার লুণ্ঠিত। এত কু' বুদধি নিয়ে এরা ঘুমায় কি করে? মাঝে মাঝে ভাবি, আসলে কি এরা ঘুমায়?

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ২৩:০৪: আজব এক দেশ আমার। হাগেও না পথ ছাড়ে না। আল্লাহ, দড়ি ফেলাও বাইয়া উঠি!!!

man mondal২০১৩-১০-০৩ ১৫:১৭: সরকার এখন সাখের করাতের উপর দাঁড়িয়ে যে দিকে যাচ্ছেন সে দিকেই কাটছে।এমন টিই স্বাভাবিক।

zaman২০১৩-১০-০৩ ১৫:২০: the step right or wrong does not factor but their purpose is not clear. because the political situation is not so good.

Anirudhya২০১৩-১০-০৩ ১৫:৩৫: এটা আয়ামী লীগের হেফাজতের স্নেহধন্য হবার একটা ফন্দি।

মজিদ২০১৩-১০-০৩ ১৭:২৩: হেফাজত আওয়ামী লীগেরই আবিষকার।

নেতা২০১৩-১০-০৩ ১৫:৪১: ......... সরকারকে বিব্রত করার চেষ্টা।

Noor-un Nabi২০১৩-১০-০৩ ১৫:৪২: 'শহীদ' শব্দটি ব্যবহার করছে করুক খতি কি ?-- সত্যিকারের শহীদ কে হবেন তাতো আললাহ পাকই ভালো যানেন--- আমরাতো না জেনে না বুঝে যেকোনো মৃত ব্যাক্তিকেই শহীদ বলে ফেলি

Amit২০১৩-১০-০৩ ১৫:৪৩: হিন্দুরা যারা দেশের জন্য প্রান দিয়েছে তাদের আমরা কি বলবো ?

Benoy২০১৩-১০-০৩ ১৬:২০: তাদের আপনি অভাগা বলতে পারেন।

Arko Babu২০১৩-১০-০৩ ১৫:৫০: মহাললায় পার্বন শ্রাদ্ধ করার শ্রেষ্ঠ দিন। হিন্দুদের প্রতিটী শ্রাদ্ধানুষ্ঠান প্রকারান্তরে গণশ্রাদ্ধ। প্রতিটি শ্রাদ্ধে ১৯ টি মন্ত্র উচ্চারন করা হয়, সেখানে কেবল নিজের পিতৃ কূল বা মাতৃকূলের নয়, কীট পতঙ্গ, বৃক্ষরাজী, গর্ভাবস্থায় মৃত সহ সমস্ত পরলোকগত জ়ীবের উর্ধ গতি কামনা করা হয়। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক দিন পর ধৃতরাষ্ট্র যুদ্ধে নিহত সকলের জন্য এমন গণশ্রাদ্ধের আয়োজন করেন।আজকে যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে নিহিতদের জন্য শ্রাদ্ধানুষ্ঠানের বিরোধিতা করল, সকল প্রস্তুতি শেষ হওয়ার পর এটাকে বন্ধ করল, তারা সাধারন হিন্দুশহীদ পরিবারের আবেগকে অনুভোতিকে তীব্রভাবে পদাঘাত করল। এর ফল এরা নিশ্চই পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৭:২৫: সামনের নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দেবেন।

uttam kumar sarker২০১৩-১০-০৪ ০২:০৮: ভগবান রামচন্দ্র পক্ষীরাজ জটায়ুর শ্রাদ্ধ করেছিলেন তাঁর সাথে কোন রক্তের সম্পর্ক ছাড়াই। তাহলে আমি কেন পারব না?

tishad২০১৩-১০-০৩ ১৫:৫৬: সকল বাংলাদেশী আমরা একসাথে যুদ্ধ করেছি। যুদ্ধের সময় আমাদের একমাত্র পরিচয় ছিলো আমরা বাংলাদেশী। ধর্ম ,বর্ণ ,জাত ,লিঙ্গ তে ভাগ হয়ে আমরা যুদ্ধ করি নাই। তাই ৭১ এর শহীদের ধরমের নামে আলাদা করবেন না। হিন্দু মুক্তিযোদ্ধা ,মুসলমান মুক্তিযোদ্ধা,সাওতাল মুক্তিযোদ্ধা এমন ভাবে পরিচয় হোক আমরা চাই না।

joy২০১৩-১০-০৩ ১৮:৫৩: It is the same thing whatever the Muslims are praying for the martyr is called monajat and now the Hindus also like to do the same thing but in this time government stop it for no reason. It is a simple religious culture that wasn't happen last 40 years.

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৫:৫৮: আওয়ামী ওলামা লীগের অপর অংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন, তাঁরা গণশ্রাদ্ধ আয়োজনের বিরোধী নন। তিনি বলেছেন, ধর্মে পরিষ্কারভাবে বলা হয়েছে আল্লাহ 'রাব্বুল আল আমীন' অর্থাত্ আল্লাহ সবার। যে কেউ যেকোনো উপায়ে আল্লাহকে ডাকতে পারে। এতে অসুবিধার কিছু তিনি দেখেন না।........... যাদের ইসলাম সম্পর্কে নুন্যতম জ্ঞান নেই তাদের পক্ষেই জাতীয় কথা বলা সম্ভব।

uttam kumar sarker২০১৩-১০-০৪ ০২:১৬: তাহলে সঠিকটা কি?

Imran Hossain Murad২০১৩-১০-০৩ ১৫:৫৯: কত রঙ্গ দেখাইলে আমারে। শহীদ শব্দ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে নাই।

Zahir shamsery২০১৩-১০-০৩ ১৭:২৫: শহীদ একটী বাংলা শব্দ

Vegabond২০১৩-১০-০৩ ১৬:০৩: ধন্যবাদ সরকারকে, এবং সংশ্লিষ্ট সকলকে।

Abdul Mannan২০১৩-১০-০৩ ১৬:০৬: @ অমিত ভাই, হিন্দুরা যারা দেশের জন্য প্রান দিয়েছে তাদের আমরা কি বলবো ? কেন তাদের বেচারা বলেন কোন সমসসা নেই.

iTechAsk২০১৩-১০-০৩ ১৬:২৮: হতভাগা অথবা দূর্ভাগা বলা যেতে পারে।

no gooder২০১৩-১০-০৩ ১৬:০৭: দেশটা তো কোন মুসলমান বা হিন্দু সম্প্রদায় স্বাধীন করেনি; স্বাধীন করেছে বাঙালি।তাই সবার সমান মর্যাদা প্রাপ্য।শহীদ শব্দটি কোনও হিন্দু বা মুসলমানের নয়, হতে পারে সেটার উৎপত্তি আরবি; কিন্তু সেটা এখন বাংলা ভাষার শব্দ।তাই বঙ্গভূমির জন্য জীবন উৎসর্গকারী সবাই শহীদ বলে বিবেচিত হবেন। ধর্মের সাথে ভাষাকে গোলাবেন না।ভাষা সবার জন্য উন্মুক্ত।

মুশফিকুর রহমান২০১৩-১০-০৩ ১৬:৫১: "মুজিবুর রহমান চিশতী মামলার আর্জিতে বলেছেন, 'শহীদ' শব্দটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ব্যবহার হতে পারে। ছাড়া সব ধর্মের শহীদদের জন্য 'গণপ্রার্থনা' কর্মসূচিরও বিরোধিতা করেছেন তিনি"" কি চমেতকার দেখা গেল। এই না হলে ধর্ম নিরপেক্ষ দল!! ওলামা লীগের মনে হয় ইসলামের সহনশীলতাটা ভাল করে শেখা উচিত, আর উচিত মহানবী সাঃ এর জীবনী ভাল করে পড়া! এইরকম সাম্প্রদায়িক কথাবার্তা বলে তিনি মহানবী সাঃ এর আদর্শকেই লঙ্ঘন করছেন। এইসব বকধার্মিকদের কল্যানেই তো আজ মুসলিম সমাজের এই দুর্দশা। আল্লাহ এই লোককে হেদায়েত দান করুন! আমীন!

Monzur২০১৩-১০-০৩ ১৭:০৭: ধর্ম পালনের অধিকার আমাদের সংবিধান স্বীকৃত। সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না, করা উচিতও নয়। শহীদ শব্দটি আরবী হলেও এখন এটি কেবল ধর্মযুদ্ধে নিহত মুসলিমদের জন্য সংরক্ষিত নয়। আমাদের মুক্তিযুদ্ধে নিহত সবাই শহীদ। মুক্তিযুদ্ধে নিহত সবার জন্য প্রার্থনা করতে চেয়ে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। আমাদের সবার উচিত ধর্ম-বর্ণ নির্বিশেষে আয়োজকদের সাহায্য করা যাতে এই মহৎ উদ্যোগ সাফল্যের মুখ দেখে।

Debu Sarkar২০১৩-১০-০৩ ১৮:৫২: আপনার মন্তব্যটাই সবচেয়ে মানবিক অসাম্প্রদায়িক মনে হল। আমি ভেবে অবাক হয়ে যাই, হিন্দুরা মুসলমানদের জন্য প্রার্থনা করবে বলে তাদের নামে কেস দেওয়া হয়েছে। হিন্দুদের এরা কি মানুষ পদবাচ্য মনে করেন না?

Sanjoy Goswami২০১৩-১০-০৩ ১৯:০৯: True

uttam kumar sarker২০১৩-১০-০৪ ০২:১১: সাফল্যের মুখ দেখে ভাই, মহালয়ার পিতৃতর্পণ তিথি কালকেই শেষ!

Abul Hossain Naser২০১৩-১০-০৩ ১৭:১৩: সবাই নিজের ধর্মে বিশ্বাস করি; অন্যের ধর্মে শ্রদ্ধা করি- তাহলে কোন সমস্যা থাকে না। আবারো ধন্যবাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৭:১৯: ইংরেজী 'Martyr' - শব্দের বাংলা অর্থ শহীদ। জনাব চিশতী সাহেব মন্তব্য করুন। নিজ ধর্ম পালনে বাধা কেন? এটা কি মানবাধিকার লঙ্ঘন ? কলি কাল , লীগ সরকারের কত ধরনের চাল।

Shakhawat Hossain২০১৩-১০-০৩ ১৭:২০: খুব ভাল একটি কাজ করেছে

Snigdha Sokal২০১৩-১০-০৩ ১৭:২১: এসব কি হচ্ছে?

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৭:২২: মানবাধিকার/ৌলিক অধিকার আনুসারে সাধিন দেশে নিজের ধারম পালনের আধিকার রাখে,

মজিদ২০১৩-১০-০৩ ১৭:২৫: যে দেশে চাদে ওলামার মুখ দেখা যায় সেই দেশ ধর্ম নিরপেক্ষ হইতে আরও হাজার বছর লাগবে।

Sanjoy Goswami২০১৩-১০-০৩ ১৯:০৮: Correct.

মুশফিকুর রহমান২০১৩-১০-০৪ ১৩:২৮: মজিদ, এক্কেবারে আসল জায়গাতে হাত দিছেন!

Md. Ahad২০১৩-১০-০৩ ১৭:২৯: ওলামালীগ এখন মানুষকে দেখাচেছ ওনারা ইসলামী খাটি দল!! লোক দেখানো এসব ভন্ডামি মানুষ ভালো করেই বুঝে।

Zahir shamsery২০১৩-১০-০৩ ১৭:৩৪: ই মন্তব্যে গুলিই বলে দিচ্ছে ,সাম্প্রদায়িকতার হলাহল কত গভীরে প্রথিত হয়েছে দ্বি-জাতি তত্ত্বের ভুত আবার সিন্দাবাদের মত আমাদের ঘাড়ে জাকিয়ে বসেছে মনে হয় না খুব শিঘ্রই এর থেকে পরিত্রান পাওয়া যাবে আমাদের সমাজে বহু ধর্মের বৈচিত্র আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে ,পাশা পাশি সম্প্রদায়িকতার অনুশীলন চর্চা হচ্ছে বাঙ্গালী সমাজের আসম্প্রদায়িক সহুবস্থান কে বিভিন্ন উপায়ে , বিভিন্ন দলের রাজনৈতিক স্বার্থে ঝুকির মুখে ঠেলে দেয়া হচ্ছে

Debu Sarkar২০১৩-১০-০৩ ১৮:৫৫: খুব ভালো একটি মন্তব্য করেছেন।

Sanjoy Goswami২০১৩-১০-০৩ ১৯:০৬: Agree with you Mr. Zahir.

Paul Biplob Biswas২০১৩-১০-০৩: আসলে আপনি যে কথা বলেছে এটা একদম খাঁটি সত্যি কথা। আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক অনেক দূরে চলে এসেছি। এখান থেকে কি ফেরার আর কোন পথ আছে? কথা ছিল এই দেশে যে যার ধর্ম তার মতো করে পালন করবে। এখানে এখন আমরা সংখ্যালঘু। "সংখ্যালঘু"" এই শব্দটা কোন ধর্মের বা কোন ভাষা থেকে এসেছে ভাই, একটু বলবেন?

M SHAHED২০১৩-১০-০৩ ১৭:৩৬: Good decision ##

uttam kumar sarker২০১৩-১০-০৩ ১৭:৪৮: নিজের যুক্তি নিজের কাছে যত্নে স্নেহে বাড়ে বাঁচে, পুত্রস্নেহে অন্ধ কোন রাজার মতন, কিন্তু আরও রাজা আছে সন্তান আছে তাদেরও কাছে এসব কথা ভাববে তুমি সময় কখন? সময় কখন?

Debu Sarkar২০১৩-১০-০৩ ১৮:৫৭: অসাধারণ ছড়া। এতো ভালো লাগলো যে পিসিতে সেভ করে রাখলাম।

Sanjoy Goswami২০১৩-১০-০৩ ১৯:০৮: Beautiful.

uttam kumar sarker২০১৩-১০-০৪ ০২:১৪: মাফ করবেন দাদা এটা নচিকেতার গান,, আমার রচনা নয়।

Imran Hossain Murad২০১৩-১০-০৩ ১৮:১৮: শহীদ শুধু একটা শব্দই না এটা আল্লাহর কাছে এক বিরাট মর্যাদার নাম।

Md Abdullah Al Zobair২০১৩-১০-০৩ ১৮:১৮: শহীদ ( আরবি ভাষায়: شَهيد) তাঁদের বলা হয়, যাঁরা ধর্ম যুদ্ধ অথবা দেশ রক্ষার কাজে নিজের জীবনকে বিলিয়ে দেন এবং জীবন ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ১৮:১৯: u know what i hate me most because i am bangladeshi...i hate me because i was born in bangladesh....now i am in abroad n i have seen some where written there is no god but allah and majority of the population of that country is christian...but no one even bother to think about it...but when it comes to arrange a prayer by hindus....some so called moulanas came up with some bullshit fatwa ....Dear moulana u guys r simply garbage n u will always remain garbage....

JOYDEV CHANDRA GHOSH২০১৩-১০-০৩ ১৮:২৮: ভাষা কোন একক ধর্মকে উপস্থাপন করেনা ............ ভাষা আর ধর্ম কে যারা এক করেন তারা আসলে কি চায় ?

K arim Howleder২০১৩-১০-০৩ ১৮:২৯: @মাহবুব - শহিদ আরবি শবদ ঠকই কিন্ত শুধু ইসলামি শবদ নয় - আরব দেশে যুদ্দে নিহত সবাকে শাহিদ বলে.. .. সক্ল ধরমের লোকেরা আরবি নাম রাখে...ামাদের মত ভুল নাবুঝে আরবি নাম রাখে না সুতরাং মুসলিম নাম বলে কোন কথা নেই।

K arim Howleder২০১৩-১০-০৩ ১৮:৩০: এই ওলামালিগ শাফির সাথে আতাত করছে কিনা কে জানে ?

Ashim Rana২০১৩-১০-০৩ ১৮:৪৪: দেজপ্র।দি (Desher Jonno Pran Diyeachen) From Today Hindu will use this word not, শহীদ. And it is new in Dictionary. Not only That Hindu can't say "Pani" Jol is your word. Ami o Ekhon Theke Manna Dey er gaan Ebhabe Gaibo Na. " E Nodi Emon Nadi Jol (Pani) Chai ektu Jodi"

joy২০১৩-১০-০৩ ১৮:৪৭: Corruption made them blinds. BNP and jamat also the same for the same issue.

Shahriar Shuvo২০১৩-১০-০৩ ১৯:২০: শহীদ শব্দটি বাদ দিয়ে আর সর্বধর্মীয় প্রার্থনা এই অংশগুলো বাদ অনুষ্ঠান করতে দেওয়া যেত।যাতে কেউ এইটা নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করতে না পারে। এই দেশে সবার। নিজ নিজ ধর্ম পালন করার অধিকার সবারই আছে।কারন বাংলাদেশ ভারত কিংবা মায়ানমারের মতো উগ্র সাম্প্রদায়িক দেশ না। কারন বাংলাদেশ সব ধর্মের মানুষের মিলন মেলার দেশ। জয় বাংলা , বাংলাদেশ জিন্দাবাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৩ ২১:৩৯: শহীদ শব্দটা বুঝি আপনার ব্যক্তিগত সম্পত্তি যে দুনিয়ার আর কেউ তা ব্যবহার করতে পারবে না।

Shahriar Shuvo২০১৩-১০-০৪ ১২:২০: @নাম প্রকাশে অনিচ্ছুক ২০১৩-১০-০৩ ২১:৩৯ via tablet আপনার মন্তব্য খুব বাজে লাগলো। শহীদ শব্দের আভিধানিক অর্থ অভিধানে খুজে দেখবেন ভাল করে। অযথা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করবেন না।

mohammed rahman২০১৩-১০-০৩ ১৯:২৬: যেহেতু তাদের ধর্মীয় সংগঠণ গূলো দ্বিধা বিভক্ত, আর ব্যাপারটা যদি রাজৈনতিক হয় তাহলে না হওয়াই ভাল....................

Tusher Kanti Ghosh২০১৩-১০-০৩ ১৯:৩০: আপনারা কবে সৌদি সরকারের মতো ঘোষণা দিবেন এদেশে কোন অমুসলিম থাকতে পারবেনা?

উদয়২০১৩-১০-০৩ ১৯:৪৬: মরার আবার জাত কি ? একই রক্ত-মাংসের গড়া দেহ, বেঁচে থাকতেও শুধু জাত-জাত করে ঝগড়া করলাম, আবার মরার পরে অদৃশ্য আত্মার জন্য সামান্য একটু শান্তি প্রার্থনা - সেটাও বুঝি এই জাতের রাজ্য অসাড় জগতে ঝগড়া করেই বেলা শেষ করে দেওয়া।হায়রে বাঙালী তোরা আর মানুষ হবি কবে ! মহান মুক্তি যুদ্ধে ঝরে যাওয়া শহীদ হওয়া প্রতিটি ধর্মের প্রতিটি আত্মার জন্য পরম করূণাময়, অসীম দয়ালুর কাছে সর্বোচ্চ শান্তি কামনা করে, অজস্র কোটি ফুলের তোড়া নিবেদন করলাম। আমিন।

মোহাম্মদ জমির হায়দার বাবলা২০১৩-১০-০৩ ২০:৫৫; মুক্তিযুদ্ধে যারা মাটির জন্য প্রাণ উৎসর্গ করেছেন সে মাটিতে তাদের শ্রাদ্ধ পালন করতে না দেয়ার দেশের সাধারণ নাগরিক হিসেবে চরম লজ্জাবোধ করছি। ধর্মনিরপেক্ষতার সোল এজেন্ট -লীগ এর ধর্মান্ধতার বাংলাদেশের যে কোন দলকে হার মানিয়েছে কারণ বিএনপি-জামাত জোটও হিন্দুদের বিশেষ পার্বন উপলক্ষে রাজনৈতিক কর্মসুচি শীতিল করেছিলো।

মোহাম্মদ জমির হায়দার বাবলা২০১৩-১০-০৩ ২০:৫৭: আমরা শহীদ শব্দটিকে প্রায় সবার জন্য ব্যবহার করতে দেখেছি। রাজনৈতিক জনসভায় মারামারি করতে গিয়ে বা সভা বানচাল করতে গিয়ে অনেক কর্মির মৃত্যুর পর তাকে শহীদ বলে দাবি করা হয়েছে। আসলে আমরা যাকেই ব্যবহার করি না কেন আমাদের কারো জানা নেই আসলে কে আল্লাহর কাছে শহীদের মর্যদা পাবেন। পরকালের ফায়সালা দেয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার মানুষের নয়।

Rezaul Choudhury২০১৩-১০-০৩ ২১:২০: আশা করি পরবর্তি নির্বাচনে সংখ্যালঘুরা বিএনপিকে গণহারে ভোট দিয়ে আওয়ামী-লিগকে দাত ভাংগা জবাব দেবেন।

Zahir shamsery২০১৩-১০-০৪ ০১:০০: ঘুরে ফিরে সেই ভোটের চোরা গলি

নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১০-০৪ ১২:১৫: @রেজাউল - হিন্দুরা জানে,বিএনপি কী জিনিষ ২০০১ সালের কথা কী ভুলে যেতে হবে কয়েকজন ছাড়া কেই কোন সংখ্যালঘু এই পার্টিকে মেনে নেবে না

Monzur২০১৩-১০-০৪ ০০:৪৪: আওয়ামী লীগ ভাল তা বলছি না, কিন্তু ক্ষমতার অপব্যবহার আর সরকারী অর্থ লোপাটে বিএনপি তুলনাহীন। তার উপর তারা আবার জামাত-রাজাকার সমর্থক। সংখ্যালঘুরা বিএনপিকে ভোট না দিলেই ভাল করবেন।

Arko Babu২০১৩-১০-০৪ ০১:০৪: অরাজনৈতিক একটি ধর্মিয় অনুষ্ঠানকে রাজনৈতিক ভাবে ক্ষমতার অপব্যবহার করে বন্ধ করে দেওয়াটা যে কোন জাতির জন্য পীড়া দায়ক। বরাবর আওয়ামিলীগ সরকারের কাছে হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সাইদির রায়ের পর সারাদেশে হিন্দুদের উপর বিনাউস্কানিতে নির্যাতন, নীপিড়নের সময় সরকারের হতাশাজনক নির্লিপ্ততা, বিশ্বজিত হত্যাকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা এবং সর্বশেষ গণশ্রাদ্ধ'৭১ বন্ধে সরকারের হস্তক্ষেপ এই সম্প্রদায়কে এক বিশাল প্রশ্নের মুখে দাড় করিয়ে দিয়ছে।

abdullah al zubayer২০১৩-১০-০৪ ০২:১০: "গনশ্রাদ্ধ" অনুষ্ঠানের শ্রাদ্ধ করলো সরকার হা হা হা।

মতিউর রহমান২০১৩-১০-০৪ ০২:৪৪: এখানে প্রদীপ বাবুর মন্তব্য নাই কেন?

ibne mizan২০১৩-১০-০৪ ০৮:৪৯: শহীদ শব্দ টি এলো কোথা থেকে? এক সময়ে মাওলানারা বাংলা পড়া নাজায়েজ মনে করতো, ইংরেজী তো দূরের কথা। এখন প্রশ্ন হল, হিন্দুদের যারা দেশের জন্য প্রান দিয়েছে, বাংলাদেশে কিংবা ভারতে, তাদের আমরা কি বলবো ? কোন এক মিশনে যদি মুসলমান জন আর হিন্দু জন মারা যায়, তবে আমরা কি বলবো ? জন মুসলিম শহীদ হয়েচেন আর জন হিন্দু মারা গেচেন ? ভাষাটা বড় না কি বিশ্বাস বড় ? দেশ কে ভালো বেসে জীবন দিলে সে তো ধর্মের কাজ করলো

 



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___