Banner Advertiser

Thursday, December 12, 2013

Re: [mukto-mona] মিশন ইম্পসিবল!!



We used to have British "Administrator" and "Pakistani administrator". Many people died and suffered to remove those from this land. What is the point for asking a sub-par administrator?

Shalom!



-----Original Message-----
From: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Wed, Dec 11, 2013 6:04 pm
Subject: Re: [mukto-mona] মিশন ইম্পসিবল!!

 
If India sends an administrator or a so-called governor to Bangladesh to run its administration, that would not be such a bad idea. We have proved without any doubt that our so-called leaders (elected in corrupt elections) are not only corrupt, dishonest, devoid of any decency but also illiterate and totally incompetent. And, as it stands, we do not have legal means to get rid of these uncouth and corrupt people; so India's imposition of an administration who can run the country properly would be a blessing in disguise. These fat, nasty, corrupt ladies can then rot in the gutters.

- AR

From: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Tuesday, 10 December 2013, 13:12
Subject: [mukto-mona] মিশন ইম্পসিবল!!

 

মিশন ইম্পসিবল!!

Monday, 09 December 2013 19:24
Hits: 10
  • Print
User Rating: / 0
PoorBest 
সাঈদ তারেক
আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি '৭২-'৭৫এর স্বাক্ষী, সমস্যা হচ্ছে রাজনীতির কোন কিছুর সাথে তুলনা করতে গেলে আগে ওই সময়ের কথা মনে এসে যায়। এইযে আজকের ভোট এবং ভোটারবিহীন একতরফা নির্বাচন, এ প্রসঙ্গেও সেই '৭১এ জল্লাদ টিক্কা খানের করানো একতরফা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসনের কথা মনে পড়ে যাচ্ছে। রাজনীতিতে আজকের যে স্বাষরুদ্ধকর পরিস্থিতি গনতন্ত্রের নামে ভন্ডামী এক ব্যক্তির স্বৈরশাষন-, মনে পড়ছে '৭২-'৭৫এর সেই বিভীষিকার স্মৃতি। '৭৫এর জানুয়ারিতে বাকশাল কায়েম হবার পর থেকে শুরু হলো অনিশ্চিয়তা। কি হয় কি হবে।
বর্তমানে নির্বাচন নিয়ে যে অচলাবস্থা, তারানকোর দৌড়ঝাঁপ, ফলাফল নিয়ে যে শ্বাষরুদ্ধকর অপেক্ষা-, তাতেও কেন যেন বারবার সেই '৭১-এর ডিসেম্বরের দিনগুলির কথাই মনে পড়ছে। ১৩ই ডিসেম্বরেই বোঝা যাচ্ছিল পাকবাহিনী পর্যুদস্ত হয়ে গেছে মনোবল ভেঙ্গে গেছে, হয়তো পরাজয় মেনে নেবে। ১৪ই ডিসেম্বর জল্লাদরা পোড়ামাটি নীতি নিয়ে হত্যা করলো বুদ্ধিজীবিদেরকে। পরদিন ১৫ ডিসেম্বর খবর রটে গেল পাকবাহিনী হয়তো আত্মসমর্পন করতে চলেছে। কথাবার্তা চলছে দূতিয়ালি চলছে। তারপরও অনিশ্চিয়তা। রাত কেটে সকাল হলো। টানটান উত্তেজনা। আকাশবাণী থেকে জানানো হলো শেষ পর্যন্ত পাক বাহিনী আত্মসমর্পনে রাজী হয়েছে। বিকেলে রেসকোর্স ময়দানে ভারতীয় জেনারেল অরোরার কাছে অস্ত্রসমর্পন করবেন নিয়াজি। তারপরও সংশয়। কি হয় কি হয়। শেষ পর্যন্ত আত্মসমর্পন হবে তো! যদি বেঁকে বসে নিয়াজি!
ঢাকায় তারানকো দৌড়ঝাপ চলছে। মঙ্গলবার সন্ধ্যায় হয়তো জানাবেন ফলাফল। গত তিনদিনে কিছুই জানাননি, বলেছেন সব শেষ করে একবারে বলবেন। গোটা জাতি উন্মুখ কি ফর্মূলা তিনি বের করেন। কোন সমঝোতা হবে কিনা! বা তিনি যে ফর্মূলা দেবেন সব পক্ষ মানবে কিনা!
কেউ কেউ মনে করেন তারানকো মিশন ফেল মারবে। আমারও ধারনা অনেকটা সে রকমেরই। তার প্রধান কারন দিল্লী। তারানকো চাইছেন সব দলের অংশগ্রহনে অবাধ ও নিরুপেক্ষ নির্বাচন। দিল্লী চাইছে একমাত্র আওয়ামী লীগের অংশগ্রহনে একদলীয় বা একতরফা নির্বাচন। তারানকো চাইছেন বিএনপিসহ সকল দল নির্বাচনে আসুক। দিল্লী চাইছে বিএনপি এ নির্বাচনে না আসুক। শেখ হাসিনা এখন আর খুব একটা ম্যাটার নন। সুজাতা সিংয়ের সাম্প্রতিক সফর এবং শেখ হাসিনার পক্ষে প্রকাশ্য দূতিয়ালিতে এটা ষ্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের নির্র্বাচন নিয়ে দিল্লী তাদের আগের অবস্থানেই অনড় আছে। তারা যেনতেন প্রকারে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দিতে চায়। বিএনপি যদি নির্বাচনে আসে তাদের সে আশা পুরন হবেনা। তারানকো বা জাতিসংঘের ইচ্ছার সাথে ইন্ডিয়ার চাওয়া পাওয়ার এখানেই ফারাক। সে কারনেই প্রশ্ন তারানকো ইন্ডিয়াকে উইনওভার করতে পারবেন কিনা। সে কারনেই সন্দেহ তারনাকো মিশন সফল হবে কিনা।
তিন দিনে তারানকো ঢাকায় অনেকের সাথে দেখা করেছেন কথা বলেছেন। একজনের সাথে একাধিকবারও। জানা যায় তিনি রাস্ট্রপতি এবং সেনাপ্রধানের সাথেও কথা বলতে চেয়েছিলেন। শেখ হাসিনা তা হতে দেন নাই। তাতে খুব একটা কিছু যায় আসেনা। রাষ্ট্রপতি একটা ঠুটো জগন্নাথ, যিনি সাংবিধানিক সীমাবদ্ধতার কথা বলে নৈতিক দায় এড়িয়ে গেছেন এবং প্রমান করেছেন তিনি ষোল কোটী মানুষের নন আওয়ামী লীগের প্রেসিডেন্ট। কাজেই এমন একজন রাষ্ট্রপতির সাথে দেখা করে বঙ্গভবনের 'উষ্ণ আতিথেয়তা' ছাড়া তারানকো আর কিছুই পেতেন না। সেনাপ্রধানের সাথে দেখা করা হতে পারতো শুধুই সৌজন্য সাক্ষাৎ কারন সমস্যাটা রাজনীতির, রাজনীতির সমস্যা সমাধানে সেনাপ্রধানকে ভুমিকা নিতে যেমন বলা যায়না তেমনি সেনাপ্রধানেরও এ বিষয়ে কথা বলার কথা নয়। কাজেই এই দুই বিশিষ্টজনের সাথে দেখা করতে না পারায় তারানকোর মিশন সফল করতে যে খুব একটা সমস্যা হবে তেমনটি নয়।
তবে একজনের সাথে কথা বলাটা ছিল খুবই জরুরী, তিনি হচ্ছেন ভারতীয় রাষ্ট্রদূত মি: পঙ্কজ শরণ। আমি এই খবরটাই রাখার চেষ্টা করছিলাম। বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমানের যে সংকট তার আসল চাবিকাঠি যার হাতে তিনি হচ্ছেন এই ভদ্রলোক। দিল্লীর সরকার অঙ্গরাজ্যগুলোর নির্বাচনে খুব একটা নাক গলাতে বা মাথা ঘামাতে না পারলেও বাংলাদেশের ব্যপারে রীতিমত ক্রিড়নকের ভুমিকায় অবতীর্ণ। কাল চার রাজ্যের বিধানসভা নির্বাচন এমনকি খোদ দিল্লীতে হোয়াইটওয়াশ হলেও কংগ্রেস সরকার বাংলাদেশে জিততে মরীয়া। অনেকে বলেন মি: শরণকে দিল্লী বাংলাদেশে রাষ্ট্রদূত নয় কার্যত এ্যডমিনিস্ট্রেটর বা প্রশাসক বানিয়ে পাঠিয়েছে। তিনিই নাকি এখানকার সব কিছু ঠিকঠাক করে দেন। এই লোকই নাকি আসল লোক! অনেকের ধারনা আজকে আমাদের এখানে নির্বাচন নিয়ে যে সমস্যা তা এক মূহুর্তে সমাধান করে দিতে পারেন মি: শরণ। সে কারনেই ভাবছিলাম তারানকো সাহেব যতই দৌড়ঝাঁপ করুন আসল লোকের সাথে কথা না বলে কি সমাধান বের করবেন!
শেখ পর্যন্ত জানা গেছে মহাসচিবের দূত মি: শরণের সাথে দেখা করেছেন। কি কথা হয়েছে জানা যায় নাই তবে সেখান থেকেই তিনি ছুটে গেছেন বিএনপি নেত্রীর উপদেষ্টার কাছে। এটা একটা ইতিবাচক লক্ষণ। আমি জানিনা দিল্লী শেষ মূহুর্তে তাদের পলিসি রদবদল করবে কিনা তবে জাতিসংঘের মিশন সফল হতে হলে এর বিকল্প কিছু আছে বলে আমি মনে করিনা।
কেউ মানুক আর নাই মানুক সকল দলকে বাইরে রেখে ভোটের মক্শো করিয়ে অথবা না করিয়ে দিল্লী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দিতে পারে, একমাত্র দৈব দূর্বিপাক ছাড়া তাদের এ মতলব বাঞ্চাল হওয়ার কোন অবকাশ নাই। তাতে হয়তো কাশ্মিরের শেখ আব্দুল্লাহর মত আর এক শেখ এখানে গদীনশিন থাকবেন কিন্তু এই দেশটা নিয়ে দিল্লীকে সব সময় টেনশনেই থাকতে হবে। কাশ্মিরে কোন গৃহযুদ্ধ নাই তারপরও সেখানে কয়েক ডিভিশন সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। বাংলাদেশে সড়াসড়ি সেনা মোতায়েনের কোন উছিলা এখন পর্যন্ত নাই কিন্তু একথা অস্বীকার করার উপায় নাই দেশটাকে প্রায় গৃহযুদ্ধাবস্থার দিকে ঠেলে দেয়া হয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল রাখলে দিল্লীর জন্য কতটুকু স্বস্তিদায়ক হবে তা তারাই বিবেচনা করবে তবে চোখকান খুলে গেলে একদিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যে সোচ্চার হবেনা তার গ্যারান্টি কি! সচেতন মহলের প্রশ্ন, দিল্লী কি আর একটা কাশ্মীর ফ্রন্ট খুলতে চায়!
এই হিসাব কিতাবগুলো যে বিশ্ব সম্প্রদায় বোঝে না তা নয়। একথা সবাই জেনে গেছে শেখ হাসিনা কোন ফ্যাক্টর নন শেখ হাসিনাকে উছিলা ধরে ভারত বাংলাদেশকে তাদের অধিকারে রাখতে চায়। এখানে সমঝোতাটা হতে হবে দিল্লীর সাথে। বিএনপি বারবারই তাদেরকে আস্বস্ত করার চেষ্টা করেছে যে ক্ষমতায় যেতে পারলে দিল্লীর স্বার্থের কোন হানি হবেনা। কিন্তু দিল্লী বিএনপিকে আস্থায় নিতে পারে নাই। কারন জামাত। জামাতের সাথে আদর্শগত দ্বন্ধ আহমদিয়া সম্প্রদায়ের। আবার আহমদিয়ারা গাঁটছড়া বাঁধা ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে। দক্ষিণপূর্ব এশিয়ায় মোসাদ কাজ করে র'য়ের সাথে মিলে। জানা যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে আহমদিয়ারা মোসাদকে দিয়ে র'য়ের কাছে জামাত সম্পর্কে এই ধারনা দিয়েছে যে এরা হচ্ছে একটি ভয়ংকর সন্ত্রাসী সংগঠন। এরা ভারতবিরোধী। এরা যদি বাংলাদেশে টিকে থাকে ভারতের জন্য এক সময় হুমকী হয়ে উঠবে। সে কারনে এবার ক্ষমতা হাতে পেয়ে ইন্ডিয়া প্রথমেই জামাতের ওপর হামলে পড়ে। তথাকথিত যুদ্ধাপরাধি বিচারের ধূয়া তুলে এই দলটিকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে নামে। জামাত বিএনপির সাথে জোটবাঁধা। সে কারনে ইন্ডিয়া বিএনপির ওপর ভরষা করার সাহস পায়না। মনে করে জামাত এক সময় বিএনপিকে পরিচালনা করবে এবং বিএনপি ভারতের আয়ত্বের বাইরে চলে যাবে।
তারানকো কি ভারতকে বোঝাতে সক্ষম হবেন যে তাদের এ আশংকা অমুলক! এখন গোটা ব্যপারটাই নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর তারা বিএনপিকে আস্থায় নিতে পারবে কিনা। এরশাদ সাহেবও তাদের লাইনের লোক। চেষ্টা করেছিল তাকে নির্বাচনে রাখতে। হয়তো তাকে ধারনা দেয়া হয়েছিল এন্টি আওয়ামী লীগ ভোট সব তার বাক্সে পড়বে, হাসিনার বদলে তিনিই জিতে সরকার গঠন করবেন। কিন্তু ক'দিনেই দেখা যায় দিল্লী হাসিনার পক্ষেই। তাকেই সরকারে রাখবে। এরশাদ সাহেব হিসাব করে দেখলেন- যে নির্বাচন তাতে শেখ হাসিনা সরকার গঠন করলে তাকে থাকতে হবে বিরোধী দলে। তাতে তার কি লাভ! বরঞ্চ বিএনপিসহ নির্বাচনে ক্ষমতার ভাগ পাওয়ার সম্ভাবনা বেশী। তিনি সটকে পড়েছেন। এখন চাইছেন এমন একটা নির্বাচন যাতে বিএনপি আওয়ামী লীগ ১২০/১০০ সীট পাবে আর তিনি ৪০/৫০টায় জিতে চরম বার্গেংিয়ের পজিশনে যাবেন।
কেউ কেউ ইতিমধ্যে আশংকা প্রকাশ করেছেন তারানকো মিশন ব্যর্থ হবে। ইন্ডিয়া কিছুতেই ছাড় দেবেনা। তারা যে কোন মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেবে। তারানকোকে খালি হাতে ফিরে যেতে হবে আমি এখনও তা মনে করতে চাইনা। তারপর যদি তেমনটি হয়! তারানকোর মুখ থেকে শুনতে হয় হতাশার বাণী! এরপরে দেশের অবস্থা সহজেই অনুমেয়। বান কি মুন তখন কি করবেন! ইন্ডিয়ার সঙ্গে বিরোধে জড়াবেন না বাংলাদেশের সিকিমের মর্যাদা মেনে নেবেন! আমাদের তো এখন শেষ ভরষা ওই জাতিসংঘই।
৯ ডিসেম্বর, '১৩
e-mail: mail@saeedtarek.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
saeedtarek@yahoo.com




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___