Banner Advertiser

Monday, May 12, 2014

[mukto-mona] Re: Hasina Regime or Vampire Regime ?



সাফল্যের পুরোভাগে শেখ হাসিনা

13 May, 2014
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারির আগে ঝঞ্ঝাপূর্ণ রাজনীতি মোকাবিলায় যেমন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তেমনি রাষ্ট্র পরিচালনায় নির্মোহভাবে অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে এরই মধ্যে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের যা কিছু সাফল্য এর সবই অর্জিত হয়েছে শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টা ও যোগ্য নেতৃত্বের কারণে। রাজনীতি বিশ্লেষকদের মতেও শেখ হাসিনা এখন যোগ্য রাষ্ট্রনায়ক।

দলীয় নেতা ও বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার ও ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আন্তর্জাতিক চাপ মোকাবিলা করেছেন শেখ হাসিনা সিদ্ধহস্তে। তাঁর দৃঢ়তার কাছে পরাস্ত হয় সব ষড়যন্ত্র। সব বাধা-বিপত্তি দূরে ঠেলে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয় তাঁর সরকারের অধীনে। ১২ জানুয়ারি শপথ নেয় তাঁর নেতৃত্বাধীন সরকার। এরপর শুরু করেন তিনি সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম। দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন শপথ নেওয়ার পর থেকেই। শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, দেশকে এগিয়ে নিতে প্রয়োজনে কঠোর, আবার

প্রয়োজনে সরল হবেন শেখ হাসিনা- এটিই তাঁর লক্ষ্য। এরই মধ্যে তিনি নিজ দলের বেশ কয়েকজন নেতাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি দাঁড় করিয়েছেন নির্মোহভাবে। দুর্নীতির অভিযোগ থাকা নেতাদের এবার মন্ত্রিসভায় রাখেননি তিনি।

সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনা তাঁর কঠোর অবস্থান জানান দিয়েছেন সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়ে। ওই ঘটনায় সরকারের একটি শক্তিশালী সংস্থার কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তিন কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয় প্রধানমন্ত্রীর নির্দেশে। গত ৫ মে মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত আপন-পর কাউকেই ছাড়া হবে না। গত রবিবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের 'সফটনেস' না দেখাতে।

এ প্রসঙ্গে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান কালের কণ্ঠকে বলেন, 'নারায়ণগঞ্জের ঘটনায় এ পর্যন্ত পদক্ষেপ ভালো। অপেক্ষা করছি তদন্তের অগ্রগতি দেখার জন্য। আশা করি সঠিক তদন্তের মাধ্যমে সরকার স্বচ্ছতা নিশ্চিত করবে।'

শেখ হাসিনার নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কালের কণ্ঠকে বলেন, 'রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার অসম সাহস দেখতে পাই। যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির রায় বাস্তবায়নসহ বিভিন্ন কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো একমাত্র শেখ হাসিনা নেতৃত্বে রয়েছেন বলেই সম্ভব হচ্ছে। এ ছাড়া সম্প্রতি নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে শেখ হাসিনার পদক্ষেপ বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ যে বেরিয়ে এসেছে তার উৎকৃষ্ট প্রমাণ।'

অধ্যাপক ড. মুনতাসীর মামুন কালের কণ্ঠকে বলেন, 'সরকার পরিচালনায় শেখ হাসিনার বিকল্প কেউ নেই। বিশেষ করে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় শেখ হাসিনার জিরো টলারেন্স প্রদর্শন রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও প্রশংসা কুড়িয়েছে।'

রাজনীতি বিশ্লেষকদের মতে, দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত সফলতার সঙ্গে টানা দ্বিতীয়বার সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে দেশে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন। দেশ বেরিয়ে এসেছে বিচারহীনতার সংস্কৃতি থেকে। এ সময়ে তিনি কখনো হয়েছেন দুর্দান্ত সাহসী, কখনো সাবধানী। তবে বিচলিত হননি কারো রক্তচক্ষুর কাছে।

এর আগে ২০০৯ সালে মহাজোট ক্ষমতায় আসার পর শুরুর দিকেই বিডিআর বিদ্রোহ এবং পিলখানায় নিষ্ঠুর হত্যাকাণ্ডে সরকার কিছুটা হোঁচট খেলেও অত্যন্ত পরিপক্ব রাজনীতিকের মতো পরিস্থিতি সামাল দেন সরকারপ্রধান শেখ হাসিনা। পরে অপরাধীদের আইনের আওতায় আনা হয়। এ ছাড়া তখন বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা, মানবতাবিরোধী অপরাধের বিচার ও রায় কার্যকর করা, ৫ মে রাতে হেফাজতে ইসলামের ঢাকায় অবস্থান ঘিরে অরাজক পরিস্থিতি সামলানো শেখ হাসিনার নেতৃত্বের সফলতা।

রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য বলছেন, শুধু সরকারপ্রধানের নেতৃত্বের দক্ষতা নয়, একই সঙ্গে বিরোধী দলের ভুল সিদ্ধান্তও এ সফলতার পেছনে ভূমিকা রেখেছে। বিরোধী দলের আন্দোলনের কৌশলগত ভুল এবং আন্তর্জাতিক রাজনীতিও ওই সব সব পরিস্থিতি মোকাবিলা করতে শেখ হাসিনাকে অনেক সহযোগিতা করেছে।

রাজনীতি বিশ্লেষক মীজানূর রহমান শেলী বলেন, 'এ কথা সত্য যে মহাজোট সরকারের সময় অনেক বড় বড় ঘটনা ঘটেছে। সেসব ঘটনা মহাজোট সরকার ও তাদের অন্তর্ভুক্ত দল এবং নেতৃত্বের কারণেই মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে বিরোধী দলেরও অনেক ভুল ছিল, যার ফলে সরকার এসব পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে।'

দলীয় একাধিক নেতা জানান, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইনি লড়াই চালিয়ে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তা সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। তাঁর নেতৃত্বে শিক্ষা, কৃষি, খাদ্য ও তথ্যপ্রযুক্তিতে গত কয়েক বছরে এসেছে অভূতপূর্ব সাফল্য। দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অব্যাহতি দেওয়া হয় মন্ত্রিসভা থেকে। রেলের অর্থ কেলেঙ্কারির অবিযোগে সুরঞ্জিত সেনগুপ্তকে দীর্ঘদিন রাখা হয় দপ্তরবিহীন অবস্থায়। এ ছাড়া ডেসটিনি-হলমার্কসহ কিছু প্রভাবশালী মহলের লাগামহীন আর্থিক দুর্নীতিও দমন করেছেন শেখ হাসিনা কঠোরহস্তে। গত বছর রানা প্লাজা ধসের ঘটনায় এর মালিক ও সেখানকার নিজ দলের স্থানীয় এমপিকেও রেহাই দেননি তিনি। রানা প্লাজার মালিকের সঙ্গে স্থানীয় এমপির সখ্য থাকার অবিযোগে এবার তাঁকে মনোনয়নবঞ্চিত করা হয়েছে।
উৎসঃ   কালের কন্ঠ
On Monday, May 12, 2014 11:52 AM, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> wrote:

'জনগণের রক্তপানের তৃষ্ণায় আ'লীগের ভুমিকা ভ্যাম্পায়ারের মতো'

rijviনিউজ ইভেন্ট ২৪ ডটকম
ঢাকা
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণের রক্ত পানের তৃষ্ণায় আওয়ামী লীগ সরকার ভয়ংকর ভ্যাম্পায়ারের রূপ ধারণ করেছে।
রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশে শকুন আর হায়েনাদের বিভৎস উল্লাস চলছে। বিরোধী দল নির্যাতন করতে করতে সরকারের চৈতন্য লোপ পেয়েছে। সরকার এখন জনগণের রক্ত পানের তৃষ্ণায় ভয়ংকর ভ্যাম্পায়ারের রূপ ধারণ করেছে।
তিনি বলেন, দেশের মানুষকে হত্যা করার জন্যই সরকার সন্ত্রাসীদের জেনারেল লাইসেন্স দিচ্ছে। সব গুম, খুন, অপহরণের সঙ্গে সরকার জড়িত। সরকার এর দায় এড়াতে পারে না। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার সঠিক বিচার না হওয়াতে শীতলক্ষা-বুড়িগঙ্গায় এতো লাশ ভেসে উঠেছে।
রিজভী বলেন, বাজারের সস্তা পণ্যের চেয়ে মানুষের জীবন এখন অনেক কম মূল্যে পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে নজরুল ও চন্দন সরকারসহ সাতজনের হত্যার ঘটনায় সরকারের প্রভাবশালী মন্ত্রী ও তার আত্মীয়-স্বজন জড়িত থাকার অভিযোগ উঠেছে। শুধুমাত্র দায়িত্ব থেকে অপসারণ করেই নয়, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।
দলের স্থায়ী কমিটির সর্বশেষ সিদ্ধান্ত জানিয়ে রিজভী আহমেদ বলেন, গুম, খুন ও হত্যার প্রতিবাদে আগামী ১৭ মে নারায়ণগঞ্জের ডেমরায় সমাবেশ, ১৮ মে দেশের সকল উপজেলায় প্রতিবাদ সভা, ১৯ মে জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ এবং ২০ মে সকল মহানগরীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ডেমরার সমাবেশে বেগম খালেদা জিয়া বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, খায়রুল কবির খোকন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১১ মে, ২০১৪/১৪.৫৫/মেহেদী হাসান


 


____________________________________________________________
Do THIS before eating carbs (every time)
1 EASY tip to increase fat-burning, lower blood sugar & decrease fat storage
info.fixyourbloodsugar.com




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___