Banner Advertiser

Monday, August 4, 2014

[mukto-mona] Bhorer Kagoj, 5th Aug 2014



Bhorer Kagoj, 5th Aug 2014: http://www.bkagoj1.com/new/blog/2014/08/05/189472.php

†`‡k Dbœq‡bi †Rvqvi eB‡Q, ivRbxwZ‡Z Pj‡Q fvUv wkZvsï ¸n

 

দেশে উন্নয়নের জোয়ার বইছে, রাজনীতিতে চলছে ভাটা

 

সবাইকে ঈদের শুভেচ্ছ। ঈদের ঠিক আগখান দিয়ে সাংবাদিক বেবী মওদুদ চলে গেলেন। সংবাদটি জেনে মনটা খারাপ হয়ে গেলো। গাজায় এবার রক্তমাখা ঈদ হচ্ছে। ক্ষনিক যুদ্ববিরতি হলেও উত্কন্ঠা নিয়ে তো আর আনন্দ হয়না। ইউক্রেনের কথা চিন্তা করে লাভ নেই, আমাদের নারায়নগঞ্জ সমস্যার মতোই এটাও চলছে, চলবে। জননেত্রী শেখ হাসিনার লন্ডন সফর সফল তাতে কারো সন্দেহ থাকার কারণ নেই। তবে ৫ই জানুয়ারীর নির্বাচন নিয়ে ব্রিটিশ অসন্তোষ-এর কথা ওদেশের প্রধানমন্ত্রীর ওয়েবসাইডে আছে। পত্রিকার খবরে প্রকাশ, ম্যাডাম জিয়া সরকারকে ফেলে দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করে সৌদি আরব থেকে ফিরেছেন। সব মিলিয়ে ঈদের আগে সব খবর মোটামুটি ভালো। ঈদের পর কি হবে?

 

আপাতত: ঈদ যাক, দেখা যাক ম্যাডামের আন্দোলন কতটা সফল হয়। 'দিন আগে নিউইয়র্কে একটি সাপ্তাহিক- লীড নিউজ করে যে, বিদিশীরা নির্বাচন চায় ২০১৫-তে; সরকার চায় ২০১৬-তে। তিন বা সাড়ে তিন বছরের মাথায় অন্তর্বর্তী নির্বাচন গণতন্ত্রে অসম্ভব নয়, তাতে সরকারের মান যাবেনা। তবে সদ্য ম্যাডাম বলেছেন, সরকার যাবেকিন্তু এমন ভাবে যাবে যে মানুষ দু:খে কাঁদারও সুযোগ পাবেনা। ম্যাডাম কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়, কিন্তু ১৯৭৫-এও মানুষ দু:খে কাঁদতে ভুলে গেছিলো। তাই, ম্যাডামের বক্তব্যে কিসের ইঙ্গিত? শেখ হাসিনা যখন জনগনের উন্নয়নে হন্যে হয়ে বিশ্বময় ছুটে বেড়াচ্ছেন, সাম্প্রদায়িক শক্তি তখন তলে তলে কি করছে কে জানে! তবে যারা জাতির জনক বঙ্গবন্ধুকে খুন করতে পারে, তাদের পক্ষে অসম্ভব কিছু নেই। বাংলায় একটি কথা আছে, 'শক্তের ভক্ত, নরমের যম' সাম্প্রদায়িক শক্তি শক্তের ভক্ত, ওদের সাথে কঠিন হওয়া ছাড়া গত্যন্তর নেই। যদিও সরকার মৌলবাদী শক্তিকে দুধ-কলা দিয়ে পুষতে চান বলেই মনে হয়। অবশ্য লন্ডন থেকে ফেরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেশ স্পষ্ট করেই বলেছেন যে, জামাতের সাথে আপোষ নয় বা যুদ্বপরাধীদের বিচার হবেই, ইত্যাদি। তবে মানুষ 'মৌ' চুক্তি; হেফাজতের সাথে সখ্যতা, বা গণজাগরণ মঞ্চের সাথে আচরণ মনে রেখে সন্দিহান থাকবেই, যতক্ষণ না 'বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়' ঘটে।

 

এদিকে রেডিও তেহরানের সাথে এক সাক্ষাত্কারে  সাংবাদিক মাহফুজুল্লাহ বলেছেন, 'মোদী সরকার বাংলাদেশ সরকারের সাম্প্রতিক কর্মকান্ডে ততটা খুশী নন এবং তারা সব দলের অংশগ্রহনে অবাধ সুষ্ঠু নির্বাচন চান' বেশ কিছুদিন আগে তার একটি নিবন্ধ পড়েছিলাম, যেখানে তিনি লিখেছিলেন, 'সচিবালয়ে /১টি রুম পরপরই একটি হিন্দু নেমপ্লেট' ---ইত্যাদি। মাহফুজুল্লাহ' বক্তব্য আসলে আওয়ামী লীগ বিরোধী সাম্প্রদায়িক প্রোপাগান্ডা এবং বেগম জিয়ার হুঙ্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিএনপি' ম্যাডাম বলেছেন, ঈদের পর তিনি সরকার উত্খাতের আন্দোলন শুরু করবেন। ম্যাডাম কি কোথা  থেকে সবুজ সংকেত পেয়েছেন? সদ্য ভারতের সাথে সমুদ্র বিজয়ের পর নয়াদিল্লীর প্রতিক্রিয়া বা সুষমা স্বরাজের ঢাকা সফরের প্রেক্ষিতে একথা ভাবার কোন কারণ নেই যে, সাউথ ব্লক বাংলাদেশের ব্যাপারের তাদের অবস্থান পাল্টাচ্ছে। তদুপুরি, সেপ্টেম্বরে মোদী আসছেন নিউইয়র্কে, ওবামা-মোদী বৈঠক হবে ওয়াশিংটনে। বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হবে? কে জানে। যতক্ষণ মোদী ব্যাপারে মুখ না খোলেন ততক্ষণ 'সকলই গরল ভেল'

 

ইন্টারনেটে দেখলাম, মওদুদ আহমদ আওয়ামী লীগে যোগ দিতে চান এবং ইতোমধ্যে গওহর রিজভীর সাথে দেখা করেছেন।  ধরনের খবরের সত্যমিথ্যা যাচাই করা কঠিন, তবে এটি সত্যি হলে এতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হতাশ হবেন। তাছাড়া এটা মওদুদের শেষ ডিগবাজী কিনা তা কে জানে, তার দল বদলের হিসাব করতে তো একাউন্টটেন্ট লাগবে।! একই সংবাদে আরো বলা হয়, জামাত নেতা : রাজ্জাক নিয়মিত যোগাযোগ রাখছেন উপদেষ্টা গওহর রিজভীর সাথে। আগস্টে জামাত ভাঙ্গনের কথাও আসছে। এনিয়ে অনেকে হিসাব-নিকাশও করছেন। তবে একটা হিসাব মিলছে না, তা হলো: যেখানে জামাতকে নিষিদ্ব বা বাতিল করা সম্ভব, সেখানে জামাত ভেঙ্গে কি লাভ? একই নিউজের শেষাংশে বলা হয়েছে, শেখ হাসিনা বরং সাদেক হোসেন খোকা, ফখরুল আলমগীরকে আনতে আগ্রহী। কিন্তু ওরা আসতে ততটা আগ্রহী নন। নিউজে আরো বলা হয়, খোকা এলে তিনি মায়ার স্থলাভিষিক্ত হবেন এবং ফখরুল উপদেষ্টা হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহের কারণ বোঝা যায় এবং এর যৌক্তিকতা আছে। কিন্তু তারপরও কথা থাকে, মায়ার স্থলাভিষিক্ত হবার মত যোগ্য লোক ঢাকা শহরেই আছে, আওয়ামী লীগের ভেতরেই আছে, তাদের বাদ দিয়ে বাইরের দিকে হাত বাড়ানোর দরকার কি?

 

গণতন্ত্রে দল ভাঙ্গাভাঙ্গি বা দলবদল সবই হয়। কিন্তু মওদুদ আহমদ-এর মত আদর্শহীন কলঙ্কময় দলবদলে তেমন কিছু হেরফের হয়না। পক্ষান্তরে দলবদলে ব্যক্তিস্বার্থ থাকে। খোকা-ফখরুল বিএনপি থেকে বেরিয়ে এলে তারা ক্ষতিগ্রস্থ হবেন। আওয়ামী লীগের কেমন লাভ হবে তা বলা মুস্কিল। : রাজ্জাক যদি জামাত ভাঙ্গেন বা বাস্কবন্দী করেন সেটা এক কথা আর যদি  আওয়ামী লীগে যোগ দেন সেটা ভিন্নকথা। অধুনা জামাতীরা কিছুকিছু আওয়ামী লীগে যোগ দিচ্ছে, তবে ওরা আওয়ামী লীগে বড্ড বেমানান। আওয়ামী হচ্ছে 'মেল্টিং পট', অর্থাৎ যারাই আওয়ামী লীগে আসে তাদের আওয়ামীকরণ হয়। কিন্তু কট্টর ডান বা চরম বাম অর্থাৎ জামাত বা কম্যুনিস্টদের তা হয়না। তারা বরং আওয়ামী লীগকে ইসলামীকরণ বা সমাজতন্ত্রীকরণে ব্যস্ত থাকেন। কারো কারো মতে চমকের মন্ত্রিসভা বা সংস্কারবাদীদের দুরে ঠেলে দেয়ার পেছনে মতিয়া চৌধুরীসহ বামদের ভুমিকা অনেক। একসময়ের অগ্নিকন্যা সময়ে যেকোন আওয়ামী নেতার চাইতে অনেকবেশী তোষামোদকারী। এটা ঠিক সব বাম মতিয়া ননযেমন শিক্ষামন্ত্রী তার মন্ত্রনালয় সুন্দর চালাচ্ছেন, মতিয়া চৌধুরিও তার মন্ত্রনালয় ভালোই চালাচ্ছেন; কিন্তু মন্ত্রীত্ব এক জিনিষ আর সভানেত্রীর ওপর প্রভাব বিস্তার অন্য জিনিষ। চরম ডান বা বামদের থেকে দুরে থাকা বা মধ্যপন্থা অবলম্বন আওয়ামী লীগের সম্বল। মরহুম বেবী মওদুদও প্রথম দফায় ক্ষমতায় এলে শেখ হাসিনার ওপর বেশ প্রভাব খাটিয়েছিলেন, তাতে লাভ-ক্ষতি কি হয়েছে তা সাংবাদিকরা ভালো বলতে পারবেন

 

সবশেষে মিলিয়ন ডলার প্রশ্ন: ধরা যাক, ঐসব নেতারা আওয়ামী লীগে আসলো বা জামাত ভাঙ্গলো, তাহলে কি আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নির্বাচনে জিতবে? মনে রাখতে হবে, আওয়ামী লীগ থেকে কেউ বেরিয়ে গেলে যেমন দলের কোন ক্ষতি হয়না; সম্ভবত: একই কথা বিএনপির জন্যেও প্রযোজ্য, কারণ ওখানেও 'এক নেতা এক দেশ' জামাত ভাঙ্গুক, না থাকুক, দলে থাকুক, ওরা কখনই আওয়ামী লীগের মিত্র নয়। তদুপুরি, নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারায় না; আওয়ামী লীগ নিজে হারে, ফলে অন্যরা জেতে। এখন পর্যন্ত আওয়ামী লীগ ধনুর্ভঙ্গ পন করে বসে আছে তারা জিতবে না, সুতরং তাদের জেতায় সাধ্য কার! সবেমাত্র কোথায় যেন শুনলাম, দেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু রাজনীতিতে চলছে ভাটা বা প্রচন্ড খরা। রাজনীতিতে জোয়ার না এলে উন্নয়নের সুফল অতীতের মতো অন্যরা ভোগ করবে

 

শিতাংশু গুহ, কলাম লেখক

নিউইয়র্ক, ২৮জুলাই ২০১৪

 



__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___